
26/05/2025
রবিবারে টাউনে ঘুরতে বের হয়ে একদিন বিদেশি বাবল টি ট্রাই করলাম৷ মৃদুমন্দ বাতাস আর মিষ্টি রোদ পোহাতে পোহাতে এই জিনিস খেতে ভালোই লাগলো।
দেশে থাকতে এসব প্রচুর খাওয়া হতো।
খানাস এর কোল্ড কফি, স্টার এর লাচ্ছি,আজওয়ার কোল্ড কফি, ফরমোসার বাবল টি..অনেক দিন পর এই বাবল টি খেতে যেয়ে সেই দিনগুলোর কথা মনে পড়ে গেলো। প্রায়দিন হেটে বাসায় ফিরার পথে এলাকার র্যান্ডম দোকান থেকে ৫০ টাকার কোল্ড কফি কিনে খেতে খেতে আসতাম৷ মনে হতো পৃথিবীর সবচেয়ে হ্যাপি মানুষটা আমিই।
এতোসব লিখার মানে হলো, আমি যখনই বিদেশের মাটিতে নতুন কিছু খাবার ট্রাই করি,আমার নিজের দেশের খাবার খুব মনে পড়ে যায়। নিজের প্রিয় মুখগুলো বাদে, দেশের এই একটা জিনিসই আমি ভীষণ মিস করি ~ আমাদের খাবার দাবার গুলো। খাবার নিয়ে নস্টালজিক হওয়ার কোনো বিশেষ টার্ম কি আছে?
বাবল টি রেটিং : ৮.২/১০
Khana's Star Kabab
Simply Rose