Amader Protidin - আমাদের প্রতিদিন

Amader Protidin - আমাদের প্রতিদিন দেশপ্রেমের চেতনায় ২০১০ সালের ১৫ জুন থেকে লন্ডন হতে প্রকাশিত হচ্ছে আমাদের প্রতিদিন অনলাইন পোর্টাল।

অনলাইন মূলধারার সংবাদপত্র হিসেবে ২০১০ সালে ব্রিটেন যাত্রা শুরু করে আমাদের প্রতিদিন।

10/04/2025

লন্ডন হাফ ম্যারাথনে সাংবাদিক আনোয়ার শাহজাহানের সফল দৌড়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত

৭ এপ্রিল ২০২৫, ঐতিহাসিক লন্ডন হাফ ম্যারাথনে প্রথমবারের মতো অংশ নিয়ে ২১ কিলোমিটার দীর্ঘ দৌড় সফলভাবে সম্পন্ন করেছেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও সামাজিক সংগঠক আনোয়ার শাহজাহান।

তিনি ‘ইভেলিনা চিলড্রেনস হাসপাতাল’-এর জন্য অর্থ সংগ্রহে অংশ নেন এবং ‘JustGiving’ প্ল্যাটফর্মের মাধ্যমে সবাইকে এই মানবিক উদ্যোগে সহায়তার আহ্বান জানান। এ বছর ম্যারাথনের মাধ্যমে প্রায় ১৭ মিলিয়ন পাউন্ড সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

দৌড় শেষে আনোয়ার শাহজাহান বলেন,
“আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে সুস্থভাবে শেষ করতে পেরেছি। এটি ছিল আমার জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ।”

তাঁর এই প্রয়াস সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই এটিকে সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা ও মানবিকতার উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখছেন। এই অংশগ্রহণ প্রমাণ করে—শারীরিক সীমাবদ্ধতা নয়, মানুষের সবচেয়ে বড় শক্তি তার ইচ্ছাশক্তি।

06/04/2025

সাংবাদিক আনোয়ার শাহজাহান প্রথমবারের মতো লন্ডন হাফ মেরাথনে অংশ নিয়ে সফলভাবে দৌড় সম্পন্ন করেছেন

বিশিষ্ট সাংবাদিক, লেখক ও সামাজিক সংগঠক আনোয়ার শাহজাহান গত ৭ এপ্রিল, রবিবার প্রথমবারের মতো ঐতিহাসিক লন্ডন হাফ মেরাথনে অংশগ্রহণ করে সফলভাবে ১৩.১ মাইল (প্রায় ২১ কিলোমিটার) দীর্ঘ দৌড় সম্পন্ন করেছেন।

দীর্ঘদিন লন্ডনের বাইরে অবস্থান এবং শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না থাকায় তিনি এই প্রতিযোগিতার জন্য কোনো ধরনের প্রস্তুতি বা ট্রেনিং নিতে পারেননি। তবুও পরিবারের উৎসাহ ও অনুপ্রেরণায় তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেন। তাঁর সঙ্গে দৌড়ে অংশগ্রহণ করেন বড় ছেলে তানভীর শাহজাহান এবং ভাতিজা মাহফুজ মুরাদ।

লন্ডন হাফ মেরাথন মূলত বিভিন্ন চ্যারিটি সংস্থার জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আয়োজন করা হয়। এ বছর এই আয়োজনে ১৬ মিলিয়ন পাউন্ড ফান্ড সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আনোয়ার শাহজাহান লন্ডন ইভেলিনা চিলড্রেন হাসপাতাল -এর জন্য অর্থ সংগ্রহ করছেন এবং তিনি সবাইকে জাস্ট গিভিং প্ল্যাটফর্মের মাধ্যমে এই মানবিক উদ্যোগে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
দৌড় শেষে সাংবাদিক আনোয়ার শাহজাহান বলেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে সুস্থভাবে দৌড় সম্পন্ন করতে পেরেছি। এটি আমার জীবনের একটি বড় চ্যালেঞ্জ ছিল এবং দীর্ঘদিনের স্বপ্নও বটে। পরিবারের ভালোবাসা, সবার দোয়া এবং উৎসাহ আমাকে এই পথ পাড়ি দিতে সাহায্য করেছে।”

দৌড় শেষে কিছুক্ষণ শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলেও, দ্রুত প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে তিনি সুস্থ হয়ে ওঠেন।

তাঁর এই দৌড় ও মানবিক প্রচেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে। অনেকেই তাঁর দৃঢ় মনোবল ও সাহসিকতাকে অনুপ্রেরণাদায়ক হিসেবে অভিহিত করেছেন। সাংবাদিক আনোয়ার শাহজাহানের এই অংশগ্রহণ কেবল একটি দৌড় নয়, বরং সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

28/03/2025

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র যাকাত ফান্ড বিতরন

গত ২৫ মার্চ মঙ্গলবার ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র যাকাত ফান্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ নুরউদ্দিন শানুর, আলাউদ্দিন আহমদ, সভা পরিচালনা করেন শিক্ষক তোফায়েল আহমদ।

সভায় প্রতিটি গ্রামের প্রতিনিধিরা উপস্থিত থেকে গ্রামের পক্ষে অনুদানের নগদ অর্থ গ্রহণ করেন এবং বলেন যে, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করেন, তারা আরো বলেন লন্ডন প্রবাসী প্রিয়জনেরা পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করুক এই দোয়া করি।

সভায় উপস্থিত ছিলেনঃ আতাউর রহমান উতুমিয়া, সুলতান আহমদ, লকু মিয়া, আরিফ হোসেন, আনোয়ার হুমায়ুন, ময়নুল ইসলাম, রিপন চৌধুরী, সায়েকুল ইসলাম, হেনু হাসান চৌধুরী, কায়েস আহমদ, জমাদ আহমদ, শাহরিয়া আহমদ, নাফিজ সিদ্দিকী শাফি ও এজাজ আহমদ।

সংগঠনের কার্যনির্বাহী কমিটির সক্রিয় সহযোগিতা ও সদস্যদের আন্তরিক প্রচেষ্টার ফলে যাকাত তহবিল সংগ্রহের এই মহতী উদ্যোগ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল বাছির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি সংগঠনের সদস্যদের মানবিক এই কার্যক্রমে সম্পৃক্ত থাকার জন্য প্রশংসা করেন এবং মহান রাব্বুল আলামিনের দরবারে তাদের দান কবুল হওয়ার প্রার্থনা করেন।

সংস্থার সভাপতি আব্দুল লতিফ নিজাম, সাধারণ সম্পাদক আব্দুল বাছির, ট্রেজারার জাকির হোসেনসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এ মহতী উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করতে পেরে আনন্দিত। তারা সংগঠনের উপদেষ্টা কমিটি, অনারারি সদস্য এবং সম্মানিত সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, কারণ তাদের সর্বাত্মক সহযোগিতা ছাড়া এই বৃহৎ আয়োজন সম্ভব হতো না।

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে-এর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়, যারা বাংলাদেশে থেকে এ মহতী কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। মহান আল্লাহ যেন সকলের জীবন সুন্দর ও মর্যাদাপূর্ণ করে তুলেন—এ দোয়া করা হয়।

গোলাপগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে ইউএনও, ভবন সংস্কারে বরাদ্দের আশ্বাসগোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ...
25/03/2025

গোলাপগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে ইউএনও, ভবন সংস্কারে বরাদ্দের আশ্বাস

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল গত ২৪ মার্চ (রবিবার) উপজেলার ধারাবহর শাহজাহান এস্টেটস্থ গোলাপগঞ্জ প্রেসক্লাব পরিদর্শন করেন। তিনি প্রেসক্লাবের স্থায়ী ভবনের বর্তমান অবস্থা সরেজমিনে দেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ক্লাবের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে প্রেসক্লাবের নিজস্ব ভবনের জরাজীর্ণ অবস্থা দেখে ইউএনও দুঃখ প্রকাশ করেন এবং ভবন সংস্কারের জন্য সরকারি বরাদ্দের মাধ্যমে প্রয়োজনীয় মেরামতের আশ্বাস দেন। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের জন্য একটি সুন্দর ও উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, প্রেসক্লাব শুধু সাংবাদিকদের নয়, বরং পুরো উপজেলার তথ্যচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটি সংবাদকর্মীদের জন্য মতবিনিময় ও বিশ্লেষণের একটি প্ল্যাটফর্ম, যেখানে তারা সমাজের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

এ সময় তিনি গোলাপগঞ্জ প্রেসক্লাবের বর্তমান আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন এবং ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করতে দ্রুত একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের আহ্বায়ক এম আব্দুল জলিল, সদস্য ইমরান আহমদ, আনোয়ার হুমায়ূন, সাকিব আল মামুন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী রুমান আহমদ নওশাদ, সাংবাদিক কে এম আব্দুল্লাহ, মেহেদি হাসান মাহি, শাহান আহমদ প্রমুখ।

25/03/2025

নুরা বেবী শপ আব্দুল মুতলিব কমপ্লেক্স গোলাপগঞ্জ থানার পাশে আধুনিক সপিং মল। ঈদের সপিং করে জিতে নিন লক্ষ টাকা পুরস্কার।

🏢 আব্দুল মুতলিব কমপ্লেক্স, গোলাপগঞ্জ থানার পাশে দোকান ও অ্যাপার্টমেন্ট ভাড়া ও বিক্রি চলছে! 🏢✅ দোকান কোঠা ভাড়া ও বিক্রি✅ ...
19/03/2025

🏢 আব্দুল মুতলিব কমপ্লেক্স, গোলাপগঞ্জ থানার পাশে দোকান ও অ্যাপার্টমেন্ট ভাড়া ও বিক্রি চলছে! 🏢

✅ দোকান কোঠা ভাড়া ও বিক্রি
✅ রেডি অ্যাপার্টমেন্ট বিক্রি

🔹 আধুনিক সুযোগ-সুবিধাসহ সাশ্রয়ী মূল্যে আপনার পছন্দের স্পেস বুক করুন!

📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
আনোয়ার শাহজাহান +44 7957981636

📌 সীমিত সময়ের অফার – আজই বুক করুন!

02/03/2025

অমর একুশে বইমেলায় লেখক ও গবেষক আনোয়ার শাহজাহানের দুটি নতুন বই প্রকাশিত হয়েছিল, যা বাংলা ভাষা, সাহিত্য ও ইতিহাসপ্রেমীদের জন্য এক অনন্য সংযোজন। তাঁর গবেষণা ও লেখনী পাঠকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে, এবং এবারের বইমেলায় তাঁর নতুন বইগুলো নিয়েও পাঠকদের মধ্যে আগ্রহ দেখা গেছে।

আনোয়ার শাহজাহানের সাহিত্যকর্ম দীর্ঘদিন ধরে পাঠকদের মন ছুঁয়ে আসছে। তাঁর লেখা ইতিহাস, সংস্কৃতি, সমাজ ও গবেষণাধর্মী বিষয়বস্তুর ওপর ভিত্তি করে রচিত, যা পাঠকদের নতুন জ্ঞান ও দৃষ্টিভঙ্গি প্রদান করে।

এছাড়া, তাঁর নতুন ও পূর্বে প্রকাশিত সকল বই এখন রকমারি ডটকম অনলাইন শপে সহজেই পাওয়া যাচ্ছে, যাতে পাঠকরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে সংগ্রহ করতে পারেন।

বই সংগ্রহের জন্য ভিজিট করুন:
রকমারি - আনোয়ার শাহজাহান

https://www.rokomari.com/book/author/34493/anwar-shahjahan

#আনোয়ারশাহজাহান #জুলাইঅভ্যুত্থান

শাহজাহান এস্টেট প্রথম মিনি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন বন্ধু মহল আমুড়া, রানার্সআপ আমনিয়া সবুজ সংঘগোলাপগঞ্জে ...
01/03/2025

শাহজাহান এস্টেট প্রথম মিনি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন বন্ধু মহল আমুড়া, রানার্সআপ আমনিয়া সবুজ সংঘ

গোলাপগঞ্জে শাহজাহান এস্টেট প্রথম মিনি ফুটবল টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। ধারাবহর একমাইল ইয়ুথ সোসাইটি আয়োজিত এই টুর্নামেন্টে ৩২টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। ফাইনালে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে বন্ধু মহল আমুড়া চ্যাম্পিয়ন হয়, আমনিয়া সবুজ সংঘ রানার্সআপ এবং নূরা বেবী সপ, গোলাপগঞ্জ তৃতীয় স্থান অর্জন করে।

টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক, সাংবাদিক ও লন্ডন বাংলা স্কুলের চেয়ারম্যান আনোয়ার শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানমুন ইলেক্ট্রিকের স্বত্বাধিকারী রাসেল আহমদ, এডভোকেট শাকিল আহমেদ, সমাজসেবী প্রকৌশলী জুয়েল আহমদ, শিক্ষানুরাগী সাইফুল ইসলাম কল্লোল, আমাদের প্রতিদিনের সিলেট প্রতিনিধি সাংবাদিক ইমরান আহমদ, সমাজসেবী নানু মিয়া, মামুন আহমদ ও মিছলাউর রহমান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদি হাসান মাহি ও শ্রমিক দল নেতা অপু আহমদ।

প্রধান অতিথি আনোয়ার শাহজাহান বলেন,
"এই টুর্নামেন্ট শুধু একটি খেলার আসর নয়, এটি একতা, শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার প্রতিচ্ছবি। যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। গোলাপগঞ্জের তরুণদের মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে, যা সঠিক দিকনির্দেশনা পেলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে পারবে।"

তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, "ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের আয়োজন হলে আমি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।"

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যেখানে বন্ধু মহল আমুড়া দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে শিরোপা জিতে নেয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

শাহজাহান এস্টেটে আয়োজিত এই প্রথম মিনি ফুটবল টুর্নামেন্ট দর্শকদের সরব উপস্থিতি, খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্স এবং অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্যে প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজক কমিটি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে, যা এলাকার ক্রীড়া চর্চায় নতুন মাত্রা যোগ করবে।

শাহজাহান এস্টেট মিনি ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল ও ফাইনাল শুক্রবারআগামী শুক্রবার শাহজাহান এস্টেট মিনি ফুটবল টুর্নামে...
27/02/2025

শাহজাহান এস্টেট মিনি ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল ও ফাইনাল শুক্রবার

আগামী শুক্রবার শাহজাহান এস্টেট মিনি ফুটবল টুর্নামেন্ট-এর সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

গোলাপগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যবসায়ী রাসেল আহমদ।

⚽ সেমি ফাইনাল সূচি:
📌 প্রথম সেমি ফাইনাল: নুরা বেবী সপ 🆚 বন্ধু মহল, আমুড়া
📌 দ্বিতীয় সেমি ফাইনাল: আমনিয়া যুব সংগঠন 🆚 মামু ভাগনা টিম

ধারাবহর ইয়াং সোসাইটি আয়োজিত এই টুর্নামেন্টে সকল ফুটবলপ্রেমী দর্শকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

আগামী ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তায়িবা টিভির বিশেষ লাইভ অনুষ্ঠান।বিষয়: প্রবাসীদের সমস্যা ও সম্ভাব্য সমা...
23/02/2025

আগামী ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তায়িবা টিভির বিশেষ লাইভ অনুষ্ঠান।

বিষয়: প্রবাসীদের সমস্যা ও সম্ভাব্য সমাধান

এতে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন-

বিশিষ্ট লেখক ও সাংবাদিক, ইউকে বাংলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার শাহজাহান

এবং

অতিরিক্ত জেলা ও দায়রা কোর্ট, সিলেটের এডিশনাল পিপি ও সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবু তাহের

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন হেপী জান্নাত

তারিখ: ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়
লাইভ সম্প্রচার: Taibah TV

প্রবাসীদের বাস্তব অভিজ্ঞতা ও সমাধানের পথ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। সরাসরি যুক্ত হন, মতামত জানান!

23/02/2025

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫’ পালন করা হয়। ২১ ফেব্রুয়ারি, শুক্রবার সকাল ১০টায় প্রভাতফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

শিক্ষার্থীরা প্রথমে স্কুল প্রাঙ্গণ থেকে পায়ে হেঁটে গোলাপগঞ্জ টেকনিক্যাল কলেজে যান এবং সেখানে শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। পরে আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Amader Protidin - আমাদের প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amader Protidin - আমাদের প্রতিদিন:

Share

Category