27/10/2025
যে সিএনজি ড্রাইবারটা স্যার স্যার বলতে বলতে গাড়ী চালাচ্ছে, গাড়ী থেকে নামার পরে, ভাড়া দিতে গিয়ে যদি বলেন, ভাই, আমার কাছে ২০টাকা কম আছে, সিএনজি ড্রাইবার আপনাকে স্যার বলাতো দূরে থাক,"শালার পুত" বলে সম্বোধন করতে ১ মিনিট দেরী করবে না।
যে সন্তান , বাবা মাকে আর্থিক খরচপাতির দায়িত্ব নেয়, মা বাবা তার কথা বেশী শুনে নাকি যে কোন টাকা পয়সা দেয়না তার কথা বেশী শুনে?
শ্বশুর মারা গিয়েছে, শ্বাশুড়ী একা থাকে। কিন্তু শ্বশুর ৫ তলা বাড়ি রেখে গিয়েছে। শ্বাশুড়ী ভাড়া তুলে খায়। নাতি আর বউমাকে এটা ওটা কিনে দেয় প্রতিমাসে। বউমা, শ্বাশুড়ী বয়সের কারনে সারাদিন প্যান প্যান করলেও সহ্য করে। কিন্তু যে শাশুড়ীর আর্থিক অবস্হা খারাপ, সন্তানের ইনকামে চলে,সে শ্বাশুড়ীর , বউমার কাছে কোন দাম নেই। শ্বাশুড়ী ফোন করলেও না দেখার ভান করে।
যে বন্ধু স্কুলে ব্যাক বেন্চার ছিল, আপনার খাতা দেখে পরীক্ষা পাশ করেছিল, সে আজকে ৫টা রেস্টুরেন্টের মালিক। আর আপনি কোন রকম সংসার চালাচ্ছেন। আপনাকে তার ঘরে দাওয়াত দিবে?
জীবনে যে অর্থবান, আর যে দিতে পারে,তার ই সম্মান। যে দিতে পারেনা, সে যতই ডক্টরেট করুক, বিঙ্গানী হোক, তার ঙ্গান ফ্রিতে নিতে ও কেউ আগ্রহী না। কিন্তু আম্বানী সাহেব ছেলের বিয়েতে ডাক দিলে, বলিউডের তিন খান , একসাথে স্টেজে নাচে।
আপনার কাছে ধন আছে তো বয়স কোন factor না, চেহারা কোন ব্যাপার না। আপনার বয়সের তিনগুন ছোট মেয়ে বলে উঠবে, আমি তো তার টাকা দেখে প্রেমে পড়েনি বরং তার সাহিত্যমনা,ভাল মন দেখে বিয়ে করেছি।
জীবনে মানুষের কাছে তুচ্ছ্যতাচ্ছিল্য পেতে না চাইলে, ভাল কাজ করে দোআ নিতে চাইলে, স্ত্রী - সন্তানের জন্য সম্মানজনক সামাজিক অবস্হান তৈরী করতে চাইলে, আপনাকে ধনী হতেই হবে।
Regards
Bashir Jaman,CSC, APDMS,MA.
Certified Business Mentor
Inbox or comment to book appointment (fee applies).