Fultali Islamic Views ফুলতলি ইসলামিক ভিউজ

Fultali Islamic Views ফুলতলি ইসলামিক ভিউজ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fultali Islamic Views ফুলতলি ইসলামিক ভিউজ, Video Creator, Manchester.

কোন ধরণের `যদি‘ `তবে‘ `কিন্ত‘ ছাড়া পূঁ*জায় শুভেচ্ছা  জানানো হা*রা*ম। শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া থেকে শুরু করে  ইবনুল কায়্...
28/09/2025

কোন ধরণের `যদি‘ `তবে‘ `কিন্ত‘ ছাড়া পূঁ*জায় শুভেচ্ছা জানানো হা*রা*ম।

শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া থেকে শুরু করে ইবনুল কায়্যিম, ইবনে হাজার হাইতামি সহ কালের তাকি উসমানি, উসাইমিন রাহি. সহ সকলের মতে হা*রা*ম।

এ মতের ভিন্ন আলেমের বক্তব্য থাকলে সেটাকে বলা হয় `যাল্লাত‘ তথা বিচ্যূতি। আর সেটার অনুসরণ করা জায়েজ নেই।

আমাদের উদারতা এবং একমুখী অধ্যয়ন যেন আদর্শ বিচ্যূতির কারণ না হয়। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন।
✍️মুফতি Rezaul Karim Abrar

ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হাফিজ কারী মো. শফিকুর রহমান ১৮ আগস্ট ২০২৫ইং তারিখে ইন্তেকাল করেন। তাঁর পরিবারে ২ ছেলে, বয়স...
26/09/2025

ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হাফিজ কারী মো. শফিকুর রহমান ১৮ আগস্ট ২০২৫ইং তারিখে ইন্তেকাল করেন। তাঁর পরিবারে ২ ছেলে, বয়স: ০৫ ও ০১ বছর। তার বিধবা স্ত্রীর রোজগারের উপকরণ হিসাবে আলহামদুলিল্লাহ! লতিফি হ্যান্ডস-এর সম্মানিত দাতাদের অর্থায়নে ১টি ইলেকট্রিক ইজি বাইক অনুদান দেয়া হয় ।

Hafiz Qari Md. Shafiqur Rahman passed away on 18 August 2025 due to blood cancer. Alhamdulillah! His family has 2 sons (age: 05 and 01 years) and widow as a source of income Alhamdulillah! 1 Electric Easy Bike was donated with funding from Latifi Hands’ respected donors.

www.latifihands.org

রিলিজ হলো প্রিয় Zaman Ahmad কথায় ও  Marjan Muhammad Ruhi'র কন্ঠে সিলেটি ভাষায় নতুন নাশিদ। নাশিদ লিংক কমেন্টে 👇
26/09/2025

রিলিজ হলো প্রিয় Zaman Ahmad কথায় ও Marjan Muhammad Ruhi'র কন্ঠে সিলেটি ভাষায় নতুন নাশিদ।

নাশিদ লিংক কমেন্টে 👇

26/09/2025

সিলেটি ভাষায় মারজান রুহি"র *নেওগো মাদিনাত* নাশিদ আজ শুক্রবার বাদ জুমআ শুনবেন ইনশাআল্লাহ।

ইংল্যান্ডের বার্মিংহামস্থ দি ব্রিটিশ মুসলিম স্কুল আয়োজিত দারসে হাদিস অনুষ্ঠানে শিক্ষার্থীদের দারস প্রদান করছেন বিশিষ্ট ই...
23/09/2025

ইংল্যান্ডের বার্মিংহামস্থ দি ব্রিটিশ মুসলিম স্কুল আয়োজিত দারসে হাদিস অনুষ্ঠানে শিক্ষার্থীদের দারস প্রদান করছেন বিশিষ্ট ইসলামী গবেষক ও লেখক, দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশের চেয়ারম্যান হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ছাহেব ফুলতলী।

২৩ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, মঙ্গলবার।

মুবারক মাহফিল সফল হউক।
21/09/2025

মুবারক মাহফিল সফল হউক।

20/09/2025

একনজরে ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার মুবারক র‌্যালি-২০২৫

গত কয়েকদিন পূর্বে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বাদে হাজিপুর গ্রামে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি...
18/09/2025

গত কয়েকদিন পূর্বে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বাদে হাজিপুর গ্রামে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পর থেকে পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করে আসছিল।

আলহামদুলিল্লাহ, লতিফি হ্যান্ডসের ব্যবস্থাপনায় আজ ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের জন্য নতুন ৮টি ঘর নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে এবং জরুরী আসবাবপত্র বিতরণ করা হয়েছে।

১৪ সেপ্টেম্বর ২০২৫ইং
বাহুবল, হবিগঞ্জ

18/09/2025
15/09/2025

জাতীয় খতীবের সমালোচনা করলে জাতির অপমান হয় কিন্তু নবী করীম (সা.) এর মীলাদকে তুচ্ছ-তাচ্ছিল্য করে ‘হ্যাপি বার্থ ডে’ বললে কি নবীর অবমাননা হয় না? সতর্ক হোন নতুবা যিল্লতি অপেক্ষা করছে।

মীলাদুন্নবী (সা.) উদযাপন নিয়ে উলামায়ে কিরামের মধ্যে ইখতেলাফ আছে। পক্ষ-বিপক্ষ উভয়দিকে উলামায়ে কিরাম রয়েছেন। বড় বড় হাফিযে হাদীস উলামা-মুহাদ্দিসীন মীলাদুন্নবী (সা.) উদযাপন করেছেন। হাদীস থেকে মীলাদুন্নবী (সা.) উদযাপনের দলীলও খুঁজে পেয়েছেন। হাফিয ইবন হাজার আসকালানী, সাখাভী, জালালুদ্দীন সুয়ূতী প্রমুখ হাফিযে হাদীসগণ মীলাদুন্নবী (সা.) উদযাপনকে জায়িয বলেছেন। তাই মীলাদুন্নবী (সা.) কে বিদআত ফতওয়া দিতে একটু সতর্কতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি। আপনি মীলাদুন্নবী উদযাপন না করেন তাতে আপত্তি নেই কিন্তু মীলাদুন্নবীর বিরোধিতা করতে গিয়ে এমন কথা বলবেন না, যা শানে রিসালতের বিরোধী হয়ে যায়। এরূপ হয়ে গেলে কিন্তু এটি ইহ-পরকালীন ক্ষতির কারণ হয়ে যাবে।

দলীল গ্রহণে উলামায়ে কিরামের নীতি-পদ্ধতির বিভিন্নতার কারণে চার মাযহাবে বিভিন্ন বিষয়ে ইখতেলাফ হয়েছে। এতদসত্ত্বেও এক মাযহাব অপর মাযহাবকে বাতিল বলেন না। বিদআতের সংজ্ঞা ও পরিচিতি নিয়েও উলামায়ে কিরামের মধ্যে ইখতেলাফ আছে। তাই কারো মতে একটি বিষয় বিদআত হলেও আরো দশজনের মতে এটি বিদআত নাও হতে পারে। মীলাদুন্নবী (সা.) উদযাপনের বিষয়টিও এমন। তাই মীলাদুন্নবী (সা.) উদযাপন করা বা না করা নিয়ে আমরা যেন কেউ কাউকে বাতিল না বলি। মীলাদুন্নবী সংশ্লিষ্ট কোনো আয়োজনকে প্রতিহত করার ডাকও যেন কেউ না দেই। বিশেষত এটি কোনো আলিমের শান হতে পারে না। হ্যাঁ, যদি কারো আয়োজনে শরীআতবিরোধী কোনো কাজ থেকে থাকে তবে দরদের সাথে সেটি বাদ দেওয়ার আহবান জানান। এতে সত্য প্রতিষ্ঠার পাশাপাশি পারষ্পরিক শ্রদ্ধা-ভালোবাসাও অটুট থাকবে।

মীলাদুন্নবীর সাথে ঈদ শব্দ প্রয়োগ নিয়েও কারো কারো মনে খটকা বা আপত্তি আছে। এ আপত্তিকে কেন্দ্র করেই মূলত এবার বহু সমালোচনার পথ উন্মুক্ত হয়েছে। দলীলবিহীন এমন বক্তব্য আসলে কাম্য ছিল না। যদি কেউ ইনসাফের সাথে উলামায়ে কিরামের দলীল গ্রহণের পদ্ধতি অবলম্বন করেন তিনি যে ঘরানারই হোন না কেন, মীলাদুন্নবীর সাথে ঈদ শব্দ প্রয়োগে আপত্তি করার কথা না। আমাদের দেশে এ ধরনের আপত্তিগুলো মূলত আসাবিয়্যাত তথা দলান্ধতা বা মসলকপ্রীতি থেকে আসে। আসলে আমাদের আলিম সামজের আরো উদার ও সহনশীল হওয়া প্রয়োজন।

আলহামদুলিল্লাহ, আমাদের ফুলতলী মাসলাকের মধ্যে মীলাদুন্নবী (সা.) উদযাপনে কোনো বাড়াবাড়ি নেই। আমাদের আয়োজনে শরীআতবিরোধী কোনো কাজ কেউ খুঁজে পাবেন না, ইন শা আল্লাহ। আমরা ঈদে মীলাদুন্নবী (সা.)-কে স্বতন্ত্র কোনো ইবাদত মনে করি না বরং একে উপলক্ষ্য করে প্রিয়নবী (সা.)-কে আমাদের মধ্যে প্রেরণের মাধ্যমে আল্লাহ আমাদের উপর যে ইহসান করেছেন তার শুকরিয়া আদায়ের নিমিত্ত বিভিন্ন নেক আমল করে থাকি। রাসূলুল্লাহ (সা.)-এর বিষয়ে জমহুর আহলুস সুন্নাহ’র যে আকীদা আমাদের আকীদাও তাই। এক্ষেত্রে প্রচলিত হাজির-নাজির আকীদা আমাদের আকীদা নয়। অনেকে না জেনে ফুলতলী মাসলাক সম্পর্কে ভুল বক্তব্য দিয়ে থাকেন। আমাদের আহবান, আসুন, ফুলতলী মাসলাককে জানুন, দেখবেন, এখানকার সবকিছুই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসরণে আবর্তিত।

আল্লাহ আমাদেরকে সর্বদা সত্যের উপর সুপ্রতিষ্ঠিত রাখুন। আমীন।

Mohammad Najmul Huda Khan

Address

Manchester

Telephone

+447798617032

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fultali Islamic Views ফুলতলি ইসলামিক ভিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fultali Islamic Views ফুলতলি ইসলামিক ভিউজ:

Share

Category