London বাংলা News

  • Home
  • London বাংলা News

London বাংলা News আর নিউজ সত্যের সন্ধানে সব সময়

*প্রবাসীরা পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন*
21/08/2025

*প্রবাসীরা পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন*

অনুপম নিউজ ডেস্ক: কোনো প্রবাসীর পাসপোর্ট না থাকলেও তাকে ভোটার করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২০ আগস্ট) স্যান্ড.....

21/08/2025

কয়েস লোদী করে অস্বীকার…চুনোপুটি হয় বহিস্কার!

21/08/2025

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইলেন শেখ হাসিনা, অডিও ভাইরাল

আজ ২১ আগষ্ট ২০২৫ ঈসায়ি, রোজ: বৃহস্পতিবার  তানযীমুল মাদারিস সিলেট বিভাগ 'র সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মহাসচিব পদে ৩য় মেয়...
21/08/2025

আজ ২১ আগষ্ট ২০২৫ ঈসায়ি, রোজ: বৃহস্পতিবার তানযীমুল মাদারিস সিলেট বিভাগ 'র সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মহাসচিব পদে ৩য় মেয়াদে পুনঃমনোনীত হয়েছেন Jamia Islamia Bohorgram, Golapgonj, Sylhet এর মহাপরিচালক হযরত মাওলানা এনামুল হক সাহেব (দা.বা.)

তার আদালতের ক্লিপস অনলাইনে এক বিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে। সাধারণ বিচারকদের মতো কঠোর না হয়ে তিনি গড়ে তুলেছিলেন ভিন্নধর...
21/08/2025

তার আদালতের ক্লিপস অনলাইনে এক বিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে। সাধারণ বিচারকদের মতো কঠোর না হয়ে তিনি গড়ে তুলেছিলেন ভিন্নধর্মী ব্যক্তিত্ব, যেখানে ন্যায়বিচার ও মানবিকতা পাশাপাশি চলে।

21/08/2025
বঙ্গবন্ধুর শেষ সন্ধ্যায়........... ১৪ আগস্ট ১৯৭৫, সন্ধ্যা৬:৫০ মিনিট।আজ থেকে ঠিক পঞ্চাশ বছর আগেআমি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে...
21/08/2025

বঙ্গবন্ধুর শেষ সন্ধ্যায়...........
১৪ আগস্ট ১৯৭৫, সন্ধ্যা৬:৫০ মিনিট।
আজ থেকে ঠিক পঞ্চাশ বছর আগে
আমি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আব্দুল মতিন চৌধুরী গণভবনে গিয়েছি বঙ্গবন্ধুর সাথে দেখা করার জন্য।
পরের দিন ১৫ আগস্ট। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন।
প্রস্তুতির সর্বশেষ অবস্থা জানানোর জন্যই আমাদের আসা।
গাড়িতে আমরা কি কি বিষয়ে আলোচনা করবো সেগুলোও ঠিক করেছি।

ঐ দিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় কিছু অস্বাভাবিক ও অস্বস্তিকর ঘটনা ঘটে। সকালে উঠেই শুনি সামসুন্নাহার হলের সামনে রাস্তায় একটি পাকিস্তানি পতাকা উড়ানো দেখা যাচ্ছে।
ঐদিন পাকিস্তানের স্বাধীনতা দিবস ছিল।
এর কিছুক্ষণ পরই বিশ্ববিদ্যালয় লাইব্রেরীর সামনে দুইটা পটকা বিস্ফোরণ হয়। তার কিছুক্ষণ পর খবর পাওয়া যায় সায়েন্স এনেক্স ভবনে একটা বাজারের ব্যাগে বেশ কিছু ককটেল পাওয়া গেছে।

আমরা পুলিশ ও সব গোয়েন্দা সংস্থায় খবর দেই এবং তারাও তৎপর হয়ে উঠে।
আমরা ঠিক করেছিলাম এই বিষয়গুলোও বঙ্গবন্ধুকে জানাবো।

আমাদের মিটিংয়ের সময় ছিল সন্ধ্যা সাতটা। কিন্তু, আমরা পৌছানোর পরপরই হানিফ ভাই, তোফায়েল ভাই সহ অন্যান্য উচ্চপদস্থ সবাই ছুটে এলেন এবং ভিসি স্যারকে বললেন " উনি আপনাদের জন্যই অপেক্ষা করছেন।"

আমরা ঢুকতেই বঙ্গবন্ধু এগিয়ে এসে বললেন-
"কি প্রফেসর স্যার, খুব কষ্ট হইতাছে,খাটনি যাইতাছে না। আমিও এক্সসাইটেড, অনেক দিন পর ঢাকা ইউনিভার্সিটি যাচ্ছি। অনেক কথা আছে।"

তারপর আমার দিকে তাকিয়ে বলেন," কি ছোট নেতা, মুখ শুকনা ক্যান? ঝামেলা? কালকে আমি নতুন দিনের ডাক দিব "।

ভিসি স্যার বললেন, " না, মানে আজ সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়........

"হ্যাঁ ,হ্যাঁ আমি সব জানি।পাকিস্তানি পতাকা, বোমা,পটকা- এ সব দিয়ে কিচ্ছু হবে না। কাল থেকে শুরু হবে নতুন জীবন।"- থামিয়ে দিয়ে বঙ্গবন্ধু বললেন।
আমরা আগামীকালের সব কর্মসূচি জানালাম।

চা-নাস্তা আসলো। উনি সব শুনে বললেন-ঠিক আছে, আমি কার্জন হলে নামবো, ফজলুল হক হলের ক্যান্টিনে একটু নামবো। ওখানে ছাত্র লীগ প্রতিষ্ঠা হয়েছিল। মধুর ক্যান্টিনে যেতে দিল না সিকিউরিটি।
তাঁর বিশ্ববিদ্যালয় জীবনের বেশ কিছু স্মৃতির কথা বললেন।অনেকক্ষণ।

হঠাৎ উঠে গিয়ে দেয়াল টানানো ছবিগুলো দেখানো শুরু করলেন।সাথে বর্ননা।
ফিডেল ক্যাস্ট্রো, যোসেফ ব্রজ টিটো, ব্রেজনেভ, রাশিয়া ,চীন,ইন্দিরা গান্ধী-অনেক অনেক।

এই পুরো সময়টাতে আর একজন মাত্র মানুষ ছিল। তার নাম খন্দকার মোশতাক। সারাক্ষণ একটি কথাও বলেন নি।
প্রায় বিদায়ের মুহুর্তে বললেন," মুজিব ভাই, আমি কিন্তু কাল যাচ্ছি না। একটু দশপাড়া যামু।"

সাথে সাথে বঙ্গবন্ধু বললেন," চোরা, এইটা আবার তোর কি চোরা বুদ্ধি। কালকে নতুন ডিক্লারেশন দিব। শুরু হবে নতুন দিন"।

-না, মানে বাড়িতে আপনার জন্য কিছু কৈ মাছ ধরে রাখছে। ওগুলো নিয়ে আসবো। সন্ধ্যার মধ্যে ফিরে আসবো। চিন্তা কইরেন না।

"কৈ মাছ আনতে তোর যাইতে হবে? যত সব চোরা বুদ্ধি।"

সেটাই ছিল গণ ভবনে বঙ্গবন্ধুর শেষ সাক্ষাৎ। এর পর ৩২ নম্বরে চলে গেলেন-বললেন কয়েকজন সিনিয়র নেতা আসবেন। আমরা ফিরে এলাম বিশ্ববিদ্যালয়ে।

এরপর এক অন্ধকার ইতিহাস..........
৫০ বছর পর ঐ সন্ধ্যার কথা মনে পড়ে।এর পর দিন থেকে ঠিকই নতুন দিন শুরু হয়েছিল। সেটা খন্দকার মোশতাকদের দিন।
বঙ্গবন্ধুর মত এমন মহামানব,জাতির জনকের সাথে শেষ সন্ধ্যা পর্যন্ত দেখা হয়েছে-এটা ভাবতেও অবাক লাগে। আমরা কত শতবার তাঁর সাথে দেখা করেছি হিসাব দিতে পারবো না।
বঙ্গবন্ধুকে আমি কখনও শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা হিসাবে দেখিনি।
উনি একজন পূর্ণাঙ্গ মানুষ।স্নেহ,ভালোবাসা,মমতা,মানবতা,দৃঢ়, কঠোর,সুখ- দু:খ,আনন্-বেদনা-সব মিলিয়েই তিনি ছিলেন একজন পরিপূর্ণ মানুষ।
বঙ্গবন্ধুকে এত কাছ থেকে দেখার ও কাজ করার সুযোগ কোনো দিনই হোত না,যদি আমি ডাকসুর সাধারণ সম্পাদক নির্বাচিত না হতাম।

১৯৭২ এর মে মাসে আমরা ছাত্র লীগকে পরাজিত করে ডাকসু নির্বাচনে জয়লাভ করি।
শুধু ডাকসু নয়, দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে তখন ছাত্র ইউনিয়ন-এর জয় জয়কার।
এই বিপুল বিজয়ের পর আমরা যখন বঙ্গবন্ধুর সাথে দেখা করতে যাই, উনি উচ্ছ্বসিত। সবাইকে মিষ্টিমুখ করালেন।গণ ভবনের সবাইকে ডেকে বললেন 'গণ ভবণের দরজা এদের জন্য উন্মুক্ত'। আর আমাদের বললেন,'তোরা যে কোন সময় আমার কাছে চলে আসবি।'

এই কথা যে এত সত্যি ছিল, কল্পনাও করিনি। পরবর্তীকালে বন্যার সময়, দুর্ভিক্ষের সময়, শিক্ষা নীতি প্রনয়নের সময় আমরা প্রায় প্রতিদিন দেখা করেছি।
কোন কোন সময় দিনে একাধিকবারও দেখা করেছি।
আমরা তাঁকে দেখেছি খাবার টেবিলে, এরিনমোর তামাক ও পাইপ হাতে সাদা লুঙ্গি-গেঞ্জি পরা অবস্থায়, দেখেছি গণভবনের অফিস কক্ষে।

আমরা তাঁর রাগ দেখেছি, অভিমান দেখেছি, আদর দেখেছি,মমতা দেখেছি।
একেই বলে প্রকৃত নেতা,পূর্ণাঙ্গ মানুষ,জাতির জনক।

এই বঙ্গবন্ধুর শেষ সন্ধ্যাটা আমরা পেয়েছিলাম,এ আমার পরম সৌভাগ্য। বঙ্গবন্ধুর মৃত্যু নাই।
উনি বেঁচে থাকবেন আমাদের জীবনে চিরকাল।
জয় বাংলা !

🖋️[মাহবুব জামান (ডাকসুর জিএস ছিলেন)। ছাত্র ইউনিয়ন করতেন। গত ১৫ আগষ্ট তারিখে তার ফেসবুকে প্রোফাইলে ১৯৭৫ সালের ১৪ আগষ্টের সন্ধ্যায় বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর শেষ সাক্ষাতের বিষয়ে উপরের পোস্টটি দিয়েছেন। ]

‘ফাইল আটকে রাখব’—কমিশন নিয়ে উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস #কমেন্টে_ভিডিও_লিংক_দেওয়া_আছে সম্প্রতি ফাঁস হওয়...
21/08/2025

‘ফাইল আটকে রাখব’—কমিশন নিয়ে উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস

#কমেন্টে_ভিডিও_লিংক_দেওয়া_আছে

সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিও নিয়ে দাবি করা হচ্ছে— ওই অডিওতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রেস সেক্রেটারি মাহফুজ আলম একজন ঠিকাদারের সঙ্গে কমিশন নিয়ে দর-কষাকষি করেছেন। তবে ঠিকাদারের পরিচয় জানানো হয়নি। অডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর।

সাংবাদিক জাওয়াদ নির্ঝরের ফেসবুকে শেয়ার করা ওই অডিওতে মাহফুজ আলমকে বলতে শোনা যায়, ‘এগুলো কালকে সাইন করাব, এখন আমাকে বলেন কালকে ওরা কী করবে আর এরপরে কী করবে? তিনি বলেন— না, না, নোয়া (চুক্তিপত্র) পর্যন্ত যাওয়া যাবে না। আমি যেটা করছি তা হলো অ্যাডভাইজর মহোদয় সাইন করবেন, ফিফটি পার্সেন্ট দিয়ে দেবে; সিসিজিবি পাস হবে, বাকি ফিফটি পার্সেন্ট দিয়ে দেবে। তাকে আরো বলতে শোনা যায়, আপনি ওদের বলেন এখন সবগুলা হচ্ছে এই ফরমেটে।’

তিনি বলেন, ‘কোনো ঠিকাদারের সঙ্গে কথা বলা, কোনো থার্ড পারসন অথবা কারো সঙ্গে বসা তো দূরের কথা, দেখা করা তো আরো দূরের কথা, ফোনেই কিন্তু আমি কথা বলছি না কারো সঙ্গে। আপনার সঙ্গে বলতেছি, কারণ আপনার সঙ্গে একটা ট্রাস্ট গ্রো (বিশ্বাস তৈরি হয়েছে) করছে, সেই কারণে বলতেছি।’

মাহফুজ আলমকে বলতে শোনা যায়, ‘আমি যদি কালকে সাইন করাই, তাহলে পেমেন্ট কি কালকে করতে পারবে?’

মাহফুজ আলম বলেন, ‘কাজ কনফার্ম করে দিলে ৩% এটা হইলো নাকি? শোনেন, আমি আপনাকে একটা কথা বলি- কক্সে (কক্সবাজার) এখন কিছু কাজ চলছে ডিপিডিসির, যেগুলো সিক্স পার্সেন্টে (৬%) আমি করেছি।... ওয়ান (১%) যে মিডলম্যান সে নিচ্ছে, আর ফাইভ (৫%) হচ্ছে মিনিস্ট্রির জন্য। তো এগুলো তো ধরেন অ্যাবাভ (বেশি) ধরা থাকে ভাই, বুঝেন নাই? যখন যে কাজগুলো ডিপিডি (প্রকল্পের বিস্তারিত নথি) হয়, সবগুলোর অ্যাবাভ (বেশি) ধরে ডিপিডি হয়। কোনটাকে সমান সমান ধরে ডিপিডি করা হয় না।’

পৃথক আরেকটি ফোনালাপে তাকে বলতে শোনা যায়, ‘হ্যাঁ, আজকে হচ্ছে, এসব হবে আজকে রাতে হওয়াই দিবো। পরশু দিন তো আমি নোয়া-ই (চুক্তিপত্র) করাব।... না, না, না তাইলে আমি এটা ফেলে রাখি, ঈদের পর করাব। আমি ফাইল আটকে রাখব এখন।... কমিটমেন্ট ঠিক না থাকলে তো এখন দেখছেন। আপনার জন্য আমি আজকে কী ধরনের অ্যাক্টিভিটিস করছি, আপনার কোনো ধারণা আছে?...এর পরে আপনি আমাকে যদি এগুলা শোনান বা ওরা এগুলা শোনায় এটা হইলো কিছু?’

তিনি বলতে থাকেন, ‘আপনি আপনার কথা ঠিক রাখতে হবে। দ্বিতীয়ত, আপনি যেটা বলেন সেটা আমি কনভে করি। কথা দুই রকম হইলে কিন্তু সমস্যা হয় বুঝছেন?...আমি আজকে ইজিপি করাব, করায়ে কিন্তু আমি নোয়া ঝুলিয়ে রাখব। আপনি কনফার্মেশন দেবেন, এরপরে নোয়া। আর দুইটা ১.৫, দুইটা ১ পার্সেন্ট এগুলো কিন্তু হবে না ভাই; ১.৫ মানে ১.৫, দ্যাটস ইট।’

সোশ্যাল মিডিয়ায় এই অডিও ফাঁস নিয়ে চলছে আলোচনা। অনেকেই ঘটনাটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। কেউ কেউ বলছেন, বিষয়টি সত্য হলে এটি প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহির প্রতি বড় চ্যালেঞ্জ। একজন মন্তব্যে লিখেছেন, ‘এটা যদি সত্যি হয়, তবে এটা শুধু ব্যক্তি মাহফুজের না, পুরো প্রশাসনিক ব্যবস্থার দুর্নীতির প্রতিফলন।’

Address


Alerts

Be the first to know and let us send you an email when London বাংলা News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share