Bangadesh Insider

Bangadesh Insider There's a New 'Asian Tiger' when people talk about, they're typically referring to HongKong,Singapor There's a New 'Asian Tiger' .

when people talk about, they're typically referring to HongKong,Singapore etc,But do you know that it's our beloved Bangladesh!

রিপাবলিক বাংলার ময়ুখের চট্টগ্রাম দখলের কথা তুলে হাসাহাসি করতেছিলাম। ঠিক তখন বিসিএস প্রিপারেশান নেওয়া বন্ধু ভয়ঙ্কর একট...
05/12/2024

রিপাবলিক বাংলার ময়ুখের চট্টগ্রাম দখলের কথা তুলে হাসাহাসি করতেছিলাম।
ঠিক তখন বিসিএস প্রিপারেশান নেওয়া বন্ধু ভয়ঙ্কর একটা তথ্য দিলো। চট্টগ্রাম দখলের ব্যাপারটা ভারতের ইউপিএসসি পরীক্ষাতেও আসে। এইটা নাকি ওদের ক্লাসে পড়ানো হয়।

ভারতের সমস্যার সমাধান হিসেবে ভারতের সিভিল সার্ভিসের লোকজন নাকি পরীক্ষার খাতাতে লেখে, চট্টগ্রাম দখল করতে হবে। রংপুর দখল করে ভারতের সমস্যা সমাধান করতে হবে।
ইভেন ওদের কোচিং এর মডেল টেস্টে প্রশ্ন আসে, বাংলাদেশকে কীভাবে কন্ট্রোল করা যায়? উত্তর শেখায়, সংখ্যালঘুদের ইউজ করতে হবে। সীমান্তে অস্থিরতা তৈরি করতে হবে।

এইগুলা অফিশিয়ালি ভারত তাদের কর্মচারীদের শেখায়। মানে ধরেন যে ভারতের পুলিশ হচ্ছে, ম্যাজিস্ট্রেট হচ্ছে, কূটনৈতিক হচ্ছে, সবাই পরীক্ষা আর ভাইবাতে বলতেছে চট্টগ্রাম দখল করতে হবে। বাংলাদেশ অস্থির করতে হবে।

আর আমাদের ছোটবেলা থেকে পড়ানো হয়, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু।
আমি রিপাবলিক বাংলার নিউজের নিচে ভারতীয়দের কমেন্ট পড়ি। ওখানে বাংলাদেশের লোকজন হাসাহাসি করলেও ভারতের কাউকেই আমি হাসতে দেখিনি। বরং ওরা সিরিয়াসলিই চট্টগ্রাম দখলের আলাপ করে।

আপনার কি মনে হয় ভারতের সব মানুষ স্টুপিড? এতো লেইম জিনিস দেখে ওরা সিরিয়াসলি নেয় কেন, প্রশ্নটা করতে মন চায়নি? কারণ, ওদের এসব অত্যন্ত সিরিয়াসলি পড়ানো হয়।

এই আলাপগুলো আমাদেরও আসলে সিরিয়াসলি করা উচিত।
ভারত তার কর্মচারীদের শেখাচ্ছে, বাংলাদেশ আনস্টেবল করো। সংখ্যালঘু কার্ড খেলো। আর বাংলাদেশ শেখাচ্ছে, সবাই আমাদের বন্ধু।কেউ কারো শত্রু না। সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা না।

এই যে ভারতের আমলা আর আফিশিয়ালরা এখন সিরিয়াসলি বাংলাদেশে সামরিক অভিযান নিয়ে আলোচনা করছে, কথা বলছে, রিসার্চ করছে, এগুলো একদিনে আসেনি। ওদের এভাবেই তৈরি করা হয়েছে। বাট আমরা কি নিজেদের ঐভাবে তৈরি করেছি?

- সাদিকুর রহমান খান

19/07/2024

গত কয়েকদিনের ঘটনায় দেশের সাধারণ জনগণ, বিশেষত ছাত্রসমাজ, ভীষণ ক্ষুব্ধ ও ব্যথিত। একটি শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ ও ছাত্রলীগের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের নৃশংস হামলা আমাদের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে যায় এবং আমাদের ন্যায়বিচার ও মানবাধিকারের বিশ্বাসকে আঘাত করে।

আমাদের ভাইদের রক্তের বিনিময়ে আমরা কোনো ক্ষমা চাই না। আমরা চাই সুষ্ঠু বিচার, দোষীদের কঠোর শাস্তি এবং সকলের অধিকার ও স্বাধীনতার স্বীকৃতি। সরকার যদি সত্যিই জনগণের পক্ষে থাকে, তবে এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে।

সরকারের পতন এখন শুধু সময়ের ব্যাপার, যদি সরকার জনগণের কণ্ঠস্বর শুনতে ব্যর্থ হয়। আমরা চাই এ দেশের সব নাগরিকের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ।

বিনীত,
দেশের সাধারণ জনগণ




নবীজি (সঃ) বলেন, ‘সর্বোত্তম জি*হাদ ওই ব্যক্তি করে যে অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলে।’ (সুনান আবু দাউদ)

18/07/2024


Address

London

Telephone

+442033896919

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangadesh Insider posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category