09/10/2025
প্রিয় - বোন সেলফি দিও না ফেসবুকে!
- কেন?!
- কারন জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই!
তুলতুলে গাল দুইটার কি হবে জান? তুলতুলে গালের ছিটে ফোঁটা অস্তিত্ব থাকবেনা..শুধু আগুন থাকবে মুখমন্ডল জুড়ে! কি বিশ্বাস হয়না?বিশ্বাস না হলে,
# সূরা_ইবরাহীম_৫০ আয়াতের অর্থ দেখো!
এখানেই শেষ না বোন! আল্লাহর অবাধ্যতা করলে অনন্তকাল জাহান্নামে পুড়তে হবে!
যখনই গায়ের চামড়া পুড়ে কয়লা হয়ে যাবে তখনই তার স্থলে নতুন চামড়া সৃষ্টি
করে দিবেন আল্লাহ।যাতে পাপীরা গুনাহের শাস্তি পরিপূর্ণ ভাবে ভোগকরে।
এটা আমার বানিয়ে বানিয়ে বলা গল্প না.
# সূরা নিসা ৫৬তম আয়াত এটি !
জীবনে যে কখনো নামায আদায় করেনি,পর্দা যে স্বপ্নেও ভাবতে পারেনা সেও কোনদিনবলবেনা কোরআনের আয়াত মিথ্যা!
এখন বলো বোন! কার জন্য এবং কিসের জন্য তুমি নিজের উপর এমন লানত নিয়ে ঘুরছো!
সামান্য কয়টা লাইক? কিছু কমেন্ট?
এসব দিয়ে কি হবে তোমার? ডিমান্ড বাড়বে? কার কাছে?
নষ্ট হয়ে যাওয়া কিছু ছেলের কাছেই কেবল বাবা- মা মেরে পিটে মানুষ করতে পারেনি এমন কিছু ছেলে এবং কিছু ব্যক্তিত্বহীন ছেলেই তোমার ছবিতে কমেন্ট করবে wow hot !
প্রকৃত যারা পুরুষ তারা কখনো ঠুনকো লাইক,কমেন্ট দিয়ে তোমার সৌন্দর্য যাচাই করবেনা! তবে কার জন্য নিজেকে একটু একটু করে সস্তা করছো?
তুমি তো সস্তা জাতি নও! তুমি তো সেই
জাতি যাদের জীবন্ত কবর দেয়ার প্রথা থেকে তুলে এনে পুরুষের জন্য চক্ষুশীতল কারীনি বানানো হয়েছে!
তুমি তো সেই জাতি যারা রাসূল (সাঃ) এর নবুয়ত প্রাপ্তির পর প্রথম ইসলাম কবুল করার সৌভাগ্য পেয়েছে!
তুমি তো সেই সে জাতি দুনিয়াতে থাকা
অবস্থাতেই জান্নাতের নেত্রী হওয়ার সুসংবাদ পেয়েছে!
তুমি তো সেই জাতি যাদের পদতলে
জান্নাতের ঘোষনা দেয়া হয়েছে!
তুমি এতটা সস্তা নও যে নষ্ট হয়ে যাওয়া একদল কাপুরুষের লাইক,কমেন্ট নিয়ে তোমাকে নতুন করে জাতে উঠতে হবে!
-আল্লাহ পাক সঠিক বুঝার তৌওফিক দিক।