Jaed Daily

Jaed Daily UK Life Hacks ▪︎ Lifestyle Vlogs ▪︎ Travel ✈︎
📩 For Business & Sponsors [ UK Market ] Alhamdulillah for everything.

I try to live by Islam, stay positive, and work hard every day. As a proud family man, I aim to balance my faith and daily life while helping and inspiring others along the way.

09/10/2025

আবার আসিলাম ফিরে.. 🇧🇩

স্বপ্ন যাবে বাড়ি...
08/10/2025

স্বপ্ন যাবে বাড়ি...

07/10/2025

প্রথম বারেই ইউকে ড্রাইভিং পাশ করুন। 🚗

06/10/2025

ইউকে ড্রাইভিং টেস্টে নিজের গাড়ি দিয়ে পরীক্ষা দেওয়া যাবে? সব প্রশ্ন ও উত্তর এক ভিডিও-তে! 😀🔥

কখনো কি এমন জায়গার কথা ভেবেছেন, যেখানে সবুজ পাহাড়, পাথরের পুরনো গ্রাম, ছোট ছোট নদী আর ফুলে ভরা গলি — সব মিলে যেন স্বপ্নে...
06/10/2025

কখনো কি এমন জায়গার কথা ভেবেছেন, যেখানে সবুজ পাহাড়, পাথরের পুরনো গ্রাম, ছোট ছোট নদী আর ফুলে ভরা গলি — সব মিলে যেন স্বপ্নের রাজ্য?

ঠিক তেমনই এক জায়গা হলো The Cotswolds — ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমের এক জাদুকরী অঞ্চল, যেটা UNESCO World Heritage Site হিসেবেও বিখ্যাত।
প্রতিটি গ্রাম যেন ছবির মতো সাজানো, যেন কোনো সিনেমার সেটে হাঁটছেন! ✨

ব্যস্ত নগরজীবন থেকে একটু পালিয়ে প্রকৃতির কোলে সময় কাটাতে চাইলে Cotswolds হতে পারে আপনার জন্য পারফেক্ট গন্তব্য।

📍 Cotswolds-এ কী কী দেখবেন?

Cotswolds কেবল সুন্দর পাহাড় আর গ্রাম নয়— এটা হলো ইংল্যান্ডের “classic countryside charm”-এর প্রতীক।চলুন দেখে নেওয়া যাক, কোন কোন জায়গা মিস করা একেবারেই যাবে না।

1️⃣ Bibury

ইংল্যান্ডের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর একটি! 💚
“Arlington Row” নামে ছোট পাথরের ঘরগুলো দেখতে যেন গল্পের বইয়ের ছবি।নদীর ধারে হাঁটা আর শান্ত প্রাকৃতিক পরিবেশ আপনার মন ভরিয়ে দেবে।

2️⃣ Bourton-on-the-Water

“Little Venice of the Cotswolds” নামে পরিচিত এই গ্রামটা নদীর ওপর ছোট ছোট ব্রিজ আর পাথরের বাড়িগুলোর জন্য বিখ্যাত। এখানে কফি হাতে নদীর পাশে বসে সময় কাটানো— pure bliss! ☕

3️⃣ Castle Combe

Cotswolds-এর সবচেয়ে picturesque গ্রাম।
এখানে ফিল্ম Stardust ও War Horse এর শুটিং হয়েছে।
শান্ত রাস্তাগুলো আর পুরনো বাড়িগুলো আপনাকে সময়ের পেছনে নিয়ে যাবে।

4️⃣ Broadway Tower

একটি ছোট পাহাড়ের ওপরে এই টাওয়ার থেকে পুরো Cotswolds-এর প্যানোরামিক ভিউ পাওয়া যায়।
সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য মনে গেঁথে যাবে!

5️⃣ Stow-on-the-Wold

Cotswolds-এর সবচেয়ে প্রাণবন্ত মার্কেট টাউন।
ছোট দোকান, আর্ট গ্যালারি, পুরনো চার্চ— সব মিলিয়ে ইতিহাস আর আধুনিকতার দারুণ মিশেল।

🚗 কিভাবে যাবেন Cotswolds?

▪️ London থেকে: Train – Paddington থেকে Moreton-in-Marsh (প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট)।
এরপর স্থানীয় বাস বা ট্যাক্সিতে অন্যান্য গ্রামগুলো ঘোরা যায়।

▪️ Birmingham থেকে:
প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিটের ড্রাইভ।

▪️ Manchester থেকে:
প্রায় ৩ ঘণ্টার ড্রাইভ বা ট্রেনে গিয়ে সহজেই পৌঁছানো যায়।

▪️অন্যান্য জায়গা থেকে যেতে ম্যাপে শুধু নাম বসিয়ে সার্চ করুন।

🗺️ চাইলে গাইডেড Cotswolds Day Tour বুক করেও একদিনে ৩–৪টি গ্রাম ঘোরা যায়।

🏨 থাকার ব্যবস্থা

Cotswolds জুড়ে পাবেন সব ধরণের থাকার জায়গা:

▪️ লাক্সারি কটেজ ও বুটিক হোটেল (রোমান্টিক ট্রিপের জন্য আদর্শ।
▪️ ফার্মহাউস B&B গ্রাম্য আবহ উপভোগের জন্য সেরা।
▪️ বাজেট ইন বা হোস্টেল (বন্ধুদের সঙ্গে ছোট্ট ট্রিপের জন্য perfect!)

🎒 কি করবেন Cotswolds-এ?

▪️ হাঁটা বা সাইকেল ট্রেইল ধরে গ্রামের ভেতর ঘুরে বেড়ান
▪️ স্থানীয় ক্যাফেতে ব্রিটিশ টি আর স্কোনস খেতে ভুলবেন না।
▪️ আর্ট গ্যালারি, হস্তশিল্প ও ছোট দোকান ঘুরে দেখুন।
▪️ লেক ও পাহাড়ের ভিউ উপভোগ করুন।

🌼 ডে ট্রিপ নাকি ২-৩ দিনের প্ল্যান?

▪️ ডে ট্রিপ:

লন্ডন থেকে একদিনে ঘুরে আসা সম্ভব, বিশেষ করে Bibury–Bourton–Stow রুটে।
যাদের সময় কম, তাদের জন্য পারফেক্ট উইকেন্ড গেটওয়ে।

▪️ ২–৩ দিন থাকলে:

আরও গ্রাম এক্সপ্লোর করা, হাইকিং, স্থানীয় বাজার ঘোরা আর সূর্যাস্ত দেখা—
এসবের আসল মজা ধীরে ধীরে উপভোগ করতে পারবেন।

💛 কেন যাবেন Cotswolds?

কারণ এই জায়গাটা একসাথে peaceful, beautiful, আর purely British. এখানে গেলে মনে হবে আপনি সময়ের পেছনে ফিরে গেছেন যেখানে নেই কোনো শব্দ, শুধু প্রকৃতির মৃদু স্পর্শ আর মানুষের হাসিমুখ 😊

📸 Cotswolds-এর প্রতিটি কোণে Instagram-perfect মুহূর্ত! আপনি যদি প্রকৃতি, ইতিহাস বা শান্ত পরিবেশ ভালোবাসেন — তাহলে এই জায়গাটা হবে আপনার পরবর্তী প্রিয় গন্তব্য।

কবে যাচ্ছেন এই রঙিন গ্রামগুলো দেখতে?

Autumn is here 🇬🇧🍁
06/10/2025

Autumn is here 🇬🇧🍁

06/10/2025

কিভাবে ইংল্যান্ডে ড্রাইভিং টেস্ট বুক করবেন? 🤯

05/10/2025

ইংরেজিতে দূর্বল? একটা এপ জীবন পাল্টে দিতে পারে! 😎

05/10/2025

কেমন হওয়া উচিত আপনার সিভি? 😀

04/10/2025

বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে ইংল্যান্ডে গাড়ি চালানো যাবে? 🤯🚗

ছেলের পছন্দ ললিপপ, কিন্তু তার মা বাজারের অতিরিক্ত চিনি মিশ্রিত ললি খেতে দিবে না। তাই নিজের হাতে বানিয়ে দিয়েছে ঘরে বানানো...
04/10/2025

ছেলের পছন্দ ললিপপ, কিন্তু তার মা বাজারের অতিরিক্ত চিনি মিশ্রিত ললি খেতে দিবে না। তাই নিজের হাতে বানিয়ে দিয়েছে ঘরে বানানো 'ব্যাঙ্গের ছাতা' ললিপপ।

Address

Newcastle Upon Tyne

Alerts

Be the first to know and let us send you an email when Jaed Daily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share