25/09/2025
I think কিছু কিছু মানুষ জানে, আমার পরিবারের পর মহান আল্লাহ তায়ালা যদি আমার শক্তি বলে কিছু দিয়ে থাকেন সেটা হচ্ছে আমার শিক্ষাগত যোগ্যতা। আর কিছু দুষ্ট মানুষ ঐ জায়গাতেই এসে আঘাত করে আমাকে নিচে নামাতে চায়।
ঐ একটাই মূর্খের মতন কথা তাদের, “কিসের বালিষ্টার, কোথায় কাজ করে, সাড়াদিন তো ভ্লগিং ই করে ইত্যাদি”
তাদের জন্য বলি, আমি বর্তমানে একজন ফুল টাইম সরকারি উকিল।
আমি ব্যারিস্টারি পাশ করার পর থেকেই একটি প্রাইভেট ল’ফার্মে বেশ কয়েক বছর একটানা ফুল টাইম কাজ করেছি, কাজ শিখেছি, কাজ বুঝেছি একজন জুনিয়র উকিল হিসেবে। এই বিষয়টি নিয়ে মূর্খের মতন মজা করার কিছু নেই। কম বেশি সব জুনিয়র উকিলরাই সিনিয়র উকিলের সাথে থেকে কাজ করে, কাজ শেখে। আর যারা কাজ শেখে না, তারা কিভাবে ভালো উকিল হয় তা আমার জানা নেই। কারন ওকালতি ব্যবসায় পুঁথিগত বিদ্যার সাথে বাস্তব জীবনের কাজের অনেক পার্থক্য আছে।
যাইহোক, গত ৩ বছরে আমি ৩ টি প্রতিষ্ঠানে কাজ করেছি। তার কারন, আমার কাছে মনে হয়েছে এটাই আমার সময় নিজেকে আরো ভালো বেতন, সুযোগ সুবিধা এবং চ্যালেন্জ দেয়ার চেষ্টা করার। আপনি নিজেকে যখন যোগ্য হিসেবে তৈরি করবেন, কষ্ট করবেন, তখন অবশ্যই ভালো কিছু আপনি ডিজার্ভ করবেন। এবং আমারও মনে হয়েছে আমি ভালো কিছু ডিজার্ভ করি, তাই ভালো পদোন্নতির চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ তা পেয়েছি।
আর ভ্লগিং, হ্যাঁ কনটেন্ট তৈরী করা আমার আরেকটি পছন্দের কাজ যেটা আমি ফুলটাইম করতে চাই কিন্তু সময়ের জন্য পারিনা।
তাই, কিভাবে দুটো কাজই ফুলটাইম করা যায়, এটা চিন্তা করে আমি আমার জীবন থেকে সকল অপ্রয়োজনীয় কাজ যেটা আমার জীবনে কোন value এড করে না তা বাদ দিয়ে দিয়েছি।
আমি কোন অপ্রয়োজনীয় কাজ করি না, অলস ভাবে বসে থাকি না, অহেতুক পরনিন্দা পরচর্চা করে ঘন্টার পর ঘন্টা কারো সাথে আলাপ করিনা, অহেতুক অন্য কারো জীবনে বা কাজে অনধিকার চর্চা করিনা। নিজের কাজ করি, সময় মতন খাই, ঘুমাই, কাছের মানুষদের সময় দেই, নিজেকে সময় দেই, আর সাথে আপনাদেরকে সময় দেই। এতটুকুই
জীবন যেহেতু একটাই। তাই সুন্দর করে বাঁচার চেষ্টা করছি। আপনিও বাঁচুন, অন্যকেও বাঁচতে দিন।
ধন্যবাদ