06/10/2025
গোলাপগঞ্জে শাহজাহান এস্টেটের রণকেলী প্রজেক্টে প্লটের ব্যাপক সাড়া
গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী এলাকায় শাহজাহান এস্টেটের নতুন আবাসিক প্রকল্পে ক্রেতাদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আধুনিক সুযোগ-সুবিধা, নির্ভরযোগ্য মালিকানা এবং স্বচ্ছ কাগজপত্রের কারণে প্রকল্পটি অল্প সময়েই বিনিয়োগকারীদের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
শাহজাহান এস্টেটের রণকেলী প্রজেক্টে মাত্র ৬২টি সীমিত প্লট রয়েছে। প্রতিটি প্লটই রেডি অবস্থায়, ক্রয় করার সঙ্গে সঙ্গে ক্রেতারা পাচ্ছেন দলিল হাতে এবং চাইলে তাৎক্ষণিকভাবে বাড়ি নির্মাণের সুযোগ। জমি ভরাট বা মাটি সরানোর প্রয়োজন নেই—সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় হস্তান্তর করা হচ্ছে প্লটগুলো।
প্রশস্ত রাস্তা ও বিদ্যুৎ সংযোগসহ একটি পূর্ণাঙ্গ আবাসিক পরিবেশ গড়ে তোলা হচ্ছে এই প্রকল্পে। রণকেলী প্রজেক্টে নিরাপত্তার দিকেও রাখা হয়েছে বিশেষ নজর—প্রকল্পের বাসিন্দা ছাড়া বাইরের কারও প্রবেশের সুযোগ থাকবে না, ফলে এখানে বসবাসকারীরা থাকবেন সর্বদা নিরাপদ ও নিশ্চিন্ত পরিবেশে।
লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান শাহ ক্যাপিটাল লিমিটেড-এর সহযোগী বাংলাদেশি রিয়েল এস্টেট কোম্পানি শাহজাহান এস্টেট দুই দশক ধরে গোলাপগঞ্জে আবাসন খাতে কাজ করে আসছে। গুণগত মান, স্বচ্ছতা ও আস্থার কারণে শাহজাহান এস্টেট ইতোমধ্যেই প্রবাসী ও স্থানীয় ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
শাহজাহান এস্টেটের ধারাবহর প্রজেক্ট গোলাপগঞ্জে একটি সফল ও জনপ্রিয় আবাসিক প্রকল্প হিসেবে পরিচিত। দুই শতাধিক প্লট নিয়ে গড়ে ওঠা ধারাবহর প্রজেক্টের সাফল্যের ধারাবাহিকতায় রণকেলী প্রজেক্টকেও আধুনিক ও মানসম্মত আবাসন হিসেবে গড়ে তোলার কাজ চলছে।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান আনোয়ার শাহজাহান জানিয়েছেন, “রণকেলী প্রজেক্টের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এটি গোলাপগঞ্জের অন্যতম আকর্ষণীয় ও নিরাপদ আবাসিক এলাকায় পরিণত হবে বলে আমরা আশাবাদী। আগ্রহীরা দ্রুত বুকিং দিয়ে নিজেদের পছন্দের প্লট বা বাড়ি নিশ্চিত করতে পারেন।”
শাহজাহান এস্টেটের সব প্রকল্পের যুক্তরাজ্যের একমাত্র অফিসিয়াল এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে তায়িবা প্রপার্টিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির অফিস পূর্ব লন্ডনের ইস্ট লন্ডন মসজিদের নিকটে অবস্থিত।
সিলেটের গোলাপগঞ্জে নিজের মাটিতে নিজের ঘর—এখন আর স্বপ্ন নয়! ডুপ্লেক্স হাউজ, রেডি প্লট, দোকান বা ফ্ল্যাট—সবই এখন সহজে, নির্ভরতার সাথে!
আমরা লন্ডনের একমাত্র অফিসিয়াল এজেন্ট:
🏡 শাহজাহান এস্টেট রণকেলী
🏡 শাহজাহান এস্টেট ধারাবহর
🏢 আব্দুল মুতলিব কমপ্লেক্স, পৌরসভা
🏡 লেকভিউ গার্ডেন, ধারাবহর
যোগাযোগ করুন:
Taibah Properties Ltd
Tariq Rahman Sanu: 07713 727249
Unit - 102 Greatorex Business Centre
8-10 Greatorex Street
London, E1 5NF
#গোলাপগঞ্জ