United for British Heritage

United for British Heritage Which offers news coverage on Bengali Community in Uk and the world from a global perspective.

🇬🇧 From : UnitedforBritishHeritage.org 🇬🇧As members of Britain’s diverse immigrant communities, we proudly stand togethe...
29/06/2025

🇬🇧 From : UnitedforBritishHeritage.org 🇬🇧
As members of Britain’s diverse immigrant communities, we proudly stand together to honour and protect the heritage of the country we now call home.
The United Kingdom welcomed us with opportunity and dignity — and now it is our time to give back with respect, gratitude, and pride.
We believe that showing respect for British history, values, and traditions is part of our responsibility as new Britons. That includes standing with those who serve in the Armed Forces and defending the principles that unite this country.
We reject hate, racism, and division — they do not reflect who we are, nor the Britain we believe in.
Let this be our message:
We believe in unity, shared heritage, and civic pride.
Together, we are United for British Heritage.

29/06/2025
02/12/2023

অভিনন্দন বাংলাদেশ✌️

নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটের মাঠে টেস্ট ম্যাচ জয়...

সালাত আদায় করুন সিয়াম পালন করুনপাওনা দারকে খুঁজে বের করুন ।
01/12/2023

সালাত আদায় করুন
সিয়াম পালন করুন
পাওনা দারকে খুঁজে বের করুন ।

যেভাবে জাওয়াহিরিকে খুঁজে বের করে হত্যা করল সিআইএযুক্তরাষ্ট্রের ঘোষণার আগ পর্যন্ত জাওয়াহিরি পাকিস্তানের উপজাতীয় অধ্যুষিত ...
02/08/2022

যেভাবে জাওয়াহিরিকে খুঁজে বের করে হত্যা করল সিআইএ

যুক্তরাষ্ট্রের ঘোষণার আগ পর্যন্ত জাওয়াহিরি পাকিস্তানের উপজাতীয় অধ্যুষিত এলাকা অথবা আফগানিস্তানে লুকিয়ে আছেন বলে বিভিন্নভাবে গুজব ছড়িয়েছিল।

আল কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরি আফগানিস্তানে মার্কিন হামলায় নিহত হয়েছেন। প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর এটি আন্তর্জাতিক এ সন্ত্রাসী সংগঠনটির জন্য সবচেয়ে বড় ধাক্কা।
মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, জাওয়াহিরি অনেক বছর ধরে লুকিয়ে ছিল এবং তাকে খুঁজে বের করে হত্যা করার ঘটনাটি কাউন্টার-টেররিজম ও গোয়েন্দা সংস্থাগুলোর ‘সতর্ক, ধৈর্য্যশীল এবং অবিচল’ কাজের ফল।
যুক্তরাষ্ট্রের ঘোষণার আগ পর্যন্ত জাওয়াহিরি পাকিস্তানের উপজাতীয় অধ্যুষিত এলাকা অথবা আফগানিস্তানে লুকিয়ে আছেন বলে বিভিন্নভাবে গুজব ছড়িয়েছিল।
পরিচয় প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা কাবুলের ওই অভিযানের বিষয়ে যেসব বিস্তারিত তথ্য দিয়েছেন তা তুলে ধরা হল:
* কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র সরকার একটি নেটওয়ার্কের বিষয়ে সজাগ ছিল আর তাদের মূল্যায়ন ছিল, সেটি জাওয়াহিরিকে আশ্রয় দিচ্ছে। যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সরে আসার পর গত এক বছর ধরে আফগানিস্তানে আল কায়েদার উপস্থিতির ইঙ্গিতগুলোর ওপর নজর রাখছিলেন মার্কিন কর্মকর্তারা।
চলতি বছর গোয়েন্দা কর্মকর্তারা জাওয়াহিরির পরিবারকে শনাক্ত করে। এদের মধ্যে ছিলেন তার স্ত্রী, তার কন্যা ও ওই নারীর সন্তানরা। তাদের কাবুলের একটি নিরাপদ বাড়িতে রাখা হয়েছিল। পরে ওই একই বাড়িতে জাওয়াহিরির উপস্থিতিও শনাক্ত হয়।
* কয়েক মাসের মধ্যে গোয়েন্দা কর্মকর্তারা আরও নিশ্চিত হয়ে ওঠেন যে তারা কাবুলের ওই নিরাপদ বাড়িতে জাওয়াহিরিকে সঠিকভাবেই শনাক্ত করেছেন। এপ্রিলের প্রথমদিকে তারা মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানাতে শুরু করেন। পরে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালেভান প্রেসিডেন্ট জো বাইডেনকে বিষয়টি জানান।
“একাধিক স্বাধীন উৎসের তথ্যের মাধ্যমে আমরা (তার) জীবনের একটি ছক তৈরি করতে সক্ষম হয়েছিলাম, অভিযান সেটিই কাজে লেগেছে,” বলেছেন ওই কর্মকর্তা।

একবার জাওয়াহিরি কাবুলের নিরাপদ আস্তানায় আসার পর গোয়েন্দা কর্মকর্তারা তাকে ওই বাড়ির বারান্দায় দেখতে পায় আর সেখানেই তার ওপর একাধিকবার আঘাত হানা হয়, জানান ওই কর্মকর্তা।
* ওই ভবনের কাঠামোর জন্য কোনো হুমকি তৈরি না করে এবং বেসামরিক ও জাওয়াহিরির পরিবারের সদস্যদের ঝুঁকি সর্বনিম্ন রেখে কীভাবে জাওয়াহিরিকে হত্যা করতে অভিযান চালানো যায় তা নিশ্চিত করতে গোয়েন্দা কর্মকর্তারা ওই নিরাপদ আস্তানার গঠন ও ধরন অনুসন্ধান করার পাশাপাশি এর বাসিন্দাদের যাচাই করে দেখেন বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

* পরের সপ্তাহগুলোতে প্রেসিডেন্ট বাইডেন গোয়েন্দা তথ্যগুলো যাচাই ও পদক্ষেপ নেওয়ার সেরা উপায় নিয়ে আলাপ করতে প্রধান উপদেষ্টাদের ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন। ১ জুলাই হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে সিআইএ-র পরিচালক উইলিয়াম বার্নসসহ মন্ত্রিসভার সদস্যরা প্রস্তাবিত একটি অভিযানের বিষয়ে বাইডেনকে অবহিত করেন।
ওই বৈঠকে বাইডেন বহু প্রশ্ন করেন এবং গোয়েন্দা সংস্থাগুলোর তৈরি করা ওই নিরাপদ আস্তানার একটি মডেল নিবিড়ভাবে পরীক্ষা করে দেখেন। তিনি আলো, আবহাওয়া, নির্মাণ উপকরণসহ যে যে বিষয়গুলো অভিযানের সাফল্যের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে সেগুলো নিয়ে প্রশ্ন করেন বলে জানান ওই কর্মকর্তা।
কাবুলে হামলা চালালে সম্ভাব্য যে প্রভাব সৃষ্টি হবে বাইডেন তাও বিশ্লেষণ করে দেখার অনুরোধ করেছিলেন।
* আন্তঃসংস্থা জ্যেষ্ঠ আইনজীবীদের ছোট একটি চক্র গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদন পর্যালোচনা করে দেখেন তারপর আল কায়েদার নেতৃত্ব দিয়ে যাওয়ার ভিত্তিতে জাওয়াহিরি একটি আইনসম্মত লক্ষ্যস্থল বলে নিশ্চিত করেন।
ওই কর্মকর্তা জানান, ২৫ জুলাই প্রেসিডেন্ট বাইডেন চূড়ান্ত ব্রিফিংয়ের জন্য মন্ত্রিসভার প্রধান সদস্যদের ও উপদেষ্টাদের ডাকেন এবং জাওয়াহিরিকে হত্যা করা হলে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কী ধরনের প্রভাব পড়বে তা নিয়ে আলোচনা করেন।
ওই রুমে থাকা অন্যান্যদের মতামত নেওয়ার পর বাইডেন বেসামরিকদের নিহত হওয়ার ঝুঁকি সর্বনিম্নে রাখার শর্তে ‘এটি সুনির্দিষ্ট উপযোগী বিমান হামলার’ অনুমোদন দেন।
* কাবুলের স্থানীয় সময় রোববার (৩১ জুলাই) ভোর ৬টা ১৮ মিনিটে একটি ড্রোন থেকে দুটি ‘হেলফায়ার’ ক্ষেপণাস্ত্র ছুড়ে জাওয়াহিরিকে হত্যা করা হয়।

আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের পর সংগঠনটির দ্বিতীয় শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরিকে হত্যার দাবী করেছে মার্কিন য...
02/08/2022

আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের পর সংগঠনটির দ্বিতীয় শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরিকে হত্যার দাবী করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
পাকিস্তানে সিআইএ-এর ড্রোন হামলায় তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

৫৬ বছরের শূন্যতা ঘুচিয়ে ইউরোপ সেরা ইংল্যান্ডফুটবলে একটা মেজর শিরোপার জন্য ইংলিশদের হাহাকার অনেক বছরের। অবশেষে, মেয়েদের হ...
31/07/2022

৫৬ বছরের শূন্যতা ঘুচিয়ে ইউরোপ সেরা ইংল্যান্ড

ফুটবলে একটা মেজর শিরোপার জন্য ইংলিশদের হাহাকার অনেক বছরের। অবশেষে, মেয়েদের হাত ধরে সাড়ে পাঁচ দশকের সেই খরা কাটল। উইমেন’স ইউরোর আটবারের রেকর্ড চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে মহাদেশ সেরার মুকুট পরল ইংল্যান্ড।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে ২-১ গোলে জিতেছে ইংলিশ মেয়েরা।

রাশিয়ার মিসাইল হামলায় স্বস্ত্রীক মারা গেলেন ইউক্রেনের শীর্ষ ব্যবসায়ী ওলেকসি বাদাতুরকি। ৭৪ বছর বয়সী এই শস্য উৎপাদকের সম্প...
31/07/2022

রাশিয়ার মিসাইল হামলায় স্বস্ত্রীক মারা গেলেন ইউক্রেনের শীর্ষ ব্যবসায়ী ওলেকসি বাদাতুরকি। ৭৪ বছর বয়সী এই শস্য উৎপাদকের সম্পদের পরিমান প্রায় ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার। রোববার রাতে রাশিয়ার মিসাইল তার বাড়িতে আঘাত হানে।

Address

69 Vallance Road
London
E15BS

Telephone

+447508705878

Website

Alerts

Be the first to know and let us send you an email when United for British Heritage posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share