12/05/2025
জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতিসহ আওয়ামী ও অঙ্গ সংগঠনের ২৬ নেতা-কর্মী গ্রেফতার
সিলেটের জকিগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।
আজ সোমবার (১২ মে) সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
জানা যায়, সিলেটের জকিগঞ্জ উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী সোমবার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানী শেষে বিচারক শেখ আশফাকুর রহমান তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আত্মসমর্পনকারীরা বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত ৪টি মামলার আসামি ছিলেন।এর আগে তারা উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিনে ছিলেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেছিলেন।
জামিন নামঞ্জুর হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আশিক উদ্দিন।
আদালতে আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন- জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সালাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলী আহমদ, জকিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুহিবুর রহমান,আওয়ামী লীগ নেতা আবুল খায়ের চৌধুরী, আব্দুল মালিক, যুবলীগ নেতা সুমন আহমদ, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান আহমদ, সাবেক সভাপতি মোস্তফা আহমদ, সাবেক সাধারণ সম্পাদক দেলওয়ার চৌধুরী, আজহার চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ ও যুগ্ম সম্পাদক শাহরিয়ার হোসেন সাগর প্রমুখ