Bangla24

Bangla24 যুক্তরাজ্য প্রবাসীদের যত খবর, সাথে আছে মূলধারার নানা ইস্যু, সবার আগে

🚗 ডার্টফোর্ড ক্রসিং টোল বাড়ছে!১ সেপ্টেম্বর থেকে গাড়িচালকদের জন্য টোল চার্জ £২.৫০ থেকে বেড়ে হচ্ছে £৩.৫০।ভ্যান, বাস ও পণ...
03/08/2025

🚗 ডার্টফোর্ড ক্রসিং টোল বাড়ছে!
১ সেপ্টেম্বর থেকে গাড়িচালকদের জন্য টোল চার্জ £২.৫০ থেকে বেড়ে হচ্ছে £৩.৫০।
ভ্যান, বাস ও পণ্যবাহী যানবাহনের জন্য সর্বোচ্চ চার্জ হবে £৮.৪০।
স্থানীয়দের জন্য থাকছে ছাড় এবং প্রিপেই অ্যাকাউন্টধারীরা প্রতি ট্রিপে দেবেন £২.৮০।

02/08/2025

ইমিগ্রেশন পুলিশের অভিযান, সিটি সেন্টার, বার্মিংহাম।

02/08/2025

ইন্ডিগোর ফ্লাইট 6E 138, বম্বে থেকে কলকাতা যাওয়ার পথে এক অশান্ত যাত্রীর কারণে ফ্লাইটের যাত্রা কিছুটা ব্যাহত হয়। যাত্রীটি আতঙ্কগ্রস্ত হয়ে ওঠেন এবং বিমানের ভেতর অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেন। এর ফলে অন্য যাত্রীদের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়।

তবে, ইন্ডিগোর কেবিন ক্রু সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দ্রুত পরিস্থিতি সামাল দেন। তারা শান্তভাবে যাত্রীকে নিয়ন্ত্রণে রাখেন এবং নিরাপত্তার সাথে তাকে ফ্লাইট থেকে নামানোর ব্যবস্থা করেন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ বাহিনী পরে ওই যাত্রীকে নিরাপত্তা দফতরের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় এক যাত্রী অভিযুক্ত হন। তিনি বলেন, “অস্তিত্ব সংকটে পড়েছিলাম, আতঙ্কগ্রস্ত যাত্রী কাছে আসছিলেন, যা আমি সহ্য করতে পারছিলাম না।” কিন্তু ওই ঘটনার পর পরিস্থিতি দ্রুত শান্ত হয়ে যায় এবং বিমানবন্দরে পৌঁছানোর পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিক পদক্ষেপ নেন।

ইন্ডিগোর ফ্লাইটের এই পেশাদারিত্ব প্রশংসিত হচ্ছে সামাজিক মাধ্যমে। যাত্রীদের নিরাপত্তা এবং সন্তুষ্টি নিশ্চিত করতে কেবিন ক্রুদের দক্ষতা প্রমাণিত হয়েছে।

ইন্ডিগো কর্তৃপক্ষ এই ঘটনার পর জানায়, “আমরা এই ধরনের আচরণকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

ফ্লাইট 6E 138-এ ঘটে যাওয়া এই ঘটনা সমাজে একটি বার্তা দিয়ে যায় যে, যাত্রীর প্রতি খেয়াল এবং বিমান কর্মীদের দক্ষতা উভয়ই প্রয়োজন, বিশেষত অস্বাভাবিক পরিস্থিতিতে।

31/07/2025

আলতাব আলী পার্ক থেকে ড. ইউনূসকে হুঁ-শিয়ারি

31/07/2025

ফুড ডেলিভারি ড্রাইভারকে চাপা দিয়েছে গাড়ি

🇧🇩 বাংলাদেশের গৌরবোজ্জ্বল অর্জন! 🌊নাজমুল হক হিমেল এবং মাহফিজুর রহমান সাগর সফলভাবে পাড়ি দিয়েছেন বিশ্বের অন্যতম চ্যালেঞ্জি...
31/07/2025

🇧🇩 বাংলাদেশের গৌরবোজ্জ্বল অর্জন! 🌊
নাজমুল হক হিমেল এবং মাহফিজুর রহমান সাগর সফলভাবে পাড়ি দিয়েছেন বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং জলপথ — ইংলিশ চ্যানেল! 🙌

৩৭ বছর পর এই প্রথম কোনো বাংলাদেশি সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন — যা দেশের ক্রীড়াঙ্গনে এক ঐতিহাসিক মাইলফলক।

২৮ জুলাই, সোমবার, স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে সাঁতার শুরু করে তাঁরা মাত্র ১২ ঘণ্টা ১০ মিনিটে শেষ করেন ৩৪ কিলোমিটারের দীর্ঘ ও কষ্টসাধ্য এই যাত্রা। 🕝

এই অভিযানে বাংলাদেশের দুই সাঁতারুর সঙ্গে অংশ নেন ভারতের দুই সাঁতারুও। তাঁরা সবাই মিলে রিলে পদ্ধতিতে ইংলিশ চ্যানেল পাড়ি দেন।

🏊‍♂️ ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া একটি আন্তর্জাতিক স্বীকৃত সাঁতারু চ্যালেঞ্জ — যেখানে ঠান্ডা পানি, প্রবল স্রোত ও মানসিক দৃঢ়তা পরীক্ষা নেয় প্রতিটি মুহূর্ত।

এই কৃতিত্বের মাধ্যমে তাঁরা উঠে এলেন কিংবদন্তি সাঁতারু ব্রজেন দাস, আবদুল মালেক, ও মোশাররফ হোসেনের পাশে — যাঁরা অতীতে একই কীর্তি গড়েছিলেন।

👏 আমরা গর্বিত!
তাদের এই অর্জন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে সাহস, অধ্যবসায় ও স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য।

30/07/2025

লন্ডনের মেয়রকে অপমান করলেন ট্রাম্প, থামাতে চেষ্টা করলেন স্টারমার

🌍🇧🇩 গর্বের মুহূর্ত বাংলাদেশিদের জন্য!যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম 'Women in Diplomacy' পুরস্কার...
30/07/2025

🌍🇧🇩 গর্বের মুহূর্ত বাংলাদেশিদের জন্য!

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম 'Women in Diplomacy' পুরস্কারে ভূষিত হয়েছেন। লন্ডনে বিশ্বের বিভিন্ন দেশের নারী কূটনীতিকদের পেশাদারিত্ব, নেতৃত্ব ও নারীর অধিকার রক্ষায় অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হয়।

তিনি 'Champion for Women’s Rights and Gender Equality' ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছেন। আবিদা ইসলাম দীর্ঘদিন ধরে কূটনৈতিক অঙ্গনে নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় কাজ করে আসছেন। এই অর্জন শুধু তারই নয়—পুরো বাংলাদেশের সম্মান!

📍 পুরস্কার প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে লন্ডনে, মেক্সিকো দূতাবাসে।

👏 অভিনন্দন হাইকমিশনার আবিদা ইসলামকে — আপনি আমাদের অনুপ্রেরণা!

29/07/2025

৪১ বছর বয়সী এক ভারতীয় ব্যক্তি, অভয় নায়েক, ২৭ জুলাই লন্ডন থেকে গ্লাসগো গামী একটি ফ্লাইটে মাঝআকাশে নিরাপত্তা ঝুঁকি তৈরি করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, তিনি ফ্লাইট চলাকালে মিথ্যা ভাবে নিজেকে একজন মুসলিম হিসেবে উপস্থাপন করেন।

আধিকারিকদের বরাত দিয়ে জানা যায়, অভয় নায়েক ফ্লাইটে আরবি স্লোগান দেন এবং বোমা হামলার হুমকি দেন, যার ফলে বিমানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জরুরি অবতরণের প্রয়োজন হয়। ঘটনাটি যাত্রীদের মধ্যে ভয় সৃষ্টি করে এবং তাৎক্ষণিকভাবে ফ্লাইট ক্রু ও নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করে।

বিমান অবতরণের পর তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।

29/07/2025
🔴 ব্রেকিং নিউজ:যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, যদি ইসরায়েল গাজায় যুদ্ধ বন্ধ, পশ্চিম তীরে দখল বন...
29/07/2025

🔴 ব্রেকিং নিউজ:
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, যদি ইসরায়েল গাজায় যুদ্ধ বন্ধ, পশ্চিম তীরে দখল বন্ধ এবং দুই-রাষ্ট্র সমাধানের প্রতিশ্রুতি না দেয়, তাহলে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য।

তিনি আরও বলেন, এ বিষয়ে কোনো পক্ষের ভেটো চলবে না—এটি হবে ন্যায়ের ভিত্তিতে নেওয়া একটি স্বাধীন সিদ্ধান্ত।

#ফিলিস্তিন #যুক্তরাজ্য #গাজা

🗣️ ট্রাম্পের কড়া মন্তব্য, স্টারমারের বন্ধুত্বপূর্ণ জবাব!যুক্তরাজ্যের লন্ডন মেয়র সাদিক খানকে আবারও আক্রমণ করলেন ডোনাল্ড ...
29/07/2025

🗣️ ট্রাম্পের কড়া মন্তব্য, স্টারমারের বন্ধুত্বপূর্ণ জবাব!
যুক্তরাজ্যের লন্ডন মেয়র সাদিক খানকে আবারও আক্রমণ করলেন ডোনাল্ড ট্রাম্প। স্কটল্যান্ডে এক সংবাদ সম্মেলনে লন্ডনের মেয়রকে “খারাপ ব্যক্তি” বলেও উল্লেখ করেন তিনি। তবে পাশে বসে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার সঙ্গে সঙ্গেই বলেন, “সাদিক খান আমার ভালো বন্ধু।”

🌍 আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতিতে এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

#ট্রাম্প #সাদিকখান #রাজনীতি #বিশ্বসংবাদ

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Bangla24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share