Nesath Khusbu

Civil Servant at Ministry of Justice, UK ||
Beauty, Fashion & Lifestyle Content Creator ॥Entrepreneur ॥
Email Address- [email protected]

©️All Rights Reserved by Nesath Sultana Khusbu

সিল্ক মোম বাটিক শাড়ি- আঁচল -Achol 💎💎💎
13/07/2025

সিল্ক মোম বাটিক শাড়ি- আঁচল -Achol 💎💎💎

12/07/2025
11/07/2025

If your partner doesn’t have time to invest in your passion, Dear, think twice before you utter “Kobul”.

Remember, you will find so many people who will fulfil your basic necessities. But, find someone who will work for your passion and make that their necessities.

11/07/2025

ভাই আমি এখনও আমার মা বাবার প্রপার্টি। সারাজীবন তাদেরই প্রপার্টি থাকতে চাই। আমার সন্তান হলে যেন তারাও একই জিনিস ফিল করে। আমিন! ঐ মেয়েটার নিউজটা কোন ভাবেই নিতে পারছিনা আমি।

10/07/2025
10/07/2025

Please join for summer sale

10/07/2025

Summer sale at আঁচল -Achol

আমার বাসার রেনোভেশনের জন‍্য বিল্ডার কাজ করছে সেই এপ্রিল মাস থেকে। তো আজ প্রায় তিন মাসের বেশি। এত দিনে তার সাথে একটা সুন্...
10/07/2025

আমার বাসার রেনোভেশনের জন‍্য বিল্ডার কাজ করছে সেই এপ্রিল মাস থেকে। তো আজ প্রায় তিন মাসের বেশি। এত দিনে তার সাথে একটা সুন্দর সম্পর্কও তৈরি হয়েছে। তো গত মাসে সে আমাকে বলছে যে সে আমার বাসার কোভিন, সিলিং এর রোজ ইত‍্যাদি তুলে ফেলবে। শুনে আমি তাকে জিজ্ঞেস করলাম যে সে কেন এগুলো তুলে ফেলতে চায়? তারপরে আমি বাসার জন‍্য ঝাড়বাতি অর্ডার করব সেখানেও তার মত নেই।

আমাকে বার বার বলবে যেন আমি বাসাটা মর্ডান ভাবে সাজাই, ভিনটেজ ভাবে না। প্রথমে কয়েকবার তার কথা সিরিয়াসলি না নিলেও দেখি একই কথা তিনি বার বার বলছেন। বলতে গেলে মোটামুটি একটু বিরক্ত হয়েই একদিন তাকে বললাম, সে যেহেতু ইংলিশ, তার তো ব্রিটিশ ভিনটেজ স্টাইলের প্রতি আরো ভালোবাসা থাকা উচিত। উল্টো সে কেন ফাস্ট ফ‍্যাশন টাইপ ডেকোর পছন্দ করে?

সে যে উত্তরটা দিয়েছে তা আমি চিন্তাও করিনি। তার ভাষ‍্য মতে আমরা যেহেতু ব‍্যস্ত থাকি, বাসাতেই কম থাকি। তাই কে প্রতি সপ্তাহে চেয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসার ঝাড়বাতি পরিষ্কার করবে, সাদা সাদা কোভিন, সিলিং এর রোজ পরিষ্কার করবে। ভিনটেজ স্টাইল বাসা গুলো নাকি খুবই হাই মেইনটেনেন্স যা আগের দিনের ইংলিশ লোকেরা রুটিন করে প্রতি রবিবারে মেইনটেইন করত, তাই সুন্দর থাকত। তার ভাষ‍্যমতে যেহেতু আমরা ছুটির দিনেও তেমন একটা বাসায় থাকিনা, তাই আমাদের সহজ মেইনটেনেন্সের জন‍্য মর্ডান ডেকোরেশন করা উচিৎ।

তার কথা শুনে কি বলব বুঝতে পারছিলাম না। পরে তাকে বললাম, সমস‍্যা নেই দেখি মাসে একদিন একটা কাউকে ঠিক করে নিব পরিষ্কার করার জন‍্য। উত্তর শুনেই সে হেসে উঠল আর বলল, ঐ সময়ও নাকি আমাদের হবে না।

এভাবেই চলছে জীবন….

আমি বাংলাদেশে যাব শুনে যারা যারা প্রমোশনাল কাজের জন‍্য যোগাযোগ করছেন, সবাইকে আসলে আলাদা করে রিপ্লাই দিতে পারছিনা বলে আমি...
09/07/2025

আমি বাংলাদেশে যাব শুনে যারা যারা প্রমোশনাল কাজের জন‍্য যোগাযোগ করছেন, সবাইকে আসলে আলাদা করে রিপ্লাই দিতে পারছিনা বলে আমি খুবই দুঃখিত। আমি যেহেতু বাংলাদেশে খুবই অল্প সময়ের জন‍্য যাই, তাই আমার জন‍্য বাংলাদেশে গিয়ে প্রমোশনাল কাজ করাটা একটু কঠিন। ইনশাআল্লাহ পরিবর্তিতে যদি কখনও বাংলাদেশে প্রমোশনাল কাজ করার সময় থাকে, আমি জানাবো আপনাদের। কিন্তু এবারের জন‍্য আমি দুঃখিত।

সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ এই মাসের শেষে, শেষবারের জন‍্য বাংলাদেশে নিজের বাড়িতে যাচ্ছি। এবারের বাংলাদেশে যাওয়াটা আ...
09/07/2025

সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ এই মাসের শেষে, শেষবারের জন‍্য বাংলাদেশে নিজের বাড়িতে যাচ্ছি। এবারের বাংলাদেশে যাওয়াটা আমাদের জন‍্য খুবই আনন্দের এবং বিশেষ কারন আমার ভাইদের বিয়ে আলহামদুলিল্লাহ!

পরেরবার থেকে এই একই বাড়িটা হয়ে যাবে আমার জন‍্য বাবার বাড়ি। আমি আর বলতে চাইনা ঐটা আমার বাড়ি। শুনতে কেমন লাগলেও এটাই বাস্তব। আর বাস্তবতা মেনে নিতে পারলেই জীবনে অনেক ঝামেলা, অশান্তি, মনমালিন্য ইত্যাদি কম থাকে।

আর আমার মনে হয়, হয়ত এভাবেই মেয়েরা ধিরে ধিরে একেক জায়গা থেকে নিজের অধিকার ছেড়ে দেয়। ঠিক যেন জলপ্রপাতের মতন জীবন মেয়েদের, বয়ে চলাই যাদের ধর্ম।

যেহেতু আমিই আমার পরিবারের বড় সন্তান, এখন পর্যন্ত বাবা হোক আর চাচা হোক, পরিবারের সকল সিদ্ধান্ত সাধারণত আমার মতামতেই নেয়া হয়। আমি জানি, বাসার যেকোন বিষয়ে আমার একটি কথা শোনার জন‍্য, আমার সিদ্ধান্ত জানার জন‍্য, আমার পরিবারের সবাই ফোনের অপর প্রান্তে অধীর আগ্রহে অপেক্ষায় থাকে। কিন্তু এই অধিকারটা আমি আর রাখতে চাই না।

আমি চাইনা অন‍্য কারো পছন্দ আমার পছন্দের কাছে মলিন হয়ে যাক, আমার সিদ্ধান্তের কাছে অন‍্য কেউ নিজেকে মূল্যহীন মনে করুক। কারন আমি চাই, আমার ভাইদের বৌয়েরা বলুক এটা তাদের বাড়ি। বাসার প্রতিটি বিষয় তাদের পছন্দ অপছন্দকে প্রাধান্য দিয়ে হোক। বাড়িটা তাদের নিজের হোক, তাদের জন‍্য আপন হোক। বাড়ির প্রতিটি দেয়ালের রং, আসবাবপত্র, খাবারদাবার তাদের পছন্দের হোক।

আমি যেহেতু ঐ বাড়িটাতে থাকিনা সেই ২০০৭ সাল থেকে, অকারণেই কোন অযাচিত অধিকার আমি আর রাখতে চাইনা।

আমার আব্বু আজও ফোন করলেই বলেন, আমি বাংলাদেশে গিয়ে স্হায়ী হলেই ঐ বাড়িটা আমার পছন্দ মতন বানিয়ে দিবেন, সেখানে আমার পছন্দের একটি বিউটি রুমও হবে, আমাকে একটা লাল গাড়ি কিনে দিবেন যেই গাড়িটা নিয়ে নাকি আমি কোর্টে যাব! আসলেই, কিছু কথা শুধু স্বপ্নেই সুন্দর! বাস্তবতা আসলেই ভিন্ন। বাস্তবতায় বাড়ির মেয়ে একবার বাড়ির বাহিরে গেলেই, সে হয়ে যায় মেহমান। বিয়ে হোক, সংসার হোক, যতই প্রতিষ্ঠিত হোক, বাড়ি ছাড়ার পরে কি আর আগের অবস্থায় ফিরে যাওয়া যায়? যায়না!

এই কথাগুলো হয়ত আমি নিজের মধ্যেই রাখতে পারতাম, কাউকে বলারও প্রয়োজন ছিলনা। কিন্তু আমি চাই, আমার মতন চিন্তা অন‍্য ভাইয়ের বোনেরাও রাখুক। কারন দিন শেষে সবারই নিজের সংসার হয়, নিজের একটি ঘর হয়, নিজের একটি নিজস্ব অবস্থান হয়। কেন শুধু শুধু অন‍্য একটি মেয়ের সংসারে বোনের অধিকারে অযাচিত হস্তক্ষেপ করতে হবে?

প্রতিটি মেয়েই সুন্দর কিছু স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে আসে। আমি দোয়া করি প্রতিটি মেয়ের সুন্দর সাজানো গোছানো স্বপ্নগুলো সত‍্য হোক, সব মেয়েদের সুন্দর একটা সংসার হোক, প্রতিটি মেয়ের নিজের একটি শক্ত অবস্থান হোক, নিজের একটা আপন ঘর হোক।

“লোভহীন মানুষগুলো মারাত্মক। এদেরকে কেনাও যায়না, আবার এদের কাছে বিক্রি হওয়াও যায়না। শুধু এদের মনের বাসিন্দা হতে হয়।”©️Nes...
08/07/2025

“লোভহীন মানুষগুলো মারাত্মক। এদেরকে কেনাও যায়না, আবার এদের কাছে বিক্রি হওয়াও যায়না। শুধু এদের মনের বাসিন্দা হতে হয়।”©️Nesath Khusbu

শাড়ি- Shopner Bangaliana - স্বপ্নের বাঙ্গালীয়ানা

Address

Munshiganj
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nesath Khusbu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nesath Khusbu:

Share