অনুভূতি-Feelingsヅ

অনুভূতি-Feelingsヅ আপনার না বলা অনুভূতি গুলো প্রকাশ হোক আমার কন্ঠে, আমার লিখায়। Inbox is available.

03/03/2025

Shoes are meant for the feet, not the head. Likewise, granting excessive respect to an unworthy person only fuels their arrogance and becomes a B**C.

07/09/2024

আমাদের যা কিছু ভালো হওয়ার কথা ছিল, সেসব ভালো তোমার হোক। Shawpnil Chakrabarty X Jh Joy X Rajon'S art

04/04/2024

সমাজের সবচেয়ে অবহেলিত মানুষ হচ্ছে পুরুষ মানুষ। এই পুরুষ তান্ত্রিক সমাজে পুরুষের সব ক্ষমতা থাকার পরও কি যেন নেই তাদের। কিসের যেন এক অজানা অক্ষমতার কারণে এরা অবহেলিত, অপমানিত সেটা কেউ জানে না। এরা সমাজের কাছে অবহেলিত, পরিবারের কাছে অবহেলিত।

স্ত্রী/ সন্তান, সখের প্রেমিকা, বন্ধু/বান্ধবের কাছে তীব্র মাত্রায় অবহেলিত। হার ভাঙ্গা খাটুনির পর নিম্নতম একটু প্রশংসার অযোগ্য এই অসহায় মানুষ গুলো। পুরুষ মানুষ কবে কার কাছে একটু সঠিক ভালবাসা পেয়েছে আমার জানা নেই। যারা পেয়েছে তারা কেবল কৃত্তিম ভালবাসা পেয়েছে, প্রকৃত অর্থে নয়।

পরিবারের সবার সমান তালে চাহিদা পূরণ করতে না পারলে অবহেলিত, সখের প্রেমিকার আবদার মেটাতে না পারলে অবহেলিত। তবুও এরা আঁকড়ে ধরে রাখতে চায় এদেরকে কিন্তু কিসের আশায়?

সেদিন দেখলাম, সাংবাদিকরা মহিলা/মেয়েদের ইন্টারভিউ নিচ্ছে ঈদের কাপড়ের বাজেট নিয়ে সবাই বলছে ৫ হাজার/ ১০ হাজার/ ২০ হাজার কিন্তু কোনো পুরুষ বুকে হাত দিয়ে বলার সাহস পায়নি তাদের বাজেট ১হাজার টাকা। কি ভ'য়ংকর না ব্যাপার টা?

কিন্তু এই মানুষদের বাজেটের যে ৫/১০/২০ সংখ্যা টা এটা কিন্তু একজন কিংবা বহুজন পুরুষের মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের সংখ্যা। এই পুরুষদের বাজেটের সংখ্যা টা কোথায় গেল কেউ বলতে পারেন?

আমাদের অজানা, সমাজের অজানা, সখের নারীর অজানা। আমি কাউকে ছোট করার জন্য কথা গুলো বলিনাই তবে এই প্রশ্নটা রয়েই যায়। পৃথিবীর জন্মের পর থেকে এই পুরুষ মানুষ কিসের অভিশাপ বয়ে বেড়াচ্ছে আমি জানিনা, সত্যিই জানিনা।

~Jh Joy

30/03/2024

আমরা সবাই একটা সময় হারায় যাই।
খুব করে হারায় যাই, ভুল করে কিংবা ইচ্ছা করেই।
তুমি হয়ত হারিয়ে গেছো অবুঝ ছলনায়, আমি হয়ত বা হারিয়েছি চেনা ঠিকানা ছেড়ে অন্য কোনো ঠিকানায়। তারা হয়ত হারিয়ে গেছে সুখের দু-ডানায়। কেউ কারো সাথে যোগাযোগ রাখছি না আবার ভুলেও গেছি এমনটা না। হটাৎ যখন আকাশ বিষন্ন হয় গোধূলির রং যখন ফ্যাকাসে হয়ে যায়, যখন ঝুম বৃষ্টির গন্ধ মাতাল করে দেয়, তখন আমরা একাকী বসে বৃষ্টি ছুয়ে আনমনে ফিরে যেতে চাই আমাদের প্রাচীন ঠিকানায়।যেখানে ফেলে এসেছি হাজারো কলিজা ছেড়া স্মৃতি চরম অবলীলায়। তখন আমরা আবার হারাই, হারিয়ে যাই সাত রঙা জীবন থেকে আক্ষেপ মাখা অতীতের সাদাকালোতে। একটা সময় আমরা হারায় যাই, ভুল করে কিংবা খুব ইচ্ছা করেই।

~Jh Joy

29/03/2024

দেখলাম আমার দূরত্ব তোমাকে ভালো রেখেছে তাই আর কাছে যাওয়ার চেষ্টা করিনি। কারণ আমি জানি ভালোবাসা দূর থেকেই সুন্দর।

Lines: collected. Voice: Jh Joy

#কবিতা

06/03/2024

একটা সময়ে এসে মানুষ নিজেকে খুব বাজেভাবে দোষারোপ করে যেমন ধরেন ; এই জিনিসটা করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল কিংবা এই মানুষটাকে ভালবাসা আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ।

এমন বিভিন্ন ধরনের দোষ আমরা নিজের কাধে বয়ে বেড়াই আর অনুশোচনা করি, তারপর একটা সময় এসে আমরা আবার রিয়েলাইজ করি যে যা হইছে ভালোর জন্যই হইছিল। যদি এটা না হতো আজ আমার পরিস্থিতি আরো খারাপ হতো, আবার কেউ মনে করি যদি আগে ভুলটা না করতাম তাহলে আজ ভালো কিছু হতো।

এই যে আমাদের ভুল করা আবার এই ভুলের মাশুল দেওয়া অথবা অনুশোচনা করা এগুলো আসলে সবই একটা সময়কে কেন্দ্র করেই হয়। সময় কিন্তু পরিবর্তন হয় এটা মনে রাখতে হবে।
ভালো করে খেয়াল করে দেখবেন আপনার টাইমলাইনে কয়টা মানুষ ভালো আছি বলে পোস্ট করে যদি করেও তাহলে হাতে গুনা দু-একজন হবে আর বাকি সবাই আপনার মতোই কোনো না কোনো অনুশোচনা নিয়ে বেচে আছে।

সবাই সুখী হয় আবার সবাই-ই দুঃখী হয়। প্রকৃতি কখনোই কাউকে আজীবন সুখী করে রাখে না আবার দুঃখী করেও রাখে না। তাই যেই পরিস্থিতিতেই থাকেন না কেনো ওই পরিস্থিতিকে নিজেকে সন্তুষ্ট রাখেন, দেখবেন প্রকৃতির চাকা ঘুরতে ঘুরতে একদিন সুখ আপনার দুয়ারে এসে কড়া নাড়বে।

~Jh Joy

04/03/2024

কারো কারো হয়ত ফ্যামিলি প্রব্লেম চলে, কারো কারো হয়ত ক্যারিয়ারের চিন্তায় রাতে ঘুম হয়না।

Voice & video: Jh Joy
Lines: DM for credit.

24/02/2024

একটা বিরতি দরকার।
জীবনটাকে নিয়ে হাপিয়ে উঠছি একটা বিরতি দরকার, একটা লম্বা বিরতি। কিছু সময় একান্তই নিজের জন্য দরকার। এই কোলাহল থেকে দূরে কোথাও গিয়ে আনমনে বসে থাকা দরকার। সেখানে শুধু আমার আর নিশ্চুপ তারা গুলোর একটা মূহুর্ত হওয়া দরকার। মৃদু হাওয়ার সাথে বৃষ্টির সন্ধিকালে এক মুহূর্ত ভেজা দরকার। এই কোলাহলে শ্বাস বন্ধ হয়ে আসছে। একটু শান্তির নিঃশ্বাস দরকার। সত্যিই একটা বিরতি খুব দরকার।

~Jh Joy

24/02/2024

আমি তোমার হতে চেয়েছি বলেই যে মানুষ টা আমাকে খুব করে চেয়েছে, সে আমাকে পায়নি।

Jannat Khushbu X Jh Joy X Aditi Hafiz

19/02/2024

অপেক্ষা করতে করতে একদিন আবিষ্কার করলাম আমি অপেক্ষাতেই আবদ্ধ। কেউ কখনো ফিরে আসে না যদি সে চলে যায়। মনে রাখতে রাখতে একদিন আমি আবিষ্কার করলাম আমাকে ভুলে যাওয়ার মানুষের অভাব নেই। কেউ কখনো মনে রাখে না যদি সে ভুলে যেতে চায়। কেউ যাওয়ার আগে বলে যায় না আমি ফিরে আসব তবুও আমরা কারো না কারো জন্য অনিশ্চিত আগমনের আশায় অপেক্ষা করি। কেউ ভুলে যাওয়ার আগে কখনো বলে যায় না আমি ভুলে যাচ্ছি। তবুও আমরা কারো না কারো মনে থেকে যাওয়ার অহেতুক বাহানা বানাই। এই যে অপেক্ষা, এই যে মনে রাখা এগুলো আমরা না চাইতেই করি। আমরা নিজেই জানি না কেন আমরা অপেক্ষায় থাকি, ছিলাম। আমরা নিজেই জানিনা কেন আমরা কাউকে মনে রেখে দিচ্ছি, দিয়েছিলাম। আমাদের অজানা হয়ে থেকে যায় অনেককিছুই। দিনশেষে দেখি কেউ ফিরে আসে না, কেউ মনে রাখে না। তবুও শেষ বিশ্বাস হারাতে চাই না। চাই না মেনে নিতে আমরা তাদের জন্য হলেও কেউ আমাদের জন্য নাহ।

~Jh Joy

14/02/2024

একদিন তোমাকে সব বলে দিব। এই যে আমার কেমন করে দিন যায়, রাতের শেষ সময়টাতে এসে আমার কেমন অ'সহায় লাগে নিজেকে? বলে দিব আমার চি'ৎকার গুলো কিভাবে আমি চেপে পাথর বানিয়ে রাখি! তুমি চলে যাওয়ার পর ৩০৬ রাত পর্যন্ত আমার সাথে কি কি হইছিল? পাজরের ব্য'থায় আমার জ্বরের তাপমাত্রা বেড়ে কোথায় গিয়ে পৌঁছেছিল? আমি তোমাকে বলে দিব আমার সেই না ঘুমিয়ে থাকা, সেই কান্নায় ফুলে যাওয়া দুচোখের অভিশাপ গুলো। কতটা নৃ'শংস ছিল তোমার চলে যাওয়া, কি নি'র্মম ছিল তোমার শেষ কথা! কি অ'ভিশপ্ত ছিল তোমার কথা দেওয়া। কি ভ'য়ংকর ছিল তোমার আসা যাওয়া। সব বলে দিব সব।

~Jh Joy

11/02/2024

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when অনুভূতি-Feelingsヅ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অনুভূতি-Feelingsヅ:

Share