Nahida’s Lifestyle UK

Nahida’s Lifestyle UK I am a mum of 2 children living in UK

কিছু মানুষ আপনাকে নিজের মতো ব্যবহার করতে না পারলে দেখবেন আপনার নামে বদনাম করে বেড়াবে 😊
30/04/2025

কিছু মানুষ আপনাকে নিজের মতো ব্যবহার করতে না পারলে দেখবেন আপনার নামে বদনাম করে বেড়াবে 😊

One day we will say:"It wasn't easy, but we did it..." 🥹🫰 inshallah ❤️❤️
27/04/2025

One day we will say:
"It wasn't easy, but we did it..." 🥹🫰
inshallah ❤️❤️

আমি ব্যস্ত মানুষকে বিরক্ত করা পছন্দ করি না,কারণ কেউ এতটা ব্যাস্ত থাকে না, যতটা ব্যস্ততা দেখায় প্রয়োজন ফুরালে।
07/04/2025

আমি ব্যস্ত মানুষকে বিরক্ত করা পছন্দ করি না,কারণ কেউ এতটা ব্যাস্ত থাকে না, যতটা ব্যস্ততা দেখায় প্রয়োজন ফুরালে।

মানুষ রাগের সময় তোমার সাথে যে আচরণ করবে, মনে রেখো ওইটাই তার প্রকৃত রূপ বাকিটা অভিনয়!
06/04/2025

মানুষ রাগের সময় তোমার সাথে যে আচরণ করবে, মনে রেখো ওইটাই তার প্রকৃত রূপ বাকিটা অভিনয়!

প্রতিটি মানুষই তার নিজের পরিস্থিতির সাথে লড়ছে,তাই প্রতিটা নীরবতা কিন্তু ইগো নয়।
06/04/2025

প্রতিটি মানুষই তার নিজের পরিস্থিতির সাথে লড়ছে,
তাই প্রতিটা নীরবতা কিন্তু ইগো নয়।

লিমিটের ভিতর চলতে শেখা, একটা জরুরী শিক্ষা। যা আপনি পরিবার ও বাচ্চাদের দিতে পারেন। কিভাবে? খেয়াল করে দেখুন, আপনার স্কুল ...
06/04/2025

লিমিটের ভিতর চলতে শেখা, একটা জরুরী শিক্ষা। যা আপনি পরিবার ও বাচ্চাদের দিতে পারেন।

কিভাবে?

খেয়াল করে দেখুন, আপনার স্কুল মাস্টার বাবা-মায়েরা ৪-৫টা বাচ্চাকে কিভাবে বড় করেছেন?
তারা বাচ্চাদের লিমিটের ভিতর থাকা শিখিয়েছিলেন।

এদিকে এক দুইটা বাচ্চা নিয়ে আপনার সংসারের টানাটানি ফুরায়ই না। কেন?
কারণ, আমরা কোন লিমিট নিয়ে চলি না। আনলিমিটেড মানেই ওয়েস্টেজ, অপচয়, ধ্বংস, নষ্ট।

মনে করে দেখুন, আপনার বাবা-মায়েদের সময় একটা মুরগী রান্না হলো, বাড়িতে ৫ ভাই বোন, কাজের লোক সহ মোট সদস্য ৮ জন। আপনার মা সবার জন্যে বাটি সিস্টেম করে রেখেছেন। তার হিসাব অনুযায়ী একটা মুরগি তিনি আলু দিয়ে মোটামুটি এক কড়াই করে তরকারি করে ফেলতেন।

এই এক মুরগিতে আপনারা ৮ জন মানুষ দুপুরে এবং রাতে খাবেন। সেইভাবে বাটি সিস্টেম হতো। দুপুরে এক পিস গোস্ত, ঝোল, আলু। রাতের বেলায় হাড় গোড় থেকে এক পিস, সাথে ভাজি, ডাল এরকম। এটা খুব জরুরী শিক্ষা।

এদিকে আমাদের এখন কি হয়?
তরকারি রান্না হলে, পুরোটা একসাথে টেবিলে নিয়ে আসা হয়।

বাচ্চাকে আগেই রান থানের পিস দিয়ে একাকার অবস্থা। রান বাদে মুরগীতে আর যে কিছু আছে, অনেকের বাচ্চারা জানেও না বোধহয়। একটা মুরগী রান্না করলে একবেলা থেকে দুইবেলায়ও যায় না।

আপনার আম্মার সংসারে যেখানে ছিলো বাটি সিস্টেম, সেখানে তরকারি কম পড়লে একটু অভিযোগ করলে, খেয়াল করে দেখুন, আপনার আম্মা হয়তো, তার ভাগ থেকে এক পিস গোস্ত আপনাকে এক্সট্রা দিয়েছেন, তিনি খান নাই। একসময় আপনিও আবদার করা ছেড়ে দিয়েছেন।

এখান থেকে বাবা-মায়ের সাথে আরেকটা বন্ডিং স্ট্রং হয়েছে। আপনার বাবা-মা আপনার জন্যে ত্যাগ করেছেন, মানে আপনিও সেটা শিখলেন।

এখন ত্যাগের তো কিছু নাই, সবই তো অপরিমাণ। বাবা-মা লোন করে হলেও আনছে তো। লোন করে ঘি তো খাচ্ছি, কাজেই বাবা-মায়ের কোন স্ট্রাগল বা কোন কষ্ট তো বাচ্চার চোখে পড়ে না। তারাও ধরে নেয়, লোনের এই ঘিটাই গ্রান্টেড। তাদের ভেতরেও এতো ফিলিংস এখন আর কাজ করে না।

ব্যাপারটা মিলিয়ে দেখতে পারেন।
© নির্বাচিত কলাম থেকে সংগৃহীত

খুঁত সবার মাঝেই আছে,কিন্তু মানুষ খুঁজে সবসময় অন্যর মধ্যে😊😍
05/04/2025

খুঁত সবার মাঝেই আছে,কিন্তু মানুষ খুঁজে সবসময় অন্যর মধ্যে
😊😍

কল্পনার জগতে সবাই সুখি.!কারণ, কল্পনা কখনো নিষ্ঠুর হয় না, নিষ্ঠুর তো হয় বাস্তবতা.!
03/04/2025

কল্পনার জগতে সবাই সুখি.!
কারণ, কল্পনা কখনো নিষ্ঠুর হয় না,
নিষ্ঠুর তো হয় বাস্তবতা.!

নিজের কষ্টটা,,নিজের কাছে পাহাড় সমান,,অন্যের কাছে এক দুই লাইনের গল্প মাত্র,,! 💘
03/04/2025

নিজের কষ্টটা,,
নিজের কাছে পাহাড় সমান,,অন্যের কাছে এক দুই লাইনের গল্প মাত্র,,! 💘

ছেলেটা ঘুম থেকে দেরি করে উঠতো দেখে সবাই 'জমিদার' ডাকতো। ওই ছেলেটাই প্রবাসে সূর্য মামার আগে ঘুম থেকে উঠে 😊
29/10/2024

ছেলেটা ঘুম থেকে দেরি করে উঠতো দেখে সবাই 'জমিদার' ডাকতো।

ওই ছেলেটাই প্রবাসে সূর্য মামার আগে ঘুম থেকে উঠে 😊

পৃথিবীতে দুই জাতীয় লোক আছে….যারা নিজেদের কাজের বিবরণ এই ভাবে দেয় ১ম শ্রেনীঃ মাছ ভেজেছি..২য় শ্রেনীঃ ফ্রিজ থেকে মাছ বের ক...
26/10/2024

পৃথিবীতে দুই জাতীয় লোক আছে….যারা নিজেদের কাজের বিবরণ এই ভাবে দেয়

১ম শ্রেনীঃ মাছ ভেজেছি..

২য় শ্রেনীঃ ফ্রিজ থেকে মাছ বের করে দেখি জমে বরফ হয়ে আছে…! প্যাকেট শুদ্ধ কলের তলায় রেখে বললাম, আল্লাহ্ দেখো যেনো সবাইকে ঠিক সময় মতো মাছ ভাজা পাতে দিতে পারি…!!
অনেক কষ্টে প্যাকেট থেকে মাছ ছাড়িয়ে বড় বাটিতে পানি দিয়ে রাখলাম… তারপর লবন দিয়ে চটকে চটকে ঘষে ঘষে ধুলাম…. তারপর হলুদ দিয়ে মেখে সাইডে রেখে তেল গরম বসালাম… অল্প আঁচে আস্তে আস্তে সববব গুলো মাছ কড়া করে ভেজে সুন্দর করে প্লেটে তুললাম… তোমারা খুশি মনে গরম গরম ভাজা খাবে…. তোমাদের জন্য তো আমি আমার কলিজাও ভেজে ফেলত পারি, মাছ তো কোনো ব্যাপারই না.. 😬

উপরের লেখা দুটো বিশ্লেষণ করলে দেখা যাবে দুজনেই সমান কাজ করেছেন… 🤔
কিন্তু….
বেশি বকবক করতে না পারার কারনে প্রথম শ্রেনীর লোকেদের কাজ সব সময় আন্ডার রেটেড থাকে, তাদের কাজকে কেউ কাজই মনে করে না🫤
আর দ্বিতীয় শ্রেনীর লোকেরা “কম্মা” লোকের খেতাব পায়….

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nahida’s Lifestyle UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share