
28/07/2025
দিল্লি গেছে কাউয়া শেখ হাসিনা----তারেক জিয়া----!রেজা আহমদ ফয়সল চৌধুরী
সমন্বয়করা চাদা নেয় গুলশানে ভাগ কি আসে প্যারিসে? এক বছরের মাথায় স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিয়েছে গরীবের বাচ্চারা। বাপ সহ টাকা কামাই করছে। বিপ্লব অনেক কঠিন বিষয়রে চাদাবাজরা। পৃথিবীর যত বড় বড় মানুষ তারা সমাজকে শুধু দিয়ে গেছে। দেওয়া পর মরেও গেছে। সমাজ থেকে রাষ্ট্র থেকে ওরা নেয়নি। লেনসেন ম্যান্ডেলা কি টাকা মেরেছেন? ম্যান্ডেলা কি গ্রামীন বিশ্ববিদ্যালয় করেছেন? গ্রামীন রিক্রুটম্যান এজেন্সী করেছিলেন? এক বছরে ইউনুস সাহেব যা করলেন, এক বছরে নাবালকরা যে দুর্নীতি করেছে উষ্টা মেরে এদেরকে সরিয়ে দিতে হবে। আমাকে ভয়ভীতি দেখিয়ে লাভ নেই। শেখ হাসিনার সরকারের লোকরাও ভয়ভীতি দেখিয়েছিল। আমি আমার পথ থেকে একটুও সরিনি। আমাকে যারা বলেছিলেন দুর্নীতিও চাদাবাজির প্রমাণ দিতে প্রমাণ পেয়েছেন? আরো আছে একটু অপেক্ষা করুন। আরো আসিতেছে। ইন্ডিয়ার মোদি লন্ডনে এসে তিনহাজার কোটি ডলারের চুক্তি করেছেন আর বাংলাদেশের ইউনুস সাহেব----। বললাম না। প্রধানমন্ত্রী মোদী টাকা খরচ না করেই ইন্ডিয়ার জন্য ব্যবসা নিয়ে গেছেন। আর আমরা? মোদিকে ইন্ডিয়ার কেউ কি গালি দিয়েছে? ভিন্নমত নেই ইন্ডিয়ায়? কংগ্রেস কি নেই লন্ডনে? এই সব নোংরামি ওরা করেনা। বাংলাদেশে নতূন প্রজন্ম এখন সুন্দর শ্লোগান দেয় শেখ হাসিনা কাউয়া দিল্লি গেছে-----। মুজিব আমার ----। তারেক জিয়া-----! সুন্দর না শ্লোগান? কত মাধুর্য এ সব শ্লোগানে। এসবের জনক কি পিনাকী ভট্রাচার্য? তার ভিডিও বার্তায় কি সুন্দর সুন্দর গালি থাকে তাই না? সেই গালি নতুন প্রজন্ম গোগ্রাসে গিলে? গিলতে থাক। প্রথম যখন শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ হলো, তখন দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকরা এক সাথে নামাজ পড়ে। এখন সুন্দর সুন্দর শ্লোগান দেয়। কাপরের নীচের শ্লোগান। আমার কাসেম মামা বলেছেন জিজ্ঞেস করতে ঐ যে শেখ হাসিনা কাউয়া দিল্লি গেছে----। ঐ ---- দিয়ে তো সে বের হয়ে এসেছে। এটাকে এভাবে অপমান করা কি ঠিক? জবাব কে দিবে? পিনাকি না ছাত্র নেতারা?
লেখক সভাপতি ইউকে বাংলা প্রেস ক্লাব
ব্যবস্হাপনা পরিচিলক চ্যানেল ইউরোপ
www.channeleurope.tv
ইমেইল [email protected]
লন্ডন 28 জুলাই 2025