18/12/2023
:: বিসমিল্লাহির রাহমানির রাহিম ::
প্রিয় বিএনপি'র নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম!
বর্তমান ফ্যাসিস্ট সরকার তার পুলিশ, অন্যান্য বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে এদেশের নিরীহ-নিরপরাধ ও গণতন্ত্রকামী নাগরিকদের নিপীড়ন-নির্যাতন চালিয়ে যেন-তেন ভাবে একটি নির্বাচন সম্পন্ন করতে চাচ্ছে।
এটা কোনভাবেই হতে দেওয়া যাবে না!
আর এই লক্ষ্যে আর শুধু নিন্দা ও প্রতিবাদ নয়। এখন সময় এসেছে এ সকল অপকর্মের আইনি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার।
=>এই লক্ষ্যে প্রাথমিকভাবে আমাদের করতে হবে–
(১) তৃণমূল পর্যায়ে যত নেতা-কর্মী আছেন, যতদূর সম্ভব, এই মেসেজগুলো তাদের সাথে শেয়ার করা।
(২) আপনার এলাকায় যে সকল আইনশৃঙ্খলা ও নির্বাচন সংক্রান্ত সংস্থা-বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এই অন্যায় ও অপরাধকর্মের সাথে জড়িত, তাদের নাম, টেলিফোন/হোয়াটসঅ্যাপ নম্বর, ফটো, তাদের নিজ বাড়ির বর্তমান ও স্থায়ী ঠিকানা ইত্যাদি যতদূর সম্ভব কৌশল অবলম্বন করে সংগ্রহ করা।
(৩) আপনার এলাকায় বাড়ি কিন্তু দেশের অন্য এলাকায় কর্মরত থেকে যেসকল কর্মকর্তা-কর্মচারীদের এমন কু-কর্ম করে চলেছে, তাদের এমন তথ্যও একইভাবে সংরক্ষণ করা
কেননা হাসিনা যত কুকর্ম-অপকর্মই করুক না কেন, তা কিন্তু সে ‘জাদু-মন্ত্র’ দিয়ে করছে না। দেশের এই সকল কু-সন্তান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দিয়েই করাচ্ছে।
=>“বিরোধী আন্দোলনের চ্যাম্পিয়ন” বলে দাবিকারী শেখ হাসিনা তার নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে যে আহ্বান জানিয়েছিল, আমরা এখন তারই বাস্তবায়ন শুরু করব। [ভিডিও নিম্নে সংযুক্ত]
বিজয় আমাদের সুনিশ্চিত এবং তা অত্যাসন্ন ইনশা-আল্লাহ।
আমাদের সাথে যোগাযোগের ঠিকানা:
=> WhatsApp no: +447771940637
=> Signal no: +447391720220
=> Email address:
[email protected]
=> YouTube link:
https://www.youtube.com/
=> Facebook link:
https://www.facebook.com/profile.php?id=61554659249710
বিশেষ দ্রষ্টব্য:
=>আপনারা এই মেসেজ পাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব Signal ডাউনলোড করে নেবেন। WhatsApp এখন সমস্যা করছে। ধন্যবাদ।
=> ফেসবুকের এই পোস্টটি আপনারা যত বেশি সম্ভব বিদেশ থেকে শেয়ার করুন প্লিজ। বাংলাদেশ করবেন না।