Simply Rose

Simply Rose ~দিনলিপি~

Pinning it📍
10/08/2025

Pinning it📍

পৃথিবীর সুন্দরতম একটা মুহুর্ত হলো হুট করে শেষ রাত্রে ঘুম ভেঙ্গে যাওয়া। বাহিরে হালকা বৃষ্টি পড়বে..মৃদুমন্দ বাতাস বয়ে যাবে...
05/08/2025

পৃথিবীর সুন্দরতম একটা মুহুর্ত হলো হুট করে শেষ রাত্রে ঘুম ভেঙ্গে যাওয়া। বাহিরে হালকা বৃষ্টি পড়বে..মৃদুমন্দ বাতাস বয়ে যাবে, এতোসবের মাঝেই শেষ রাত্রে আপনার ঘুম ভাঙ্গবে।
উত্তরমুখী বিশাল জানালার সামনে দাঁড়িয়ে কফি খেতে খেতে আপনি নিরিবিলি বৃষ্টিমুখর একটা ভোর হতে দেখবেন।
I am manifesting this kind of mornings for myself for the rest of this year.~🍃

©Simply Rose

সন্তান হারানোর বেদনায় রয়েছে আল্লাহর বিশেষ পুরস্কারএকজন মা যখন শেষবারের মতো সন্তানের নিথর দেহটা বুকে জড়িয়ে ধরেন, অথবা...
24/07/2025

সন্তান হারানোর বেদনায় রয়েছে আল্লাহর বিশেষ পুরস্কার
একজন মা যখন শেষবারের মতো সন্তানের নিথর দেহটা বুকে জড়িয়ে ধরেন, অথবা একজন বাবা যখন নিজের কাধে প্রিয় সন্তানের খাটিয়া বহন করেন—তখন আকাশও যেন নির্বাক হয়ে যায়। বাতাসও যেন তার প্রাণ হারায়। ফিকে হয়ে যায় দুনিয়ার সব স্বাদ আহ্লাদ।
আর হৃদয়ের গভীর থেকে বেরিয়ে আসে এক চাপা কান্না, যা কোনো শব্দে প্রকাশযোগ্য নয়। সন্তানের নিঃশ্বাসহীন মুখের দিকে তাকানোর চেয়ে অধিক কষ্টদায়ক কিছু বোধহয় বাবা-মায়ের জন্য পৃথিবীতে নেই।
এই বেদনার মাঝেই ইসলাম আমাদের দেখায় এক অপার্থিব আশা, এক আসমানী শান্তনা। আল্লাহ তা’আলা এই অসহনীয় বেদনার গভীরে লুকিয়ে রেখেছেন এক বিশেষ পুরস্কার—জান্নাত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যে ব্যক্তির তিনটি সন্তান মারা যায়, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে।” সাহাবিরা বললেন, “ইয়া রাসূলুল্লাহ, যদি দুটি হয়?” তিনি বললেন, “দুটি হলেও।” (সহিহ বুখারি: ১২৪৯)
অন্য এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
“যখন আল্লাহ কোনো মুমিনের সন্তানের জান কবজ করেন, আর সে বলে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’, তখন আল্লাহ ফেরেশতাদের বলেন, ‘আমার বান্দার সন্তানের প্রাণ আমি নিয়ে নিলাম, অথচ সে ধৈর্য ধরেছে?’ এরপর আল্লাহ বলেন, ‘তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দাও, যার নাম হবে বাইতুল হামদ (প্রশংসালয়)।’(তিরমিজি: ১০২১) (এ ঘরটি জান্নাতে বিশেষ মর্যাদাসম্পন্ন স্থানে থাকবে।)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন:
“ছোট শিশুরা জান্নাতের প্রজাপতির মতো। তাদের মধ্যে কেউ তার পিতার সঙ্গে মিলিত হবে—অথবা তিনি বলেছেন, বাবা-মা উভয়ের সঙ্গেই মিলিত হবে। অতঃপর সে তাদের কারো কাপড়ের আঁচল ধরবে, যেমন আমি তোমার কাপড়ের আঁচল ধরছি। এরপর সে আর তাদের ছাড়বে না।” (সহিহ মুসলিম: ৬৫৯৫)
সন্তান হারানোর দুঃখ কখনোই শেষ হয় না। তবে সেই দুঃখ যদি ধৈর্যের ঘ্রাণে আল্লাহর দিকে ফিরে যায়, তাহলে সেই কষ্টই হয়ে ওঠে জান্নাতের সিঁড়ি। শোকের নিচে লুকিয়ে থাকে সওয়াবের ঝর্ণা, অশ্রুর আড়ালে জমে থাকে জান্নাতের আলো।
আল্লাহ সেই মায়েদের কষ্ট জানেন। জানেন সেই পিতার কবরের মাটি ভেজা চোখ। তাই তিনি তাদের জন্য রেখে দিয়েছেন এক চিরন্তন প্রতিদান—জান্নাতে মিলন।

©wafilife.com

মাঝেমধ্যেই ভাবি ফেসবুক ডিলিট করে আইসোলেশনে চলে যাবো৷ তারপর মনে পড়ে যায় আমি তো এখানেই টুকটাক লিখালিখি করি। আগে দিনেরশেষে ...
12/07/2025

মাঝেমধ্যেই ভাবি ফেসবুক ডিলিট করে আইসোলেশনে চলে যাবো৷ তারপর মনে পড়ে যায় আমি তো এখানেই টুকটাক লিখালিখি করি। আগে দিনেরশেষে ডায়েরি লিখার অভ্যেসটা এখন এই নীলবইয়ের অনলি মি ফিডে আটকা পড়ে গিয়েছে।
সেই অভ্যেসের খাতিরেই আমি এই জনমানবহীন পেজে মাসে ২ মাসে একবার উকি দিয়ে কিছু একটা লিখা রেখে যাই। একটা সময় নিজের ক্রিয়েটিভিটির সবটুকুকেই প্রশ্রয় দিয়ে রাখতাম,
ইদানীং এডাল্টহুডের এলোমেলো চিন্তা আর ট্রানজিশনের কারনে তাদের ডাক আর শুনা হয়না। লিখালিখির এতোটুকু অভ্যাসের জন্য নাহয় আমার ফেসবুকে থাকা হোক। ☕

©Simply Rose🌺

রবিবারে টাউনে ঘুরতে বের হয়ে একদিন বিদেশি বাবল টি ট্রাই করলাম৷ মৃদুমন্দ বাতাস আর মিষ্টি রোদ পোহাতে পোহাতে এই জিনিস খেতে ভ...
26/05/2025

রবিবারে টাউনে ঘুরতে বের হয়ে একদিন বিদেশি বাবল টি ট্রাই করলাম৷ মৃদুমন্দ বাতাস আর মিষ্টি রোদ পোহাতে পোহাতে এই জিনিস খেতে ভালোই লাগলো।

দেশে থাকতে এসব প্রচুর খাওয়া হতো।
খানাস এর কোল্ড কফি, স্টার এর লাচ্ছি,আজওয়ার কোল্ড কফি, ফরমোসার বাবল টি..অনেক দিন পর এই বাবল টি খেতে যেয়ে সেই দিনগুলোর কথা মনে পড়ে গেলো। প্রায়দিন হেটে বাসায় ফিরার পথে এলাকার র‍্যান্ডম দোকান থেকে ৫০ টাকার কোল্ড কফি কিনে খেতে খেতে আসতাম৷ মনে হতো পৃথিবীর সবচেয়ে হ্যাপি মানুষটা আমিই।

এতোসব লিখার মানে হলো, আমি যখনই বিদেশের মাটিতে নতুন কিছু খাবার ট্রাই করি,আমার নিজের দেশের খাবার খুব মনে পড়ে যায়। নিজের প্রিয় মুখগুলো বাদে, দেশের এই একটা জিনিসই আমি ভীষণ মিস করি ~ আমাদের খাবার দাবার গুলো। খাবার নিয়ে নস্টালজিক হওয়ার কোনো বিশেষ টার্ম কি আছে?

বাবল টি রেটিং : ৮.২/১০

Khana's Star Kabab

Simply Rose

সন্ধ্যে নামার আগে~
04/05/2025

সন্ধ্যে নামার আগে~

Sunshine ~ spring breeze ~ flowers A little walk into Nature🌿
06/04/2025

Sunshine ~ spring breeze ~ flowers

A little walk into Nature🌿

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Simply Rose posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category