28/04/2018
শুধু খাদ্যই নয় ----------ইহা রোগ প্রতিরোধ ও প্রতিকার করে।
👉 কাঁচা আমঃ:- জ্বর, সর্দি, ত্বক ও দাঁতের জন্য উপকারী।
👉 কাঁঠালঃ: কোষ্ঠকাঠিন্য দূর করে। চোখের জন্য ও খাদ্য হজমে উপকারী।
👉 লিচুঃ রুচি বাড়ায়, ঠান্ডা, সর্দি, জ্বর, কাশি, পেটব্যথা ও টিউমারে উপকারী।
👉 আনারসঃ গলা ব্যথা, ব্রংকাইটিস, মূত্রবর্ধক, কিডনির জন্য উপকারী। ইহা কৃমিনাশক, বলকারক, পান্ডুরোধ, সর্দি, জ্বর সারায়। গর্ভবতী মহিলাদের এবং দুধের সাথে আনারস খাওয়া ঠিক না।
👉 তরমুজঃ জ্বর, সর্দি, ঠান্ডা ও কোষ্ঠকাঠিন্য দূর করে। কিডনি, অন্দ্রীয় ক্ষত, রক্তস্বল্পতায় উপকারী।
👉 জামঃ আমাশয়, বমি, অরুচিতে উপকারী।
👉 পেয়ারাঃ– চর্মরোগ, দাঁত ও হাড়ের রোগে উপকারী। খাদ্য হজম, ক্ষত শুকাতে, চর্বি কমাতে ও অরুচিতে সহায়ক।
👉 বেলঃ পেট পরিস্কার, কোষ্ঠকাঠিন্য, আমাশয়, হজমশক্তি, বলবর্ধকে উপকারী।
👉 জাম্বুরাঃ কোষ্ঠকাঠিন্য, মুখের রুচি, জ্বর সর্দিতে উপকারী।
👉 পেঁপেঃ খাদ্য হজম, রক্তজমাট বাঁধা, ক্ষত সারাতে সহায়ক, পেট ফাঁপা দূর করে।
👉 লেবুঃ ঠাণ্ডা, সর্দি, জ্বর ও ক্লান্তি দূর করে।
👉 ডালিমঃ কোষ্ঠকাঠিন্য, আমাশয়, পেটের অসুখ ও রক্ত ক্ষরণ বন্ধে সহায়ক।
👉 করমচাঃ রুচি বাড়ায়, ত্বক ও রক্তনালী শক্ত করে ও রক্তক্ষরণ বন্ধ করে। ইহা কৃমিনাশক।
👉 জামরুলঃ ডায়াবেটিস রোগীর জন্য উপকারী।
👉 তেঁতুলঃ হৃদরোগ, পেটফাঁপা, বলবর্ধকে উপকারী। মাথাব্যথা ও বিষাক্ততা নিরাময় হয়।
👉 লটকনঃ রুচি বাড়ে ও বমি দূর হয়।
👉 আমলকিঃ চর্মরোগ দূর হয়, ক্ষত সারায়, রুচি বাড়ায় ও ত্বক মসৃণ করে ও যকৃত, পেটের পীড়া, হাঁপানি, কাশি ডায়াবেটিস, অজীর্ণ ও জ্বর নিরাময় করে।
👉 কুলঃ বাতের ব্যথা, রক্ত পরিস্কার, হজম, পেট ফাঁপা, অরুচিতে উপকারী।
👉 আমড়াঃ পিত্ত ও কফ নিবারণ করে, আমনাশক ও কণ্ঠস্বর পরিস্কার করে।
👉 কলাঃ আমাশয়, ডায়রিয়া, আলসার, কোষ্ঠকাঠিন্য দূর করে।
👉 নারিকেলঃ দুর্বলতা দূর করে, ডাবের পানি স্যালাইনের কাজ করে।
👉 কামরাঙাঃ রক্তক্ষরণ বন্ধ, বমি বন্ধ, কৃমি, কাশি ও এজমা নিরাময় করে।
👉 সফেদাঃ জ্বর নাশক, ত্বক ও রক্ত নালী দৃঢ় করে, রক্তক্ষরণ বন্ধ করে।
👉 ডেউয়াঃ পিত্তবিকারে ও যকৃতের পীড়ায় হিতকারী।
👉 খুদিজামঃ আমাশয়, ডায়াবেটিস অরুচি ও বমিতে উপকারী।
👉 আতাঃ বলকারক, বাত ও পিত্তনাশক, বমননাশক, রক্তবৃদ্ধিকারক ও মাংসবৃদ্ধিকারক।
👉 চালতাঃ পেটফাঁপা, কফ, বাত ও পিত্তনাশক।
👉 সাতকরাঃ বমিনাশক, রুচিবর্ধক ও হজম সহায়ক।
👉 ডুমুরঃ টিউমার, ডায়াবেটিস, কিডনি ও লিভারের পাথর নিরাময়ে ব্যবহৃত হয়।
👉 কদবেলঃ যকৃত ও হৃদপিন্ডে বলবর্ধক। পিত্তরোগ ও পেটের অসুখ ভালো করে।
👉 তালঃ শ্লেস্মানাশক, মূত্র বৃদ্ধি করে, প্রদাহ ও কোষ্ঠকাঠিন্য দূর করে।
👉 জলপাইঃ রুচি বাড়ায় ও ত্বক মসৃণ রাখে।
👉 খেজুরঃ বলবর্ধক, কৃমিনাশক, হৃদরোগ, জ্বর ও পেটের পীড়ায় উপকারী।
👉 কমলাঃ র্সদিজ্বর, ক্ষত ও চর্মরোগে উপকারী।