
05/08/2025
গতবার ঠিক এই সময় লন্ডনে গিয়েও এই গাছগুলো দেখেছিলাম। লাল লাল চেরির মতো ফল কি সুন্দর গাছগুলোতে ভর্তি হয়ে থাকে। অবশ্য এগুলো ফল না ফুল সেটা ঠিক জানা নেই। এই সময়ে এই গাছগুলো চারিদিকে খুব দেখা যায়। কেউ যদি এই গাছের নাম জেনে থাকেন অবশ্যই জানাবেন, সাথে এটাও জানাবেন যে এগুলো ফল না ফুল ❤️