It's Irin

It's Irin 4.

“Be ready to revise any system, scrap any method, abandon any theory, if the success of the job requires it."

লন্ডনে এক  অন্ধকার রাতের অভিজ্ঞতাসেদিনের লন্ডনের রাতটা শুধু বাইরে অন্ধকার ছিল না অন্ধকারটা আসলে ছিল আমার ভেতরেও।ট্রেন বন...
18/12/2025

লন্ডনে এক অন্ধকার রাতের অভিজ্ঞতা

সেদিনের লন্ডনের রাতটা শুধু বাইরে অন্ধকার ছিল না অন্ধকারটা আসলে ছিল আমার ভেতরেও।
ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় আমি ক্লান্ত, দেরিতে পৌঁছানো, আর ভিনদেশে একা পড়ে গিয়ে ভীষণ অনিশ্চয়তায় ছিলাম। রাত বাড়ছিল, চারপাশ নিস্তব্ধ। তখন জানতে পারলাম রেল রিপ্লেসমেন্ট বাস চলছে ,সেই খবরটা যেন অন্ধকারে একটা ক্ষীণ আলো হয়ে এল।
বাস স্টপে গিয়ে দেখলাম একজন লেডি ওয়ার্কার দাঁড়িয়ে ছিলেন। তিনি শুধু একজন কর্মী নন, সেই মুহূর্তে তিনি আমার জন্য এক ধরনের ভরসা ছিলেন। যখন শান্তভাবে বললেন, প্রায় ২০ মিনিট লাগতে পারে, তার কণ্ঠে একটা নিশ্চিন্ত ভাব ছিল , যা আমার ভয়কে একটু হলেও কমিয়ে দিয়েছিল। সময় যেন থমকে থমকে যাচ্ছিল।

হঠাৎ করেই ১৫ মিনিটের মধ্যেই বাস চলে এল। তিনি আমাকে ডেকে বললেন, “এই যে, তোমার বাস চলে এসেছে।” কিন্তু বাসের ভেতর তাকিয়ে দেখি একটাও যাত্রী নেই। একদম ফাঁকা।

তিনি মজা করে বললেন, “নাও, পুরো বাসটাই তোমার। যে কোনো সিটে বসো।” আমি হেসে ফেললাম, মজা করেও উত্তর দিলাম। কিন্তু সেই হাসির আড়ালে ছিল অদ্ভুত একটা শঙ্কা। বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠছিল।

বাসে উঠেও মনটা শান্ত হলো না। মাথার ভেতর হঠাৎ ভেসে উঠল বাংলাদেশ আর ভারতের সেই ভয়ংকর রাতগুলোর কথা যেখানে ফাঁকা বাসেই নারীরা নির্যাতনের শিকার হয়েছে, পালাক্রমে, নিষ্ঠুরভাবে। সেই স্মৃতিগুলো খবরের কাগজে পড়া হলেও মনের ভেতর গভীর দাগ কেটে রেখেছে।

কিন্তু তারপর হঠাৎ আমি খেয়াল করলাম আমি যে সিটে বসে আছি, তার সামনেই তিনটা ক্যামেরা। চারপাশে ক্যামেরা, আলো, নিয়ম নিরাপত্তা যেন চারদিক থেকে আমাকে ঘিরে ধরেছে। তখনই প্রথমবার গভীর শ্বাস নিতে পারলাম।
সেই মুহূর্তে বুঝলাম ভয়টা শুধু অন্ধকারের জন্য ছিল না, ছিল স্মৃতির জন্য, ছিল অভিজ্ঞতার জন্য। আর সেই রাতটা আমাকে শিখিয়েছিল, নিরাপত্তা শুধু ব্যবস্থা নয় মানসিক শান্তিরও একটা নাম।

লন্ডনে এক  অন্ধকার রাতের অভিজ্ঞতা সেদিনের লন্ডনের রাতটা শুধু বাইরে অন্ধকার ছিল না অন্ধকারটা আসলে ছিল আমার ভেতরেও।ট্রেন ব...
18/12/2025

লন্ডনে এক অন্ধকার রাতের অভিজ্ঞতা

সেদিনের লন্ডনের রাতটা শুধু বাইরে অন্ধকার ছিল না অন্ধকারটা আসলে ছিল আমার ভেতরেও।
ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় আমি ক্লান্ত, দেরিতে পৌঁছানো, আর ভিনদেশে একা পড়ে গিয়ে ভীষণ অনিশ্চয়তায় ছিলাম। রাত বাড়ছিল, চারপাশ নিস্তব্ধ। তখন জানতে পারলাম রেল রিপ্লেসমেন্ট বাস চলছে সেই খবরটা যেন অন্ধকারে একটা ক্ষীণ আলো হয়ে এল।

বাস স্টপে গিয়ে দেখলাম একজন লেডি ওয়ার্কার দাঁড়িয়ে ছিলেন। তিনি শুধু একজন কর্মী নন, সেই মুহূর্তে তিনি আমার জন্য এক ধরনের ভরসা ছিলেন। যখন শান্তভাবে বললেন, প্রায় ২০ মিনিট লাগতে পারে, তার কণ্ঠে একটা নিশ্চিন্ত ভাব ছিল যা আমার ভয়কে একটু হলেও কমিয়ে দিয়েছিল। সময় যেন থমকে থমকে যাচ্ছিল।

হঠাৎ করেই ১৫ মিনিটের মধ্যেই বাস চলে এল। তিনি আমাকে ডেকে বললেন, এই যে, তোমার বাস চলে এসেছে। কিন্তু বাসের ভেতর তাকিয়ে দেখি একটাও যাত্রী নেই। একদম ফাঁকা।

তিনি মজা করে বললেন, নাও, পুরো বাসটাই তোমার। যে কোনো সিটে বসো। আমি হেসে ফেললাম, মজা করেও উত্তর দিলাম। কিন্তু সেই হাসির আড়ালে ছিল অদ্ভুত একটা শঙ্কা। বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠছিল।

বাসে উঠেও মনটা শান্ত হলো না। মাথার ভেতর হঠাৎ ভেসে উঠল বাংলাদেশ আর ভারতের সেই ভয়ংকর রাতগুলোর কথা যেখানে ফাঁকা বাসেই নারীরা নির্যাতনের শিকার হয়েছে, পালাক্রমে, নিষ্ঠুরভাবে। সেই স্মৃতিগুলো খবরের কাগজে পড়া হলেও মনের ভেতর গভীর দাগ কেটে রেখেছে।
কিন্তু তারপর হঠাৎ আমি খেয়াল করলাম আমি যে সিটে বসে আছি, তার সামনেই তিনটা ক্যামেরা। চারপাশে ক্যামেরা, আলো, নিয়ম নিরাপত্তা যেন চারদিক থেকে আমাকে ঘিরে ধরেছে। তখনই প্রথমবার গভীর শ্বাস নিতে পারলাম।

সেই মুহূর্তে বুঝলাম ভয়টা শুধু অন্ধকারের জন্য ছিল না, ছিল স্মৃতির জন্য, ছিল অভিজ্ঞতার জন্য। আর সেই রাতটা আমাকে শিখিয়েছিল, নিরাপত্তা শুধু ব্যবস্থা নয় মানসিক শান্তিরও একটা নাম।


17/12/2025

লণ্ডনের সকাল
মাসাআল্লাহ ,


17/12/2025

আজকের আপেল বিজ্ঞানী....
#নিউটন

16/12/2025

মানুষ যত তাড়াতাড়ি বুঝতে শেখে ততো তাড়াতাড়ি চুপচাপ হয়ে যায় কঠিন হলেও এটাই বাস্তব



Good afternoon Bangladesh.বিজয় দিবস কেমন কাটলো সবার        #বিজয়  #বিজ্য়দিব্স
16/12/2025

Good afternoon Bangladesh.
বিজয় দিবস কেমন কাটলো সবার




#বিজয়
#বিজ্য়দিব্স

15/12/2025

সব আঘাত শত্রু দেয় না
কিছু আঘাত আসে খুব কাছের মানুষের কাছে থেকে

প্রথমেই বলতে চাই আলহামদুলিল্লাহ রাত শেষে ভোরের আলো ফোটা সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আছে পাখির মিষ্টি কিচির মিচির।ফজ...
14/12/2025

প্রথমেই বলতে চাই আলহামদুলিল্লাহ
রাত শেষে ভোরের আলো ফোটা সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আছে পাখির মিষ্টি কিচির মিচির।
ফজরের নামাজের পর আমার ঘরের জানালা দিয়ে দেখতে পাই এই সুন্দর একটা দৃশ্য, আসলে এই ভালো লাগা ভাষায় প্রকাশ করা যাবে না......

13/12/2025

This truly reflects my life


12/12/2025

Masjid Al Quba
হাদিসে আছে মসজিদে কুবাতে ২ রাকাত নফল নামাজ আদায় করলে একটা ওমরার সওয়াব পওয়া যায়


আত্মবিশ্বাস বাড়ানোর সহজ  কিছু উপায়:1. ছোট লক্ষ্য ঠিক করুন এবং পূরণ করুন।2. নিজের শক্তি চিনুন—আপনি কী কী ভালো পারেন।3. ...
11/12/2025

আত্মবিশ্বাস বাড়ানোর সহজ কিছু উপায়:

1. ছোট লক্ষ্য ঠিক করুন এবং পূরণ করুন।

2. নিজের শক্তি চিনুন—আপনি কী কী ভালো পারেন।

3. যে কোনো মানুষের সাথে কথা বলার সময় সোজা হয়ে দাঁড়ান, হাসুন, চোখে চোখ রেখে কথা বলুন।

4. ইতিবাচক কথা বলুন—“আমি পারবো”, “আমি চেষ্টা করছি”।

5. ভুলকে স্বাভাবিকভাবে নিন—প্রত্যেক টা মানুষেরই ভুল হয়,আর মানুষ ভুল থেকেই শেখে

6. দক্ষতা বাড়ান—জ্ঞান থাকলে আত্মবিশ্বাস আপনিই বাড়বে।

7. ভালো মানুষের সাথে থাকুন যারা আপনাকে উৎসাহ দেয়।



Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's Irin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share