06/09/2025
ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার!
জাতীয় দলের ক্রিকেট প্লেয়ার স্পিন বোলার নাসুম আহমেদ যার টি টুয়েন্টি ম্যাচ ফি ২ লাখ টাকা সেই ছেলে বউ নিয়ে আলাদা বাসায় থাকে আর বাবা,
নাসুমের বাবা সিলেটের হাউজিং রোডের সিকিউরিটি গার্ডের চাকরি করে নিজের খরচ চালিয়ে জীবন চালিয়ে যাচ্ছেন তার বেতন ৮ হাজার টাকা,
নাসুমের বাবা নাসুমকে ক্রিকেটার বানানোর জন্য রিক্সা চালিয়ে, রংয়ের কাজসহ বিভিন্ন কস্টের কাজ করে তাকে প্লেয়ার হিসেবে গড়ে তুলেন এবং এলাকা বাসি জানায় বিয়ের পরপরই বাবার সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় নাসুমের এবং বাবার সাথে সম্পর্ক নাই প্রায় ৪ বছর ধরে,
'' আমার ছেলের প্রতি আমার কোনো অভিযোগ নাই সে ভালো থাকুক এবং জীবনে আরোও অনেক বড় হউক, আমি সবসময়ই এটাই চাই।
নাসুমের বাবা 🗣️Cricfrenzy.com ICC - International Cricket Council Shakib Al HasanDaily Cricket