24/06/2025
📍Road Trip Memories | Wales 8-Day Journey
Last year, my wife Nirupama and I went on an 8-day road trip across North Wales and parts of South Wales. We stayed in three different areas, camping at three different campsites—each place with its own charm.
We travelled like a Nordic couple—simple, slow, and close to nature. No fancy meals, just enough to keep us going. We visited so many beaches, waterfalls, and coastlines that we honestly lost track of where we were.
Sadly, Nirupama lost all the pictures from her phone… until yesterday. I found a few photos and videos backed up on Google Photos, and they brought everything flooding back.
Looking at them, I felt something deeply—those days were truly magical. And once again, it reminded me:
Life is what you make of it.
If you don’t create memories, what’s left?
Live fully.
Live until you die.
⸻
📍রোড ট্রিপের স্মৃতি | ওয়েলস ৮ দিনের সফর
গত বছর আমি আর আমার স্ত্রী নিরুপমা ৮ দিনের জন্য নর্থ ওয়েলস আর কিছুটা সাউথ ওয়েলস ঘুরে এসেছিলাম। আমরা তিনটা আলাদা জায়গায় থেকেছি, আর তিনটি ভিন্ন ক্যাম্পসাইটে ছিলাম—প্রতিটা জায়গারই ছিল আলাদা একটা রূপ।
একদম নর্ডিক দম্পতির মতো চলেছিলাম—সাধারণ, ধীর, আর প্রকৃতির কাছাকাছি। তেমন কিছু খাইনি, শুধু বাঁচার মতো যতটুকু দরকার।
এত সৈকত, ঝর্ণা আর উপকূল ঘুরেছিলাম যে এখন ঠিক মনে পড়ে না কোনটা কোথায় ছিল।
সব ছবি হারিয়ে গিয়েছিল নিরুপমার ফোন থেকে… কিন্তু গতকাল হঠাৎ করে গুগল ফটোস-এ কিছু ছবি আর ভিডিও খুঁজে পেলাম। সব স্মৃতি আবার ফিরল।
ছবিগুলোর দিকে তাকিয়ে একটা কথা আবার মনে পড়ল—
জীবন আসলে যেমন বানাও, ঠিক তেমনই হয়।
স্মৃতি না থাকলে, জীবনের মানেই বা কী?
মন খুলে বাঁচো, প্রাণ খুলে বাঁচো।
মরে যাওয়ার আগ পর্যন্ত সত্যিকারের বেঁচে থাকো।