Bangla24

Bangla24 যুক্তরাজ্য প্রবাসীদের যত খবর, সাথে আছে মূলধারার নানা ইস্যু, সবার আগে

🔔 ফ্রান্সে আবারও জাদুঘর চুরির ঘটনা!ল্যুভর মিউজিয়ামের ঐতিহাসিক গয়না চুরির কয়েক ঘণ্টা পরই এবার আরেকটি ফরাসি জাদুঘর থেকে...
25/10/2025

🔔 ফ্রান্সে আবারও জাদুঘর চুরির ঘটনা!
ল্যুভর মিউজিয়ামের ঐতিহাসিক গয়না চুরির কয়েক ঘণ্টা পরই এবার আরেকটি ফরাসি জাদুঘর থেকে চুরি গেল মূল্যবান স্বর্ণ ও রৌপ্য মুদ্রা। 💰

ঘটনাটি ঘটেছে ফ্রান্সের ডিজনের ডেনিস-ডিডরো মিউজিয়ামে, যেখানে চোরেরা ভেঙে প্রবেশ করে শত শত বছরের পুরনো সংগ্রহ নিয়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনাটি ল্যুভর চুরির সঙ্গে যুক্ত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

🇫🇷 ইউরোপ জুড়ে এখন নিরাপত্তা জোরদার করা হয়েছে, আর তদন্তে নেমেছে ফরাসি পুলিশ ও সাংস্কৃতিক সম্পদ সুরক্ষা ইউনিট।

🕌 তিন মাসে যুক্তরাজ্যে ২১টি মসজিদে হামলা! 😔গত তিন মাসে যুক্তরাজ্যজুড়ে একের পর এক মসজিদে হামলার ঘটনা ঘটেছে — মোট ২১টি মসজ...
25/10/2025

🕌 তিন মাসে যুক্তরাজ্যে ২১টি মসজিদে হামলা! 😔

গত তিন মাসে যুক্তরাজ্যজুড়ে একের পর এক মসজিদে হামলার ঘটনা ঘটেছে — মোট ২১টি মসজিদে হামলার খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। 🔥

📍বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনাগুলো ইসলামফোবিয়ার ভয়াবহ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে বাড়ছে উদ্বেগ।

✊ যুক্তরাজ্যের মুসলিম নেতারা সরকারকে আহ্বান জানিয়েছেন দ্রুত তদন্ত ও নিরাপত্তা জোরদারের জন্য।

📩 প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ খবর!যুক্তরাজ্যের HMRC (HM Revenue & Customs) সম্প্রতি অনেক প্রবাসীকে চিঠি পাঠাচ্ছে 💌 — যা...
25/10/2025

📩 প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ খবর!

যুক্তরাজ্যের HMRC (HM Revenue & Customs) সম্প্রতি অনেক প্রবাসীকে চিঠি পাঠাচ্ছে 💌 — যাদের দেশে নিয়মিত টাকা পাঠানো বা বিদেশে আয়ের রেকর্ড রয়েছে।

চিঠিতে সতর্ক করা হয়েছে, বৈধ আয়ের ক্ষেত্রে চিন্তার কিছু নেই ✅ কিন্তু যদি কেউ বিদেশে আয় গোপন রাখেন, তবে কর জবাবদিহিতায় পড়তে হতে পারে সমস্যায়।

💬 বিশেষজ্ঞরা বলছেন, স্বচ্ছ হিসাব রাখলে ভয়ের কিছু নেই — বরং এটি ভবিষ্যতে কর সংক্রান্ত জটিলতা থেকে রক্ষা করবে।

☕ কফি ড্রেনে ফেলায় ১৫০ পাউন্ড জরিমানা! 😲পশ্চিম লন্ডনের কিউ এলাকার বাসিন্দা বুরকু ইয়েসিলিউর্ট নিজের পুনঃব্যবহারযোগ্য কাপ...
23/10/2025

☕ কফি ড্রেনে ফেলায় ১৫০ পাউন্ড জরিমানা! 😲

পশ্চিম লন্ডনের কিউ এলাকার বাসিন্দা বুরকু ইয়েসিলিউর্ট নিজের পুনঃব্যবহারযোগ্য কাপ থেকে অল্প কফি ড্রেনে ঢেলে দিয়েছিলেন—ভাবছিলেন দায়িত্বশীল কাজ করছেন, যেন বাসে কফি না পড়ে।

কিন্তু কিছুক্ষণের মধ্যেই এসে হাজির জরিমানার নোটিশ — £150! 😧
ঘটনাটি ভাইরাল হয় বিবিসির প্রতিবেদনে, এরপর রিচমন্ড কাউন্সিল জরিমানা মাফ করে দেয়।

কখনও কখনও ভালো কাজও ভুল বোঝাবুঝির শিকার হয়! 🙏

🎸 সংগীতশিল্পী জেমসের জীবনে নতুন অধ্যায়!বাংলা রকের কিংবদন্তি জেমস আবারও বিয়ে করেছেন এবং ৬১ বছর বয়সে হয়েছেন এক সন্তানের বা...
23/10/2025

🎸 সংগীতশিল্পী জেমসের জীবনে নতুন অধ্যায়!
বাংলা রকের কিংবদন্তি জেমস আবারও বিয়ে করেছেন এবং ৬১ বছর বয়সে হয়েছেন এক সন্তানের বাবা! ❤️

ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে এক আনন্দের খবর — জীবনের এই নতুন অধ্যায়ে শিল্পীকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। 🙌

22/10/2025

মেট পুলিশের অপারেশন জোরিডন–এর নেপথ্যের কাহিনি, যা যুক্তরাজ্যের ইতিহাসে সংগঠিত দোকানচোর চক্রের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান।

🛑 যদি আপনি দোকান থেকে চুরি করেন বা চুরি করা পণ্যের বেচাকেনায় যুক্ত থাকেন, তবে আপনাকে আইনের আওতায় আনা হবে।

22/10/2025
🇬🇧 যুক্তরাজ্যে বোরকা নিষিদ্ধের আহ্বান!কনজারভেটিভ দলের নেতা ও সাবেক হোম অফিস মন্ত্রী রবার্ট জেনরিক যুক্তরাজ্যে বোরকা নিষি...
22/10/2025

🇬🇧 যুক্তরাজ্যে বোরকা নিষিদ্ধের আহ্বান!
কনজারভেটিভ দলের নেতা ও সাবেক হোম অফিস মন্ত্রী রবার্ট জেনরিক যুক্তরাজ্যে বোরকা নিষিদ্ধের দাবি তুলেছেন। তিনি বলেন, “ব্রিটেনের মৌলিক মূল্যবোধ রক্ষায় এটি জরুরি।”

এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকে একে ব্যক্তিগত স্বাধীনতা ও ধর্মীয় অধিকারের ওপর আঘাত বলে সমালোচনা করছেন।

👉 আপনার মতামত কী? যুক্তরাজ্যে বোরকা নিষিদ্ধ হওয়া উচিত কি না?

🎓 যুক্তরাজ্যে চালু হচ্ছে নতুন V-Level শিক্ষা কোর্স!শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার।লেভেল ৩ বিট...
21/10/2025

🎓 যুক্তরাজ্যে চালু হচ্ছে নতুন V-Level শিক্ষা কোর্স!
শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার।
লেভেল ৩ বিটেক এবং ১৬-প্লাস পর্যায়ের বিদ্যমান কারিগরি যোগ্যতার বিকল্প হিসেবে চালু হচ্ছে নতুন “V-Level” ভোকেশনাল কোর্স — যা শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা অর্জনে সহায়তা করবে।

📘 শিক্ষা মন্ত্রী ব্রিজেট ফিলিপসন জানিয়েছেন, এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ও পেশাগত যোগ্যতা অর্জনের সুযোগ পাবে, যা ভবিষ্যতের চাকরির বাজারে আরও কার্যকর ভূমিকা রাখবে।

তবে শিক্ষা বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, নতুন এই উদ্যোগ যেন ডি-লেভেল ও বিটেক কোর্সের বিকল্প পূর্ণাঙ্গ সমাধান না হয়, তা নিশ্চিত করতে হবে।

📍 সূত্র: ITV News, Sky News, FE Week

🍕 যুক্তরাজ্যে পিৎজা হাটের বড় ধাক্কা!বিখ্যাত ফাস্টফুড ব্র্যান্ড Pizza Hut UK ঘোষণা দিয়েছে, তারা ৬৮টি রেস্তোরাঁ ও ১১টি ডেল...
21/10/2025

🍕 যুক্তরাজ্যে পিৎজা হাটের বড় ধাক্কা!
বিখ্যাত ফাস্টফুড ব্র্যান্ড Pizza Hut UK ঘোষণা দিয়েছে, তারা ৬৮টি রেস্তোরাঁ ও ১১টি ডেলিভারি সাইট স্থায়ীভাবে বন্ধ করে দিচ্ছে।
এর ফলে ১,২১০ জন কর্মী চাকরি হারাতে যাচ্ছেন।

📉 সংস্থাটি প্রশাসনের অধীনে চলে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ডিসি লন্ডন পাই লিমিটেড, যারা যুক্তরাজ্যে পিৎজা হাটের রেস্তোরাঁ পরিচালনা করে, তারা এফটিআই কনসাল্টিংকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে।

🍽️ এই সিদ্ধান্ত যুক্তরাজ্যের রেস্তোরাঁ শিল্পে নতুন এক সংকেত দিচ্ছে — যেখানে মূল্যস্ফীতি, ভাড়া বৃদ্ধি ও বিক্রয় কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোকে বিপদে ফেলছে।

📍 সূত্র: Reuters, The Guardian

🕊️📰 সাংবাদিক হত্যা বন্ধে ঐক্যবদ্ধ কণ্ঠ!বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার প্রতিবাদে একসাথে দাঁড়াচ্ছেন প্রবাসী সাংবাদিকরা।বাংলাদেশ...
18/10/2025

🕊️📰 সাংবাদিক হত্যা বন্ধে ঐক্যবদ্ধ কণ্ঠ!
বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার প্রতিবাদে একসাথে দাঁড়াচ্ছেন প্রবাসী সাংবাদিকরা।
বাংলাদেশ প্রেস ক্লাব, যুক্তরাজ্যের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে মানববন্ধন, সাংবাদিকদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে।

📅 তারিখ: ১৮ অক্টোবর ২০২৫ (শনিবার)
🕓 সময়: বিকেল ৪টা
📍 স্থান: শহীদ আলতাব আলী পার্ক, হোয়াইটচ্যাপেল, লন্ডন (E1 1FD)

✊ সাংবাদিক সমাজের পাশে দাঁড়ান — ন্যায়, সত্য ও স্বাধীনতার পক্ষে কণ্ঠ তুলুন।
আপনার উপস্থিতিই হতে পারে পরিবর্তনের বার্তা!

🔥 শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ আগুন!শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্...
18/10/2025

🔥 শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ আগুন!
শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স এলাকায় আগুন লাগে।
ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে নিরাপত্তার স্বার্থে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে তা পুনরায় চালু করা হয়।

🔹 এখনো আগুনের উৎস নিশ্চিত হওয়া যায়নি, তবে কোনো বড় হতাহতের খবর পাওয়া যায়নি।
📍 সূত্র: The Daily Star, Daily Sun

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Bangla24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share