
21/07/2025
মৃ*ত্যু অবধারিত সকলেরই। তারপরেও এইসব নেয়া যায় না। এয়ারপোর্ট, এয়ার বেইস, যুদ্ধ বিমানের মহড়া হওয়ার কথা লোকালয় থেকে দূরে। জনসমুদ্রের মধ্যে নয়। তাতে যে কোন বিপদে ক্যাজুয়ালিটির সংখ্যা বাড়ে, বাড়ে বাবা-মার বুক খালি হওয়ার পরিমাণ। যার যায় সেই বোঝে। তিলে তিলে বেড়ে ওঠা সন্তান যদি ক্লাসরুমে, খেলার মাঠেও সেইফ না হয়, তারা যাবে কই? সবাই একবার হলেও দোয়া করে দিবেন।