30/08/2024
এতগুলো লাশ বস্তার মতো ঠেলাগাড়িতে তুলার ভিডিও দেখে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে ,সহ্য করার মতো না ।
তারপরও মানুষ কি করে সাকিবের পক্ষে কথা বলে😢এইসব দেখেও যারা যারা খুনিদের পক্ষে কথা বলে আমি তাদের চরমভাবে ঘৃনা করি,সে যেই হোক
তারাও সেই জালিমের অন্তর্ভূক্ত ,আল্লাহর কসম তারাও ফেরাউনের সমতুল্য।
বিগত সরকারকে যারা প্রত্যক্ষ ,পরোক্ষ ,জেনেও,না জেনেও সমর্থন করেছে বা করবে তারাই এই যুগের জগন্যতম জালিম , নমরুদ ফেরাউন থেকেও জগন্য।
বিগত সরকারের একজন ভালো মানুষও যদি এই দলের সাথে রাজনীতি করে থাকে সেও জালেমের সহায়তাকারী,সেও জালেমের অন্তর্ভুক্ত।
এখনো যারা আমার আত্বীয় বা বন্ধু ,ভাই যারা বিগত সরকারকে সমর্থন করে তাদের সাথে সম্পর্ক রাখা মানে আমি নিজেকে জালেমের সাথে অন্তর্ভুক্ত করা মনে করি যা আমি কখনোই চাই না ,তাই তাদেরকে নিজের আত্বীয়তার সম্পর্ক থেকে বাদ দিলাম যতক্ষন পর্যন্ত না তারা ক্ষমা চায়। অত্যাচারীদের এবং সহযোগিতাকারীর সঙ্গে সম্পর্ক রাখাও হারাম । শুধু জুলুম বা অত্যাচার করাই হারাম নয়, বরং অন্যকে জুলুমে সহযোগিতা করা এবং জালিম/অত্যাচারীদের সঙ্গে সুসম্পর্ক রাখা এবং ঘনিষ্ঠতা রক্ষা করাও হারাম।