Kazi Rahnuma Noor

Kazi Rahnuma Noor আকাশ ছোঁয়ার ব্যকুলতায়
আঁচড় কত কাটলে গহীন শূণ্যতায়�

15/06/2025
15/06/2025
08/06/2025

সেই একজন
কলমে - কাজী রাহনুমা নূর
_____________________
পৃথিবীতে সবার একজন থাকে যাকে মন ভরে বকে দেয়া যায়, তার বদলে উলটো ঝাড়ি খেতে হয়না।
সেই একজন যে আমার বকাটা শুধু যে কান পেতে শুনবে তা নয় তাকে সরবে বা নীরবে সমর্থন ও জানাবে। বারবার বুঝিয়ে দেবে আমাকে কষ্ট দিয়েছে বলে সে নিজে ও কতটা দুঃখিত।
সে মানুষটার প্রাণ মন জুড়ে থাকে আমার জন্য সব শুভ চাওয়া গুলো,
তার না ছুঁতে পাওয়া স্বপ্ন গুলো আমার ভাগ্যে জুটুক এ প্রার্থনায় দিনরাত ওপর ওয়ালার কান ভারী করে।

অত অত দূর থেকে ও আমার আকাশে জমে থাকা কালো মেঘ গুলোকে হাত বাড়িয়ে নিজের আকাশে টেনে নিয়ে সেই মেঘ ভাঙা বৃষ্টির দাওয়ায় বসে তৃপ্তির শ্বাস টানে, সেই একজনই।
তার তালুতে আমার কষ্ট আর না পাওয়ার বৈয়াম খুলে উপুড় করে দেয়া যায়। আংুলের ফাঁক গলে আমার তরল কষ্টগুলো তার বুকে
ভারী পাথরের মতন জেঁকে বসে, তাতে তার ভ্রুক্ষেপ নেই।
সে বয়্যামের সারা শরীর খুঁজে দেখে
কোথাও কোন ফোঁটা আটকে থাকলো কি না।
আমার কষ্ট আর যন্ত্রণা
তার ঘুমহীন রাতের সংগী হয়।
আর আমি? হাল্কা মনটা নিয়ে শান্তির ঘুম দেই।
সেই ভীতু, বোকা , বকা খাওয়া মানুষটা, যার কষ্ট সইবার ক্ষমতা আকাশের বিশালতা কে হার মানায়,
যার মুখে আমার নামটা শুনবো বলেই আমার সকাল হয়,
সে আমার বাবা, আমার অস্ত্বিস্তের ধারক
আমার চিন্তা চেতনার সঞ্চালক।
বাবা তোমাকে অনেক অনেক ভালোবাসি।

19/05/2025

দুজনেই কথা রাখিনি - শুভেন্দু মাইতিআবৃত্তি - কাজী রাহ্‌নুমা নূর #দুজনেই_কথা_রাখিনি #শুভেন্দু_মাইতি #বাংলা_আ...

সবাই বন্ধু হয়না, তাই বলে সবাই শত্রুও নয়। আমাদের সামনে বর্তমান যাকে নিয়ে আসে সে বন্ধু হয়তো নয় কিন্ত সে মূহুর্তটির জন্য সে...
15/05/2025

সবাই বন্ধু হয়না, তাই বলে সবাই শত্রুও নয়। আমাদের সামনে বর্তমান যাকে নিয়ে আসে সে বন্ধু হয়তো নয় কিন্ত সে মূহুর্তটির জন্য সেই সবচেয়ে কাছের।
শুভ রাত্রি।

সময় প্রকাশনের ৩৫ বছর পূর্তিতে  ৫ টি সংখ্যায় আমার লেখা থাকছে । আলহামদুলিল্লাহ । মৌলিক গল্প , অনুগল্প , অনুবাদ গল্প , প্রে...
09/02/2025

সময় প্রকাশনের ৩৫ বছর পূর্তিতে ৫ টি সংখ্যায় আমার লেখা থাকছে । আলহামদুলিল্লাহ । মৌলিক গল্প , অনুগল্প , অনুবাদ গল্প , প্রেমের চিঠি ও কিশোর ছড়া কবিতা ।এ ৫ টি লেখাই পাঠিয়েছিলাম । পত্রিকা বা ম্যাগাজিনে লেখা ছাপানোয় আমার ঝোঁক কম , এর বড় একটি কারণ আলসেমি । কিন্ত সময় প্রকাশনের এই বিশাল আয়োজনে এভাবে থাকতে পেরে যে অনুপ্রেরণা পেলাম আশা করছি তা আমাকে আলসেমি ভেঙ্গে লিখতে উৎসাহ যোগাবে ।
বইমেলায় গেলে এ সংখ্যাগুলো নিতে ভুলবেন না ।
স্টল নাম্বার ২১ ।

06/02/2025

'ধন্যবাদ' 'দু:খিত' 'অভিনন্দন ' এই ছোট্ট শব্দ বলতে/ লিখতে কিন্ত আকাশের মত দেয়ালহীন মন থাকতে হয় না ছোট্ট একটা উঠোন সমান মনই যথেষ্ট। কিন্ত ওটুকু উঠোন মন সবার থাকে না হতে পারে সৃষ্টিকর্তা দিয়েছিলেন কিন্ত অব্যবহারে আগাছারা জংলী হয়ে মনের উঠোনের আলো ঢেকে দিয়েছে।

আপনার মনের উঠোনটিতে আগাছা জমছে না তো?
মনে রাখবেন যে সাবান দিয়ে আপনি হাত পরিস্কার করেন সে সাবানদানিটা ও মাঝে মাঝে পরিস্কার করতে হয়।

শুভ রাত্রি।
#সত্য #কথা #উপলব্ধি
#মন

সময় প্রকাশনের ৩৫ বছর পূর্তিতে ৩৫ অনুগল্প সংকলনে থাকছে আমার একটি অনুগল্প। মৌলিক গল্প আর অনুগল্প দুটাই স্থান পেয়েছে  দেখে ...
05/02/2025

সময় প্রকাশনের ৩৫ বছর পূর্তিতে ৩৫ অনুগল্প সংকলনে থাকছে আমার একটি অনুগল্প। মৌলিক গল্প আর অনুগল্প দুটাই স্থান পেয়েছে দেখে আনন্দ আর ধরে না।ধন্যবাদ সময় প্রকাশন।

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Rahnuma Noor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share