09/07/2025
সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ এই মাসের শেষে, শেষবারের জন্য বাংলাদেশে নিজের বাড়িতে যাচ্ছি। এবারের বাংলাদেশে যাওয়াটা আমাদের জন্য খুবই আনন্দের এবং বিশেষ কারন আমার ভাইদের বিয়ে আলহামদুলিল্লাহ!
পরেরবার থেকে এই একই বাড়িটা হয়ে যাবে আমার জন্য বাবার বাড়ি। আমি আর বলতে চাইনা ঐটা আমার বাড়ি। শুনতে কেমন লাগলেও এটাই বাস্তব। আর বাস্তবতা মেনে নিতে পারলেই জীবনে অনেক ঝামেলা, অশান্তি, মনমালিন্য ইত্যাদি কম থাকে।
আর আমার মনে হয়, হয়ত এভাবেই মেয়েরা ধিরে ধিরে একেক জায়গা থেকে নিজের অধিকার ছেড়ে দেয়। ঠিক যেন জলপ্রপাতের মতন জীবন মেয়েদের, বয়ে চলাই যাদের ধর্ম।
যেহেতু আমিই আমার পরিবারের বড় সন্তান, এখন পর্যন্ত বাবা হোক আর চাচা হোক, পরিবারের সকল সিদ্ধান্ত সাধারণত আমার মতামতেই নেয়া হয়। আমি জানি, বাসার যেকোন বিষয়ে আমার একটি কথা শোনার জন্য, আমার সিদ্ধান্ত জানার জন্য, আমার পরিবারের সবাই ফোনের অপর প্রান্তে অধীর আগ্রহে অপেক্ষায় থাকে। কিন্তু এই অধিকারটা আমি আর রাখতে চাই না।
আমি চাইনা অন্য কারো পছন্দ আমার পছন্দের কাছে মলিন হয়ে যাক, আমার সিদ্ধান্তের কাছে অন্য কেউ নিজেকে মূল্যহীন মনে করুক। কারন আমি চাই, আমার ভাইদের বৌয়েরা বলুক এটা তাদের বাড়ি। বাসার প্রতিটি বিষয় তাদের পছন্দ অপছন্দকে প্রাধান্য দিয়ে হোক। বাড়িটা তাদের নিজের হোক, তাদের জন্য আপন হোক। বাড়ির প্রতিটি দেয়ালের রং, আসবাবপত্র, খাবারদাবার তাদের পছন্দের হোক।
আমি যেহেতু ঐ বাড়িটাতে থাকিনা সেই ২০০৭ সাল থেকে, অকারণেই কোন অযাচিত অধিকার আমি আর রাখতে চাইনা।
আমার আব্বু আজও ফোন করলেই বলেন, আমি বাংলাদেশে গিয়ে স্হায়ী হলেই ঐ বাড়িটা আমার পছন্দ মতন বানিয়ে দিবেন, সেখানে আমার পছন্দের একটি বিউটি রুমও হবে, আমাকে একটা লাল গাড়ি কিনে দিবেন যেই গাড়িটা নিয়ে নাকি আমি কোর্টে যাব! আসলেই, কিছু কথা শুধু স্বপ্নেই সুন্দর! বাস্তবতা আসলেই ভিন্ন। বাস্তবতায় বাড়ির মেয়ে একবার বাড়ির বাহিরে গেলেই, সে হয়ে যায় মেহমান। বিয়ে হোক, সংসার হোক, যতই প্রতিষ্ঠিত হোক, বাড়ি ছাড়ার পরে কি আর আগের অবস্থায় ফিরে যাওয়া যায়? যায়না!
এই কথাগুলো হয়ত আমি নিজের মধ্যেই রাখতে পারতাম, কাউকে বলারও প্রয়োজন ছিলনা। কিন্তু আমি চাই, আমার মতন চিন্তা অন্য ভাইয়ের বোনেরাও রাখুক। কারন দিন শেষে সবারই নিজের সংসার হয়, নিজের একটি ঘর হয়, নিজের একটি নিজস্ব অবস্থান হয়। কেন শুধু শুধু অন্য একটি মেয়ের সংসারে বোনের অধিকারে অযাচিত হস্তক্ষেপ করতে হবে?
প্রতিটি মেয়েই সুন্দর কিছু স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে আসে। আমি দোয়া করি প্রতিটি মেয়ের সুন্দর সাজানো গোছানো স্বপ্নগুলো সত্য হোক, সব মেয়েদের সুন্দর একটা সংসার হোক, প্রতিটি মেয়ের নিজের একটি শক্ত অবস্থান হোক, নিজের একটা আপন ঘর হোক।