02/08/2025
“জীবনের এই পথ যেন একটা দীর্ঘ রাস্তা,
যেখানে আশে পাশে ছায়া দেয় গাছেরা, আর হৃদয় ছুঁয়ে যায় প্রকৃতির নিঃশব্দ ছোঁয়া।
কখনও কুয়াশা কখনও বৃষ্টি
কখনও রোদের ঝিলিক — প্রতিটি মুহূর্তে প্রকৃতি তার ভাষায় কথা বলে।
এই রাস্তার প্রতিটি বাঁকে আছে গল্প,
আছে না বলা কিছু স্মৃতি,
আর আছে একটুকরো শান্তি — যা খুঁজে পাই শুধু প্রকৃতির মাঝে।
মন যখন ক্লান্ত হয়, যখন শব্দের ভিড়ে হারিয়ে যাই —
তখন এই সবুজ পথই ডেকে নেয় নিঃশব্দ ভালোবাসায়।
সময়টা একটু থেমে যাক,
মনের জানালাটা খুলে দিই,
আর ডুবে যাই এই নির্জন সৌন্দর্যের মাঝে…
কারণ প্রকৃতিই তো শেষ পর্যন্ত আমাদের সবচেয়ে বিশ্বস্ত আশ্রয়।”