
02/10/2025
গাজীপুরের সুরাবাড়ী এলাকায় আশ্রয়ণ প্রকল্প পূজামণ্ডপে পূজা অর্চনা চলছিল। এর পাশেই কয়েকজন শিশু খেলা করছিল।
তখন আট বছরের এক মেয়েকে ডেকে ঘরে নিয়ে যায় ভজেন্দ্র সরকার। মেয়েটিকে মুখ বেঁধে ধর্ষণ করা হয়। মেয়েটি মুসলিম।
নবমীতে মন্দিরে যখন নারী প্রতিমার পূজা হচ্ছিল তখন মন্দিরের সহ সভাপতি ধর্ষণ করছিল এক কন্যা শিশুকে!
শিশুটির স্বজন ও বড় ভাইসহ স্থানীয়রা ভজেন্দ্র সরকারের ঘর থেকে গামছা দিয়ে মুখবাঁধা অবস্থায় রক্তাক্ত মেয়েটিকে উদ্ধার করে।
পরে সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে কাশিমপুর থানায় ধর্ষণ মামলা করেন। পুলিশ ভজেন্দ্রকে গ্রেফতার করেছে।
ধর্ষণের প্রতিবাদ করুন। ন্যায় বিচার চান। পূজা দেখতে গিয়ে আগের দিন হালুয়াঘাটে এক গারো মেয়ে ধর্ষিত হয়েছে। পরদিন গাজীপুরে হয়েছে এই শিশু।
নারীর জন্য বসবাস অনুপযোগী, শিশুর জন্য অনুপযুক্ত এই রাষ্ট্র ও সমাজের কাছেই বিচার চান। আওয়াজ না তুললে কিছুই বদলায় না।
ছবিতে ধর্ষণে অভিযুক্ত ভজেন্দ্র সরকার।
এই ধর্ষণের খবর কেনও সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া তুলতে পারলো না, এই প্রশ্ন জারি রাখাও জরুরি।
মেয়েটির বয়স মাত্র ৮ বছর! যে এখনও শৈশব পার করে নি।