Voice Of Biswanath

Voice Of Biswanath এই পেইজটি শুধুমাত্র বিশ্বনাথের নিউজ ?

আপনার পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন।
19/10/2025

আপনার পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন।

19/10/2025

সিলেট-২ আসনে নতুন মোড়!

হুমায়ুন কবিরকে তারেক রহমান এমপি নির্বাচনে না যেতে পরামর্শ দেওয়ায় তাহসিনা রুশদীর লুনার পথ অনেকটা নিশ্চিত।

সূত্র : দৈনিক সমকাল
HighLight ゚viralシfypシ゚viralシalシ

19/10/2025
19/10/2025

বিশ্বনাথ ওসমানী নগরে ইলিয়াস পত্নী লূনা ছাড়া অন্য কাউকে ভাবছেন না সাধারন জনগন।

সম্মানিত বিশ্বনাথ-ওসমানীনগরবাসিআস্সালামুওলাইকুম,বিশ্বনাথে গতকাল রাতে যে অনাকাঙ্খিত ঘটনা হয়েছে সেটা উদ্দেশ্য প্রণোদিত ।স...
11/10/2025

সম্মানিত বিশ্বনাথ-ওসমানীনগরবাসি
আস্সালামুওলাইকুম,
বিশ্বনাথে গতকাল রাতে যে অনাকাঙ্খিত ঘটনা হয়েছে সেটা উদ্দেশ্য প্রণোদিত ।সবাই কে ধৈর্য্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলা করার জন্য অনুরোধ করছি। ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে পা দেয়া যাবেনা । সকল প্রকার সংঘর্ষ এড়িয়ে নিজেদের কাজ করার পরামর্শ দিচ্ছি । ধানের শীষএবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেবার যে দায়িত্ব আপনাদের দিয়েছি সেটা নিষ্ঠার সাথে পালন করুন । কথায় বলে “ যে সয় সে রয়“ ।

তাহসিনা রুশদীর
বি এন পি চেয়ারপার্সনের উপদেষ্টা

বিভ্রান্তিতেও অবিচল লুনা ওয়েছ খসরুসিলেট-২ আসন নিয়ে চলছে নানা আলোচনা, জল্পনা। মাঠেও সমালোচনা তুঙ্গে। এমন পরিস্থিতিতে গতকা...
06/10/2025

বিভ্রান্তিতেও অবিচল লুনা

ওয়েছ খসরু

সিলেট-২ আসন নিয়ে চলছে নানা আলোচনা, জল্পনা। মাঠেও সমালোচনা তুঙ্গে। এমন পরিস্থিতিতে গতকাল সিলেটের টিভি মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলেছেন এ আসনের সম্ভাব্য প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। ইমজা’র কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবিরের নাম। এক প্রশ্নের উত্তরে লুনা জানান- ইলিয়াস আলী গুমের পর দলীয় চেয়ারপারসনের নির্দেশে তিনি ইলিয়াসের হয়ে মাঠে নামেন। এখনো মাঠেই আছেন। কাজ
করছেন। তিনি বলেন- দলের নির্দেশে নির্বাচনের জন্যও কাজ করছেন। নেতাকর্মীরা তার সঙ্গে রয়েছে। তবে প্রবাসী প্রার্থী সম্পর্কে তিনি কোনো মন্তব্যই করেননি। বলেন- বিএনপি সিলেট-২ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করুক। এরপর আপনাদের কাছে সব পরিষ্কার হয়ে যাবে। অন্য এক প্রশ্নের জবাবে তাহসিনা রুশদীর লুনা জানান- আওয়ামী লীগ ভোট কোথায় যাবে সেটি আওয়ামী লীগ জানবে। এখানে তো বিএনপি’র তরফ থেকে কোনো মন্তব্য করা যায় না। তারা ভোটের মাঠে যে বিভ্রান্তি ছড়াচ্ছে এতে বিএনপি’র ভোটাররা বিভ্রান্ত নয়। বিএনপি’র ভোট বিএনপি’র। গত ১৫ বছর বিএনপি’র নেতাকর্মীরা ভোট দিতে পারেননি। এবার ভোটাররা অনেক বেশি সচেতন। কেউ বিভ্রান্ত করতে পারবে না বলে জানান- তিনি। ইলিয়াসপত্নী লুনা স্বামীর অবর্তমানে ২০২১২ সালের প্রথমার্ধ্বে সিলেট-২ আসনে প্রথমে দলীয় নেতাকর্মীর অভিভাবক হিসেবে নামেন। নানা চড়াই-উৎরাইয়ের মধ্যে যেতে হয়েছে তাকে। প্রতিকূল পরিবেশেও তিনি নেতাকর্মীদের সঙ্গ ছাড়েননি। নেতাকর্মীদের তিনি আগলে রাখেন। শক্ত হতে হাল ধরার কারণে বিশ্বনাথ ও ওসমানীনগরে একত্রিত হয়েই কার্যক্রম চালাচ্ছে। কোনো কোন্দল নেই। ২০১৮ সালের নির্বাচনে তিনি বিএনপি’র মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু ওই নির্বাচনে সরকারের তরফ থেকে নানা নাটকীয়তায় শেষ পর্যন্ত প্রার্থী হতে পারেননি। এবার নির্বাচনকে সামনে রেখে সিলেটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়ম শুরু করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। প্রথমেই তিনি টিভি মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় লুনা জানান- স্বামী এম. ইলিয়াস আলী গুম হওয়ার পর নেতাকর্মীদের প্রয়োজনে তিনি মাঠে নেমেছিলেন। এরপর তিনি রাজনীতিতে পথচলা শুরু করেন। এখন বিএনপি’র দলীয় পদে রয়েছেন। এতদিন তিনি ট্রমার মধ্যে ছিলেন। স্বামী নিখোঁজের পর সন্তান, পরিবার ও নেতাকর্মীদের নিয়ে রাজনীতিতে সক্রিয় ছিলেন। এবার নির্বাচনকে সামনে রেখে সাংবাদিক, সুশীল সমাজ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।

তরুণদের সঙ্গে মতবিনিময়: বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নে ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকা ও ভাবনা’- শীর্ষক মতবিনিময় সভা করেছেন তাহসিনা রুশদীর লুনা। স্থানীয় বৈরাগী বাজারস্থ একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করে ইউনিয়ন ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল। সভায় এলাকার কয়েক শতাধিক তরুণ-তরুণী অংশ নেন এবং নানা প্রশ্ন ও চিন্তার কথা তুলে ধরেন। এতে লুনা বলেন- বর্তমান প্রজন্মের চিন্তা ও প্রশ্নের উত্তর খোঁজার মধ্য দিয়েই তৈরি হবে নতুন নেতৃত্ব। রাজনীতিকে পুনরুদ্ধার করতে হবে মূল্যবোধ ও নৈতিকতার ওপর। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সেই নতুন প্রজন্মের রাজনীতি প্রতিষ্ঠায় দৃঢ়ভাবে কাজ করছে। ৩১ দফা বাস্তবায়ন হবে। আর এরমধ্যে আছে আদর্শভিত্তিক ছাত্র রাজনীতি সৃষ্টি, অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থান সৃষ্টি করে তরুণদের কাজে লাগানো, রাস্তাঘাট অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মুদ্রাস্ফিতি কমিয়ে দ্রব্যমূল্য যৌক্তিক পর্যায়ে নেয়া, দুর্র্নীতি প্রতিরোধে দৃশ্যমান পদক্ষেপ, নীতিমালা প্রণনয়নের মধ্য দিয়ে যুবকদের কাজে লাগানো, বেকার ভাতা চালু, সরকারি সেবা বিকেন্দ্রীকরণ, শ্রমজীবীদের ন্যায্য মজুরি নিশ্চিত, বিচার ন্যায় বিচার নিশ্চিত, স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসার ব্যবস্থা করা, ধর্মীয় স্বাধীনতা, নারীদের সুরক্ষা, কৃষকের উৎপাদন ও বিপণনে কার্যকরী পদক্ষেপ নেয়াসহ সকল কিছু বাস্তবায়ন করবে। দীর্ঘদিনের জঞ্জাল, অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করতে তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে। রামপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রাজন খানের সভাপতিত্বে সভায় বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন কলেজ শিক্ষার্থী ফাহিমা আক্তার, এহসানুল হক মিরাজ, সাদিকুর রহমান, নাহিদ আহমদ, সাইদুল ইসলাম, ফাহাদ আহমদ, নাঈম আহমদ প্রমুখ। সভায় উপজেলা ও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার তরুণ- তরুণীরা উপস্থিত ছিলেন।

বিশ্বনাথে তারুন্যের সমাবেশ  তাহসিনা রুশদীর লুনা ইলিয়াস ভয়েজ অফ বিশ্বনাথ :••বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা, সিলেট-২ আসনে বি...
06/10/2025

বিশ্বনাথে তারুন্যের সমাবেশ তাহসিনা রুশদীর লুনা ইলিয়াস

ভয়েজ অফ বিশ্বনাথ :••বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা, সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপি পরিবর্তনের রাজনীতি করে। সাম্য ও মানবিকতার রাজনীতিতে বিশ্বাসী। তিনি বলেন, এখন তরুণদের সময়, তাদের তারুণ্য কাজে লাগিয়েই আগামীর সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব। তাই আগামীর বাংলাদেশ গঠনে তরুণদের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য।
রোববার (৫ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নে আগামীর বাংলাদেশ বির্নিমানে তরুণ প্রজন্মের ভূমিকা ও ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় বৈরাগী বাজারস্থ একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করে ইউনিয়ন ছাত্রদল ও সেচ্ছাসেবকদল। সভায় এলাকার কয়েক শতাধিক তরুণ-তরুণী অংশ নেন এবং নানা প্রশ্ন ও চিন্তার কথা তুলে ধরেন।
প্রশ্নের জবাবে ইলিয়াসপত্নী লুনা বলেন, আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ। কারণ তরুণরাই আন্দোলনের মাধ্যমে রক্ত দিয়ে আমাদের ফ্যাসিবাদমুক্ত করেছে। তিনি বলেন, তারেক রহমানের প্রণীত ৩১ দফা কর্মসূচি হলো সেই রূপরেখা, যেখানে শিক্ষা, কর্মসংস্থান, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তরুণরাই এই পরিবর্তনের প্রধান চালিকাশক্তি। আমরা যদি সচেতন, দেশপ্রেমিক ও দায়িত্বশীল প্রজন্ম তৈরি করতে পারি, তবে নতুন বাংলাদেশ গড়ে উঠবে গণতন্ত্র, ন্যায় ও উন্নয়নের ভিত্তির ওপর।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের চিন্তা ও প্রশ্নের উত্তর খোঁজার মধ্য দিয়েই তৈরি হবে নতুন নেতৃত্ব। রাজনীতিকে পুনরুদ্ধার করতে হবে মূল্যবোধ ও নৈতিকতার ওপর। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সেই নতুন প্রজন্মের রাজনীতি প্রতিষ্ঠায় দৃঢ়ভাবে কাজ করছে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন হবে। আর এরমধ্যে আছে আদর্শভিত্তিক ছাত্র রাজনীতি সৃষ্টি, অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থান সৃষ্টি করে তরুণদের কাজে লাগানো, রাস্তাঘাট অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মুদ্রাস্থীতি কমিয়ে দ্রব্যমূল্যের দাম যৌক্তিক পর্যায়ে নেয়া, দুর্ণীতি প্রতিরোধে দৃশ্যমান পদক্ষেপ, নীতিমালার প্রণনয়নের মধ্য দিয়ে যুবকদের কাজে লাগানো, বেকার ভাতা চালু, সরকারী সেবা বিকেন্দ্রীকরণ, শ্রমজীবিদের ন্যায্য

সিলেট-২ আসনে লুনাকে চূড়ান্ত করেছেন দলীয় হাইকমান্ডভয়েজ অফ বিশ্বনাথ :—-সিলেট-১ ও সিলেট -২ আসনে বিএনপি দলীয় প্রার্থী প্রায় ...
17/09/2025

সিলেট-২ আসনে লুনাকে চূড়ান্ত করেছেন দলীয় হাইকমান্ড

ভয়েজ অফ বিশ্বনাথ :—-সিলেট-১ ও সিলেট -২ আসনে বিএনপি দলীয় প্রার্থী প্রায় চূড়ান্ত করেছেন দলীয় হাইকমান্ড। এর মধ্যে মর্যাদাপূর্ণ সিলেট-১ (সদর-সিটি করপোরেশন) আসনে দলীয় মনোনয়ন পেতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির। এ ছাড়া সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি’র দলীয় প্রার্থী হচ্ছেন গুম হওয়া নেতা এম ইলিয়াস আলীর পত্নী তাহসিনা রুশদীর লুনা। সিলেটের বাকি আসনগুলোতে একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে রয়েছেন। তাদের বিষয়ে যাচাই-বাছাই করছে দলীয় হাইকমান্ড। মৌলভাবাজারের দু’টি আসনেও দলীয় প্রার্থী প্রায় চূড়ান্ত। এর মধ্যে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে এম নাসের রহমানকে দলীয় প্রার্থী করা হচ্ছে। দলীয় সূত্র জানায়, চলতি মাসের মধ্যেই অর্ধেকের বেশি আসনে দলীয় প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেয়া হবে। যাতে তারা আগে থেকে নির্বাচনী প্রস্তুতি শুরু করতে পারেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্তের কাজ চলছে পুরোদমে। ইতিমধ্যে বেশ কিছু আসনের প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। পর্যায়ক্রমে চলছে প্রার্থীদের বিষয়ে যাচাই-বাছাইয়ের কাজ। দলীয় সূত্র জানিয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ১৮০টির মতো আসনে প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে। অক্টোবরেই অনেক প্রার্থীকে দলীয় বার্তা দেয়া হবে যাতে তারা আগে থেকেই নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করতে পারেন। নির্বাচন সামনে রেখে জামায়াতসহ অন্যান্য দলের তৎপরতার বিপরীতে দলের নির্বাচনী কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়। এখন থেকেই দলের সম্ভাব্য প্রার্থী ও নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দলীয় তৎপরতা বাড়ানোর পরামর্শ দেয়া হয় বৈঠকে। এ ছাড়া নির্বাচন সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে দলীয় বার্তা পৌঁছে দেয়ারও নির্দেশনা দেয়া হয়েছে হাইকমান্ড থেকে।

জানা যায়, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে দলীয় প্রার্থী করা হচ্ছে হাজী মুজিবুর রহমান মুজিবকে। হবিগঞ্জ জেলার চারটি আসনের মধ্যে তিনটিতেই দলীয় প্রার্থী প্রায় চূড়ান্ত। হবিগঞ্জ-১ আসনে দলীয় প্রার্থী নিয়ে দো-টানা রয়েছে। এই আসনে ২০১৮ সালের নির্বাচনে বিএনপি’র দলীয় প্রতীকে নির্বাচন করেছিলেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। বিএনপি এবারো তার বিষয়ে ভাবছে। যদিও ড. রেজা কিবরিয়া নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো অবস্থান জানাননি। এ আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হিসেবে আছেন শেখ সুজাত মিয়া। তিনি এই আসনের সাবেক এমপি। হবিগঞ্জ-৩ (সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ) আসনে সাবেক পৌর মেয়র আলহাজ জি কে গউছ দলীয় প্রার্থী হচ্ছেন এটা প্রায় নিশ্চিত। হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমীরীগঞ্জ) আসনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবনকে দলীয় প্রার্থী করা হচ্ছে। এ ছাড়া হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে দলীয় প্রার্থী হতে যাচ্ছেন সৈয়দ মো. ফয়সল। এসব প্রার্থীদের শিগগির নির্বাচনী কার্যক্রম চালাতে দলীয় বার্তা দেয়া হবে বলে সূত্র জানিয়েছে। যদিও এসব আসনে এখন দলের একাধিক সম্ভাব্য প্রার্থী তৎপর রয়েছেন।

বিএনপি ক্ষমতায় গেলে ইমাম মোয়াজ্জিনদের সম্মানজনক বেতন ভাতা নির্ধারিত করা হবে: বিশ্বনাথে লুনা ইলিয়াস ভয়েজ অফ বিশ্বনাথ প্রত...
17/08/2025

বিএনপি ক্ষমতায় গেলে ইমাম মোয়াজ্জিনদের সম্মানজনক বেতন ভাতা নির্ধারিত করা হবে: বিশ্বনাথে লুনা ইলিয়াস

ভয়েজ অফ বিশ্বনাথ প্রতিনিধি:••••

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট-২আসনের সাবেক সাংসদ নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপি একটি উদার রাজনৈতিক দল ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী। বিএনপি ক্ষমতায় থাকাবস্থায় ইমাম-মোয়াজ্জিন সাহেবগণকে মূল্যায়িত করা হয়েছিল। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সরকার তাদেরকে কোন মূল্যায়ন করেনি। এমনকি ইসলামী পাঠ্যবইয়ে বিশেষ ব্যক্তির নাম দিয়ে ইসলামী মূল্যবোধকে অবমূল্যায়ন করেছে।
তিনি বলেন, ইমাম ও মোয়াজ্জিনরা মানুষকে সঠিক পথ দেখান তারাই সবচাইতে বেশি অবহেলিত। তাদের বেতন একেবারেই কম। বিএনপি ক্ষমতায় গেলে ইমাম মোয়াজ্জিনদের জন্য সম্মানজনক বেতন ভাতা নির্ধারিত করে একটি চাকুরি নীতিমালা তৈরী করে তাদেরকে মূল্যায়িত করা হবে। তিনি বলেন, সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রে ইমামদের অবদান অনেক বেশি।
মাঠ পর্যায়ে সরকারের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। জঙ্গিবাদ নির্মূল, ইভটিজিং, বাল্য বিবাহ সহ নানা জন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ইমামদের সম্পৃক্ততা সবসময় পাওয়া যায়। কারণ সমাজের কাছে ইমামদের গ্রহনযোগ্যতা রয়েছে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ইমামদের কাজ করার আহবান জানান তিনি।
রোববার (১৭ আগস্ট) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে একটি কমিউনিটি সেন্টারে ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইলিয়াসপুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতির বিশ্বনাথ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান মিলাদ, সামসুল ইসলাম জুনেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুন নুর, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা সাইফুল ইসলাম, ফেরদাউসুর রহমান, মাওলানা নিজাম উদ্দিন, মুফতি আবু বক্কর, মাওলানা সাইফুর রহমান, আব্দুল্লা আল জামিল, পৌরসভা ইমাম সমিতির সভাপতি মাওলানা খালেদ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, মাওলানা ছাইদ আহমদ প্রমুখ।-

প্রিয় বিশ্বনাথ উসমানী নগর বাসী। বিগত প্রায় ৫ বছর আগের সামান্য ভুল বোঝাবুঝি ও কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে কয়েকমাস যাবত এ...
13/08/2025

প্রিয় বিশ্বনাথ উসমানী নগর বাসী।
বিগত প্রায় ৫ বছর আগের সামান্য ভুল বোঝাবুঝি ও কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে কয়েকমাস যাবত এই অডিও রেকর্ড ফেইসবুক এ বিভিন্ন আইডি থেকে বার বার পোস্ট করা হচ্ছে।
এখানে আমার প্রশ্ন হল ৫ বছর পরে কেন এই পোস্ট বার বার করা হচ্ছে, ৫ বছর আগে আপনাদের দরদ কোথায় ছিল,আমি অনেক কে মেসেনজারে কল বা টেক্সট দিয়ে বার বার রিকোয়েস্ট করেছি যে এই রখম পোস্ট না করার জন্য, এতে আমাদের উভয়ের মানহানী হচ্ছে,তার পরে ও এই পোস্ট কয়েক মাস পর বার বার করা হচ্ছে।

আমি বলতে চাই আপনারা যে উদ্দেশ্য এই কাজ করছেন
আপনাদের উদ্দেশ্য সফল হবেনা,আপনারা যে বা যারা যারা এই অপপ্রচারে ইন্দন দিচ্ছে আমার ভালো করেই জানা আছে, যায় দিন ভাল আসে দিন মন্ধ, সময় উপযুক্ত জবাব দিয়ে দিবে।

আমি আরেকটি কথা ক্লিয়ার করতে চাই যে সিরাজ চাচা ও আমার কথা কাটাকাটি ঘটনাটি সাথে অনেক আগেই মিমাংসা হয়ে গেছে, তা আপনারা ভাল করে জানেন তাহলে কেন আপনারা এত লাফালাফি করছেন,
আর সিরাজুল ইসলাম সিরাজ কে নিয়ে অনেক আপনাদের এত চুলকানি কেন ,তবে মনে রাখবেন এই সিরাজ আপনাদের মত অনেকের চুলকানির মলম।

এখন অনেকেই সুযোগ বুঝে ইলিয়াস পরিবারের সাথে বেইমানি করেছেন, যারা ইলিয়াস আলীর নাম নিয়ে নেতা হয়েছিলেন, কিন্তু সিরাজ সাহেব তো বেইমানি করেন নি,কারন সিরাজ হলেন ইলিয়াস আলীর হাতে গড়া সৈনিক, যাকে ইলিয়াস আলী বিশ্বনাথ যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি করে ছিলেন, খাটি ইলিয়াস সৈনিকেরা দলের সাথে বেইমানি করে না উনি তার প্রমান।
দয়া করে উনাকে এবং আমাকে নিয়ে আর বাজে মন্তব্য করবেন না, আমাদের মধ্য এটা শুধু ভুল বোঝাবুঝি ছিল,ছোটবেলায় সিরাজ চাচা আমাকে অনেক স্নেহ করেছেন এটা আমার এখন ও মনে আছে, এখন আমাদের মধ্য কোন মতভেদ নেই, আমরা এখন যার যার অবস্থান থেকে দলের জন্য কাজ করে যাব।

এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ০২ বিশ্বনাথ উসমানী নগরের ধানের শীষের একমাত্র কান্ডারী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ও সিলেটের মা মাটি ও গণমানুষের নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী জনাবা তাহসিনা রুশদীর লুনার পক্ষে কাজ করে যাব

ইনশা আল্লাহ।

কপি সিপন তালুকদার থেকে নেওয়া

জননেতা এম ইলিয়াস আলীর ভাতিজা লুৎফর রহমান শিলুকে দেখতে যান যুক্তরাজ্য যুবদলের সংগ্রামী সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ আলমগীর ও ল...
12/08/2025

জননেতা এম ইলিয়াস আলীর ভাতিজা লুৎফর রহমান শিলুকে দেখতে যান যুক্তরাজ্য যুবদলের সংগ্রামী সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ আলমগীর ও লিডস যুবদল নেতা শাহ ফয়সল আহমেদ সবাই তার জন‍্য দোয়া করবেন।

10/08/2025

“নির্বাচিত হলে ৬ মাসের মধ্যে ইলিয়াস আলী কে ফিরিয়ে দিব “— এই প্রতিশ্রুতি দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর ওরফে গার্বেজ হুমায়ুন |

প্রশ্ন হচ্ছে —জনাব ইলিয়াস আলীকে ফেরত আনার ক্ষমতা যখন আপনার আছে তাহলে নির্বাচনের পর কেন সেটা করবেন ? এখন করতে সমস্যা কোথায় ?
এই আপনি ই না ভারতে যেয়ে কাপড় খুলে আসছিলেন ? মনে আছে ?
এটা জাতির জন্য লজ্জার যে আপনাদের মতো কিছু লোককে উপদেষ্টা পদবি দেওয়া হয় ! বিএনপি , ইন্টেলেকচুয়ালি কত খানি দুর্বল তা আপনাদের দিকে তাকালেই বোঝা যায়! আগেও বলছি , আরেকবার বলছি — এই সমস্ত গারবেজ থাকলে বিএনপি সর্বোচ্চ দুই বছর ও টিকতে পারবে না , কারণ , এই গারবেজ গুলো চিপ প্রোডাক্ট , জ্ঞান নাই কিন্তু শৈতানী বুদ্ধিতে সেরা |

আপনার যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ চেয়ারম্যান ইলেকশন আপনি করতে পারবেন - জাতীয় নির্বাচন নয় | “তারেক রহমান একজন মহান নেতা” — এইরকম ২/১ টা লাইন বলা ছাড়া কোনও নেরেটিভ কি এই পর্যন্ত দাঁড় করাতে পেরেছেন ? লন্ডন থেকে আমি এবং আপনাদের সভাপতি সাহেব ছাড়া আর কাউকে তো মিডিয়াতে বিএনপি কে রেগুলার বেসিস এ রিপ্রেসেন্ট করতে দেখি নাই, দুই একবার টক শোতে গেছিলেন কিন্তু মিন মিন করে ২/৪ টা লাইন বলে আসছেন যে বিএনপি সেরা! এইরকম যোগ্যতা নিয়ে জাতীয় নেতার স্বপ্ন দেখেন !

আর পররাষ্ট্র উপদেষ্টা — আপনারা যারা এই প্যানেলে ছিলেন আপনাদের তো পদত্যাগ করা উচিত কারণ বিদেশি মহল আমাদের মতো মানুষদের কলমের খোঁচায়ই রেসপন্স করেছে — এবং আপনাদের ভূমিকাতে বার বার পিছিয়ে গিয়েছে— এর স্বপক্ষে ভুরি ভুরি প্রমাণ কিন্তু আছে !

অতএব , পরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হয়ে কি কি আকাম করছেন সেই হিসাব আমাদের জানা আছে |

২০২২/২৩ এ যখন বিএনপির আন্দোলন চলছে তখন এই গার্বেজ গুলো ঘরে বসে বসে ক্যাবিনেট সাজাইতে ব্যস্ত ছিলো ! এই গার্বেজ গুলো জুলাই আন্দোলনেও কিন্তু ছিলো না |

২০১৮ তে এই গার্বেজ ভারত কে কনফার্ম করেছে যে শহীদ জিয়া বা বেগম জিয়া যেভাবে রাজনীতি করেছে , বিএনপি সেই রাজনীতি আর করবে না ! কত বড় বদমাশ, চিন্তা করেন !

এই গারবেজের আরেকটি বাজে দুর্বলতা হচ্ছে— মা #গি বাজ এবং চরম লেভেলের |

এই গার্বেজ বলেছিল কেমব্রিজ থেকে ডিগ্রী নিয়েছে , কিন্তু পরে খোঁজ নিয়ে জানা গেল সেইটা ভুয়া ! এই বিষয় নিয়ে লিখা লিখি হলে সে সেটা কভার দেয় এই বলে যে তার জনপ্রিয়তায় হিংসা করে মানুষ এসব লিখে !

আর বিএনপি এখন এমন অবস্থার পৌঁছাইছে যে , এসব বিষয় তদন্ত করার প্রয়োজনীয়তা কখনও মনে করে না — এখন নেতা ভুয়া শিক্ষা গত যোগ্যতা দাবি করবে এবং একই সাথে রাষ্ট্র গঠনের আহ্বান জানাবে — এটা মেনে নেওয়া সম্ভব ?

যাইহোক , এই গার্বেজ এখন সাবেক বর্ষীয়ান রাজনীতিবিদ জনাব ইলিয়াস আলীর আসনে নির্বাচন করার চিন্তা করছে | দীর্ঘষোল বছরে কয়বার গিয়েছেন ওই আসনে ? এখানে তো গর্তে থাকতেন , জুলাই আন্দোলনেও তো পালায় ছিলেন !

অন্যদিকে , জনাব ইলিয়াস আলীর স্ত্রী ও একজন সম্মানিত রাজনীতিবিদ | উনার যোগ্যতার ধারে কাছেও আপনি নাই — কিন্তু এটা আপনি বুঝেন না ! বুঝবেন কিভাবে ? বুঝতে হলে মাথায় ঘিলু থাকা লাগে , আপনার মাথা ভর্তি গু !
এই গু ভর্তি মাথা নিয়ে দেশ চালানোর স্বপ্ন দেখেন ? আপনি তো এনসিপির সাথে ডিবেট এ গো হারা হারবেন , এটা জানেন ? আমরা জানি আর তাই আমরা শঙ্কিত , আমরা শঙ্কিত আপনাদের মতো গারবেজদের নিয়ে — কারণ বিগত বছর গুলোতে দলকে পূজি করে নিজেরা লাভবান হয়েছেন , দল কে কিছুই দেন নাই — এবং আগামীতেও এই ভাবেই চলবেন , দল ধ্বংস করে এখন দেশ ধ্বংস করার স্বপ্ন দেখছেন ? — এই দুঃসাহস দেখাবেন না !

মিডিয়ার উদ্দেশ্যে বলছি : এই লোক কে ডেকে এনসিপির একজন নারী বক্তার সাথে ডিবেট করতে দিন — দেখবেন এর আসল যোগ্যতা !

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Biswanath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice Of Biswanath:

Share