24/07/2025
কি লিখব, কি বলেই বা মনের অব্যক্ত কথাগুলো প্রকাশ করব জানিনা।
মনে হয় অভিধানের কোন শব্দই আর কিছু প্রকাশ করার ক্ষমতা রাখে না।
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিধ্বস্ত হওয়া জেট ফাইটার বিমান দুর্ঘটনায় নিষ্পাপ ছোট ছোট বাচ্চাগুলোর দগ্ধ হয়ে ছুটোছুটি করা ও নিহত হওয়ার সেই মর্মান্তিক দৃশ্য চোখ থেকে যেন কোনভাবেই সরাতে পারছিনা।
খুবই কষ্ট লেগেছে যখন দেখেছি একটা বাচ্চা আগুনে পুড়ে দৌড়াচ্ছে আর কিছু মানুষ নির্বিকার দাড়িয়ে আছে, কেউ বা ভিডিও করছে, অথচ কেউ ঐ বাচ্চা ছেলেটাকে একটু সাহায্য করছে না, ধরে নিলাম অনেকেই হতভম্ব হয়ে গেছে তাই বলে কি এমন একটা দৃশ্য থেকে নিশ্চুপ থাকতে হবে বা ভিডিও করতে হবে? মনে হয় এ জাতির পুনর্জন্ম প্রয়োজন।
বাচ্চাগুলোর মা-বাবাকে যেন আল্লাহপাক এই শোক সইবার শক্তি দান করেন এবং দুর্ঘটনায় নি*হত সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমীন।
বিশ্বে মনে হয় এই মানুষ নামের অদ্ভুত বা আজব চিড়িয়ার একটা দেশই আছে, আর সেটা হল বাংলাদেশ যেখানে জিবনের মূল্য দশ টাকার একটা নোটের চেয়েও অনেক কম।
রাজনীতিবিদরা জনসেবার নাম করে যুগের পর যুগ জনগণের কল্যাণের চেয়ে কয়েকগুণ ভোগান্তি বাড়িয়েছে, উন্নয়নের নাম দিয়ে পকেট কেটেছে, মুখে বড় বড় নীতিবাক্য ঝেড়েছে, বক্তৃতা দিয়েছে কিন্তু সিস্টেম ডেভেলপ করতে চায় নি।
কারণ এটাই পুঁজিবিহীন একমাত্র সবচেয়ে সহজ ব্যবসা যেখানে চাপা, গলাবাজি আর অলস সময়ই একমাত্র বিনিয়োগ।
বিমান পুরনো হয়ে গেলেই কি ইনভেন্টরি লিস্ট থেকে বাদ দিতে হবে, এটা তো নতুনদেরকে দিয়ে চালানো যাবে, আকাশ থেকে পড়ে গেলে আর কি এমন ক্ষতি হবে।
গাড়ির ফিটনেস নেই তারপরও দেদারসে চলছে রাস্তায়।
ড্রাইভারের লাইসেন্স নেই তারপরেও চালাচ্ছে গাড়ি।
বাস, লঞ্চ বা ট্রলার কোন কিছুই পুরনো হয়ে মরিচা ধরে গেলেও ওটা চালানোর পারমিশন দিতে হবে নইলে নৌ কর্তৃপক্ষের আবার রক্ষে নেই।এখানেও রাজনীতি নামক ব্যবসার বিশাল ভুমিকা থাকতে হবে।
মানুষ ডুবে যাক বা গাড়ির চাকায় পিষ্ট হোক তাতে কি আসে যায় ওসব আক্কেল জ্ঞানহীন চাপাবাজ রাজনীতিবিদদের।
বাংলাদেশের এমন কোন সেক্টর নেই যেখানে দুর্নীতি নেই, যার কুফল আজকে এই সাধারণ মানুষ ভোগ করছে। হাতেগোনা যে কজন দেশপ্রেমিক, মেধাবী বা যুগোপযোগী রাজনৈতিক আছেন তাদেরকে কখনোই ভাল কিছু করতে দেয়া হয় না কোন এক ইশারায়।
স্বাধীন নামের এক পরাধীন দেশ বাংলাদেশ😥