Nesath Khusbu

Civil Servant in the UK
Beauty, Fashion & Lifestyle Content Creator
Founder of Mabroor by Nesath & NEK Mart Ltd
Email Address- [email protected]

©️All Rights Reserved by Nesath Sultana Khusbu

তারাদের মেলায় আপনাদের সকলকে আমন্ত্রণ। দেখা হবে ইনশাআল্লাহ খুব একটি চমৎকার উৎসবে।আয়োজনে-
27/09/2025

তারাদের মেলায় আপনাদের সকলকে আমন্ত্রণ। দেখা হবে ইনশাআল্লাহ খুব একটি চমৎকার উৎসবে।

আয়োজনে-

জানেন তো, কাজ করায় কোন লজ্জা নেই। লজ্জা হচ্ছে, আল্লাহর দেয়া হাত পা আর বুদ্ধি থাকা সত্ত্বেও হাত পা গুটিয়ে বেকার বসে থেকে...
27/09/2025

জানেন তো, কাজ করায় কোন লজ্জা নেই। লজ্জা হচ্ছে, আল্লাহর দেয়া হাত পা আর বুদ্ধি থাকা সত্ত্বেও হাত পা গুটিয়ে বেকার বসে থেকে অন্যের কাজে বিরক্ত করাতে।

মনে রাখবেন, যেকোন কাজের সুযোগ এমনি এমনি হেঁটে হেঁটে আসে না। পরিশ্রম করতে হয়, মেধা কাজে লাগাতে হয় আর ধৈর্য্য ধরে কাজের সাথে নিজেকে যুক্ত করে রাখতে হয়।

আর অলস মস্তিষ্ক সব সময়ই শ*য়তানের কারখানা। যার করার মতন কোন কাজ নেই, তার একটাই কাজ, আর সেটা হচ্ছে অন‍্যের কাজে বিরক্ত করা।

শাড়ি- আঁচল -Achol ♥️

Are you looking for pure vegetarian Indian Multi Cuisine food, why don’t you check out Fusion Masti and try out their de...
27/09/2025

Are you looking for pure vegetarian Indian Multi Cuisine food, why don’t you check out Fusion Masti and try out their delicious food at Upton Park, London?

📌📌 Address- 27-29 Plashet Grove
E6 1AD, London

27/09/2025

Pure Vegetarian Food at Fusion Masti

Address- 27-29 Plashet Grove
E6 1AD
London

আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, লন্ডনে কোথায় বেস্ট বাংলাদেশী ব‍্যুফে খাবার পাওয়া যায়, যারা শুরু থেকে এখনও তাদের খাবারের মান ...
26/09/2025

আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, লন্ডনে কোথায় বেস্ট বাংলাদেশী ব‍্যুফে খাবার পাওয়া যায়, যারা শুরু থেকে এখনও তাদের খাবারের মান ধরে রেখেছেন, আমি নির্দ্বিধায় বলব Grand Rasoi Restaurant

Today’s Lunch-Chicken Bao (Halal), Prawn dumplings & Fresh carrots and orange juice
26/09/2025

Today’s Lunch-
Chicken Bao (Halal), Prawn dumplings & Fresh carrots and orange juice

26/09/2025

Grocery shopping || Daily Vlog Fresh Bazar

26/09/2025

জীবনে প্রথম চুই ঝাল খেলাম তে

25/09/2025

কে কে পিঠা খেতে পছন্দ করেন? চলে আসুন tv পিঠা মেলায় on 5th October

Please mark your calendar 😍
25/09/2025

Please mark your calendar 😍

25/09/2025

I think কিছু কিছু মানুষ জানে, আমার পরিবারের পর মহান আল্লাহ তায়ালা যদি আমার শক্তি বলে কিছু দিয়ে থাকেন সেটা হচ্ছে আমার শিক্ষাগত যোগ্যতা। আর কিছু দুষ্ট মানুষ ঐ জায়গাতেই এসে আঘাত করে আমাকে নিচে নামাতে চায়।

ঐ একটাই মূর্খের মতন কথা তাদের, “কিসের বালিষ্টার, কোথায় কাজ করে, সাড়াদিন তো ভ্লগিং ই করে ইত‍্য‍াদি”

তাদের জন‍্য বলি, আমি বর্তমানে একজন ফুল টাইম সরকারি উকিল।

আমি ব‍্যারিস্টারি পাশ করার পর থেকেই একটি প্রাইভেট ল’ফার্মে বেশ কয়েক বছর একটানা ফুল টাইম কাজ করেছি, কাজ শিখেছি, কাজ বুঝেছি একজন জুনিয়র উকিল হিসেবে। এই বিষয়টি নিয়ে মূর্খের মতন মজা করার কিছু নেই। কম বেশি সব জুনিয়র উকিলরাই সিনিয়র উকিলের সাথে থেকে কাজ করে, কাজ শেখে। আর যারা কাজ শেখে না, তারা কিভাবে ভালো উকিল হয় তা আমার জানা নেই। কারন ওকালতি ব‍্যবসায় পুঁথিগত বিদ্যার সাথে বাস্তব জীবনের কাজের অনেক পার্থক্য আছে।

যাইহোক, গত ৩ বছরে আমি ৩ টি প্রতিষ্ঠানে কাজ করেছি। তার কারন, আমার কাছে মনে হয়েছে এটাই আমার সময় নিজেকে আরো ভালো বেতন, সুযোগ সুবিধা এবং চ‍্যালেন্জ দেয়ার চেষ্টা করার। আপনি নিজেকে যখন যোগ্য হিসেবে তৈরি করবেন, কষ্ট করবেন, তখন অবশ্যই ভালো কিছু আপনি ডিজার্ভ করবেন। এবং আমারও মনে হয়েছে আমি ভালো কিছু ডিজার্ভ করি, তাই ভালো পদোন্নতির চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ তা পেয়েছি।

আর ভ্লগিং, হ্যাঁ কনটেন্ট তৈরী করা আমার আরেকটি পছন্দের কাজ যেটা আমি ফুলটাইম করতে চাই কিন্তু সময়ের জন‍্য পারিনা।

তাই, কিভাবে দুটো কাজই ফুলটাইম করা যায়, এটা চিন্তা করে আমি আমার জীবন থেকে সকল অপ্রয়োজনীয় কাজ যেটা আমার জীবনে কোন value এড করে না তা বাদ দিয়ে দিয়েছি।

আমি কোন অপ্রয়োজনীয় কাজ করি না, অলস ভাবে বসে থাকি না, অহেতুক পরনিন্দা পরচর্চা করে ঘন্টার পর ঘন্টা কারো সাথে আলাপ করিনা, অহেতুক অন‍্য কারো জীবনে বা কাজে অনধিকার চর্চা করিনা। নিজের কাজ করি, সময় মতন খাই, ঘুমাই, কাছের মানুষদের সময় দেই, নিজেকে সময় দেই, আর সাথে আপনাদেরকে সময় দেই। এতটুকুই

জীবন যেহেতু একটাই। তাই সুন্দর করে বাঁচার চেষ্টা করছি। আপনিও বাঁচুন, অন‍্যকেও বাঁচতে দিন।

ধন‍্যবাদ

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Nesath Khusbu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nesath Khusbu:

Share