
21/09/2024
আনুমানিক খ্রীস্টপূর্ব ৩২৭ সালে মহাবীর আলেক্সান্ডার ভারত দখলের অভিযানে আসেন, তখন এখানকার মানুষের গঠন, চালচলন, কৃষ্টি, সভ্যতা ইত্যাদির ভিন্নতা দেখে প্রধান সেনাপতি সেলুকাসকে বলেছিলেন, "সত্যিই সেলুকাস কি বিচিত্র এই দেশ!" তার চেয়ে বিচিত্র এই দেশের মানুষ।
সত্যিই আমরা বিচিত্র জাতি😭