
11/07/2025
বিএনপির সমালোচনা করি,
আওয়ামিলীগ তথা আওয়ামীলীগের চাইতেও ভয়ঙ্কর,মাতাল কিংবা বর্বর না হওয়ার জন্য।
সমালোচনা করি, বিবেক বিসর্জন দিয়ে রাজনৈতিক দলান্ধ না হওয়ার জন্য।
তোমাদের সমালোচনা করি, সুস্থধারার রাজনীতি করার জন্য।
সমালোচনা করি অন্যায়ভাবে মানুষ হ*ত্যার রাজনীতি বন্ধ করার জন্য।
সমালোচনা করি চাঁদাবাজি বন্ধ করার জন্য।
সমালোচনা করি অন্যায়কে সাপোর্ট না করার জন্য।
সমালোচনা করি মানুষ হবার জন্য।
আগে মানুষ হও, তারপর রাজনীতি করো।
২০০৬ সালের সেই লাশের উপর নৃত্য
২০২৫ সালে বিএনপি আবার পুনরাবৃত্তি করলো।
এখনো সময় আছে, ন্যায়কে ন্যায় ও অন্যায়কে অন্যায় বলার হিম্মত রেখে রাজনীতি করো।
অন্যথায় মানুষের ঘৃণা ও পাপ কামানোর জন্য অপেক্ষা করো৷