Amardesh Info Cell

Amardesh Info Cell Amardesh Info Cell

:: সকল পুলিশ সদস্যদের প্রতি অস্ত্র ও মাদক মামলা সংক্রান্তে বিশেষ সতর্কবার্তা ::বিশেষ সতর্কবার্তা-০৩; ২৫ ডিসেম্বর ২০২৩।বি...
26/12/2023

:: সকল পুলিশ সদস্যদের প্রতি অস্ত্র ও মাদক মামলা সংক্রান্তে বিশেষ সতর্কবার্তা ::

বিশেষ সতর্কবার্তা-০৩; ২৫ ডিসেম্বর ২০২৩।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
প্রিয় সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম।
রাজনৈতিক উদ্দেশ্য এবং ব্যক্তিস্বার্থ উদ্ধার, উভয় কারণেই আপনাদের অনেকেই নিজেরাই অবৈধ অস্ত্র, বিস্ফোরক, অথবা মাদকদ্রব্য নিরীহ নাগরিকদের দখল থেকে উদ্ধার দেখিয়ে মামলার আসামি করে আসছেন। অতঃপর গ্রেফতার-রিমান্ড ইত্যাদির নামে তাঁদেরকে বিবিধ নির্যাতন করেই ক্ষ্যান্ত হচ্ছেন না, ফরমায়েশী তদন্তের মাধ্যমে চার্জশিট প্রদান এমনকি দুর্নীতিবাজ ও নীতি-বিবেকহীন বিচারকদের দিয়ে দন্ডও প্রদান করিয়ে আসছেন।

ছবি আকারে পুরো মেসেজটি যুক্ত করা হলো। নিজে পড়ুন ও অন্যান্য সহকর্মীদের সাথে শেয়ার করুন।

এছাড়া, শেখ হাসিনার সেই অমর বানী সম্বলিত একটি ছবিও যুক্ত করলাম।

:: সকল পুলিশ সদস্যদের প্রতি গায়েবী মামলা সংক্রান্তে বিশেষ সতর্কবার্তা :::: বিসমিল্লাহির রাহমানির রাহিম ::বিশেষ সতর্কবার...
26/12/2023

:: সকল পুলিশ সদস্যদের প্রতি গায়েবী মামলা সংক্রান্তে বিশেষ সতর্কবার্তা ::

:: বিসমিল্লাহির রাহমানির রাহিম ::
বিশেষ সতর্কবার্তা-০২; ২৩ ডিসেম্বর ২০২৩।

প্রিয় সহকর্মীবৃন্দ! আসসালামু আলাইকুম।
আপনাদেরই একজন অগ্রজ হিসেবে আপনাদের আশু বিপদজ্জনক একটি সতর্ক-বার্তা দিতে চাই। যত ব্যস্ততাই থাকুক না কেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটি নিজে উপলব্ধি করবেন এবং অন্যান্য সকল সহকর্মীদের সাথে শেয়ার করবেন।

ছবি আকারে পুরো মেসেজটি যুক্ত করা হলো। নিজে পড়ুন ও অন্যান্য সহকর্মীদের সাথে শেয়ার করুন।

:: থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ বরাবর খোলা চিঠি ::সাধারণ সতর্কবার্তা-০১; ২০ ডিসেম্বর ২০২৩।বিসমিল্লাহির রাহমানির রাহিম...
26/12/2023

:: থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ বরাবর খোলা চিঠি ::

সাধারণ সতর্কবার্তা-০১; ২০ ডিসেম্বর ২০২৩।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
প্রিয় ভারপ্রাপ্ত কর্মকর্তা, আসসালামু আলাইকুম!
বর্তমান প্রচলিত আইনে দেশের প্রতিটি নাগরিকের জান, মাল ও সম্ভ্রম রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। আর রাষ্ট্রের পক্ষে এই মূল দায়িত্বটি পালন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এর বাইরে যারা পালন করেন থাকেন, তারা হয় ঊর্ধ্বতন হিসেবে উপদেশ দিয়ে নতুবা অধ:স্থন হিসেবে শক্তি দিয়ে ওসি’কে সহায়তা করেন মাত্র। কিন্তু মূল দায় ও জবাবদিহিতা ওসি’র উপরেই পুরোপুরি নিপতিত। সেই দায় থেকে কোন অজুহাতেই তিনি মুক্ত হতে পারেন না।

পুরো মেসেজটি ছবি আকারে যুক্ত করা হলো। নিজে পড়ুন ও অন্যান্য সহকর্মীদের সাথে শেয়ার করুন।

এছাড়া, শেখ হাসিনার সেই অমর বানী সম্বলিত একটি ছবিও যুক্ত করলাম।

:: বিসমিল্লাহির রাহমানির রাহিম ::প্রিয় বিএনপি'র নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম!বর্তমান ফ্যাসিস্ট সরকার তার পুলিশ, অন্যান্য...
18/12/2023

:: বিসমিল্লাহির রাহমানির রাহিম ::

প্রিয় বিএনপি'র নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম!
বর্তমান ফ্যাসিস্ট সরকার তার পুলিশ, অন্যান্য বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে এদেশের নিরীহ-নিরপরাধ ও গণতন্ত্রকামী নাগরিকদের নিপীড়ন-নির্যাতন চালিয়ে যেন-তেন ভাবে একটি নির্বাচন সম্পন্ন করতে চাচ্ছে।
এটা কোনভাবেই হতে দেওয়া যাবে না!
আর এই লক্ষ্যে আর শুধু নিন্দা ও প্রতিবাদ নয়। এখন সময় এসেছে এ সকল অপকর্মের আইনি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার।

=>এই লক্ষ্যে প্রাথমিকভাবে আমাদের করতে হবে–
(১) তৃণমূল পর্যায়ে যত নেতা-কর্মী আছেন, যতদূর সম্ভব, এই মেসেজগুলো তাদের সাথে শেয়ার করা।
(২) আপনার এলাকায় যে সকল আইনশৃঙ্খলা ও নির্বাচন সংক্রান্ত সংস্থা-বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এই অন্যায় ও অপরাধকর্মের সাথে জড়িত, তাদের নাম, টেলিফোন/হোয়াটসঅ্যাপ নম্বর, ফটো, তাদের নিজ বাড়ির বর্তমান ও স্থায়ী ঠিকানা ইত্যাদি যতদূর সম্ভব কৌশল অবলম্বন করে সংগ্রহ করা।
(৩) আপনার এলাকায় বাড়ি কিন্তু দেশের অন্য এলাকায় কর্মরত থেকে যেসকল কর্মকর্তা-কর্মচারীদের এমন কু-কর্ম করে চলেছে, তাদের এমন তথ্যও একইভাবে সংরক্ষণ করা
কেননা হাসিনা যত কুকর্ম-অপকর্মই করুক না কেন, তা কিন্তু সে ‘জাদু-মন্ত্র’ দিয়ে করছে না। দেশের এই সকল কু-সন্তান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দিয়েই করাচ্ছে।

=>“বিরোধী আন্দোলনের চ্যাম্পিয়ন” বলে দাবিকারী শেখ হাসিনা তার নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে যে আহ্বান জানিয়েছিল, আমরা এখন তারই বাস্তবায়ন শুরু করব। [ভিডিও নিম্নে সংযুক্ত]
বিজয় আমাদের সুনিশ্চিত এবং তা অত্যাসন্ন ইনশা-আল্লাহ।

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা:
=> WhatsApp no: +447771940637
=> Signal no: +447391720220
=> Email address:
[email protected]
=> YouTube link:
https://www.youtube.com/
=> Facebook link:
https://www.facebook.com/profile.php?id=61554659249710

বিশেষ দ্রষ্টব্য:
=>আপনারা এই মেসেজ পাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব Signal ডাউনলোড করে নেবেন। WhatsApp এখন সমস্যা করছে। ধন্যবাদ।
=> ফেসবুকের এই পোস্টটি আপনারা যত বেশি সম্ভব বিদেশ থেকে শেয়ার করুন প্লিজ। বাংলাদেশ করবেন না।

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amardesh Info Cell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amardesh Info Cell:

Share