09/05/2025
প্রিয় আপন মানুষগুলো,
জানি, আমি কখনো তোমাদের সামনে এমন করে কিছু বলিনি,
কারণ আমি সবসময় ভেবেছি—
ভালোবাসা বুঝিয়ে না বললেও বোঝা যায়।
কিন্তু জানো,
জীবনের অনেক গুলো দিন হয়ে গেল—
আমি প্রতিটা দিন শুধু একটা অনুভূতির অপেক্ষায় থেকেছি,
যেটা হয়তো আমার প্রাপ্য ছিল—
“তুই আমাদের জন্য খুব স্পেশাল।”
আমি কখনো বাহিরের কারো ভালোবাসা চাইনি,
চাইনি কেউ এসে প্রেমের গল্প শোনাক…
আমি শুধু চেয়েছি—তোমাদের চোখে একটু ভয় দেখতে,
যদি কখনো আমি না থাকি,
তোমাদের কিছু একটা ভেঙে যাবে—এইরকম ভয়।
তোমরা বুঝোনি, হয়তো সময় হয়নি, হয়তো আমিই বোঝাতে পারিনি,
কিন্তু একটা সত্যি কথা বলি—
এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি যেটা মিস করেছি,
তা হলো—তোমাদের মায়াভরা দৃষ্টি।
আজও আমি যখন হাসি, সেটা সত্যি না…
আজও আমি যখন চুপ থাকি, সেটা কষ্টের ভাষা…
কিন্তু কেউ জিজ্ঞেস করে না—
“তুই ঠিক আছিস তো?”
আল্লাহ্ জানেন, আমি কেমনভাবে প্রতিটা রাত পার করি—
কারো ভালোবাসার আশায় না,
শুধু পরিবারের কাছ থেকে একটুখানি অনুভব পাওয়ার জন্য।
তোমাদের কাছে আমার কোনো বড় চাওয়া নেই,
শুধু একদিন,
যখন আমার চোখের দিকে তাকিয়ে বলবে—
“তুই না থাকলে আমাদের মন খালি খালি লাগে।”
সেই দিনটা আমার জন্য স্বর্গের মতো হবে।
ভালোবাসা চেয়ে নেওয়ার জিনিস নয়—
তবুও এই চিঠিটা তোমাদের উদ্দেশ্যে রেখে দিলাম…
হয়তো কোনো একদিন পড়লে বুঝবে—
তোমাদের _
কতটা নিঃশব্দে ভালোবাসা চেয়েছে কেবল তোমাদের কাছেই।🥹