
12/09/2025
প্রতিটি মানুষের বড় স্বপ্ন থাকে। আমি যদি ও Telecom and Technology, sales field এর মানুষ। কিন্তু অনেক বছর ধরে আমি স্বপ্ন লালন করি,
"To build the largest 100% sharia compliant matrimonial platform in the world".
আমার ব্যাচেলর IUB হতে Computer Science আর Islamic Foundation, UK এর তত্বাবধানে University of Gloucestershire হতে মাস্টার্স ইন Islamic Finance and Banking. ছাত্র জীবনে ২ বছর শিবিরের রাজনীতি করার সুবাধে, ৫০০ এর উপরে ইসলামিক সাহিত্য বই পড়েছি। ফি যিলালিল কোরআন, তাফহীমুল কোরআন, সীরাদ ইবনে কাসীর, বোখারী শরীফ সব খন্ড পড়ে শেষ করেছি। ছাত্র জীবনেই ইউসুফ আল কারযায়ীর অনেক বই ইন্টারনেট হতে নিয়ে পড়তাম। লন্ডন এসে Abdur Rahman Green এর IERA তে নিয়মিত যেতাম। উসূল আল ফিকাহের উপর কয়েকটি কোর্স করেছিলাম। এ সব পড়াশোনাকে কাজে লাগিয়েই
" শরীয়ার সব নিয়ম কানুন, বাধাকে মাথায় রেখে, টেকনোলজিকে ব্যবহার করে, বিয়েকে সহজ করার টেকনোলজি ডেবলপ করা ই আমার জীবনের মূল লক্ষ্য "।
দশ বছর পরে বা আমি যখন বুড়া হবো, পৃথিবীর যেখানেই যায়, হাজার হাজার বিবাহিত দম্পতি আমাকে ভাই পরিচয় দিবে, উকিল - বাবা পরিচয় দিবে আর লক্ষ লক্ষ বাচ্চারা আমাকে দাদা নানা ডাকবে, এ সুখ নিয়ে আমি মরতে চাই।
এ মাসে আমি তিনটি বড় private zoom conference করতে চায়। একটি হচ্ছে, যারা "masjid marriage ( www.facebook.com/masjidmarriage) " নামে আমার যে প্লাটফর্ম আছে, এখানে tech developer হিসাবে কাজ করতে আগ্রহী হয়ে whatsapp এ CV পাঠিয়েছেন তাদের সাথে। এ মাসের মধ্যেই আমি টিম ফর্ম করে ফেলতে চায়। অলরেডী দুজন আছেন। একজন রিটায়ার্ড আর্মির কর্নেল আরেকজন ১৫ বছরের অভিঙ্গতা সস্পন্ন Full stack developer. এখানে আমাদের সাথে আরো যে ২/৩ জন নিবো ( flutter expert, cyber secury expert and digital marketing expert). তারা সবাই innovative founder ভিসায় আবেদন করতে পারবে UK আসার জন্য।
দ্বিতীয়টি হলো যারা UK তে b2b sales এ টেলিকম এন্ড টেক সেক্টরে কনসালটেন্ট হিসাবে কাজ করার আগ্রহ নিয়ে CV পাঠিয়েছেন, তাদের মধ্য হতে মাত্র ৫ জনকে সিলেক্ট করতে চাই। যাদেরকে আমি সিরিয়াস ট্রেনিং দিয়ে, " money making machine" এ পরিনত করবো ইনশাল্লাহ। যাদের টাইটেল হবে "Ethical sales consultant". শুধুমাত্র সেইলস না, morality র সাথে কিভাবে সেইলস করতে হয়, তা শেখাবো। এক বছরে তাদের বার্ষিক ইনকাম এমন পর্যায়ে নেয়ার চেষ্টা করবো, যাতে নিজের ব্যবসায় নিজে স্পন্সর করে , লন্ডনে work permit নিয়ে সেটেল্ড হতে পারে।
তাদের কাজ হবে,লন্ডনের ব্যবসায়ীদের সকল বিল এর one stop solution হওয়া।
তৃতীয়টি হচ্ছে, বিয়ের জন্য যারা CV পাঠিয়েছেন, তাদের গার্ডিয়ানসহ সবাইকে নিয়ে একটি প্রাইভেট Zoom Conference. এটি প্রতি মাসে একবার করে করবো ইনশাল্লাহ। যারা immidiately বিয়ে করতে চায়, তাদেরকেই এখানে আনবো। প্রথম তিনটি কনফারেন্সে কোন ফি থাকবে না। এর পর হতে আমি চার্জ করবো আমার সময়ের জন্য। এ কাজটি করার জন্য আমার এখনই " Marriage Matchmaker Mentor" দরকার।
Masjid Marriage কে Sharia Compliant করার জন্য, যে Unique and innovative feature আমরা রাখছি, তা হলো, প্রতিটি পাত্র পাত্রীর একজন ডেডিকেটেড " Match Maker Mentor" থাকবে। এ Match Maker mentor সিলেক্ট হবে, যারা বর্তমানে মসজিদের ইমাম, উচ্চ শিক্ষিত আলেম, বয়োজ্যেষ্ঠ এমন কাপল, যারা প্রাকটিসিং মুসলিম (retired university teacher, retired judge, retired army person) তাদের নিয়ে।
আমি নিজে এখন ম্যাচ ম্যাকিং করছি।
যারা ম্যাচ ম্যাকার হিসাবে কাজ করতে চান, বৃদ্ব শিক্ষিত রিটায়ার্ড আন্কেল আন্টি , আলেম, ইমাম, আপনারা আমাকে Whatsapp এ আগ্রহ প্রকাশ করে ম্যাসেজ দিন,
" ম্যাচ মেকার হতে চায়"।
দুজন মানুষকে এক করে, একটি পরিবার শুরু করতে সহযোগীতা করবেন, এর চায়তে ভাল এবং বড় কাজ জীবনে কি হতে পারে? এক সময়, আপনি মাসে লাখ টাকা আয় করবেন, আমাদের প্লাটফর্ম ব্যবহার করে। যে কাজ করে ইনকাম করা যায় না, তাতে প্রফেসনালিজম ডেবলপ করা যায় না।
প্রথমে আমাদের প্রমান করতে হবে, আমরা পৃথিবীর সব ডেটিং/ম্যারেজ সাইট হতে কেন ভিন্ন? কেন আমাদের বিশ্বাস করবে, পাত্রের বাবা মা? এ কাজটা করতে পারলেই, তাদের কলিজার টুকরা ছেলে মেয়ের বিয়ের পাত্র পাত্রী খোজার জন্য, আপনাকে ফি দিতে কেউ কার্পন্য করবে না।
আমাদের মোবাইল এপ থাকবে দুটি। একটি পাত্র পাত্রী গার্ডিয়ান, আরেকটি ম্যাচ ম্যাকারের কাছে। এটি বিশাল একটি টেক পরিকল্পনা। যার কাজ গত এক বছরে অনেক অনেক দুর এগিয়ে গিয়েছে। আগামী তিন বছরের মধ্যে এ টেক কোম্পানীকে আমি একটি
" বিলিয়ন ডলারের Unicorn" কোম্পানী
বানাতে চায় ইনশাল্লাহ।
আমার বর্তমানে এ ব্যবসাকে দাড় করানোর জন্য ফান্ড দরকার। মোবাইল app টার MVP ( minimum viable product ) ডেবলপ করার পরে, যখন ২০০০ CV এবং ৫০ জন ম্যাচমেকার sign up করাতে পারবো, তখনই প্রথম ধাপের
" Crowd Funding" শুরু করবো। মাত্র £10 করে আপনারা invest করতে পারবেন। আবার , অনেকে ডোনেসন ও দিতে পারবেন। এ ডোনেসন গরীব পাত্র পাত্রীর বিয়ে করাতে কাজে লাগানো হবে।
যারা এ মহৎ কাজে invest করে , এখনই investor shareholder হতে চান, জানাবেন। কোম্পানীর শেয়ারের বিনিময়ে invest করবেন। মিনিমাম imvestment £1000. আশা করি, গত কয়েক বছরে আমার লেখা - পোস্টের মাধ্যমে এতটুকু বিশ্বাস অর্জন করেছি যে, আমি কোন ফেইক লোক নয়। এবং জীবনে এখনো পর্যন্ত ব্যবসা করে বড় কোন ধরা খায়নি। আমার রক্তে ব্যবসা। আমার বাবা সফল ব্যবসায়ী। জন্মের পর হতে ব্যবসা দেখে বড় হয়েছি।
আপনাকে আমার কোম্পানীর শেয়ার দেয়া হবে একজন Charterterd Accountant এর মাধ্যমে যা আপনি লন্ডনের কোম্পানী হাউজে দেখতে পারবেন। এরকম ১০ জন যারা এখনই invest করতে চান, Whatsapp এ জানাবেন। আপনাদের সবাইকে একসাথে সকল প্রশ্নের জবাব দিতে রাজী আছি। হয় আপনি ১০০০ পাউন্ড পুরাটায় লস করবেন, নতুবা আপনার ১০০০ পাউন্ড লক্ষ পাউন্ড হবে পাচ/সাত বছরে। যদি আপনার একাউন্টে ১০ হাজার ডলারের উপর অলস পড়ে থাকে, ওখান হতে ১০০০ ডলারের রিস্ক আপনি নিতে পারেন। তবে যারা invest করবেন, তারা ই যদি আমার " ম্যাচ মেকার মেন্টর" হিসাবে কাজ করতে পারেন, ভাল হয়। ব্যবসার ভাল- মন্দ, আয় ইনকামে , সিদ্বান্তে আপনার ও ভূমিকা থাকলো।
যখন ৫০ হাজার CV , আর ৫০০ "ম্যাচমেকার মেন্টর" আমাদের প্লাটফর্মে থাকবে, তখনই শুরু হবে আসল খেলা। আমরা এক ধাক্কায় ফান্ডিং তুলবো ৫ মিলিয়ন ডলার ইনশাল্লাহ। Muzz.com দেখেছেন? Shahzad Younus নামে পাকিস্তানী এক তরুন ২০১৫ সালে এ কোম্পানী শুরু করেছিল। অলরেডি সিলিকন ভ্যালি হতে ১২ মিলিয়ন ডলার raise করেছে। কিন্তু সে তার ব্যবসায় নন মুসলিমকে পার্টনার হিসাবে নিয়েছে। তার চিন্তা ভাবনায় শরীয়া গুরুত্ব না পেয়ে " muslim social media" করার ক্ষেত্রে তার পরিকল্পনা divert হয়ে গিয়েছে। তাই, সে টাকা কামাতে পারবে কিন্তু বিয়ের ক্ষেত্রে আর বিশ্বাস অর্জন করতে পারবে না।
বড় ফান্ডিং পাবার পরে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে দিবো , " masjid marriage ( http://www.masjidmarriage.com).
Website public করা হয়েছে , এখনো কমপ্লিট হয়নি।
আমার সম্মানিত ফলোয়াররা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার মতো একজন নগন্য মানুষকে আপনারা ফলো করছেন। আমি ও বিভিন্ন সময় পোস্ট করে চেষ্টা করি আপনাদের ভাল কিছুতে অনুপ্রানিত করার। জানিনা, কয়জনের জীবনে, আমার লেখা বা ভিডিও প্রভাব ফেলছে।
তবে আপনাদের চোখের সামনেই আমি যদি ১০ কেজি ওজন কমাতে পারি ( ওপরে যত কাজ বললাম, এগুলো মোটা শরীরে সম্ভব নয়), আমি যদি Giant tech company করে দেখাতে পারি, আপনারা ও সিরিয়াসলি inspired হবেন।
আমাকে সহযোগীতা করুন শেয়ার করে, আপনার মতামত কমেন্ট করে, মোনাজাতে আমার নাম নিয়ে দোআ করে, আর মাঝে মাঝে আমাকে অনুপ্রেরনা দিয়ে,যেন Bold , decisive এবং লেগে থাকতে পারি।
একজন Hater কমেন্ট করেছে, " উনার তো হাজারটা ব্যবসা আছে"। ভাই, যদিও আপনাদের অনেকের চায়তে ও আমার জীবন দেখতে shiny, কিন্তু যার যার স্ট্রাগল তার তার কাছে।
আমার দেশে একটি হলিডে হোম আছে কক্সবাজারে (http://britanniabeachresort.com ),লন্ডনে একটি Airbnb আছে, আর নিজে থাকার বাড়ি ( এখনো মর্গেজ করা) । এটুকুই সম্পদ। আর প্রতি মাসে লন্ডনে ৩ বাচ্চাসহ পরিবারের খরচ, কিছু লোন আছে তার দেনা পরিশোধ মাসে মাসে , দেশে আমার মা ও একজন এতিম ভাইকে দেখাশোনার খরচ, আমার রিসোর্ট দেখাশুনা করে এক কাকা কাকী, তাদের খরচের ভার আমার উপরে।
বর্তমানে লন্ডনে আমার Tech sales consultancy ব্যবসা আর প্রপার্টি ইনকাম দিয়ে কোন রকম সুন্দরভাবে সব খরচ চালিয়ে নিয়ে যাচ্ছি। হ্যা, আশে পাশের অনেকের মতো আমি অত চাপ নিয়ে 9 to 5 কাজ করি না বা করতে হয় না, কিন্তু আমি যে কাজগুলো করি, তা ও এত সহজ না। এখনো যেদিন সেইলস এর কাজে যায়, মাইলের পর মাইল হাটি, শারীরিক আর মানসিক পরিশ্রম করি। এটা করে দৈনদ্নিন খরচ চালানো আর ভেতরে ভেতরে, masjid marriage এর tech এর পেছনে সময় দিচ্ছি। এটাই আমার জীবনের long term goal.
করলে এমন কিছু করবো হয় " জিরো" নতুবা বিলনিয়ার। আগামী দশ বছরে আমি বিলনিয়ার ই হতে চায়। আল্লাহর কাছে চাইবো যখন, বড় কিছুই চায়। আর এ ব্যবসার অন্য কারন হলো,
আমার সাথে দৈনিক উঠবস হবে শত শত আলেমের। Sharia Compliant ব্যবসা করবো, আর নিজে ভাল মুসলিম হবো না, তা কি হয়? এমন ব্যবসা করবো, যাতে নিজেকে সব সময় ভাল মুসলিম হতে , নিজের উপর নিজে চাপ রাখতে পারি।
আমার কাছে অনেক দেশী - বিদেশী ম্যারেজ CV জমা পড়েছে। তবে, বাংলাদেশে থাকে এমন ছেলের CV এখনো কম। লন্ডনের অনেক ভাই CV পাঠিয়েছেন।
অনেক ডিভোর্সী বোনরা, নিজেরাই CV পাঠিয়েছেন। এটাকে আমি অনেক সাধুবাদ জানাই। সন্তান আছে, তাই বিয়ে করবেন না। এরকম মেন্টালিটি যেন না হয়। জীবন অনেক কঠিন। একজন সঙ্গী জীবনে অনেক প্রয়োজন। প্রথম সম্পর্ক খারাপ হয়েছে তাই আর বিয়ে করা যাবে না। এটা খুবই বাজে চিন্তা , যা শয়তান হতে আসে। আমার মা ডিভোর্সের পরে বিয়ে করেনি আর। কিন্তু তার সঙ্গীর প্রয়োজন, সন্তান হিসাবে আমরা কেউ ই পূরন করতে পারেনি। ব্যক্তিগত কথা বললাম, বুঝানোর জন্য, এ বিষয়টা কতটা গুরুত্বপুর্ন। আর আপনি পুরুষ ডিভোর্সী হলে তো কথা য় নেই। Immidiate বিয়ের প্রস্তুতি নিন।
আমার বিয়ের আগে , আমি লন্ডনের সবচেয়ে বড় ম্যারেজ ব্যুরো তে CV দেয়। কোন কাজ হয়নি। বেশীর ভাগ ধার্মিক মানুষ, যে ব্যবসায় করুক না কেন, professionalism নেই। লন্ডন এসে কাজ করে ইনকাম শুরু হলো। যখন দেখলাম, চোখের পর্দা রক্ষা করা যাচ্ছে না, পরিবারকে বললাম, বিয়ে করবো পাত্রী দেখেন। এভাবে বিয়ের ব্যাপারে স্ব - উদ্যেগী হতে হবে আপনাদের। যতই লোকে বলুক বিয়ে পাগল। ক্যারিয়ার গঠন করে , পরে বিয়ে করবো, এটা ও শয়তানী চিন্তা। বিয়ের পরে ক্যারিয়ার গঠনে আল্লাহ বারাকা দিবে।
যেসব বোনেরা, ক্যারিয়ার করবো, এ ডিগ্রি ঐ ডিগ্রি নেয়ার পরে বিয়ে করবো, এ রকম করতে করতে বয়স পার হয়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন না, জীবনে কত বড় ভুল করছেন। যেসব বোনের বাবা নেই, বিয়ের প্রসঙ্গ কেউ তুলছে না আপনার পরিবারে, তাদের বিয়ে করানোর দায়িত্ব আমি নিব, ইনশাল্লাহ। CV পাঠান।
ছেলে পছন্দ করার ক্ষেত্রে বিদেশী হতে হবে, ভাল ইনকাম থাকতে হবে, এটাকে গুরুত্ব না দিয়ে, ছেলে পরিশ্রমী কিনা, তার ভবিষ্যত পরিকল্পনা কি? তার নীতি নৈতিকতার মানদন্ড কতটুকু শক্ত, তার উপর গুরুত্ব দিন। আমি ছাত্র অবস্হায় বিয়ে করেছি। আমার শ্বশুর জাস্ট শুনেছিল, ছেলে ধার্মিক। জাস্ট এটুকুই।
আমি জানি, এ লেখা পড়ে, কিছু কাছের মানুষদের জ্বলবে। এটাই স্বাভাবিক। সামনে এসে তারা মিষ্টি হাসে, আর ভেতরে ভেতরে চায়, যাতে সফল না হয়। এটা আমার জীবনে প্রথম হবে না। সব উদ্যক্তাদের এ রকম ই হয়। এগুলোকে পায়ের তলে পিষে যারা আগাতে পারে, তারাই সফল হয়।
" Lots of love for all lovers as well as all my haters".
হে আল্লাহ! হিংসুকদের চোখ হতে বাচাও!
হে আল্লাহ! অনেক বড় বড় স্বপ্ন আর চ্যালেন্জ নিলাম জীবনে, এগুলো আমাদের জন্য সহজ করে দিও।
হে আল্লাহ! আমাকে দিয়ে এমন কিছু করাও, যা লক্ষ মানুষের জীবনে পজিটিভলি প্রভাব ফেলবে।
( আমিন ).
পাশ্চাত্যে মা বাবার এখন বড় টেনসন ছেলে মেয়ের বিয়ের পাত্র পাত্রী খোজা নিয়ে। সে সমস্যাকেই আমি এড্রেস করছি। এ সমস্যা দিন দিন বাড়তে ই থাকবে। যে সমস্যা বাড়তেই থাকবে, সে সমস্যা সমাধান যদি আপনি করেন, আপনার কোটিপতি হওয়া কেউ আটকাতে পারবে না।
আপনারা কমেন্টে মতামত জানান,
কেন আপনারা অনলাইনের অন্য ম্যারেজ ওয়েব সাইট গুলোকে বিশ্বাস করতে পারেন না।
বিয়ের ক্ষেত্রে কি কি সমস্যা বা চ্যালেন্জ দেখছেন?
Masjid Marraige কি করলে আপনাদের বিশ্বাস অর্জন করতে পারবে।
আমি কিন্তু অলরেডি অনেক আগে ই একটা ঘটকালি করে সফল হয়েছি। তাদের এখন দুই বাচ্চা। লন্ডনে সুখে সংসার করছে। দুজনেই ইসলামী আন্দোলনের কর্মী ছিলেন।
দোআ করবেন তো?
সাথে থাকবেন তো?
Whatsapp এ ম্যাসেজ দিবেন।সরাসরি কল নয়। কারন ক্লিয়ারলি জানাবেন। দুঃখিত, হাই হ্যালুর জবাব দিতে পারিনা আমি।
অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে পড়েছেন। শেয়ার বাটনে ক্লিক করার অনুরুধ থাকলো।
Bashir Jaman, CSC, APDMS, MA
Certified Business Mentor
Director,
Essex Tekno Ltd, UK
Britannia Holiday Home, Cox'sbazar.
Whatsapp: 00447868274977
( scammers stay away from me. I know how to deal with you).
, , , , ,