19/10/2025
দেশজুড়ে যেসব অগ্নিকাণ্ড ও অন্তর্ঘাতমূলক ঘটনা ঘটছে, তা মোটেও আকস্মিক নয়—বরং অনেকেই মনে করছেন, এর পেছনে সুপরিকল্পিত নাশকতার ছায়া রয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, কেন একের পর এক গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ আগুন লেগে যাচ্ছে, আর কেন তা দ্রুত নিভানো সম্ভব হচ্ছে না?
এমনকি বিমানবন্দরেও আগুন লাগছে—যেখানে নিজস্ব দমকল ইউনিট কয়েক মিনিটের মধ্যেই রানওয়েতে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার সক্ষমতা রাখে। তবুও কেন তারা আগুন ঠেকাতে ব্যর্থ হলো? বিষয়টি কি সত্যিই এতটা স্বাভাবিক, যেমনটা কিছু বিশেষজ্ঞ দাবি করেছেন?
কয়েকদিন আগেই কিছু বিশ্লেষক বলেছিলেন—এসব অগ্নিকাণ্ড নাশকতা নয়, নিছক দুর্ঘটনা। কিন্তু এখন, যখন ঘটনাগুলো একের পর এক ঘটছে, তখন তাদের কণ্ঠস্বর নিস্তব্ধ।
এই ঘটনাগুলোকে নাশকতা বলতে সাহস পাচ্ছেন না, কারণ স্বীকার করলে মানতে হবে—আমাদের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আগাম কোনো তথ্য ছিল না।
ফলে তারা এক জটিল অবস্থায় পড়েছেন—একদিকে বাস্তবতা, অন্যদিকে মর্যাদা রক্ষার প্রশ্ন। এমন সংকটময় পরিস্থিতি হয়তো এর আগে দেশের এই শ্রেণি কখনো মোকাবিলা করেনি।