Salman Ahmed

Salman Ahmed Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Salman Ahmed, News & Media Website, London.

30/08/2024

এতগুলো লাশ বস্তার মতো ঠেলাগাড়িতে তুলার ভিডিও দেখে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে ,সহ্য করার মতো না ।
তারপরও মানুষ কি করে সাকিবের পক্ষে কথা বলে😢এইসব দেখেও যারা যারা খুনিদের পক্ষে কথা বলে আমি তাদের চরমভাবে ঘৃনা করি,সে যেই হোক
তারাও সেই জালিমের অন্তর্ভূক্ত ,আল্লাহর কসম তারাও ফেরাউনের সমতুল্য।
বিগত সরকারকে যারা প্রত্যক্ষ ,পরোক্ষ ,জেনেও,না জেনেও সমর্থন করেছে বা করবে তারাই এই যুগের জগন্যতম জালিম , নমরুদ ফেরাউন থেকেও জগন্য।
বিগত সরকারের একজন ভালো মানুষও যদি এই দলের সাথে রাজনীতি করে থাকে সেও জালেমের সহায়তাকারী,সেও জালেমের অন্তর্ভুক্ত।
এখনো যারা আমার আত্বীয় বা বন্ধু ,ভাই যারা বিগত সরকারকে সমর্থন করে তাদের সাথে সম্পর্ক রাখা মানে আমি নিজেকে জালেমের সাথে অন্তর্ভুক্ত করা মনে করি যা আমি কখনোই চাই না ,তাই তাদেরকে নিজের আত্বীয়তার সম্পর্ক থেকে বাদ দিলাম যতক্ষন পর্যন্ত না তারা ক্ষমা চায়। অত্যাচারীদের এবং সহযোগিতাকারীর সঙ্গে সম্পর্ক রাখাও হারাম । শুধু জুলুম বা অত্যাচার করাই হারাম নয়, বরং অন্যকে জুলুমে সহযোগিতা করা এবং জালিম/অত্যাচারীদের সঙ্গে সুসম্পর্ক রাখা এবং ঘনিষ্ঠতা রক্ষা করাও হারাম।

04/08/2024

❝যাদেরকে লোকে খবর দিয়েছিল যে, একটা বড় বাহিনী তোমাদের বিরুদ্ধে জড় হচ্ছে, কাজেই তাদেরকে ভয় কর। তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে দিল এবং তারা বলল, 'আমাদের জন্যে আল্লাহ্ই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক!'❞

[ সূরা আলে ইমরান: ১৭৩]

04/08/2024

শ্রদ্ধার বাংলাদেশ মিলিটারি, ১৯৭১ এর পর দেশের সবচেয়ে বড় ক্রান্তিকাল এখন। দেশের জন্য জীবন দেয়া আপনাদের বাহিনীর মূলমন্ত্র। এ যাত্রায় জীবন দিতে হবে না, যাদের জীবন রক্ষার শপথ করেছেন, শুধু আপনার দেশের সেই মানুষদের জীবন নিয়েন না জাস্ট, তাহলেই হবে।

চেইন অফ কমান্ড কখনো দেশের চেয়ে বড় হতে পারে না ৷ আপনাদের শপথ থেকে শুরু করে আত্মত্যাগ, সবকিছু এই দেশের জন্য ৷ চেইন অফ কমান্ড মানলে মতিউর রহমান বীরশ্রেষ্ঠ হতেন না। মানুষ আপনাদের ভালবাসে, শ্রদ্ধা করে।

জাতির সাথে বেইমানি করবেন না। আপনাদের প্রতি আস্থাটা সারাজীবনের জন্য হারিয়ে ফেলবেন না ৷

Bangladesh Army has to Choose One for Today!
Hero or Villain!

04/08/2024

বুলেট শেষ হবে একদিন, পুলিশ ক্লান্ত হবে, সেনাবাহিনী বুঝে যাবে।
শহিদের সংখ্যা আরো বাড়বে, কত বাড়বে? ১হাজার? নাকি ২ হাজার? আরো বেশি? ১০ হাজার?
১৮ কোটি জনগণের দেশে ১০ হাজার মানুষের বিনিময়ে যদি ১৭ কোটি ৯৯ লাখ ৯০ হাজার মানুষ ভালো থাকে, সেটাই হলো প্রকৃত শহিদের চেতনা।
তাদের আত্মত্যাগের মহিমা।

04/08/2024

বাঁশের লাঠি এবং ঢাল
প্রতিরোধ এবং নিরাপত্তা✊

04/08/2024

গন্তব্য এখন একটাই গণভবন দখল করা🇧🇩
হয় দেশের কাফনের কাপড় শেষ হবে!
অথবা মিষ্টির দোকান খালি হবে

04/08/2024
04/08/2024

আজ যে তাজা রক্ত ঝড়ালেন। এই রক্তের ভয়াবহ শোধ নিতে ঢাকায় আসছে সারাদেশের জনশ্রোত।
আগামীকাল ঢাকায় এক কোটি ছাত্র-জনতার সম্মিলন ঘটবে ইনশাআল্লাহ।

যে যেভাবে পারেন, রাতেই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করুন। ঢাকার আকাশ বাতাস ধ্বনিত হবে স্বৈরাচার পতনের শ্লোগানে।

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জনতাকে জড়ো করে ঢাকার উদ্দেশ্যে বেড়িয়ে পরুন। এবারের লড়াই আমাদের চুড়ান্ত লড়াই। বাংলার মুক্তিকামী ছাত্র-জনতার বিজয় সুনিশ্চিত।

03/08/2024

প্রিয় আওয়ামী লীগের ভাই বোন বন্ধুরা।
আগামীকাল বউ, বাচ্চা, পরিবারের কথা চিন্তা করে ঘরে থাকুন।।

আওয়ামী লীগের যদি এতই হেডাম থাকত তাহলে শেখ হাসিনার সেনাবাহিনি নামিয়ে কারফিউ জারি করা লাগত না।পরিস্থিতি আওয়ামী লীগ, ছাত্রলীগ শান্ত করে ফেলত।
মনে রাইখেন, এটা গন অভ্যুত্থান।পাবলিকের বাঁশের লাঠির মাথায় ৭১ সালে পাকিস্তানিরা টিকতে পারে নাই।আর আপনারা তো মাত্র স্বৈরশাসক।

মনে রাইখেন, কয়দিন আগে ছাত্রদের আন্দোলনে ছাত্রলীগের নেতা নেতৃরা বোরকা পড়ে মধ্যরাতে পলায়ন করা লাগছে।ক্যাম্পাসে, ক্যাম্পাসে ছাত্রলীগকে মারধর,কান ধরে উঠবস করছে।কিছুকিছু ক্যাম্পাসে খুটির সাথে বেঁধে রাখছে।
যদি আপনাদের হেডাম থাকত তাহলে শেখ হাসিনার জরুরি অবস্থা জারি করা লাগত না।
র্যাব,বিজিবি,পুলিশ যেখানে পরাস্ত সেখানে আপনারা বালটাও ছিড়তে পারবেন না।
সুতরাং বাল পাকনামি না কইরা নিজ ঘরে অবস্থান করুন।আপনাদের ভালো চাই বলেই বললাম।

বলেছিলাম আসছে ফাগুন আমরা দিগুন হবো গতকাল ৩ অগাস্ট তার প্রমান আপনারা পেয়ে গেছেন আমরাও
দেখবো আপনারা কতো নীচে নামতে পারেন কাল যদি হেরে জাই পরশু আমরা ১০গুন হবো

03/08/2024

কালকে সারাদেশে অলিগলিতে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ মানে যত কুত্তালীগ আছে, সব মাঠে নামবে৷ ওদের শেষ চেষ্টা হবে এটা। যাকে যেমনে পারে মারবে, কাটবে। এবার এরা শেষ কামড়টা দিবে।

আজকে কুমিল্লায় যে নারকীয় কান্ড চালাইছে, তাতে কুমিল্লা মহানগর আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ বড় ভূমিকা রেখেছে। সারাদেশের সরকারপন্থীরা অলরেডি কুমিল্লার বর্বরদের বাহবা দিচ্ছে। কালকেও আজকের কুমিল্লার পুনরাবৃত্তি ঘটাতে চাইবে সারাদেশে এরা।

আওয়ামী লীগের অফিশিয়াল পেইজ থেকে অলরেডি ঘোষণা দেয়া হয়েছে সারাদেশে মাঠে নেমে সহিংসতা প্রতিহত করতে। লীগের পোলাপান পোস্ট করতেছে, শেষ আরেকবার বইলা। এসবের মানে সবাই বুঝি।

ফাইনাল কথা হচ্ছে, কালকে প্রচুর সতর্ক থাকতে হবে। প্রস্তুত থাকতে হবে। ঢাকাকে সহজ করে দিয়ে ওরা পুরা দেশকে নরক বানাচ্ছে।

অবশ্যই সবাই প্রতিরোধের ব্যবস্থা গ্রহন করবেন।
হাতে এটলিস্ট একটা লাঠি অথবা রড রাখতে বুলবেন না প্রিয় ভাইয়েরা,
আল্লাহ আপনাদের হেফাজতের মালিক এবং অবশ্যই আয়াতুল কুরসী পাঠ করতে থাকবেন।

03/08/2024
03/08/2024

দাবি ছিলো দুইটা, মানলেন না- গু'লি করলেন।
দাবি হলো ছয়টা, মানলেন না- গ্রেফতার করলেন।
দাবি বাড়িয়ে হলো নয়টা, আবার মানলেন না- আবার গু'লি করলেন।

আর দাবি বাড়াতে চাইনা বরং কমিয়ে নেন
"এখন দফা এক দাবি এক
স্বৈরাচা*রীর পদত্যাগ"...

Digital creator

Address

London
E10BS

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salman Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share