Beauty Bunch

Beauty Bunch

একজন ভদ্রমহিলা একটি বৃহৎ মাংস সরবরাহ কারখানায় চাকরি করতেন। একদিন তিনি তার কাজ শেষে  মাংস সংরক্ষণ হিমাগারে কোন  একটি  বিষ...
26/04/2025

একজন ভদ্রমহিলা একটি বৃহৎ মাংস সরবরাহ কারখানায় চাকরি করতেন। একদিন তিনি তার কাজ শেষে মাংস সংরক্ষণ হিমাগারে কোন একটি বিষয় পরীক্ষা করার জন্য ঢুকলেন। দুর্ভাগ্যবশত কোন কারনে আকস্মিক ভাবে হিমাগারের দরজা বন্ধ হয়ে স্বয়ংক্রিয়ভাবে তালাবদ্ধ হয়ে ভদ্রমহিলা ভিতরে আটকে পড়লেন।

মহিলা সেখান থেকে বের হওয়ার কোন উপায় খুঁজে না পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দরজায় ধাক্কা ধাক্কি করে সাহায্যের জন্য চিৎকার শুরু করলেন কিন্তু তার চিৎকারের শব্দ হিমাগারের বাইরে কারো কানে পৌঁছালো না।

এদিকে সন্ধ্যা হয়ে আসার পর একে একে অফিসের সবাই বেরিয়ে গেল। মহিলা একাকী অন্ধকার হিমাগারে আটকা পড়ে থাকলেন।

ঘন্টা পাঁচেক পার হয়ে গেল এবং মহিলা যখন ঠান্ডায় মৃতপ্রায় অবস্থায় উপনীত ঠিক তখনই ফ্যাক্টরির নিরাপত্তা প্রহরী হিমাগারের দরজা খুললেন। বলা যায় সে রাতে ভদ্রমহিলা প্রায় অলৌকিক ভাবে বেচে গিয়েছিলেন।

কিছুক্ষণ বাইরে উষ্ণ পরিবেশে অপেক্ষার পর তিনি যখন স্বাভাবিক অবস্থায় আসলেন তখন তিনি নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞেস করলেন ওই সময়ে তিনি হিমাগারের দরজা খুলতে গেলেন কেন। সেটি তো তার নিয়মিত কাজের রুটিন ছিলনা।
তখন নিরাপত্তা প্রহরী বললো :

" আমি এই কারখানায় বিগত ৩৫ বছর যাবত কারখানার প্রবেশ দ্বারে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত আছি। প্রতিদিন শত শত লোক এই কারখানায় কাজে আসে কাজ শেষে সন্ধ্যায় বেরিয়ে যায়। এত বছরে এত লোকের মধ্যে একমাত্র আপনি প্রতিদিন সকালে কারখানায় প্রবেশ কালে আমাকে হাত তুলে ' হ্যালো' বলেন এবং সন্ধ্যার পর কাজ শেষ হাসি মুখে আমাকে ' গুড-বাই , আবার কাল দেখা হবে " বলে বেরিয়ে যান । অন্য সবাইকে দেখে মনে হয় আমি বোধ হয় কোন অদৃশ্য বস্তু। কেউ আমাকে কোন দিন দেখতেই পায়না।

আজও রোজকার মতো সকালে আপনি আমাকে ' হ্যালো ' বলে প্রবেশ করলেন । সন্ধ্যার পর একে একে সবাই কাজ শেষে বেরিয়ে গেল । ভাবলাম গেট বন্ধ করে তালা লাগিয়ে বিশ্রাম নেব । হঠাৎ মনে হলো কি ব্যাপার যে ভদ্রমহিলা আমাকে ' বাই , আবার কাল দেখা হবে ' বলে বেরিয়ে যায় তাকে তো বের হতে দেখলামনা।

প্রথমে ভাবলাম হয়তো কোন কাজে আপনার বিলম্ব হচ্ছে তাই গেট বন্ধ না করে প্রায় ঘন্টা খানেক অপেক্ষা করলাম। তারপরেও যখন আপনাকে বের হতে দেখলাম না তখন কৌতূহলবশত সারা কারখানার আনাচে কানাচে প্রতিটি জায়গায় খুঁজে কোথাও না পেয়ে কেমন একট ভয় মিশ্রিত সন্দেহ হলো।

তখনই আমি হিমাগারের দরজা খুলে আপনাকে মেঝের উপর পড়ে থাকতে দেখলাম।

সত্যি বলতে কি আমি প্রতিদিন মনে মনে সকালে ' হ্যালো ' সন্ধ্যায় ' বাই ' এই শব্দ দুটো শোনার অপেক্ষায় থাকি। কেননা ওই শব্দ দুটিই আমাকে মনে করিয়ে দেয় যে 'আমিও একজন মানুষ।"

অস্থির এক সময় আমরা পার করছি,,,কেউ জানে না আগামীকাল কার জন্য কি অপেক্ষা করছে,,, প্রতিদিন যাদের সাথে তোমার দেখা হয়, তাদের জীবনে ইতিবাচক প্রভাব রাখার চেষ্টা করো।

#অঙ্গার

25/04/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Ferdouse Rasel

With Nahid Sultana Laboni – I just got recognised as one of their top fans! 🎉
25/04/2025

With Nahid Sultana Laboni – I just got recognised as one of their top fans! 🎉

24/04/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

24/04/2025

Address

627 Royston Road
Port Glasgow

Telephone

+447930445117

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beauty Bunch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share