Life In UK

Life In UK Alhamdulillah for Everything

23/06/2025

ব্যক্তিত্বহীন ইসলামিক দেশগুলোর তালিকা যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সৈন্য রয়েছে-

🇧🇭 বাহরাইন
• ঘাঁটি: ন্যাভাল সাপোর্ট অ্যাক্টিভিটি বাহরাইন।
• সেনা সংখ্যা: প্রায় ৭,০০০–৮,৫০০।
• ভূমিকা: পারস্য উপসাগরের সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ কেন্দ্র।

🇶🇦 কাতার
• ঘাঁটি: আল-উদেইদ বিমানঘাঁটি।
• সেনা সংখ্যা: প্রায় ১০,০০০–১১,০০০।
• ভূমিকা: যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরোয়ার্ড হেডকোয়ার্টার।

🇰🇼 কুয়েত
• ঘাঁটি: ক্যাম্প আরিফজান, আলি আল-সালেম বিমানঘাঁটি, এবং ক্যাম্প বুয়েরিং।
• সেনা সংখ্যা: প্রায় ১৩,০০০–১৫,০০০।
• ভূমিকা: লজিস্টিকস এবং মঞ্চায়ন এলাকা।

🇦🇪 সংযুক্ত আরব আমিরাত (ইউএই)
• ঘাঁটি: আল দাফরা বিমানঘাঁটি।
• সেনা সংখ্যা: প্রায় ৩,৫০০–৫,০০০।
• ভূমিকা: বিমানবাহিনীর অপারেশন এবং জেবেল আলি বন্দরে নৌবাহিনীর উপস্থিতি।

🇸🇦 সৌদি আরব
• ঘাঁটি: প্রিন্স সুলতান বিমানঘাঁটি।
• সেনা সংখ্যা: প্রায় ২,৭০০।
• ভূমিকা: বিমান প্রতিরক্ষা এবং ড্রোন পরিচালনা।

🇴🇲 ওমান
• ঘাঁটি: আরএএফও থুমরাইত এবং মাসিরাহ দ্বীপ।
• সেনা সংখ্যা: কয়েকশত (চুক্তিভিত্তিক উপস্থিতি)।
• ভূমিকা: পুনরায় জ্বালানি পূরণ এবং লজিস্টিক্স।

🇯🇴 জর্ডান
• ঘাঁটি: মুওয়াফফাক সালতি বিমানঘাঁটি।
• সেনা সংখ্যা: প্রায় ৩,০০০।
• ভূমিকা: ড্রোন অপারেশন এবং সৈন্য মোতায়েন।

🇮🇶 ইরাক
• ঘাঁটি: আল আসাদ বিমানঘাঁটি, এরবিল, তাজি, এবং অন্যান্য।
• সেনা সংখ্যা: প্রায় ২,৫০০–৯,০০০।
• ভূমিকা: পরামর্শমূলক মিশন এবং আইএসআইএস-বিরোধী অপারেশন।

🇸🇾 সিরিয়া
• ঘাঁটি: আল-তানফ এবং উত্তর-পূর্ব অঞ্চলে ছোট ঘাঁটি।
• সেনা সংখ্যা: প্রায় ৯০০।
• ভূমিকা: আইএসআইএস-বিরোধী অপারেশন।

অথচ পাকিস্তান তাদের পাত্তাই দেয়নি! 💥

11/06/2025

UKVI এবং Standard IELTS এর পার্থক্য নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। আপনাদের জানানোর জন্য -

আপনি যদি UK তে স্টুডেন্ট ভিসায় যেতে চান তাহলে UKVI IELTS AC এর এক্সাম দিতে হবে। UK এর বেশীরভাগ কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে UKVI IELTS ছাড়া এপ্লিকেশন করতে পারবেন না।

এককথায় UKVI IELTS এ UK সহ প্রায় সব দেশের ইউনিভার্সিটিতে এপ্লাই করা যায় এবং UK এর ওয়ার্ক পারমিট এর জন্যও এই IELTS স্কোর দিয়ে এপ্লাই করতে পারবেন।

Standard IELTS এ ইউকে ছাড়া অন্যান্য দেশগুলোতে আবেদন করতে পারবেন। যেমন Australia, Cyprus.

যেহেতু UKVI IELTS এ UK সহ অন্যান্য দেশগুলোতেও আবেদন করা যায় তাই UKVI IELTS এক্সাম দেওয়াই উত্তম।

Assalamu alaikum,Taqabbalallahu Minna Wa Minkum!!Eid ul Adha Mubarak everyone 🌙💚
06/06/2025

Assalamu alaikum,Taqabbalallahu Minna Wa Minkum!!
Eid ul Adha Mubarak everyone 🌙💚

13/05/2025

ব্রেকিং:
নতুন প্রস্তাবিত ইমিগ্রেশন নীতিমালায়' Skilled worker'কে অবশ্য'ই স্নাতক বা লেভেল ৬ সমপরিমাণ শিক্ষিত এবং উচ্চ বেতন দেখিয়ে আসতে হবে' So’ SSC’বা HSC দিয়ে প্রতারিত হবেন না'
দ্বিতীয়ত: ২০২৮'সাল পর্যন্ত কেয়ার ভিসা পুরোপুরি বন্ধ রাখা হবে' যার সহজ অর্থ হচ্ছে' নতুন করে বিদেশ থেকে কোনো কেয়ার ওয়ার্কার আর আসতে পারবেন না' তবে' যারা Already চলে আসছেন' তাদের CoS নবায়ন এবং কাজ পেতে সহায়তা করা হবে'

সাবধান' এর বাহিরে গিয়ে প্রতারিত হবেন না'

13/05/2025

পেইজে ফাস্ট ভিডিও আমাদের ইউকে ট্রাভেলের কিছু অংশ তুলে ধরা হয়েছে।
আমাদের কিছু অনুভূতি শেয়ার করা হয়েছে।
Hexa's Gobindaganj
Batch 243 🥰
Support me

13/05/2025

📢 গুরুত্বপূর্ণ তথ্য - Permanent Residency (ILR) নিয়ে সংশোধনী!

সম্প্রতি প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, ইউকে’তে পার্মানেন্ট সিটিজেনশিপ (ILR) পাওয়ার জন্য ৫ বছরের বদলে ১০ বছর সময় লাগবে। তবে এই নিয়মটি সবার জন্য প্রযোজ্য নয়।

✅ যারা ইতিমধ্যে Skilled Worker ভিসা বা অন্যান্য নির্দিষ্ট ভিসা ক্যাটাগরিতে আছেন, তারা আগের নিয়ম অনুযায়ী ৫ বছর পূর্ণ হলে ILR এর জন্য আবেদন করতে পারবেন।

✅ তাছাড়া, এই নতুন নিয়ম কার্যকর হতে অনেক সময় লাগবে। তাই এখনই চিন্তার কোনো কারণ নেই। আপনি যে ভিসা ক্যাটাগরিতে আছেন, সেটির সময়সীমা অনুযায়ী আগের নিয়মে আপনার প্রক্রিয়া সম্পন্ন হবে।

আপনার ভিসা স্ট্যাটাস ও সময়কাল অনুযায়ী বিস্তারিত জানতে Home Office বা ইমিগ্রেশন লয়েরের সঙ্গে যোগাযোগ করুন।

কমেন্টে সোর্স দেওয়া হল। 👏💚

হঠাৎ হার্ট অ্যাটাক ও স্ট্রোকে পুরুষদের মৃত্যু কেন বাড়ছে? সাম্প্রতিক সময়ে আমরা সোশ্যাল মিডিয়ায় প্রায়ই এমন খবর দেখছি — ...
04/05/2025

হঠাৎ হার্ট অ্যাটাক ও স্ট্রোকে পুরুষদের মৃত্যু কেন বাড়ছে?

সাম্প্রতিক সময়ে আমরা সোশ্যাল মিডিয়ায় প্রায়ই এমন খবর দেখছি — এক তরুণ বা মধ্যবয়সী পুরুষ হঠাৎ করে হার্ট অ্যাটাক বা স্ট্রোক করে মারা গেছেন। পরিবার, বন্ধু, সহকর্মী — কেউ বাদ যাচ্ছেন না। বিশেষ করে পুরুষদের মধ্যেই এই হার বেশি দেখা যাচ্ছে। প্রশ্ন উঠছে: কেন এমনটা ঘটছে? এবং আমরা কীভাবে এটি প্রতিরোধ করতে পারি?

পুরুষদের জন্য কেন বেশি ঝুঁকি?

✅ চাপ (স্ট্রেস) ও নীরব মানসিক অবস্থা।

পুরুষরা অনেক সময় নিজেদের মানসিক চাপ বা হতাশা প্রকাশ করেন না। সংসার চালানো, প্রবাসে টিকে থাকা, অর্থনৈতিক অনিশ্চয়তা — এসব চাপ তারা নীরবে বহন করেন। দীর্ঘমেয়াদে এই মানসিক চাপ শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলে, রক্তচাপ বাড়ায় এবং হার্টের ওপর চাপ সৃষ্টি করে।

✅ অনিয়মিত জীবনধারা।

রাতজেগে কাজ, ঘুমের অভাব, অনিয়মিত খাবার, শারীরিক পরিশ্রমের অভাব — এসব এখন যেন সাধারণ চিত্র। এটাই শরীরে চর্বি জমা করে, রক্তনালির সমস্যা তৈরি করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়।

✅ ধূমপান ও অ্যালকোহল।

ধূমপান ও মদ্যপান শুধু ফুসফুস নয়, হার্টেরও বড় শত্রু। এটি ধীরে ধীরে রক্তনালিকে শক্ত করে ফেলে এবং রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে।

✅ উপসর্গ অবহেলা করা।

পুরুষরা অনেক সময় ছোটখাটো অসুস্থতাকে গুরুত্ব দেন না। বুক ধড়ফড়, হালকা মাথা ঘোরা, হাঁপ ধরা — এসব উপসর্গকে উপেক্ষা করা বিপজ্জনক হতে পারে।

কীভাবে নিজেকে ও পরিবারকে রক্ষা করবেন?

✅ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন

বছরে অন্তত একবার রক্তচাপ, কোলেস্টেরল, ব্লাড সুগার পরীক্ষা করান। হার্ট স্ক্যান বা ECG-এর কথাও ভাবা উচিত।

✅ স্ট্রেস কমান

ধর্মীয় চর্চা, মেডিটেশন, পরিবারকে সময় দেওয়া, প্রিয় কাজের সঙ্গে যুক্ত থাকা — এগুলো মনের উপর চমৎকার প্রভাব ফেলে।

✅ সঠিক খাদ্য ও ঘুম

• অল্প চর্বিযুক্ত, সবজি-ফলভিত্তিক খাবার খান
• প্রতিদিন অন্তত ৭ ঘণ্টা ঘুমান

✅ ব্যায়াম করুন

প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা হালকা দৌড়ান। জিমে গেলে প্রশিক্ষকের পরামর্শ নিয়ে ব্যায়াম করুন।

✅ ধূমপান ও অ্যালকোহল বন্ধ করুন

মূল কথা -

প্রবাস জীবনের চাপ, একাকীত্ব ও দায়িত্বের ভার পুরুষদের অনেক সময় নিঃশব্দে ভেঙে ফেলে। কিন্তু জীবনকে থামিয়ে দেওয়ার আগেই সচেতন হওয়া জরুরি। আপনার পরিবার আপনাকে ভালোবাসে — আপনার সুস্থতা তাদের শান্তি। নিজের প্রতি যত্ন নিন, সময়মতো বিরতি নিন, এবং প্রয়োজনে চিকিৎসকের কাছে যান।

আজই নিজের যত্ন নিতে শুরু করুন। হয়ত তাতেই একটি জীবন বাঁচতে পারে — আপনার নিজের, অথবা আপনার প্রিয় কারো।

আপনার পরিচিতদের সঙ্গে এই লেখাটি শেয়ার করুন।🙏

হয়তো আপনার একটি শেয়ারই কাউকে সচেতন করে দিতে পারে নতুন জীবন ফিরে পাওয়ার সুযোগ।

#স্বাস্থ্য_সচেতনতা #হার্টএর_যত্ন #প্রবাসী_বাঙালি #সচেতন_হোন #প্রতিদিন_সুস্থথাকুন

Address

14 Richard Neale House, Cornwall Street
London
E12QW

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life In UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share