
27/07/2025
বিশ্বনাথ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোজাহিদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইলিয়াস আলী’র অনুজ এম আসকির আলী —
ভয়েজ অফ বিশ্বনাথ ..—বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, বিশ্বনাথ থানা বিএনপি'র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মোজাহিদ আলী র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী'র অনুজ বিএনপি নেতা এম আসকির আলী l গণ ও সামাজিক মাধ্যমে এক শোক বার্তায় তিনি উল্লেখ করেন যে, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোজহিদ আলীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত l তার পরিবার-পরিজনদের মতো আমরাও সত্যিকার অর্থে অত্যন্ত ব্যথিত এবং মর্মাহত l শোক জানাবার ভাষা কিংবা শব্দ খুঁজে পাচ্ছিনা l তার এই মৃত্যু সংবাদে আমরা সত্যিই কিংকর্তব্যবিমূঢ় ও নির্বাক l তার এই চলে যাওয়াটা বিশ্বনাথের রাজনৈতিক সামাজিক এবং বিভিন্ন ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে l বিশ্বনাথের রাজনৈতিক সামাজিক এবং বিভিন্ন ধরনের সামাজিক কল্যাণে তার ভূমিকা অনস্বীকার্য l অত্যন্ত মিষ্টভাষী, সহজ- সরল এবং সজ্জন প্রকৃতির মানুষ ছিলেন মোজাহিদ আলী সাহেব l ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনে তিনি নিখোঁজ এম ইলিয়াস আলীর একজন অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন l ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনে তিনি আমার একজন অত্যন্ত ঘনিষ্ঠ বড় ভাই সমতুল্য ছিলেন l তার এই চলে যাওয়াতে বিশ্বনাথ বাসি একজন জনদরদি সমাজসেবককে হারালো l সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক প্রার্থনা রইলো এবং থাকবে মোজাহিদ আলীর বিদেহী আত্মার মাগফেরাত এর জন্য l মহান সৃষ্টিকর্তা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন এবং তাঁর জীবনের সমস্ত ভালো কাজগুলোকে কবুল করে নেন l পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবার বর্গ ও আত্মীয় স্বজনদের প্রতি রইল এম ইলিয়াস আলী পরিবারের পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভাবনা l পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামীন যেন তাদেরকে এই শোক সইবার শক্তি দান করেন এবং ধৈর্য ধারণের তৌফিক দেন l