
30/07/2025
আকাশ ছোঁয়ার স্বপ্নপূরণ: পাইলট হলেন ডার্নালের ব্রিটিশ-বাংলাদেশি তরুণ তৈমুর আহমেদ
শেফিল্ড, যুক্তরাজ্য | STV Global 24 রিপোর্ট:
স্বপ্ন দেখুন, কঠোর পরিশ্রম করুন এবং সাফল্য অর্জন করুন—এই বার্তাটিই প্রমাণ করে দেখিয়েছেন শেফিল্ডের ডার্নাল এলাকার ব্রিটিশ-বাংলাদেশি তরুণ তৈমুর আহমেদ। সম্প্রতি তিনি ফ্লাইবাই অ্যাভিয়েশন একাডেমি থেকে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে বাণিজ্যিক বিমান চালনার লাইসেন্স অর্জন করেছেন।
তৈমুরের এই অর্জন শুধু তার নিজস্ব সাফল্য নয়, বরং এটি একটি প্রজন্মের জন্য অনুপ্রেরণা—যেখানে প্রতিকূলতা, সীমাবদ্ধতা কিংবা সমাজের বাধা তাকে দমিয়ে রাখতে পারেনি। কঠোর পরিশ্রম, আত্মনিয়োগ, নিষ্ঠা, সংকল্প ও প্যাশনের মাধ্যমে তিনি আকাশ ছুঁয়েছেন—আক্ষরিক অর্থেই।
STV Global 24-এর সঙ্গে কথা বলতে গিয়ে তৈমুর বলেন,
"যদি কেউ নিজের স্বপ্নকে সত্যি করতে চায়, তবে একমাত্র পথ হলো পরিশ্রম ও প্রতিশ্রুতি। আমি আজ যা হয়েছি, তার পেছনে রয়েছে আমার পরিবারের সীমাহীন ভালোবাসা, বিশেষ করে আমার মায়ের নিরন্তর দোয়া ও সহায়তা।"
তাঁর মা এই অর্জনকে জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত হিসেবে অভিহিত করে বলেন,
"ছেলেকে আকাশে উড়তে দেখা যেন আমার নিজের স্বপ্ন পূরণ হওয়ার মতো। প্রতিটি মায়েরই এমন গর্বের মুহূর্ত আসুক, এটাই চাই।"
তৈমুর আহমেদের এ অর্জন ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির জন্য এক গর্বের বার্তা। তিনি প্রমাণ করেছেন, জাতিগত পরিচয় কিংবা সামাজিক অবস্থান নয়, বরং আত্মবিশ্বাস আর অধ্যবসায়ই একজন মানুষকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে পারে।
STV Global 24 শীঘ্রই এই তরুণ পাইলটের জীবনের সংগ্রাম, বাধা, অনুপ্রেরণা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার সম্প্রচার করবে। তৈমুর আহমেদের এই যাত্রা যেন আগামীর তরুণদের জন্য হয় একটি প্রেরণার বাতিঘর।
---
মূল পয়েন্টসমূহ:
তৈমুর আহমেদ, শেফিল্ডের ডার্নাল এলাকার ব্রিটিশ-বাংলাদেশি তরুণ।
ফ্লাইবাই অ্যাভিয়েশন একাডেমি থেকে প্রশিক্ষণ শেষ করে বাণিজ্যিক পাইলট হয়েছেন।
তার সাফল্যের পেছনে রয়েছে পরিবার, বিশেষ করে মায়ের নিরলস সহায়তা।
STV Global 24-এ আসছে তার জীবনের অনুপ্রেরণামূলক গল্প নিয়ে বিশেষ সাক্ষাৎকার।
Mushtaq Tufail, Sheffield, South Yorkshir | In a proud and inspiring milestone for the Darnall community of Sheffield, Toimur Ahmed,