Channel Europe

Channel Europe I am a journalist

দিল্লি গেছে কাউয়া শেখ হাসিনা----তারেক জিয়া----!রেজা আহমদ ফয়সল চৌধুরী সমন্বয়করা চাদা নেয় গুলশানে ভাগ কি আসে প‍্যারিসে? এক...
28/07/2025

দিল্লি গেছে কাউয়া শেখ হাসিনা----তারেক জিয়া----!রেজা আহমদ ফয়সল চৌধুরী
সমন্বয়করা চাদা নেয় গুলশানে ভাগ কি আসে প‍্যারিসে? এক বছরের মাথায় স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিয়েছে গরীবের বাচ্চারা। বাপ সহ টাকা কামাই করছে। বিপ্লব অনেক কঠিন বিষয়রে চাদাবাজরা। পৃথিবীর যত বড় বড় মানুষ তারা সমাজকে শুধু দিয়ে গেছে। দেওয়া পর মরেও গেছে। সমাজ থেকে রাষ্ট্র থেকে ওরা নেয়নি। লেনসেন ম‍্যান্ডেলা কি টাকা মেরেছেন? ম‍্যান্ডেলা কি গ্রামীন বিশ্ববিদ্যালয় করেছেন? গ্রামীন রিক্রুটম‍্যান এজেন্সী করেছিলেন? এক বছরে ইউনুস সাহেব যা করলেন, এক বছরে নাবালকরা যে দুর্নীতি করেছে উষ্টা মেরে এদেরকে সরিয়ে দিতে হবে। আমাকে ভয়ভীতি দেখিয়ে লাভ নেই। শেখ হাসিনার সরকারের লোকরাও ভয়ভীতি দেখিয়েছিল। আমি আমার পথ থেকে একটুও সরিনি। আমাকে যারা বলেছিলেন দুর্নীতিও চাদাবাজির প্রমাণ দিতে প্রমাণ পেয়েছেন? আরো আছে একটু অপেক্ষা করুন। আরো আসিতেছে। ইন্ডিয়ার মোদি লন্ডনে এসে তিনহাজার কোটি ডলারের চুক্তি করেছেন আর বাংলাদেশের ইউনুস সাহেব----। বললাম না। প্রধানমন্ত্রী মোদী টাকা খরচ না করেই ইন্ডিয়ার জন‍্য ব‍্যবসা নিয়ে গেছেন। আর আমরা? মোদিকে ইন্ডিয়ার কেউ কি গালি দিয়েছে? ভিন্নমত নেই ইন্ডিয়ায়? কংগ্রেস কি নেই লন্ডনে? এই সব নোংরামি ওরা করেনা। বাংলাদেশে নতূন প্রজন্ম এখন সুন্দর শ্লোগান দেয় শেখ হাসিনা কাউয়া দিল্লি গেছে-----। মুজিব আমার ----। তারেক জিয়া-----! সুন্দর না শ্লোগান? কত মাধুর্য এ সব শ্লোগানে। এসবের জনক কি পিনাকী ভট্রাচার্য? তার ভিডিও বার্তায় কি সুন্দর সুন্দর গালি থাকে তাই না? সেই গালি নতুন প্রজন্ম গোগ্রাসে গিলে? গিলতে থাক। প্রথম যখন শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ হলো, তখন দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকরা এক সাথে নামাজ পড়ে। এখন সুন্দর সুন্দর শ্লোগান দেয়। কাপরের নীচের শ্লোগান। আমার কাসেম মামা বলেছেন জিজ্ঞেস করতে ঐ যে শেখ হাসিনা কাউয়া দিল্লি গেছে----। ঐ ---- দিয়ে তো সে বের হয়ে এসেছে। এটাকে এভাবে অপমান করা কি ঠিক? জবাব কে দিবে? পিনাকি না ছাত্র নেতারা?
লেখক সভাপতি ইউকে বাংলা প্রেস ক্লাব
ব‍্যবস্হাপনা পরিচিলক চ‍্যানেল ইউরোপ
www.channeleurope.tv
ইমেইল [email protected]
লন্ডন 28 জুলাই 2025

27/07/2025

সেই গরু বিক্রেতাকে ওমরাহ করতে পাঠালেন অপু বিশ্বাস

27/07/2025

পবিত্র কাবা শরিফের যে বিস্ময়কর তথ্যগুলো মানুষের অজানা

27/07/2025

শন লেন নিজেই জামালদের কোচ হতে রাজি না

27/07/2025

এবার ৩ ভেন্যুতে হবে এনসিএল টি-টোয়েন্টি

27/07/2025

শেফিল্ডে বাংলাদেশ হাইকমিশন এর কনসুলর সার্জারি অনুষ্ঠিত

27/07/2025

সদরপুরে চর বিষ্ণুপুর ইউনিয়নের বিএনপি'র উদ্যোগে কর্মী সম্মেলন সভা অনুষ্ঠিত হয়েছে।

27/07/2025

৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন নীলফামারীর সাংবাদিক আল হেদায়েতুল্লা সুজন।

27/07/2025

পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার জরুরি বললেন মির্জা ফখরুল

27/07/2025

Channel Europe - Live News
চ্যানেল ইউরোপ রাতের সংবাদ দেখুন প্রতিদিন লন্ডন সময় সন্ধ্যা 7 টায়। ইউরোপের প্রথম বাংলা ভাষায় লন্ডন থেক 24 ঘন্টা সম্প্রাচার হচ্ছে আইপিটিভি Channel Europe চ্যানেল ইউরোপের ফেসবুক পেইজেও লাইভ নিউজ সম্প্রচারিত হয়। আমাদের সাথে যোগাযোগের হোয়াটসএপ নাম্বার +447717637137 নিউজ রুম হোয়াটসএপ নাম্বার +44 7833 804501
Www.channeleurope.tv

পিনাকিদের পর এখন আব্বাসি হুজুরও চান প্রথম আলো উড়িয়ে দিতে!!!রেজা আহমদ ফয়সল চৌধুরী  পিনাকিরা প্রথম আলো ডেইলী ষ্টার উড়িয়ে দ...
27/07/2025

পিনাকিদের পর এখন আব্বাসি হুজুরও চান প্রথম আলো উড়িয়ে দিতে!!!
রেজা আহমদ ফয়সল চৌধুরী
পিনাকিরা প্রথম আলো ডেইলী ষ্টার উড়িয়ে দেওয়ার হুমকির পর এখন বাহির হয়েছেন আব্বাসী হুজুর। আব্বাসী হুজুরের ওয়াজ আমি শুনতাম ভদ্রলোক ভালো বলেন। এবং ইসলামের জ্ঞানের যে গভীরতা আব্বাসী হুজুরের কথাবার্তার মধ‍্যে ফুটে উঠে,অন‍্য অনেক আলেম ও হুজুরদের মধ‍্যে সেটি পাওয়া যায়না।আব্বাসী হুজুরের ইসলামিক ইন্ট‍্যলেকচুয়াল এ‍্যভিলিটি আমাকে মাঝে মধ্যে ভাবিয়ে তুলে। আমি সময় পেলে হুজুরদের ওয়াজ নসিহত শুনি। সস্তা কথাবার্তা শুনতে ভালো লাগেনা। বেশ কয়েকমাস আগে এক হুজুরের বক্তব্যে শুনে লন্ডনে নামকরা বিশ্ববিদ্যালয়ে আরবী ল‍্যংগুয়েজ নিয়ে পড়ুয়া আমার ছেলে জিজ্ঞেস করেছিল বাবা এই হুজুর কোথায় পড়াশুনা করেছেন? আমি বলেছি, তিনি এশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, বলার পর বলেছিল এর জন‍্যই উনি এভাবেই বাজে কথা বলছেন। যে হুজুর বলেছিলেন তিনি কিন্তু অনেক নামকরা। সে যাক সম্প্রতি আব্বাসী হুজুরের প্রথম আলো উড়িয়ে দেওয়ার বক্তব্যে আমার মত অনেককেই হতাশ করেছে। উড়িয়ে দেওয়া- গুড়িয়ে দেওয়া বিদেশীরা যখন শুনে তখন সহজ হিসেব মিলিয়ে নেয় ঐ দেশে আইনের শাসন নেই। এখন প্রথম আলো যদি দোষ করে তাহলে পাঠকরা বয়কট করবেন। ময়দা মিশ্রিত নিউজের জন‍্য আপনি প্রথম আলো উড়িয়ে দিবেন? আপনি যখন ময়দা মিশিয়ে ছিলেন তখন আপনার মনে ছিলনা আপনি কি করছেন? প্রথম আলো ডেইলী ষ্টারের দোষ থাকলে আপনি পাঠককে বলেন পাঠক তাদের বিচার করুক। আপনি যে কুকর্ম করেছেন সেটির বিচারে আপনার তো জেলে থাকার কথা। আপনি কি করে এখনো জাতিকে জ্ঞান দান করেন আমি তো বুঝিনা! আমি চাই বাংলাদেশের প্রত‍্যক আলেম আব্বাসি হুজুরের মত জ্ঞান গর্ব আলোচনা করবেন। যে আলোচনা থেকে মানুষ ইহলামের পথে দিনের পথে আসবে। আমি চাই হুজুরদের ওয়াজ নসিহতে থাকবেনা উগ্রতা, থাকবেনা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এর মত শ্লোগান। কারন ইসলাম হচছে শান্তীর ধর্ম। আব্বাসী সাহেবকে বুঝতে হবে তার বক্তব্যে কিন্তু এক সময় বহু মুল‍্যবান জায়গায় উদাহরণস্বরূপ ব‍্যবহৃত হবে।
লেখক সভাপতি ইউকে বাংলা প্রেস ক্লাব।
ব‍্যবস্হাপনা পরিচালক চ‍্যানেল ইউরোপ আইপিটিভি।
Www.channeleurope.tv
ইমেইল [email protected]

26/07/2025

চেহারা বদল করতে ২০ কোটি টাকা চুরি ।

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Channel Europe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share