30/09/2025
প্রভাবশালী গণমাধ্যম টাইমস গত ৩০শে সেপ্টেম্বর এ খবর প্রকাশ করেছে।
হোম সেক্রেটারি শাবানা মাহমুদ স্থায়ী হওয়ার জন্য ৫ বছরের ILR (Indefinite Leave to Remain) রুটকে বাড়িয়ে ১০ বছর করার প্রস্তাব দিয়েছেন। তবে স্বস্তির খবর হচ্ছে—যারা ইতিমধ্যে এই রুটে প্রবেশ করেছেন, তাদের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে না। তারা আগের নিয়ম অনুযায়ী ৫ বছর পরেই ILR পাওয়ার যোগ্য হবেন।
এছাড়াও, অন্যান্য রুটে যারা ইতোমধ্যে যোগ্য হয়েছেন, তারাও ৫ বছর পর স্থায়ী হওয়ার সুযোগ পাবেন। বিশেষজ্ঞদের মতে, প্রস্তাবটি কার্যকর হলে প্রায় ৮ লাখ মানুষ সরাসরি প্রভাবিত হতে পারেন।