NAHID HASIB

NAHID HASIB বিচিত্র এই দুনিয়াতে আমি এক সচিত্র প্রতিবেদন !!
(1)

আমার হৃদয়ের রাণী, আজ তোমার জন্মদিন! এই বিশেষ দিনটিতে আমার সমস্ত ভালোবাসা তোমার জন্য উৎসর্গিত। তুমি শুধু আমার জীবনসঙ্গিন...
10/05/2025

আমার হৃদয়ের রাণী, আজ তোমার জন্মদিন! এই বিশেষ দিনটিতে আমার সমস্ত ভালোবাসা তোমার জন্য উৎসর্গিত। তুমি শুধু আমার জীবনসঙ্গিনী নও, তুমি আমার আত্মার আলো, আমার পথের দিশা। তোমার কোমল স্পর্শে আমার পৃথিবী পূর্ণতা পায়, তোমার মিষ্টি হাসিতে আমার দিনের সব ক্লান্তি দূর হয়ে যায়।
তুমি আমার সংসারের ভিত্তি, সবকিছু এত সুন্দর আর নিখুঁতভাবে সামলাও যে আমি মুগ্ধ না হয়ে পারি না। তোমার ধৈর্য, তোমার মমতা, তোমার ভালোবাসা; তোমার সবকিছুই আমার জীবনে এক অসাধারণ আশীর্বাদ। তোমাকে আমার জীবনে পাঠানোর জন্য আমি প্রতি মুহূর্তে আল্লাহর কাছে কৃতজ্ঞ।
আজ হয়তো দূরত্ব আমাদের আলাদা করে রেখেছে, কিন্তু আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন তোমার জন্যে। প্রতিটি নিঃশ্বাসে আমি তোমার অভাব অনুভব করি, তোমার স্মৃতি আমার মনকে আলোড়িত করে। আমার অন্তরের গভীরে তোমার জন্য যে তীব্র আকাঙ্ক্ষা, তা ভাষায় প্রকাশ করা অসাধ্য।
আমার একটাই কামনা, আল্লাহ যেন তোমাকে সর্বদা সুস্থ ও সুন্দর রাখেন। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত যেন আনন্দে ভরে ওঠে, আর তুমি তোমার স্বপ্নগুলোর পূর্ণতা লাভ করো। তুমি তোমার গুণাবলী দিয়ে শুধু আমাদের নয়, সকলের গর্বের কারণ হও। তোমার চলার পথে সমস্ত বাধা দূর হোক, আর সাফল্য তোমার পদচুম্বন করুক।

আমার ভালোবাসা সবসময় তোমার সাথে আছে। শুভ জন্মদিন, আমার Pretty!🖤

18/03/2025

ইসরা!ইলের ধ্বংস না দেখা পর্যন্ত মৃত্যু দিও না খোদা।🤲🏻

বাচ্চাটির অবস্থা খুবই খারাপ। লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শেষ খবর অনুযায়ী, তার অক্সিজেন লেভেল একদম লো, বাঁচার সম্ভাবনা খুবই...
08/03/2025

বাচ্চাটির অবস্থা খুবই খারাপ। লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শেষ খবর অনুযায়ী, তার অক্সিজেন লেভেল একদম লো, বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ, ডাক্তাররাও আশা ছেড়ে দিয়েছেন। মেয়েটার বাঁচার সম্ভাবনা জাস্ট ১%। মানে ক্লিনিকালি ডেড বলা যায়। জমে-মানুষে টানাটানি চলছে। তবুও সবাই দোয়া করেন যেন মানুষের জয় হয়। যদিও বেঁচে গেলেও বাকিটা জীবন নরক যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। নিজের আপন বড় বোনের স্বামী ও শ্বশুর মিলে ধর্ষণ করেছে তাকে! কীভাবে সম্ভব? এই দেশটার সারা গায়ে পঁচন ধরেছে! খোদার গজব আসার সময় হয়ে গেছে।🙂💔

03/03/2025

মানুষ বেঁচে থাকে মূলত প্লেনে উঠার আগ পর্যন্ত। এর পরের জীবনটা “ইন আনাদার ডাইমেনশন”🕊️
বিদেশে আসার পর এমন একটা রাতও আসেনি যে রাতে নিশ্চিন্তে বিছানায় গিয়েছি। আমাদের জীবন আসলে ম্যাট্রিক পাশের আগ পর্যন্তই। এরপরে মানুষ বাঁচতে ভুলে যায়!

এসব আয়োজন আসলে একটু সুখের জন্য। সফর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, বছর বদলে যাচ্ছে। ফুরিয়ে যাচ্ছে আয়ু!
আসলে বাড়তি কিছু চাওয়া নেই আর, শুধু একটু শান্তি চাই। জীবনের ছোট ছোট সুখগুলো হারিয়ে যেতে যেতে, আজ শুধুই ক্লান্তি। তবুও প্রিয়জন থাকুক সুখে, এটাই এখন একমাত্র চাওয়া।

Good Night…😴
19/02/2025

Good Night…😴

15/02/2025

আমার বসন্ত আর তোমার সীমান্তের মাঝখানে দাঁড়িয়ে আছে শুধুই “অপেক্ষা”🌼 RK Ridi ♥️

13/02/2025

আপনি আমার দূরে থাকা ভীষণ কাছের কেউ … RK Ridi

12/02/2025

বুকটা আমার ; কিন্তু থাকো তুমি!😞♥️ RK Ridi ✨

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when NAHID HASIB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share