15/09/2025
জীবন যখন থমকে দাঁড়ায়, চারিদিকে শুধু শূন্যতা,
মনে হয় সব শেষ, নেই কোনো আশা, নেই কোনো নতুন কোনো রাস্তা।
তবু জেনো, এই আঁধার রাতেও, এক চিলতে আলো থাকে,
মন খারাপের মেঘ কেটে গেলে, নতুন সূর্য আবার ডাকে।
আজ না হয় থাক দুঃখের ভার, থাক চোখের কোণে জল,
কাল ঠিকই পাবে বাঁচার নতুন রসদ, নতুন পথ ও বল।
পৃথিবীর পথে চলতে গেলে, এমন অনেক কিছুই আসে,
মন খারাপকে আপন করে, তাকেই ভালোবেসে হাসে।