অল্প সময়ে জেনে নিন

অল্প সময়ে জেনে নিন Get inspiration to be a better version of yourselve. Follow me to develop soft and hard skills. I am a Tech Entrepreneur and a British Bangladeshi Businessman.
(3)

Learn about business, entreprenership, tech start up, Islam and politics. Get UK- lifestyle news that affects you daily- such as immigration,home purchase etc. I create contents on:
1. Business
2. Technology
3. Entrepreneurship
4. Tech Start Up
5. Innovative Tech Business
6. Islam and Islamic law about Business and Commerce.
7. Islamic Finance
6. Bangladesh and Global Politics.
7. Career Guideli

ne for young people
8. Mentorship on career transition ( For Probashi specially).
9. Guideline and mentorship on buying your first home in UK.

Paypal এ account করার অনেক কারনের একটি হলো, অনলাইন সপিংয়ের সময় এক ক্লিকে পেমেন্ট করতে পারা। যে কোম্পানী হতে অনলাইনে শপিং...
28/10/2025

Paypal এ account করার অনেক কারনের একটি হলো, অনলাইন সপিংয়ের সময় এক ক্লিকে পেমেন্ট করতে পারা। যে কোম্পানী হতে অনলাইনে শপিং করছেন, তাতে bank card details দিতে হবে না। paypal এই পেমেন্ট করে দিবেন। Use my link: https://py.pl/1Mlmkd

উপরের লিন্ক ব্যবহার করে, একাউন্ট করে, £5 খরচ করুন। £10 ফেরত পাবেন।

তবে, যেসব ব্যবসায়ীরা টাকা লোকানোর জন্য paypal ব্যবহার করেন, এমনকি দোকানে Zettle card machine ব্যবহার করেন, তাদের প্রশংসা করতে পারছিনা। HMRC আপনার পেছনে লাগলে Paypal ও access নিবে। হুদায় ঐ কার্ড মেশিনে ৬/৭ গুন বেশী চার্জ/ পার্সেন্টেজ দিয়ে টাকা নষ্ট করবেন না। আমাদের সাথে যোগাযোগ করুন। ভাল turnover হলে, 0.2% rate পর্যন্ত কমিয়ে দিতে পারবো। তাতে মাসে আপনার £300-£500 save হবে।

, #কার্ডমেশিন

28/10/2025

পর্ব ২: বর্তমানে UK এর visa🇬🇧 extension এর চারটি অপসন।

বাংলাদেশের একজন সচিব লেবেলের মানুষ , এক বাসায় গিয়েছে দাওয়াত খেতে " sales থেকে কেনা" £3 এর একটি শার্ট নিয়ে। গিয়ে দেখে তার...
28/10/2025

বাংলাদেশের একজন সচিব লেবেলের মানুষ , এক বাসায় গিয়েছে দাওয়াত খেতে " sales থেকে কেনা" £3 এর একটি শার্ট নিয়ে। গিয়ে দেখে তার সম্মানে ১৩ আইটেমের খাবার ব্যবস্হা করা হয়েছে। তার পরিবারের সদস্য সংখ্যা ৪ জন, সাথে নিয়েছে, আরো এক পরিবার যাদের দাওয়াত দেয়া হয়নি। পরবর্তীতে ঐ সচিবের বাসায় দাওয়াত দেয়া হলো- দুই পদের তরকারী দিয়ে। প্রথমজন রাগ করবে নাকি বুঝতে পারছেনা। তিনি ভাবছেন, আমাকে কি অপমান করলো নাকি লোকটা মিতব্যয়ী , তাই তার প্রশংসা করা উচিত?

আমাদের বাংলাদেশী হিন্দুরা কলকাতা হতে এ গুন পেয়েছে নাকি কলকাতার হিন্দুরা এমন দেখে বাংলাদেশী হিন্দুরা ও এমন? এখন আমাকে অনেকে racist বলবেন? আমি বুঝতে চেষ্টা করছি, হিন্দুদের এ মিতব্যয়িতা, এটাকে মিতব্যয়ীতা বলা যায় নাকি কৃপনতা? কলকাতার মুসলিমরা ও কি কিপটে?

রাসুল সাঃ বলেছেন, কৃপনতা এবং অপচায়কারী , এ দুটিই অপছন্দীয় গুন। ব্যক্তিগত ফাইন্যান্সকে এমনভাবে ম্যানেজ করুন, যাতে কৃপনতা করার মাধ্যমে নিজেকে বন্চিত করা না হয়, আবার অপচয় করার মাধ্যমে,অন্যের কাছে হাত পাততে না হয়।

রাসুল সাঃ এর একটি হাদীসের ভাবার্ত এমন- মানুষ তার সামর্থ্য অনুসারে যেন চলে, কাপড় চোপড় পড়ে। যেমন , আপনি কোটিপতি হবার পরে ও যদি সব সময় ২/১ টা কাপড় পড়ে থাকেন, এটা কৃপনতা। আর বাঙালী মুসলিম স্ত্রীরা, " এক কাপড় দুবার পড়তে না চাওয়া" হলো, অপচয়। মানুষের কি আসলেই এত সময় আছে? আপনি কোন কাপড় কোন প্রোগ্রামে পড়েছেন, মনে রাখবে?

একজনের জন্য গাড়ি কেনা বিলাসিতা হতে পারে, কিন্তু অন্য জনের এক ঘরে ২/৩ গাড়ী না থাকাটা ও কৃপণতা হতে পারে।

তবে, পৃথিবীতে অনেক মানুষ আছে, যারা নিজের বেলায় কৃপন কিন্তু সারাবছর নিজেকে কষ্ট দিয়ে জমানো টাকা গরীব আত্নীয়ের বিয়েতে চিকিৎসায়, এক সাথে দিয়ে দেয়।

নোট: ছবিটি সম্ভবত ২০০৮ এর। Muslim Council of Britain এর স্টলে volunteer হিসাবে কাজ করতে গিয়েছিলাম, Excel London GPU event এ। স্টুডেন্ট থাকা অবস্হায়, কোথায় কোথায় islamic event হতো খোজ রাখতাম। IERA তে জয়েন করতে পারেন।

#ইসলামিক #ব্যবসা #টাকা

27/10/2025

UK এর কয়টি অপসন আপনার হাতে। কত আগে হতে preparation নিবেন। ,

27/10/2025

যুক্তরাজ্যে ভিসা বাড়ানোর জন্য কি কি অপসন আছে, আপনার হাতে।

#ভিসা #লন্ডন

যে সিএনজি ড্রাইবারটা স্যার স্যার বলতে বলতে গাড়ী চালাচ্ছে, গাড়ী থেকে নামার পরে, ভাড়া দিতে গিয়ে যদি বলেন, ভাই, আমার কাছে ২...
27/10/2025

যে সিএনজি ড্রাইবারটা স্যার স্যার বলতে বলতে গাড়ী চালাচ্ছে, গাড়ী থেকে নামার পরে, ভাড়া দিতে গিয়ে যদি বলেন, ভাই, আমার কাছে ২০টাকা কম আছে, সিএনজি ড্রাইবার আপনাকে স্যার বলাতো দূরে থাক,"শালার পুত" বলে সম্বোধন করতে ১ মিনিট দেরী করবে না।

যে সন্তান , বাবা মাকে আর্থিক খরচপাতির দায়িত্ব নেয়, মা বাবা তার কথা বেশী শুনে নাকি যে কোন টাকা পয়সা দেয়না তার কথা বেশী শুনে?

শ্বশুর মারা গিয়েছে, শ্বাশুড়ী একা থাকে। কিন্তু শ্বশুর ৫ তলা বাড়ি রেখে গিয়েছে। শ্বাশুড়ী ভাড়া তুলে খায়। নাতি আর বউমাকে এটা ওটা কিনে দেয় প্রতিমাসে। বউমা, শ্বাশুড়ী বয়সের কারনে সারাদিন প্যান প্যান করলেও সহ্য করে। কিন্তু যে শাশুড়ীর আর্থিক অবস্হা খারাপ, সন্তানের ইনকামে চলে,সে শ্বাশুড়ীর , বউমার কাছে কোন দাম নেই। শ্বাশুড়ী ফোন করলেও না দেখার ভান করে।

যে বন্ধু স্কুলে ব্যাক বেন্চার ছিল, আপনার খাতা দেখে পরীক্ষা পাশ করেছিল, সে আজকে ৫টা রেস্টুরেন্টের মালিক। আর আপনি কোন রকম সংসার চালাচ্ছেন। আপনাকে তার ঘরে দাওয়াত দিবে?

জীবনে যে অর্থবান, আর যে দিতে পারে,তার ই সম্মান। যে দিতে পারেনা, সে যতই ডক্টরেট করুক, বিঙ্গানী হোক, তার ঙ্গান ফ্রিতে নিতে ও কেউ আগ্রহী না। কিন্তু আম্বানী সাহেব ছেলের বিয়েতে ডাক দিলে, বলিউডের তিন খান , একসাথে স্টেজে নাচে।

আপনার কাছে ধন আছে তো বয়স কোন factor না, চেহারা কোন ব্যাপার না। আপনার বয়সের তিনগুন ছোট মেয়ে বলে উঠবে, আমি তো তার টাকা দেখে প্রেমে পড়েনি বরং তার সাহিত্যমনা,ভাল মন দেখে বিয়ে করেছি।

জীবনে মানুষের কাছে তুচ্ছ্যতাচ্ছিল্য পেতে না চাইলে, ভাল কাজ করে দোআ নিতে চাইলে, স্ত্রী - সন্তানের জন্য সম্মানজনক সামাজিক অবস্হান তৈরী করতে চাইলে, আপনাকে ধনী হতেই হবে।

Regards
Bashir Jaman,CSC, APDMS,MA.
Certified Business Mentor
Inbox or comment to book appointment (fee applies).

26/10/2025

লন্ডন গুলিস্তান। .

😂😂😂অন্যের ঘুম কেড়ে নিলে প্রকৃতি তার জন্য বিনিদ্র রজনী প্রস্তুত করে রাখে। অন্যের চোখের অশ্রুর কারন যে হয়েছে, তার হাসিও ভয়...
26/10/2025

😂😂😂অন্যের ঘুম কেড়ে নিলে প্রকৃতি তার জন্য বিনিদ্র রজনী প্রস্তুত করে রাখে। অন্যের চোখের অশ্রুর কারন যে হয়েছে, তার হাসিও ভয় দিয়ে আবৃত থাকে। 😪😪😪

জীবনটা এত ছোট, অন্যের ক্ষতি করার পেছনে কেন সময় দিবেন? এ সময়টুকু নিজের পেছনে ব্যয় করুন। নিজেকে উন্নত করে এমন উপরে তুলুন, যাতে যাকে হিংসা করছেন, তার আগে চলে যেতে পারেন। তাকে পেছনে টেনে ধরে,

"আপনি সামনে,সে পেছনে"

এভাবে হবে না। বরং তাকে তার মতো চলতে দিন। আপনার ফোকাস নিজের গতি বাড়ানোর পেছনে ব্যয় করুন। তখন আপনি দেখবেন, শুধু সে কেন? অনেককেই পেছনে ফেলে সামনে এগিয়ে গিয়েছেন আপনি।

Focus on your , , Focus on your , Most importantly focus on your .

পলিসি গঠনের দিক দিয়ে " জামাত is in far better position than BNP". জামাত এ মুহুর্তে সরকার গঠন করলে, তারা সরকার টিকিয়ে রাখ...
26/10/2025

পলিসি গঠনের দিক দিয়ে " জামাত is in far better position than BNP". জামাত এ মুহুর্তে সরকার গঠন করলে, তারা সরকার টিকিয়ে রাখতে পারবে বলে ও আমি মনে করিনা।
1. তারা ২০০১-২০০৫ বিএনপির শাসন, হাওয়া ভবন, দুর্নীতি , খাম্বা নিয়ে কমিসন বানিজ্য , এসব বলে বলে কাদা ছোড়াছোড়ি করেনি, যেভাবে বিএনপি জামাতকে লীগের মতো " স্বাধীনতা বিরুধী" বা গুপ্ত শিবির ট্যাগ দিয়েছে।
2. জামাত আমির বলেছে, ৪৭ হতে ৭১ বা ২০২৫ ২২ অক্টোবর পর্যন্ত জামাতের কোন কাজে কেউ কষ্ট পেলে, তার প্রতি ব্যক্তিগতভাবে বা পুরা জাতির কাছে ক্ষমাপ্রার্থী নিঃশর্তভাবে। তিনি বলেন, " জামাত মানুষের সংগঠন, তাই মানুষ ভুল করতেই পারে। তাই জামাত ভুল করেনি , তা কখনোই আমি দাবি করিনা". এসব কথায় জামাতের উদারতা মানুষ প্রশংসা করছে।
3. জামাত ঘোষনা দিয়েছে, জামাতের কোন এমপি টেক্সবিহীন গাড়ি কিনবে না। আর এমপিদের যে বরাদ্দ দেয়া হয়, তার হিসাব দিবে জনগনকে।
4. জামাতের আমির দেশেই চিকিৎসা নিয়েছেন। কোন দলের প্রধানের বিদেশে না গিয়ে দেশে চিকিৎসা করানোর এ সিদ্বান্ত, দেশবাসী ভিন্নভাবে দেখেছে।

বিএনপিতে এক সালাউদ্দিন ছাড়া, পলিসি বুঝে এমন নেতা খুব একটা দেখা যাচ্ছেনা। মিলন, মেজর হাফিজ এরকম নেতারা এক ধরনের কোনঠাসা। বিএনপির ত্যাগী নেতাদের পেছনে ঠেলে দিয়ে দুর্নীতিবাজরা এখন সামনে।

জামাতের ভাল অবস্হান, এ জন্যই নয় যে তাদের কাছে " world class politician আছে". বরং এজন্যই যে,বাংলাদেশে, অন্য দলে ভাল politician নেই। সবাই খাওয়ার ধান্দায় ব্যস্ত। এমনকি ছোট দলের পাতি নেতারাও সমানে চাকরী -বদলি বানিজ্য করছে।
কিন্তু জামাত, " লেনদেনে পুরাপুরি স্বচ্ছ ". চাদাবাজি তো দূরে থাক, কোন অবৈধ চাকরি বা বদলির অন্যায় সুপারিশ ও করেনি।

কিন্তু দক্ষতার স্কেলে জামাতকে আমি ১০ এ ৫ ও দিবোনা। জামাতে নামকরা ১০ জন ভাল ব্যবসায়ী পাবেন না। ভাল ইন্জিনিয়ার পাবেন না। তবে আইনপেশায় তারা সবার থেকে এগিয়ে দেশে এবং বিদেশে।

জামাত এ মুহুর্তে সরকার গঠন করলে, তারা সরকার টিকিয়ে রাখতে পারবে বলে ও আমি মনে করিনা।

#রাজনীতি #বিএনপি #জামাত #শিবির

চাকরী বা ব্যবসা- দুটিতেই AI ব্যবহার অনেকে জানে, AGI কে কে শুনেছেন? ভিডিও কমেন্টে:
25/10/2025

চাকরী বা ব্যবসা- দুটিতেই AI ব্যবহার অনেকে জানে, AGI কে কে শুনেছেন? ভিডিও কমেন্টে:

25/10/2025

কক্সবাজারে আমার হলিডে ডুপ্লেক্স নিয়ে ব্লগ ভিডিও করেছিল . কমেন্টে লিন্ক।

চাকরী পেতে বা ব্যবসা বাড়াতে কিভাবে AI ব্যবহার করবেন? AI- Artificial Intelligence এবং AGI- Artificial General Intelligenc...
25/10/2025

চাকরী পেতে বা ব্যবসা বাড়াতে কিভাবে AI ব্যবহার করবেন? AI- Artificial Intelligence এবং AGI- Artificial General Intelligence - কোথায় যাচ্ছে পৃথিবী? কিভাবে এ দুটি জিনিস ব্যবহার করবেন। ব্যবসা,চাকরী , ক্যারিয়ার গঠনে, এ দুটি ব্যাপার কিভাবে ব্যবহার করে ১০ ঘন্টার কাজ ১০ মিনিটে করবেন?

কিভাবে সহজে চাকরী পাবেন। আপনার কাজ সহজে করবেন।

ভিডিও লিন্ক কমেন্টে।

Address

London

Telephone

+447868274977

Website

Alerts

Be the first to know and let us send you an email when অল্প সময়ে জেনে নিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অল্প সময়ে জেনে নিন:

Share