স্মৃতির পাতা

স্মৃতির পাতা Assalamuolaikum everyone"❤️🙂

09/05/2025

প্রিয় আপন মানুষগুলো,

জানি, আমি কখনো তোমাদের সামনে এমন করে কিছু বলিনি,
কারণ আমি সবসময় ভেবেছি—
ভালোবাসা বুঝিয়ে না বললেও বোঝা যায়।

কিন্তু জানো,
জীবনের অনেক গুলো দিন হয়ে গেল—
আমি প্রতিটা দিন শুধু একটা অনুভূতির অপেক্ষায় থেকেছি,
যেটা হয়তো আমার প্রাপ্য ছিল—
“তুই আমাদের জন্য খুব স্পেশাল।”

আমি কখনো বাহিরের কারো ভালোবাসা চাইনি,
চাইনি কেউ এসে প্রেমের গল্প শোনাক…
আমি শুধু চেয়েছি—তোমাদের চোখে একটু ভয় দেখতে,
যদি কখনো আমি না থাকি,
তোমাদের কিছু একটা ভেঙে যাবে—এইরকম ভয়।

তোমরা বুঝোনি, হয়তো সময় হয়নি, হয়তো আমিই বোঝাতে পারিনি,
কিন্তু একটা সত্যি কথা বলি—
এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি যেটা মিস করেছি,
তা হলো—তোমাদের মায়াভরা দৃষ্টি।

আজও আমি যখন হাসি, সেটা সত্যি না…
আজও আমি যখন চুপ থাকি, সেটা কষ্টের ভাষা…
কিন্তু কেউ জিজ্ঞেস করে না—
“তুই ঠিক আছিস তো?”

আল্লাহ্ জানেন, আমি কেমনভাবে প্রতিটা রাত পার করি—
কারো ভালোবাসার আশায় না,
শুধু পরিবারের কাছ থেকে একটুখানি অনুভব পাওয়ার জন্য।

তোমাদের কাছে আমার কোনো বড় চাওয়া নেই,
শুধু একদিন,
যখন আমার চোখের দিকে তাকিয়ে বলবে—
“তুই না থাকলে আমাদের মন খালি খালি লাগে।”
সেই দিনটা আমার জন্য স্বর্গের মতো হবে।

ভালোবাসা চেয়ে নেওয়ার জিনিস নয়—
তবুও এই চিঠিটা তোমাদের উদ্দেশ্যে রেখে দিলাম…
হয়তো কোনো একদিন পড়লে বুঝবে—
তোমাদের _
কতটা নিঃশব্দে ভালোবাসা চেয়েছে কেবল তোমাদের কাছেই।🥹

09/05/2025

আমি কখনো তোমাদের কাছে পৃথিবী চাইনি,
চাইনি দামি কিছু,
শুধু চেয়েছিলাম—
একটু ভালোবাসা,
একটা অনুভব—“তুমি আছো, তাই ঘরটা ঘর হয়ে আছে।”

আমার প্রতিটা হাসির পেছনে একটুখানি অভিমান জমে,
কারণ সেই হাসি তোমরা কখনো খুঁজে দেখোনি—
আসলেই খুশি কিনা।

আমি হাত বাড়িয়েছি বহুবার,
শুধু চাইনি ধরে রাখতে—
চেয়েছি তোমরা একবার বলো,
“তোমাকে হারানোর ভয় আমাদেরও আছে।”

কিন্তু আমি দেখেছি—
তোমাদের দৃষ্টিতে আমি হয়তো প্রয়োজন,
কিন্তু প্রিয় কেউ না।

তবুও বিশ্বাস করো,
আজো আমার মনের ভিতর তোমাদের জন্যই সব চেয়ে বেশি জায়গা,
কারণ আমি বাইরের ভালোবাসা চাই না—
আমি শুধু আমার আপন মানুষগুলোর একটু জায়গা চাই।

যদি কোনোদিন বুঝতে পারো,
তবে শুধু একটিবার বলে দিও—
“তুই যা, আমাদের জন্য অনেক কিছু।”
তাহলেই আমি, ভেতর থেকে সত্যি সত্যিই হালকা হয়ে যাবো।

08/05/2025

💗❤️

06/05/2025

❤️💗

06/05/2025

"নিজেকে ভালোবাসার নামই জীবন…"

আমি যখন নিজেকে ভালোবাসতে শিখেছি,
তখনই বুঝেছি—এই পৃথিবীও আমাকে ভালোবাসে।
আগে ভাবতাম, ভালোবাসা মানেই কারো হাত ধরা,
এখন জানি, নিজের হাত ধরে পথ চলাটাও এক বিশুদ্ধ ভালোবাসা।

আমি নিজেকে ছোট ভাবিনি আর,
কারণ আমার চোখে এখন আমি—
একটি নক্ষত্র, একটি দীপ্তি, একটি প্রমাণ যে—
ভালো থেকেও শক্ত হওয়া যায়।

নিজের সম্মান আমি নিজেই গড়ে নিয়েছি,
যে কথা কেউ বলেনি,
সে কথাগুলো আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলেছি—
"তুই যথেষ্ট। তুইই তো নিজেকে পৃথিবীর সবচেয়ে বেশি চেনিস।"

আমি ভুল করেছি, হ্যাঁ—
কিন্তু সেই ভুল আমাকে গড়েছে, শেখায়নি ভাঙতে।
এখন আমি ভয় পাই না একা হাঁটতে,
কারণ আমার ছায়াটাও এখন আমার গর্ব।

আমি আত্মবিশ্বাসে বলি—
আমাকে যদি কেউ ভালো না-ও বাসে, তবু আমি নিজেকে ছাড়বো না,
কারণ আমি নিজেই আমার প্রথম প্রেম,
আমি নিজেই আমার শেষ আশ্রয়।

02/12/2024

মানুষের অজানাতেই অধিক সুন্দর, আর জানার মাঝেই যত বর্বরতা।🌸

26/09/2024

অতটা আপন আমার কেউ ছিল না।
যতটা আপন থাকলে মনের সব কথা নিশ্চিতে বলা যাবে!
কেউ ছিল না, যে কি না আমার মন খারাপের অসুখ দুদন্ড দাঁড়িয়ে শুনবে!

আমার এমন আপন কেউ ছিল না।
যে ভরসায় কাঁধে হাত রেখে বলবে,
“এত চিন্তা করছো কেন? আমি তো আছি!”

আমার আসে পাশে অনেক মানুষ অনেক কোলাহল;
অথচ একটা আপন মানুষের বড্ড অভাব।
দিনশেষে যখন রাত্রির নামে, নিস্তব্ধ সব হাহাকার; তখন আমার পাশে কারোর দরকার ছিল।
খুব আপন কারোর, খুউউব..
কিন্তু এই হতভাগা রাত্রিরের মতো আমিও একা, কী ভীষণ রকম একা!😥😅

কোন কারন নেই। কোন তর্ক নেই। কোন টানাপোড়েন নেই। অথচ, কোন রকম দোষারোপ পর্ব ছাড়াই কিছু কিছু কাছের মানুষের সাথে পুরোপুরি যোগ...
25/09/2024

কোন কারন নেই। কোন তর্ক নেই। কোন টানাপোড়েন নেই। অথচ, কোন রকম দোষারোপ পর্ব ছাড়াই কিছু কিছু কাছের মানুষের সাথে পুরোপুরি যোগাযোগ বন্ধ হয়ে যায়।

অনেকদিন পর হুট করে সেসব কাছের মানুষের কথা মনে পড়লেও, কোন এক অজানা কারনে আর যোগাযোগ করতে ইচ্ছে হয়না। সময় যে দূরত্ব একবার তৈরী করে দেয়; কোন কিছু দিয়েই তাকে আর নৈকট্যে আনা যায়না। সময়ের সৃষ্টি করে দেওয়া শূন্যস্থান বড্ড ভয়ংকর।❤️

Address

Mawnan

Telephone

+8801719190788

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্মৃতির পাতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্মৃতির পাতা:

Share