World Full of Drama

World Full of Drama 

মানুষ তার ভবিষ্যত পরিবর্তন করতে না পারলেও তার অভ্যাস পরিবর্তন করতে পারে অার অভ্যাসই মানুষের ভবিষ্যত পরিবর্তন করে দেয়। ��

08/07/2025

ফুরাত নদীর বর্তমান অবস্থা 💔🥹
কিয়ামত অতি সন্নিকটে ভিডিও ⬇️⬇️

সিলেট = লন্ডন, সেইম টু সেইম।যদিও সারাদিন লন্ডনে আরো বেশিই ছিলো।
30/06/2025

সিলেট = লন্ডন, সেইম টু সেইম।
যদিও সারাদিন লন্ডনে আরো বেশিই ছিলো।

29/06/2025

বাবা থাকা অবস্থায় ও বাবা মারা যাওয়ার পর জীবন টা বুজি এমনই হয়। miss u baba😭😭😭

বাবা ওহ্ বাবা

আপনাকে জড়িয়ে ধরতে বড় ইচ্ছে হয়, বুকের ভেতর মাথা রেখে কাঁদতে মন চায়।

এই বুক ছাড়া আর কোনো আশ্রয়, আমার জীবনে নেই কোথাও-এই সত্য কেউ জানে না।

জানেন বাবা-

জীবনের পথে চলতে গিয়ে অনেককে আপন ভেবেছি, মধুর নামে ডেকেছি, পাশে চেয়েছি।

কিন্তু একটিবারও বলা হয়নি আপনাকে-
ভালোবাসি, বাবা... খুব ভালোবাসি।
আজ বুঝি আপনার অবদান,
ত্যাগ আর কঠিন পরিশ্রমের মানে। আজ আমার কাঁধে দায়িত্বের বোঝা, তাতে হাঁপিয়ে উঠি-দূর্বল হয়ে পড়ি।
তবু আপনাকে কখনো দেখিনি ভেঙে পড়তে, সবসময় হাসিমুখে আগলে রেখেছেন আমাকে
আজ খুব করে মন চায়-আপনার বুকে মাথা রেখে বলি, ভালোবাসি বাবা...

"হে আল্লাহ...

আমার এই বোবা কান্না তুমি জানো, এই একা রাতগুলোতে তুমি আমার একমাত্র সাথি। আমি হয়তো কারো কাছে কিছু বলিনি, তবে তোমার কাছে লুকানোর কিছু নেই।
হে রহমতের মালিক, আমার ভাঙা মন, ক্লান্ত হৃদয়, এই নীরব চোখের পানি-তুমি তো সব দেখো!
হে আল্লাহ,
যে দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়েছি, যে চোখে আমি ঘুম হারিয়েছি, যে ভালোবাসা আমি লুকিয়ে রেখেছি-সবকিছুর ভার তুমি হালকা করে দাও।
আমার হৃদয়ের কষ্টগুলো তুমি জান্নাতের পথে বদলে দাও। যে কাউকে হারিয়েছি, যে আঘাত পেয়েছি, সেসব যেন আমাকে তোমার কাছেই টেনে নেয়।

হে আল্লাহ,
আমাকে সবর দাও,
আমাকে শক্তি দাও,
আর আমাকে এমন ভালোবাসা দাও-
যেটা কেবল তোমার পক্ষ থেকেই আসে🤲🥺

26/06/2025

raiyan baba 😎❤️

21/06/2025

🌙 শুভ জন্মদিন আমার আদরের আফফান! 🎉

আলহামদুলিল্লাহ, আজ তোমার এই বিশেষ দিনে খালা তোমার জন্য অনেক অনেক দোয়া করছি।

আল্লাহ্‌ যেন তোমাকে করেন নেক, সৎ, আর আদর্শবান একজন মুসলিম।
তুমি বড় হয়ে যেন কুরআনের আলোয় আলোকিত হও, মানুষের উপকারে আসো, আর মা-বাবার গর্বের কারণ হও।

✨ তোমার হাসি যেন সবসময় ফুরফুরে বাতাসের মতো মন ভালো করে দেয়।
তুমি যেমন মিষ্টি, তেমনই হউক তোমার ভবিষ্যৎ — সুন্দর, শান্তিপূর্ণ আর সফলতায় ভরা।

আল্লাহ্‌ তোমার হৃদয়টা দিন দিন নরম আর প্রজ্ঞাময় করে তুলুক,
তুমি যেন দুনিয়া ও আখিরাতে সফল হও,
আর সবসময় থাকো আল্লাহর হেফাজতে।

🎂 জন্মদিন মুবারক, প্রিয় আফফান!

— ভালোবাসায়, তোমার খালা ❤️

19/06/2025

সিলেটি কিছু মজার ছিল্লক

১.লা*রি বেটির আঠারো হাই😑

রাইত ফুয়াইলে এগু ও নাই.🤣

২.হাই মরছইন হা*ই*ন*জা রাইত🥲

কান্দিয়া উঠছইন ফতা রাইত.🫤

৩.সারা রাইত তাই ফড়লো ফুতি🌚

সকালে উঠিয়া কয়, সোনাবান বেটা না বেটি😒

৪.আমি করি বাই বাই🙃

বাইর চকুত পানি নাই😁

৫.উচিত মাত ও মাই বেজার😞

আর গরম ভাত ও বিলাই বেজার🌚

৬.আদিলকার ঘরও অইছলা ফুয়া😫

আর নাম রাখছিলা আচাভু'য়া🤭

゚viralシ

বেশি সুখ ভালো না তাই তারা তারি বিয়ে করে ফেলুন। 😁
18/06/2025

বেশি সুখ ভালো না তাই তারা তারি বিয়ে করে ফেলুন। 😁

15/06/2025

🍂 সবাই ব্যস্ত, আমি একটু নিঃশব্দে হেঁটে নিই নিজের সঙ্গে।

゚viralシ

15/06/2025

বাবা দিবসে কখনোই ঘটা করে আমি পোস্ট করি না কারণ বাবা কি সেটা বোঝার আগেই বাবাকে হারিয়েছিলাম শুধু দোয়া করি পৃথিবীতে কোন সন্তান বাবা হারা না হোক।
কবরবাসি সব বাবা দের আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন। 🤲🥺

゚viralシ

2 bosor pore jam kailam😋
12/06/2025

2 bosor pore jam kailam😋

10/06/2025

Trending follow korlam🤟☺️

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when World Full of Drama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category