Bangla24

Bangla24 যুক্তরাজ্য প্রবাসীদের যত খবর, সাথে আছে মূলধারার নানা ইস্যু, সবার আগে

🚨 কুয়ালালামপুরে অভিবাসন অভিযানমালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশেষ অভিযানে ২১ জন বাংলাদেশিসহ ৩৮ জন অভিবাসী আটক হয়...
25/09/2025

🚨 কুয়ালালামপুরে অভিবাসন অভিযান
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশেষ অভিযানে ২১ জন বাংলাদেশিসহ ৩৮ জন অভিবাসী আটক হয়েছে। অভিযানে আরও দুইজন স্থানীয় নিয়োগকর্তাকেও গ্রেপ্তার করা হয়।

অভিবাসন কর্তৃপক্ষ জানায়, বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান ও শ্রম আইন ভঙ্গের অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

📰 ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে ইস্ট লন্ডন মসজিদের চিঠিগত ১৩ সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিত “Unite the Kingdom” র‍্যালিকে ঘিরে...
25/09/2025

📰 ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে ইস্ট লন্ডন মসজিদের চিঠি
গত ১৩ সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিত “Unite the Kingdom” র‍্যালিকে ঘিরে ইসলামভীতির আশঙ্কা তৈরি হয়। এর প্রেক্ষিতে ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টার ব্রিটিশ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিবের কাছে একটি চিঠি প্রেরণ করেছে।

চিঠিতে মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং সরকারকে ধন্যবাদ জানিয়ে বলা হয়— শুধু কথায় নয়, মুসলমানদের জন্য বাস্তব নিরাপত্তা ব্যবস্থা জরুরি। তারা দাবি জানিয়েছে:
✅ সব সম্প্রদায়ের জন্য সমান পুলিশি সুরক্ষা
✅ ইসলামবিদ্বেষী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা
✅ চরমপন্থী কার্যকলাপ প্রতিরোধে সরকারের দৃঢ় অবস্থান

মসজিদ কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে— “শুধু কথায় হবে না, কার্যকর পদক্ষেপই এখন একমাত্র সমাধান।”

🇬🇧🔥 সাদিক খানের পাল্টা জবাব ট্রাম্পকেলন্ডনের মেয়র সাদিক খান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় আক্রমণ কর...
24/09/2025

🇬🇧🔥 সাদিক খানের পাল্টা জবাব ট্রাম্পকে

লন্ডনের মেয়র সাদিক খান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় আক্রমণ করে বলেছেন, তিনি “বর্ণবাদী, লিঙ্গবাদী, নারীবিদ্বেষী এবং ইসলামবিদ্বেষী”।

📺 স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাদিক খান এই মন্তব্য করেন।
👉 এর আগে জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প দাবি করেছিলেন, “লন্ডন শরিয়া আইন চালু করতে চায়” এবং লন্ডনের মেয়রকে “ভয়ঙ্কর ও বাজে মেয়র” আখ্যা দেন।

💬 জবাবে সাদিক খান বলেন, “লন্ডন একটি গ্রেট সিটি, এবং পৃথিবীর যেকোনো শহরের তুলনায় এটি অনেক বেশি নিরাপদ।”

📌 তার মতে, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই রেকর্ডসংখ্যক মার্কিন নাগরিক ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন।

🇪🇸✨ স্পেনের কঠোর পদক্ষেপ ইসরায়েলের বিরুদ্ধেগাজায় চলমান হত্যাযজ্ঞ ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে স্পেন ঘোষণা করেছে আরও কঠোর...
24/09/2025

🇪🇸✨ স্পেনের কঠোর পদক্ষেপ ইসরায়েলের বিরুদ্ধে

গাজায় চলমান হত্যাযজ্ঞ ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে স্পেন ঘোষণা করেছে আরও কঠোর নিষেধাজ্ঞা।
🔹 ইসরায়েলে অস্ত্র রপ্তানি ও ট্রানজিট সম্পূর্ণভাবে বন্ধ
🔹 ইসরায়েলগামী জাহাজ ও বিমান স্পেনের বন্দর ও আকাশপথ ব্যবহার করতে পারবে না
🔹 ইউরোপীয় ও আন্তর্জাতিক মহলে এই পদক্ষেপকে একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো “গাজায় গণহত্যা রোধ করা”।

📌 এই ঘোষণার ফলে ইসরায়েল–ইউরোপ সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের সাধারণ পরিষদে এক ভাষণে দাবি করেছেন যে, লন্ডন নাকি শরিয়া আইন চালু করতে চায...
24/09/2025

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের সাধারণ পরিষদে এক ভাষণে দাবি করেছেন যে, লন্ডন নাকি শরিয়া আইন চালু করতে চায়!

🗣️ ট্রাম্প সরাসরি লন্ডনের মেয়র স্যার সাদিক খানকে নাম না করে আক্রমণ করে বলেন, “লন্ডনের এখন ভয়ঙ্কর এক মেয়র আছে, আর তারা শরিয়া আইনে যেতে চায়। কিন্তু অন্য দেশে থেকে এমনটা করা সম্ভব নয়।”

⚡ সাদিক খানের মুখপাত্র ট্রাম্পের মন্তব্যকে “গোঁড়া ও ভয়াবহ” বলে অভিহিত করেছেন এবং আর কোনো প্রতিক্রিয়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

📌 এই বক্তব্যে আন্তর্জাতিক মহলে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যাওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক...
23/09/2025

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যাওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় যুবলীগের কর্মী মিজানুর রহমানকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপি নেতা আখতার হোসেন বিমানবন্দরে পৌঁছালে তাঁর দিকে ডিম ছোড়া হয়। এ সময় বিএনপি–সমর্থিত এক ব্যক্তি অভিযোগ করেন, যুবলীগ কর্মী মিজানুর রহমান তাঁকে ছুরি দিয়ে হামলার চেষ্টা করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলেই নিউইয়র্ক পুলিশ মিজানুর রহমানকে আটক করে।

উল্লেখ্য, আখতার হোসেন অধ্যাপক ইউনূসের সফরসঙ্গী হয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন। ঘটনাটিকে ঘিরে নিউইয়র্ক প্রবাসী রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে।

কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের পর এবার ফ্রান্সও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। জা...
23/09/2025

কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের পর এবার ফ্রান্সও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রাক্কালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই ঘোষণা দেন।

তিনি বলেন, দীর্ঘদিনের সংঘাত নিরসন ও মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র পথ। তাই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া সময়ের দাবি।

এর আগে কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য একই ধরনের ঘোষণা দেয়। ফলে পশ্চিমা বিশ্বের প্রভাবশালী দেশগুলোর এই ধারাবাহিক স্বীকৃতি ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ফ্রান্সসহ এসব দেশের সিদ্ধান্ত ইসরায়েলকে ব্যাপক কূটনৈতিক চাপে ফেলবে। পাশাপাশি ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে আরও শক্তিশালী করবে। তবে ইসরায়েল ইতিমধ্যে এসব স্বীকৃতির বিরোধিতা করেছে এবং বলেছে, এতে শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হবে।

যুক্তরাজ্যের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) স্টার্টআপ ManticAI আন্তর্জাতিক পূর্বাভাস প্রতিযোগিতায় চমক দেখিয়েছে। তারা মানু...
20/09/2025

যুক্তরাজ্যের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) স্টার্টআপ ManticAI আন্তর্জাতিক পূর্বাভাস প্রতিযোগিতায় চমক দেখিয়েছে। তারা মানুষকে পেছনে ফেলে শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছে। প্রতিযোগিতায় ৬০টি ভিন্ন ঘটনা নিয়ে ভবিষ্যদ্বাণী করতে বলা হয়—যার মধ্যে ছিল ডোনাল্ড ট্রাম্প ও এলন মাস্কের দ্বন্দ্ব কিংবা কনজারভেটিভ নেতৃত্ব থেকে কেমি ব্যাডেনোকের অপসারণের মতো বিষয়।

ManticAI বিভিন্ন এআই মডেলের সমন্বয়ে প্রতিটি সমস্যা বিশ্লেষণ করে সম্ভাব্য ফলাফল পূর্বাভাস দিয়েছে। যদিও এখনও সর্বোচ্চ মানব পূর্বাভাসকারীদের তুলনায় কিছুটা পিছিয়ে, বিশ্লেষকরা ধারণা করছেন ২০২৯ সালের মধ্যে এআই মানুষের সমান কিংবা তার চেয়েও ভালো পারফরম্যান্স করতে সক্ষম হবে।

বিশেষজ্ঞদের মতে, এআই-এর শক্তি হলো জটিল সমস্যা একসঙ্গে বিশ্লেষণ করার ক্ষমতা এবং নতুন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত শিখে নেওয়া। তবে মানবীয় ইন্টুইশন এখনো গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেখানে তথ্য সীমিত কিংবা বিচারবুদ্ধি জরুরি। তাই ভবিষ্যতের সেরা ফলাফলের জন্য মানব ও এআই যৌথভাবে কাজ করবে বলেই আশা করা হচ্ছে।

🔵🚨 যুক্তরাজ্যে ব্লু ব্যাজ জালিয়াতি বেড়েছে রেকর্ড পরিমাণে!প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত ব্লু ব্যাজ স্কিম এখন জালিয়াতদের টা...
20/09/2025

🔵🚨 যুক্তরাজ্যে ব্লু ব্যাজ জালিয়াতি বেড়েছে রেকর্ড পরিমাণে!
প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত ব্লু ব্যাজ স্কিম এখন জালিয়াতদের টার্গেটে। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, নকল বা প্রতারণার মাধ্যমে ব্লু ব্যাজ ব্যবহার আগের যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি। স্থানীয় কাউন্সিল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে অভিযানে নেমেছে এবং বহু জাল ব্যাজ জব্দ করেছে।

👉 এই প্রতারণা কেবল প্রতিবন্ধীদের অধিকার কেড়ে নিচ্ছে না, বরং গণপরিবহন ও পার্কিং ব্যবস্থায়ও বিশৃঙ্খলা তৈরি করছে।

✨ আপনার মতামত কী—জালিয়াতি ঠেকাতে আরও কঠোর শাস্তি হওয়া উচিত কি না?

লন্ডনে একটি চোরচক্রকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এ চক্রের সদস্যরা গত ৭ মাসে হুন্ডাই, কিয়া, মিতসুবিশি এবং টয়োটা ব্র্...
20/09/2025

লন্ডনে একটি চোরচক্রকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এ চক্রের সদস্যরা গত ৭ মাসে হুন্ডাই, কিয়া, মিতসুবিশি এবং টয়োটা ব্র্যান্ডের ১০০টিরও বেশি গাড়ি চুরি করেছিল। গাড়ি চুরির পাশাপাশি তারা বাড়িঘরে ঢুকেও চুরি করত। পুলিশের তদন্তে জানা যায়, চোরচক্রটি চুরি করা গাড়ি বিক্রি করে প্রায় ১.৯ মিলিয়ন পাউন্ড সমমূল্যের সম্পদ হাতিয়ে নিয়েছে।

দোষী সাব্যস্ত চারজন হলেন—মোহাম্মদ গুলজার আহমেদ, মুহাম্মদ ইমরান আলী, করিম আহমেদ এবং পল বারিগান। তারা মূলত টেক-টক যন্ত্রপাতি ব্যবহার করে উচ্চমূল্যের গাড়ি টার্গেট করত। পুলিশের দীর্ঘ তদন্তের পর আদালত তাদের সাজা ঘোষণা করে।

যুক্তরাজ্যের বাণিজ্য সচিব পিটার কাইল জানিয়েছেন, অবৈধ অভিবাসন মোকাবেলায় সেনাবাহিনীকে নয়, বরং সীমান্ত রক্ষায় নিয়োজিত সংস্থ...
20/09/2025

যুক্তরাজ্যের বাণিজ্য সচিব পিটার কাইল জানিয়েছেন, অবৈধ অভিবাসন মোকাবেলায় সেনাবাহিনীকে নয়, বরং সীমান্ত রক্ষায় নিয়োজিত সংস্থা ইউকে বর্ডার ফোর্সকে দায়িত্ব দেওয়া উচিত। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যুক্তরাজ্য সফরে অবৈধ অভিবাসন ঠেকাতে সেনা মোতায়েনের পরামর্শ দেন। তবে কাইল সেই আহ্বান প্রত্যাখ্যান করে বলেন, সেনাবাহিনীর মূল কাজ দেশকে সামগ্রিকভাবে সুরক্ষা দেওয়া, আর সীমান্ত নিয়ন্ত্রণের নির্দিষ্ট দায়িত্ব বর্ডার ফোর্সের। তিনি জোর দিয়ে বলেন, সীমান্ত পুলিশিং একটি বেসামরিক কাজ, তাই এ দায়িত্ব যথাযথ কর্তৃপক্ষের ওপরেই থাকা উচিত।

🇧🇩✈️ লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৬ বাংলাদেশিলিবিয়ায় হেফাজত, অপহরণ ও নির্যাতনের শিকার ১৭৬ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা ...
18/09/2025

🇧🇩✈️ লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৬ বাংলাদেশি
লিবিয়ায় হেফাজত, অপহরণ ও নির্যাতনের শিকার ১৭৬ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা বৃহস্পতিবার সকাল ৯:৪৫ মিনিটে বুরাক এয়ারের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ফেরত প্রক্রিয়ায় সহযোগিতা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপোলিতে বাংলাদেশের দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)।

তাজুরা ডিটেনশন সেন্টারে ১৭২ জন আটক ছিলেন, এবং চারজন IOM-এর সেফ হাউসে ছিলেন। অধিকাংশেই লিবিয়ায় যাওয়া হয়েছিল মানব পাচারকারীদের মাধ্যমে, যারা তাদের ইউরোপ যাওয়ার প্রতিশ্রুতি দেয়। ফেরত আসা প্রবাসীদের প্রত্যেককে ৬,০০০ টাকা নগদ, খাবার, চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনে সাময়িক আবাসন প্রদান করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ফেরত প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে যাতে তারা অন্যদের সচেতন করেন এবং অনিরাপদ পথে বিদেশে যাওয়া এড়ানো যায়।

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Bangla24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share