09/07/2025
রিপোর্ট: লন্ডন বাংলা স্কুলে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শিক্ষক সম্মাননা প্রদান – সামার হলিডের সূচনা
পূর্ব লন্ডনে অবস্থিত লন্ডন বাংলা স্কুল–এর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে গ্রীষ্মকালীন ছুটি। গত ৫ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত এই আয়োজনে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ট্রাস্টি সদস্যরা অংশগ্রহণ করেন। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, সামার হলিডে শেষে আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) থেকে পুনরায় শুরু হবে নিয়মিত পাঠদান।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে সার্টিফিকেট তুলে দিয়ে তাঁদের অনুপ্রাণিত করা হয়। শিক্ষার্থীদের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা গড়ে তুলতে স্কুলের এই উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হয়।
এই সফল আয়োজনের জন্য স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও ট্রাস্টের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান স্কুলের চেয়ারম্যান আনোয়ার শাহজাহান। তিনি বলেন, “প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষা ও শিকড়ের প্রতি যে ভালোবাসা সৃষ্টি হয়েছে, লন্ডন বাংলা স্কুল তারই প্রতিচ্ছবি।”
---
স্কুল পরিচিতি:
প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচারে অগ্রণী ভূমিকা রাখা লন্ডন বাংলা স্কুল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের সার্বিক সহযোগিতায়।
এই অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি শনিবার সম্পূর্ণ বিনামূল্যে বাংলা ক্লাস নেওয়া হয়, যেখানে শিক্ষার্থীদের বই-খাতা-কলমসহ প্রয়োজনীয় উপকরণও সরবরাহ করা হয় বিনামূল্যে।
---
প্রতিষ্ঠাকালীন পরিচালনা কমিটি:
চেয়ারম্যান: আনোয়ার শাহজাহান (ঢাকাদক্ষিণ ইউনিয়ন)
জেনারেল সেক্রেটারি: তারেক রহমান ছানু (শরিফগঞ্জ ইউনিয়ন)
ট্রেজারার: সাইফুল ইসলাম (লক্ষনাবন্দ ইউনিয়ন)
সদস্যবৃন্দের তালিকা:
মোহাম্মদ জাকারিয়া, নুরুল ইসলাম, ছালেহ আহমদ, রায়হান উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, মুফিজুর রহমান চৌধুরী, আব্দুল বাছিত, কবির আহমদ, আব্দুল বাছিত (বাদেপাশা), সুলতান আহমদ, মুহিবুল হক, নজরুল ইসলাম, সোহেল আহমদ চৌধুরী, শামীম আহমদ, মোস্তাক আহমদ হেলাল, আমীর হোসেন, সুহেল আহমদ, সিরাজুল ইসলাম।
---
আজীবন দাতা সদস্যবৃন্দ:
প্রতিষ্ঠানকে টেকসই ও শক্ত ভিতের ওপর দাঁড় করাতে যারা আজীবন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য:
আনোয়ার শাহজাহান, মোহাম্মদ জাকারিয়া, সাইফুল ইসলাম, আব্দুল বাছিত, তছউর আলী, নজরুল ইসলাম, সুহেল আহমদ, মাসুক আহমদ, সোহেল আহমদ চৌধুরী, জাহিদুর রহমান, তারেক উদ্দিন দৌলা, মতিউর রহমান মতিন।
---
লন্ডন বাংলা স্কুল শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য বাতিঘর।
কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ এবং নিরলস প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান হয়ে উঠছে নতুন প্রজন্মের গর্ব ও আশার কেন্দ্র।