অল্প সময়ে জেনে নিন

অল্প সময়ে জেনে নিন Get inspiration to be a better version of yourselve. Follow me to develop soft and hard skills. I am a Tech Entrepreneur and a British Bangladeshi Businessman.
(4)

Learn about business, entreprenership, tech start up, Islam and politics. Get UK- lifestyle news that affects you daily- such as immigration,home purchase etc. I create contents on:
1. Business
2. Technology
3. Entrepreneurship
4. Tech Start Up
5. Innovative Tech Business
6. Islam and Islamic law about Business and Commerce.
7. Islamic Finance
6. Bangladesh and Global Politics.
7. Career Guideli

ne for young people
8. Mentorship on career transition ( For Probashi specially).
9. Guideline and mentorship on buying your first home in UK.

এ বিষয়ে লেখা চান নাকি ভিডিও? আপনি কি ভাবছেন? UK থাকার পরিকল্পনা নাকি দেশে ফিরবেন?
04/07/2025

এ বিষয়ে লেখা চান নাকি ভিডিও? আপনি কি ভাবছেন? UK থাকার পরিকল্পনা নাকি দেশে ফিরবেন?

একজন ৮৮ বছরের বৃদ্বা মহিলাকে প্রশ্ন করা হয়েছিল, সংসার সুখী রাখার মুলমন্ত্র কি?  তিনি জবাবে বলেছিলেন, "Keep your husband'...
04/07/2025

একজন ৮৮ বছরের বৃদ্বা মহিলাকে প্রশ্ন করা হয়েছিল, সংসার সুখী রাখার মুলমন্ত্র কি?

তিনি জবাবে বলেছিলেন,
"Keep your husband's belly full and keep his balls empty".

অনুবাদ- স্বামীর পেট পুর্ন রাখুন ভাল ভাল রান্না করে, আর পেটের নীচের "বল" দুটি খালি রাখুন তার জৈবিক চাহিদা পুর্ন করে। ব্যস্।

যে ৫টি কাজে যে কোন স্ত্রী, স্বামীর কলিজা হবে :

1. Respect him- as a protector and provider. আপনার স্বামীকে সম্মান করে কথা বলুন। বাচ্চাদের সামনে তাকে ছোট করবেন না। তার সাথে তর্কে জড়াবেন না। অন্যের স্বামীর সাথে তোলনা করবেন না।

2. Look good for him: একজন স্বামী খুবই কষ্ট পায় যখন দেখে তার দেয়া টাকায় তার স্ত্রী বাইরে যাবার সময় অন্যের জন্য সাজে কিন্তু ঘরে এমনভাবে থাকে, মনে হয়, তার স্বামী কি মনে করে, সে কেয়ার ই করেনা। ঘরের মধ্যে তার আকর্ষন যখন কমে যায়, তখন সে ঘরের বাইরে আকর্ষিত হয়। বাইরে যাবার সময় ই আপনি পারফিউম ব্যবহার করেন, ঘরে কোনদিন ই করেন না। কেন?

স্বামীর জন্যে সাজুন। ঘরে ও ভাল কাপড় পড়ুন। অন্তত স্বামী যখন কাজ সেরে বাসায় আসে। সুগন্ধি ব্যবহার করুন।

3. Have confidence in him- Pump him up. আপনার স্বামী ক্লান্ত হলে মাঝে মাঝে ভাবে, এত কষ্ট কেন করছি, কাদের জন্য করছি। মাঝে মাঝে সে হতাশ হয়। কাজে তার ভাটা পড়ে, উদ্যমতা কমে যায়, কাজে অনীহা আসে। সে মুহুর্তে আপনি যদি বলেন, তুমি আমাদের জন্য কত কষ্ট করছো। তোমার মাথাটাকি মালিশ করে দিবো?

কিংবা বাচ্চাদের যদি শিখিয়ে দেন- যারা বাবার কাছে গিয়ে বলবে- Thank you Baba. আজকে একটু রেস্ট নাও। তোমার কি খেতে ইচ্ছে করছে? সে তার সিদ্বান্ত নিয়ে টেনসনে থাকলে বলুন- মনে নেই ঐ ঘটনার সময় ও টেনসন করেছিলে? কিন্তু সফল হয়েছিলে। এবার ও হবে। তুমি পারবে, আমার বিশ্বাস। এসব কথা শুনে- একজন স্বামী প্যারাসুট ছাড়ায় জাম্প করবে, আপনার জন্য।

4. Speaks well of him to others: বান্ধবীদের কাছে, আপনার বাপের বাড়ী বা তার পরিবারের কাছে, খবরদার তার নামে কোন বদনাম করবেন না। এটা তার কানে যেদিন আসবে, (তা আসবেই) - ঐদিন তার মাথায় আসমান ভেঙে পড়বে। সে আপনাকে কোনদিন ই আর আগের চোখে দেখতে পারবে না। তার কাজে অনীহা আসবে। আপনাকে দেখলে, তার কষ্ট হবে। স্বামীর ব্যাপারে পরে যখন প্রশংসা করবেন, তারা তখন আপনার স্বামীর খারাপ গুনগুলো- যেসব আপনি তাদেরকে বলেছেন- তা বারবার তারা আপনাকে মনে করিয়ে দিবে। সংসার অশান্তি হবার জন্য, এ একটি কারন ই যথেষ্ট।

মানুষের কাছে স্বামীর ভাল দিকটাই তুলে ধরুন।

5. Physical Touches: এটাও কি Explain করতে হবে? একটা স্বামীর জন্য তা কতটুকু গুরুত্বপুর্ন? শুধুমাত্র ২৪ ঘন্টার মধ্যে ১টি নির্দিষ্ট সময় ই নয়, বরং যে কোন সময়, কাছে ডাকা, বুকে মাথা রাখা, তার কাধে কাধ রাখা, হাত ধরা, হাগিং এন্ড কিসিং- বায়না ধরা, সোহাগ করা, - স্বামী বিরক্তি দেখালে ও করতে হবে।

উপরের ৫ টি পয়েন্টগুলো বলেছেন Ustad Belal Asad। আর আমি নিজের মতো করে interpret করলাম।

লেখক:
Bashir Jaman,
CSC, APDMS, MA in Islamic Business & Finance ( UK ).
A British Bangladeshi Entrepreneur.
Boobo-One stop solution for business,
EPOS,Broadband,Phone,Mobile,Energy
Call 02035004011
Britannia Beach Resort- Premium Holiday Duplex, Coxsbazar. Call 01977802134.

#স্বামী, #স্ত্রী #পরিবার, #সংসার

পরিবার, ভাই বোন, মা বাবা , শ্বশুর শ্বাশুড়ী সবাইকে এক সাথে নিয়ে জীবনে অন্তত একবার কক্সবাজার ভ্রমন করুন। হোটেলে তো ১/২ দিন...
03/07/2025

পরিবার, ভাই বোন, মা বাবা , শ্বশুর শ্বাশুড়ী সবাইকে এক সাথে নিয়ে জীবনে অন্তত একবার কক্সবাজার ভ্রমন করুন। হোটেলে তো ১/২ দিনের বেশী ভাল লাগে না। কিন্তু নিজের বাড়ির মতো করে থাকুন ৫/৭ দিন, এমনকি ১ মাস।

Whatsapp 00447868274977 to book.

03/07/2025

পুরুষের যেসব ছোট ছোট গুন থাকা উচিত। #ব্যক্তি, #পুরুষ, #গুন

01/07/2025

মিলনিয়ার কেভিন ও ল্যারি , স্টিভ জবস হতে, কি শিখেছেন, যা জানলে, আপনার সফল হবার সম্ভাবনা বেড়ে যাবে।

#সফলতা, #সুখ, #অর্থ #সুখী, #কোটিপতি, #মিলনিয়ার, #শার্কট্যান্ক, #ড্রাগনসডেস, #বাংলাদেশ, #বাংলাদেশী, #বাং #বাংলাদেশেরখবর

একজন বাবার দায়িত্ব কখনো ই শেষ হয় না। অনেক বাবা ই মনে করে, কষ্ট করে বাচ্চাদের বড় করলাম, পড়াশোনা করলো, বড় চাকরি করে, এখন আ...
30/06/2025

একজন বাবার দায়িত্ব কখনো ই শেষ হয় না। অনেক বাবা ই মনে করে, কষ্ট করে বাচ্চাদের বড় করলাম, পড়াশোনা করলো, বড় চাকরি করে, এখন আমার দায়িত্ব শেষ। না, বাবার দায়িত্ব কখনো ই শেষ হয় না। সন্তানের বয়স যদি ৬০ ও হয়, বাবা যতদিন বেচে থাকবে, ততদিন দায়িত্ব থাকবে। কি দায়িত্ব?

একজন বাবাকে সন্তানরা কোন রুপে দেখে? উপরে থাকা স্রষ্টার পরে, বাবাকে ই যে কোন সন্তান ছায়া হিসাবে দেখে , ভরসার একমাত্র ( one and only ) অবলম্বন হিসাবে দেখে। সন্তান হতে পারে মিলনিয়ার, বাবা হয়তো দরিদ্র অশিক্ষিত কৃষক। তবুও বাবা ভরসার স্হল, উষ্ণতার প্রতিচ্ছবি।

বাবাদের ছোটবেলা হতে এমন পরিবেশ সৃষ্টি করা উচিত, যাতে সন্তান যে কোন কিছু তার সাথে শেয়ার করতে পারে।

কিছুদিন আগে একটা হলিউড মুভি দেখছিলাম। মেয়ে বাবার উপরে অনেক অভিমান নিয়ে বড় হয়েছে। Broken family র একমাত্র কন্যা সন্তান।বাবা পুলিশে চাকরী করে। মেয়েকে ছোটবেলায় পাঠিয়ে দিযেছিল অন্য শহরে কারন তার নিজের শহরটা ক্রাইমে পরিপুর্ন ছিল। কিন্তু মেয়ে অনেক কষ্টে বড় হয়েছে একা একা। বর্তমানে সে পাবলিক প্রসিকিউটার লয়্যার। বাবা অনেকবার কথা বলার চেষ্টা করার পরে ও মেয়ে কথা বলতে চাচ্ছেনা।মেয়েকে সরি বলার পরে, এমন একটি কথা বলেছে, তা খুব গুরুত্বপুর্ন:

"যতদিন তোমার বয়স, ততদিন ই আমি বাবা"।

অর্থাৎ তার আগে বাবা হওয়ার অভিঙ্গতা ছিল না। থাকলে হয়তো অনেককিছু অন্যরকম করতো।

বাবা এবং ছেলে সন্তানের মধ্যে যে দুরত্ব, এটি কি শুধু বাংলাদেশীদের মধ্যে ঘটে? নাকি, এ বিষয়টা Universal- দেশ, জাতি, ধর্ম যা আ হোক বেশীরভাগ সমাজে বাবা আর ছেলের মধ্যে সব সময় দুরত্ব হয়। এ দুরত্বটা কি শুধু বাবা-ছেলের সাথে হয় নাকি বাবা- মেয়ের মধ্যে ও হয়?

একজন মায়ের মন, আর একজন বাবার মন- সম্পুর্ন আলাদা। মায়েরা আবেগ কন্ট্রোল করতে পারে ছেলের ব্যাপারে। যত রাগ ই হোক, সন্তানকে শাস্তি দেয়ার ব্যাপারে দয়াশীল হয়। কিন্তু একজন বাবা, ছেলের বিভিন্ন কর্মকান্ডে বিরক্ত হয়ে আবেগের বিস্ফোরন ঘটায়। হয় মারধর করে নতুবা ঘর থেকে বের করে দেয়। ঐ জায়গায় মা ঢাল হিসাবে দাড়ায়। একজনের শাসন, আরেকজনের মায়ায় সন্তান গড়ে উঠে। এজন্যই একজন সন্তানের মানসিক বিকাশে মা- বাবা দুজনেরই প্রয়োজন। গে কাপল বা লেসবি কাপলরা কিছুদিন একসাথে থাকার পরে অনেক সময় সন্তান দত্তক নেয়। কিন্তু মানুষ করতে পারে না। কারন, তারা দুজনেই সেইম জেন্ডার।

এ কারনেই সে মায়ের ঢাল যখন একজন সন্তানের উপর হতে সরে যায়, তখন একজন সন্তান, এতিম না হয়েও এতিম হয়ে যায়। বরং, আরো বেশী খারাপ অবস্হায় পড়ে যায়। এতিম তো মনকে সান্তনা দেয়, আমার বাবা মা নেই দেখে, পৃথিবী আমার প্রতি নিষ্ঠুর। কিন্তু, মা বাবা ডিভোর্স হবার পরে, মা একদিকে , বাবা একদিকে , দুজনে ই বেচে আছে, কিন্তু কেউ নেই এ সন্তানের পাশে।

কোন সংসার ভেঙে গেলে, ঘরে যখন সৎ মা আসে, ঠিক তখনই নেমে আসে ঐ সন্তানের উপর অত্যাচারের অমানিশা। কারন, তখন

" বাবার রাগ ডাবল হয়ে যায়। "

প্রথম রাগ স্বাভাবিক পুরুষ হিসাবে, দ্বিতীয় রাগ, তার নতুন বউকে খুশি করা।

বাবা যখন, দিনে সন্তানকে প্রহার করে, রাতে সৎ মা, তার জামাইকে সম পরিমান আদর বাড়িয়ে দেয়। ঠিক এ জায়গায় একজন বাবার পরীক্ষা। প্রথম সংসার ভেঙে যাবার পরে, প্রথম ঘরের সন্তানকে বাবা এবং মা - দুজনেরই ভালবাসা দিতে জানা। একইসাথে শাসন আর মায়ের আদর দিতে পারা। এ দুটি না দিয়ে শুধু শাসন করলে, ঐ সন্তানের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যায়। ঐ সন্তানের মনস্তাত্বিক জগতে তোলপাড় হয়ে যায়। ঐ শিশু/কিশোর অন্য দশটা বাচ্চার মতো করে বড় হয় না।

স্রষ্টার পরেই একজন মানুষের কাছে সবচেয়ে সম্মান এবং সেবা পাবার হক, তার বাবা মায়ের। ধর্মগ্রন্হের পাতায় পাতায় আমরা দেখি, একজন মানুষকে উদ্বুদ্ব করা হয়, তার বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করতে। বৃদ্ব বয়সে সেবা করতে, ভাল ব্যবহার করতে, কর্কশ স্বরে কথা না বলতে, ভরন পোষন, চিকিৎসা করাতে।

ইসলাম ধর্মে সাধারনত এমন বিষয়ের ব্যাপারে মানুষের দৃষ্টি আকর্ষন করে পুরস্কার ঘোষনা করা হয়েছে, যা মানুষের স্বাভাবিকভাবে করতে ইচ্ছা করে না। যেমন, একজন মাকে কখনো বলা হয় নি, তুমি তোমার সন্তানকে দুধ পান করালে, মুখে খাবার তুলে দিলে, লালন পালন করলে ই জান্নাত পেয়ে যাবে। যদিও এ কাজ পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, কিন্তু মায়ের মনে এ ভালবাসা দিয়েই তৈরী করা হয়েছে। স্বাভাবিকভাবেই সে এ কাজ করবে, তাই এ বিষয়ে দৃষ্টি আকর্ষন করে বড় কোন পুরস্কার বা না করার জন্য শাস্তি ঘোষনা করা হয় নি।

কিন্তু মা - বাবা বৃদ্ব হয়ে যাবার পরে যখন দুর্বল/অসহায় হয়ে পড়ে, সন্তানদের স্বাভাবিকভাবেই কষ্ট হয়ে যায় , তাদের দেখাশুনা করা। মা বাবা সাধারনত ছেলের ঘরেই থাকে। ছেলের বাবা মা, বউ মার তো আর বাবা - মা না। তখন, ছেলে বড় পরীক্ষায় পড়ে যায়। একদিকে বউয়ের চাপ, অন্যদিকে মা বাবার প্রতি দায়িত্ব। ঠিক এ জায়গায় একজন সন্তানের পরীক্ষা।

ভাল বাবা হবার আগে, একজন ভাল মানুষ হতে হবে। বাচ্চারা সব observe করে। একজন ঘোষখুর/ দুর্নিতীবাজ, বাবাকে তার সন্তান / স্ত্রী সম্মান করে না। যদি ও সে সব কিছু তাদের জন্য করে।

আরেকটা হলিউড মুভির শেষ দৃশ্যে,

CIA agent এক বাবা ( যিনি সব সময় দুরে দুরে থেকেছেন) তার মেয়েকে Sorry বলে, বলছে,

"I am sorry. I thought, I am doing everything for you. But , I did not realize, I should have been there for you".

"আমি দুঃখিত। আমি মনে করেছিলাম, আমি তো সবকিছু তোমার জন্য করছি। কিন্তু এটা বুঝতে পারেনি, আমার উচিত ছিল, তোমার জীবনের প্রতিটি ধাপে , তোমার সাথে থাকা।"

আপনার ছেলের প্রথম সন্তান হবে বিদেশের মাটিতে। যেখানে আত্নীয় স্বজন বলে কেউ নেই। এটা তার জীবনের অনেক অনেক বড় দিন। আতন্ক আর ভয়ের দিন। সন্তান হবার পরে, সে মিষ্টির প্যাকেট নিয়ে রাস্তায় দাড়িয়ে অপরিচিত মানুষকে দিতে দিতে ভেবেছে,

" আজকে এমন একটা দিনে , বাবা আমার খোজ খবর নিল না!!!"।

স্কুলের প্যারেন্টস মিটিং, কনভোকেসন ডে, বিয়ের দিন, চাকরির ইন্টারভিউ- জীবনের এ রকম প্রতিটি বাকে বাকে মনের গহীনে,

প্রতিটি ছেলে সন্তান, মেয়ে সন্তান, শিক্ষিক সন্তান, অশিক্ষিত সন্তান, ধনী সন্তান, গরীব সন্তান,

একটা জিনিস ই চায়,

বাবা!!! তুমি কাছে থেকো। যদি কিছু করতে না ও পারো, তবু ও বলবে,

" ভেবো না, বাবা। ভয় পেয়ো না। আমি তো আছি। আমি দোআ করেছি তোমার জন্য। তুমি সফল হবে। "

কোন সন্তান যেন ঘুমড়ে ঘুমড়ে কেন্দে চাপা কষ্ট বুকে চেপে আর না বলে,

" বাবা! তোমার তো অনেক সন্তান,
কিন্তু
আমার তো বাবা একটাই"।

লেখক:
Bashir Jaman Babu,
CSC, APDMS, MA
Certified Business Mentor,
British Bangladeshi entrepreneur

#বাংলাদেশ #ইসলামিক #সমাজ #পরিবার #বাবামা #বাবা, #মা

সব বাবাদের পড়া উচিত। সব সন্তানের বাবাকে ট্যাগ করা উচিত। একজন মায়ের মন, আর একজন বাবার মন- সম্পুর্ন আলাদা। মায়েরা আবেগ কন্...
28/06/2025

সব বাবাদের পড়া উচিত। সব সন্তানের বাবাকে ট্যাগ করা উচিত।
একজন মায়ের মন, আর একজন বাবার মন- সম্পুর্ন আলাদা। মায়েরা আবেগ কন্ট্রোল করতে পারে ছেলের ব্যাপারে। যত রাগ ই হোক, সন্তানকে শাস্তি দেয়ার ব্যাপারে দয়াশীল হয়। কিন্তু একজন বাবা, ছেলের বিভিন্ন কর্মকান্ডে বিরক্ত হয়ে আবেগের বিস্ফোরন ঘটায়। হয় মারধর করে নতুবা ঘর থেকে বের করে দেয়। ঐ জায়গায় মা ঢাল হিসাবে দাড়ায়। একজনের শাসন, আরেকজনের মায়ায় সন্তান গড়ে উঠে। এজন্যই একজন সন্তানের মানসিক বিকাশে মা- বাবা দুজনেরই প্রয়োজন। গে কাপল বা লেসবি কাপলরা কিছুদিন একসাথে থাকার পরে অনেক সময় সন্তান দত্তক নেয়। কিন্তু মানুষ করতে পারে না। কারন, তারা দুজনেই সেইম জেন্ডার।

কোন সংসার ভেঙে গেলে, ঘরে যখন সৎ মা আসে, ঠিক তখনই নেমে আসে ঐ সন্তানের উপর অত্যাচারের অমানিশা। কারন, তখন

" বাবার রাগ ডাবল হয়ে যায়। "

প্রথম রাগ স্বাভাবিক পুরুষ হিসাবে, দ্বিতীয় রাগ, তার নতুন বউকে খুশি করা।

বাবা যখন, দিনে সন্তানকে প্রহার করে, রাতে সৎ মা, তার জামাইকে সম পরিমান আদর বাড়িয়ে দেয়। ঠিক এ জায়গায় একজন বাবার পরীক্ষা। প্রথম সংসার ভেঙে যাবার পরে, প্রথম ঘরের সন্তানকে বাবা এবং মা - দুজনেরই ভালবাসা দিতে জানা। একইসাথে শাসন আর মায়ের আদর দিতে পারা। এ দুটি না দিয়ে শুধু শাসন করলে, ঐ সন্তানের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যায়। ঐ সন্তানের মনস্তাত্বিক জগতে তোলপাড় হয়ে যায়। ঐ শিশু/কিশোর অন্য দশটা বাচ্চার মতো করে বড় হয় না।

স্রষ্টার পরেই একজন মানুষের কাছে সবচেয়ে সম্মান এবং সেবা পাবার হক, তার বাবা মায়ের। ধর্মগ্রন্হের পাতায় পাতায় আমরা দেখি, একজন মানুষকে উদ্বুদ্ব করা হয়, তার বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করতে। বৃদ্ব বয়সে সেবা করতে, ভাল ব্যবহার করতে, কর্কশ স্বরে কথা না বলতে, ভরন পোষন, চিকিৎসা করাতে।

ইসলাম ধর্মে সাধারনত এমন বিষয়ের ব্যাপারে মানুষের দৃষ্টি আকর্ষন করে পুরস্কার ঘোষনা করা হয়েছে, যা মানুষের স্বাভাবিকভাবে করতে ইচ্ছা করে না। যেমন, একজন মাকে কখনো বলা হয় নি, তুমি তোমার সন্তানকে দুধ পান করালে, মুখে খাবার তুলে দিলে, লালন পালন করলে ই জান্নাত পেয়ে যাবে। যদিও এ কাজ পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, কিন্তু মায়ের মনে এ ভালবাসা দিয়েই তৈরী করা হয়েছে। স্বাভাবিকভাবেই সে এ কাজ করবে, তাই এ বিষয়ে দৃষ্টি আকর্ষন করে বড় কোন পুরস্কার বা না করার জন্য শাস্তি ঘোষনা করা হয় নি।

কিন্তু মা - বাবা বৃদ্ব হয়ে যাবার পরে যখন দুর্বল/অসহায় হয়ে পড়ে, সন্তানদের স্বাভাবিকভাবেই কষ্ট হয়ে যায় , তাদের দেখাশুনা করা। মা বাবা সাধারনত ছেলের ঘরেই থাকে। ছেলের বাবা মা, বউ মার তো আর বাবা - মা না। তখন, ছেলে বড় পরীক্ষায় পড়ে যায়। একদিকে বউয়ের চাপ, অন্যদিকে মা বাবার প্রতি দায়িত্ব। ঠিক এ জায়গায় একজন সন্তানের পরীক্ষা।

একজন বাবার দায়িত্ব কখনো ই শেষ হয় না। অনেক বাবা ই মনে করে, কষ্ট করে বাচ্চাদের বড় করলাম, পড়াশোনা করলো, বড় চাকরি করে, এখন আমার দায়িত্ব শেষ। না, বাবার দায়িত্ব কখনো ই শেষ হয় না। সন্তানের বয়স যদি ৬০ ও হয়, বাবা যতদিন বেচে থাকবে, ততদিন দায়িত্ব থাকবে। কি দায়িত্ব?

একজন বাবাকে সন্তানরা কোন রুপে দেখে? উপরে থাকা স্রষ্টার পরে, বাবাকে ই যে কোন সন্তান ছায়া হিসাবে দেখে , ভরসার একমাত্র ( one and only ) অবলম্বন হিসাবে দেখে। সন্তান হতে পারে মিলনিয়ার, বাবা হয়তো দরিদ্র অশিক্ষিত কৃষক। তবুও বাবা ভরসার স্হল, উষ্ণতার প্রতিচ্ছবি।

বাবাদের ছোটবেলা হতে এমন পরিবেশ সৃষ্টি করা উচিত, যাতে সন্তান যে কোন কিছু তার সাথে শেয়ার করতে পারে।

কিছুদিন আগে একটা হলিউড মুভি দেখছিলাম। মেয়ে বাবার উপরে অনেক অভিমান নিয়ে বড় হয়েছে। Broken family র একমাত্র কন্যা সন্তান।বাবা পুলিশে চাকরী করে। মেয়েকে ছোটবেলায় পাঠিয়ে দিযেছিল অন্য শহরে কারন তার নিজের শহরটা ক্রাইমে পরিপুর্ন ছিল। কিন্তু মেয়ে অনেক কষ্টে বড় হয়েছে একা একা। বর্তমানে সে পাবলিক প্রসিকিউটার লয়্যার। বাবা অনেকবার কথা বলার চেষ্টা করার পরে ও মেয়ে কথা বলতে চাচ্ছেনা। পরে , বাবা মেয়েকে বুঝালো, কেন তাকে একা অন্য শহরে পাঠিয়েছিল। আর , মেয়েকে সরি বলার পরে, এমন একটি কথা বলেছে, তা খুব গুরুত্বপুর্ন:

"যতদিন তোমার বয়স, ততদিন ই আমি বাবা"।

অর্থাৎ তার আগে বাবা হওয়ার অভিঙ্গতা ছিল না। থাকলে হয়তো অনেককিছু অন্যরকম করতো।

ভাল বাবা হবার আগে, একজন ভাল মানুষ হতে হবে। বাচ্চারা সব observe করে। একজন ঘোষখুর/ দুর্নিতীবাজ, বাবাকে তার সন্তান / স্ত্রী সম্মান করে না। যদি ও সে সব কিছু তাদের জন্য করে।

আরেকটা হলিউড মুভির শেষ দৃশ্যে,

CIA agent এক বাবা ( যিনি সব সময় দুরে দুরে থেকেছেন) তার মেয়েকে Sorry বলে, বলছে,

"I am sorry. I thought, I am doing everything for you. But , I did not realize, I should have been there for you".

"আমি দুঃখিত। আমি মনে করেছিলাম, আমি তো সবকিছু তোমার জন্য করছি। কিন্তু এটা বুঝতে পারেনি, আমার উচিত ছিল, তোমার জীবনের প্রতিটি ধাপে , তোমার সাথে থাকা।"

আপনার ছেলের প্রথম সন্তান হবে বিদেশের মাটিতে। যেখানে আত্নীয় স্বজন বলে কেউ নেই। এটা তার জীবনের অনেক অনেক বড় দিন। আতন্ক আর ভয়ের দিন। সন্তান হবার পরে, সে মিষ্টির প্যাকেট নিয়ে রাস্তায় দাড়িয়ে অপরিচিত মানুষকে দিতে দিতে ভেবেছে,

" আজকে এমন একটা দিনে , বাবা আমার খোজ খবর নিল না!!!"।

স্কুলের প্যারেন্টস মিটিং, কনভোকেসন ডে, বিয়ের দিন, চাকরির ইন্টারভিউ- জীবনের এ রকম প্রতিটি বাকে বাকে মনের গহীনে,

প্রতিটি ছেলে সন্তান, মেয়ে সন্তান, শিক্ষিক সন্তান, অশিক্ষিত সন্তান, ধনী সন্তান, গরীব সন্তান,

একটা জিনিস ই চায়,

বাবা!!! তুমি কাছে থেকো। যদি কিছু করতে না ও পারো, তবু ও বলবে,

" ভেবো না, বাবা। ভয় পেয়ো না। আমি তো আছি। আমি দোআ করেছি তোমার জন্য। তুমি সফল হবে। "

কোন সন্তান যেন ঘুমড়ে ঘুমড়ে কেন্দে চাপা কষ্ট বুকে চেপে আর না বলে,

" বাবা তোমার তো অনেক সন্তান, কিন্তু
আমার তো বাবা একটাই"।

লেখক:
Bashir Jaman Babu,
CSC, APDMS, MA
Certified Business Mentor,
British Bangladeshi entrepreneur

#বাংলাদেশ #ইসলামিক #সমাজ #পরিবার #বাবামা #বাবা, #মা

স্রষ্টার পরেই একজন মানুষের কাছে সবচেয়ে সম্মান এবং সেবা পাবার হক, তার বাবা মায়ের। ধর্মগ্রন্হের পাতায় পাতায় আমরা দেখি, একজ...
28/06/2025

স্রষ্টার পরেই একজন মানুষের কাছে সবচেয়ে সম্মান এবং সেবা পাবার হক, তার বাবা মায়ের। ধর্মগ্রন্হের পাতায় পাতায় আমরা দেখি, একজন মানুষকে উদ্বুদ্ব করা হয়, তার বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করতে। বৃদ্ব বয়সে সেবা করতে, ভাল ব্যবহার করতে, কর্কশ স্বরে কথা না বলতে, ভরন পোষন, চিকিৎসা করাতে।

ইসলাম ধর্মে সাধারনত এমন বিষয়ের ব্যাপারে মানুষের দৃষ্টি আকর্ষন করে পুরস্কার ঘোষনা করা হয়েছে, যা মানুষের স্বাভাবিকভাবে করতে ইচ্ছা করে না। যেমন, একজন মাকে কখনো বলা হয় নি, তুমি তোমার সন্তানকে দুধ পান করালে, মুখে খাবার তুলে দিলে, লালন পালন করলে ই জান্নাত পেয়ে যাবে। যদিও এ কাজ পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, কিন্তু মায়ের মনে এ ভালবাসা দিয়েই তৈরী করা হয়েছে। স্বাভাবিকভাবেই সে এ কাজ করবে, তাই এ বিষয়ে দৃষ্টি আকর্ষন করে বড় কোন পুরস্কার বা না করার জন্য শাস্তি ঘোষনা করা হয় নি।

কিন্তু মা - বাবা বৃদ্ব হয়ে যাবার পরে যখন দুর্বল/অসহায় হয়ে পড়ে, সন্তানদের স্বাভাবিকভাবেই কষ্ট হয়ে যায় , তাদের দেখাশুনা করা। মা বাবা সাধারনত ছেলের ঘরেই থাকে। ছেলের বাবা মা, বউ মার তো আর বাবা - মা না। তখন, ছেলে বড় পরীক্ষায় পড়ে যায়। একদিকে বউয়ের চাপ, অন্যদিকে মা বাবার প্রতি দায়িত্ব। ঠিক এ জায়গায় একজন সন্তানের পরীক্ষা।

একজন মায়ের মন, আর একজন বাবার মন- সম্পুর্ন আলাদা। মায়েরা আবেগ কন্ট্রোল করতে পারে ছেলের ব্যাপারে। যত রাগ ই হোক, সন্তানকে শাস্তি দেয়ার ব্যাপারে দয়াশীল হয়। কিন্তু একজন বাবা, ছেলের বিভিন্ন কর্মকান্ডে বিরক্ত হয়ে আবেগের বিস্ফোরন ঘটায়। হয় মারধর করে নতুবা ঘর থেকে বের করে দেয়। ঐ জায়গায় মা ঢাল হিসাবে দাড়ায়। একজনের শাসন, আরেকজনের মায়ায় সন্তান গড়ে উঠে। এজন্যই একজন সন্তানের মানসিক বিকাশে মা- বাবা দুজনেরই প্রয়োজন। গে কাপল বা লেসবি কাপলরা কিছুদিন একসাথে থাকার পরে অনেক সময় সন্তান দত্তক নেয়। কিন্তু মানুষ করতে পারে না। কারন, তারা দুজনেই সেইম জেন্ডার।

কোন সংসার ভেঙে গেলে, ঘরে যখন সৎ মা আসে, ঠিক তখনই নেমে আসে ঐ সন্তানের উপর অত্যাচারের অমানিশা। কারন, তখন

" বাবার রাগ ডাবল হয়ে যায়। "

প্রথম রাগ স্বাভাবিক পুরুষ হিসাবে, দ্বিতীয় রাগ, তার নতুন বউকে খুশি করা।

বাবা যখন, দিনে সন্তানকে প্রহার করে, রাতে সৎ মা, তার জামাইকে সম পরিমান আদর বাড়িয়ে দেয়। ঠিক এ জায়গায় একজন বাবার পরীক্ষা। প্রথম সংসার ভেঙে যাবার পরে, প্রথম ঘরের সন্তানকে বাবা এবং মা - দুজনেরই ভালবাসা দিতে জানা। একইসাথে শাসন আর মায়ের আদর দিতে পারা। এ দুটি না দিয়ে শুধু শাসন করলে, ঐ সন্তানের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যায়। ঐ সন্তানের মনস্তাত্বিক জগতে তোলপাড় হয়ে যায়। ঐ শিশু/কিশোর অন্য দশটা বাচ্চার মতো করে বড় হয় না।

একজন বাবার দায়িত্ব কখনো ই শেষ হয় না। অনেক বাবা ই মনে করে, কষ্ট করে বাচ্চাদের বড় করলাম, পড়াশোনা করলো, বড় চাকরি করে, এখন আমার দায়িত্ব শেষ। না, বাবার দায়িত্ব কখনো ই শেষ হয় না। সন্তানের বয়স যদি ৬০ ও হয়, বাবা যতদিন বেচে থাকবে, ততদিন দায়িত্ব থাকবে। কি দায়িত্ব?

একজন বাবাকে সন্তানরা কোন রুপে দেখে? উপরে থাকা স্রষ্টার পরে, বাবাকে ই যে কোন সন্তান ছায়া হিসাবে দেখে , ভরসার একমাত্র ( one and only ) অবলম্বন হিসাবে দেখে। সন্তান হতে পারে মিলনিয়ার, বাবা হয়তো দরিদ্র অশিক্ষিত কৃষক। তবুও বাবা ভরসার স্হল, উষ্ণতার প্রতিচ্ছবি।

বাবাদের ছোটবেলা হতে এমন পরিবেশ সৃষ্টি করা উচিত, যাতে সন্তান যে কোন কিছু তার সাথে শেয়ার করতে পারে।

কিছুদিন আগে একটা হলিউড মুভি দেখছিলাম। মেয়ে বাবার উপরে অনেক অভিমান নিয়ে বড় হয়েছে। Broken family র একমাত্র কন্যা সন্তান।বাবা পুলিশে চাকরী করে। মেয়েকে ছোটবেলায় পাঠিয়ে দিযেছিল অন্য শহরে কারন তার নিজের শহরটা ক্রাইমে পরিপুর্ন ছিল। কিন্তু মেয়ে অনেক কষ্টে বড় হয়েছে একা একা। বর্তমানে সে পাবলিক প্রসিকিউটার লয়্যার। বাবা অনেকবার কথা বলার চেষ্টা করার পরে ও মেয়ে কথা বলতে চাচ্ছেনা। পরে , বাবা মেয়েকে বুঝালো, কেন তাকে একা অন্য শহরে পাঠিয়েছিল। আর , মেয়েকে সরি বলার পরে, এমন একটি কথা বলেছে, তা খুব গুরুত্বপুর্ন:

"যতদিন তোমার বয়স, ততদিন ই আমি বাবা"।

অর্থাৎ তার আগে বাবা হওয়ার অভিঙ্গতা ছিল না। থাকলে হয়তো অনেককিছু অন্যরকম করতো।

ভাল বাবা হবার আগে, একজন ভাল মানুষ হতে হবে। বাচ্চারা সব observe করে। একজন ঘোষখুর/ দুর্নিতীবাজ, বাবাকে তার সন্তান / স্ত্রী সম্মান করে না। যদি ও সে সব কিছু তাদের জন্য করে।

আরেকটা হলিউড মুভির শেষ দৃশ্যে,

CIA agent এক বাবা ( যিনি সব সময় দুরে দুরে থেকেছেন) তার মেয়েকে Sorry বলে, বলছে,

"I am sorry. I thought, I am doing everything for you. But , I did not realize, I should have been there for you".

"আমি দুঃখিত। আমি মনে করেছিলাম, আমি তো সবকিছু তোমার জন্য করছি। কিন্তু এটা বুঝতে পারেনি, আমার উচিত ছিল, তোমার জীবনের প্রতিটি ধাপে , তোমার সাথে থাকা।"

আপনার ছেলের প্রথম সন্তান হবে বিদেশের মাটিতে। যেখানে আত্নীয় স্বজন বলে কেউ নেই। এটা তার জীবনের অনেক অনেক বড় দিন। আতন্ক আর ভয়ের দিন। সন্তান হবার পরে, সে মিষ্টির প্যাকেট নিয়ে রাস্তায় দাড়িয়ে অপরিচিত মানুষকে দিতে দিতে ভেবেছে,

" আজকে এমন একটা দিনে , বাবা আমার খোজ খবর নিল না!!!"।

স্কুলের প্যারেন্টস মিটিং, কনভোকেসন ডে, বিয়ের দিন, চাকরির ইন্টারভিউ- জীবনের এ রকম প্রতিটি বাকে বাকে মনের গহীনে,

প্রতিটি ছেলে সন্তান, মেয়ে সন্তান, শিক্ষিক সন্তান, অশিক্ষিত সন্তান, ধনী সন্তান, গরীব সন্তান,

একটা জিনিস ই চায়,

বাবা!!! তুমি কাছে থেকো। যদি কিছু করতে না ও পারো, তবু ও বলবে,

" ভেবো না, বাবা। ভয় পেয়ো না। আমি তো আছি। আমি দোআ করেছি তোমার জন্য। তুমি সফল হবে। "

কোন সন্তান যেন ঘুমড়ে ঘুমড়ে কেন্দে চাপা কষ্ট বুকে চেপে আর না বলে,

" বাবা তোমার তো অনেক সন্তান, কিন্তু
আমার তো বাবা একটাই"।

লেখক:
Bashir Jaman Babu,
CSC, APDMS, MA
Certified Business Mentor,
British Bangladeshi entrepreneur

#বাবাছেলে, #বাবারভালবাসা, #বাবার, #কন্যা #সন্তান #পরিবার #বাবা, #মা

27/06/2025

একজন পুরুষের সৌন্দর্য কি?

#ব্যক্তিত্ব, #পুরুষত্ব, #অর্থ

একটি কাঠাল বিশ্লেষন: দেশী বাজার হতে কাঠাল কিনেছিলাম ভয়ে ভয়ে। বাসায় এসে ভাঙার সময় ও মনে হয়েছিল, ভাল হবে না। হয়ত বীচি ও খে...
26/06/2025

একটি কাঠাল বিশ্লেষন:

দেশী বাজার হতে কাঠাল কিনেছিলাম ভয়ে ভয়ে। বাসায় এসে ভাঙার সময় ও মনে হয়েছিল, ভাল হবে না। হয়ত বীচি ও খেতে পারবো না।

কিন্তু আলহামদুলিল্লাহ , অনেকদিন পরে ভাল কাঠাল খেলাম।

আমি ২০২০ এ ১বছর দেশে ছিলাম কভিডের সময়। প্লেনের টিকেট বদলেছিলাম ৪বার।

ঐ টিকেটের টাকা তোলার জন্য ২ মাসে প্রতিদিন আম কাঠাল কিনেছি, খেয়েছি। একেবারে দেশী স্বাদ পেলাম।

আমার এ কথা শুনে সবাই আবার ঝাপিয়ে পড়ে কিনতে যাইয়েন না। আপনার লাক ভাল না হলে, আর কিনতে না জানলে, ধরা খেলে আমার দোষ নাই।

তবে , আমাকে খেতে দিলে, Expert হিসাবে আমি যেতে পারি। তবে, আমি কিনার পরে ও যদি খারাপ পড়ে, তাতে ও আমার দোষ নাই। এ শর্তে আমার মতো কাঠাল বিশেষজ্ঞ কে হায়ার করতে চাইলে যোগাযোগ করতে পারেন।

কাঠালের বোটার দিকে যদি হলুদ থাকে। কাঠালের কাটাগুলো যদি পরিপুর্ন বিকশিত থাকে, নাকের কাছে নিলে যদি সুগন্ধী পান, আপনার কাঠাল ভাল হবার সম্ভাবনা বেশী।

কাঠাল বেশী বড় না নিয়ে পরিবারের সদস্য বিবেচনা করে ২ দিনে খেয়ে শেষ করার মতো করে সাইজের নিবেন। বেশী বড় কিনে ফ্রিজে রেখে খেলে স্বাদ নষ্ট হয়ে যাবে।

সম্ভব হলে, প্রতিবেশীদের দিবেন। আমারটার সাইজ খুব ছোট আর আমি বেশী কাঠাল খায়, তাই কাউকে দেয়নি। এমনকি প্লেটে নেয়ার পর,আমার বউ কাঠাল ছাড়ায় এক পাশে, অন্যপাশে আমি খেয়ে শেষ করি। আমার বউ বলে,আমারগুলো কই?

আমি বলি, তুমি রান্না করার জন্য বীচি রাখছি।

26/06/2025

যে কারনে এ দু ব্যক্তি ইংল্যান্ডে বাড়ি কিনতে পারেনি। হুদাই ট্যাক্স দিয়ে টাকা নষ্ট করেছে।

#বাড়ি,

Address

London

Telephone

+447868274977

Website

Alerts

Be the first to know and let us send you an email when অল্প সময়ে জেনে নিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অল্প সময়ে জেনে নিন:

Share