Malek Ahmed

Malek Ahmed Politician & Human Rights Activist

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনকমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহিম রাফিকে ঘুমের মধ্যে দু*র্...
09/08/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহিম রাফিকে ঘুমের মধ্যে দু*র্বৃত্তরা নৃশং*সভাবে জ*বাই করে হ*ত্যা করেছে।
প্রতিদিন দেশে এমন ভয়া*বহ গুপ্ত হ*ত্যা ও খু*নের ঘটনাগুলো কে শুরু করলো?

আমাদের শহর মৌলভীবাজারে গত তিন দিনে ঘটেছে তিনটি হ*ত্যা*কাণ্ড, যার কোনওটিরই এখনও সুরাহা হয়নি। দু*র্বৃত্তরা এখনো আই*নের আওতার বাইরে।

প্রশাস*নের দায়িত্ব কোথায়?
কেন তারা তাদের কর্তব্যকে প্রশ্নবিদ্ধ করছে?

একজন বন্ধু, অন্যজনকে ধরে রেখেছে এবং সে শ্বাস নিচ্ছে কিনা তা জানে না, সাহায্য আসছে কিনা তা জানে না। শুধু জেনেও তাকে ধরে র...
21/07/2025

একজন বন্ধু, অন্যজনকে ধরে রেখেছে এবং সে শ্বাস নিচ্ছে কিনা তা জানে না, সাহায্য আসছে কিনা তা জানে না। শুধু জেনেও তাকে ধরে রাখতে হবে।

এটি শুধু একটি মুহূর্ত নয়।

এটি সব কিছু যা ভেঙে গেছে, এবং যা এখনও মানবিক।

যদি এটি আপনার হৃদয় ভেঙ্গে না, আমি জানি না কি হবে. কোনো বন্ধুকে যেন এমন কষ্ট আর অসহায়ত্বের মধ্য দিয়ে যেতে না হয়।

আল্লাহ এই দুর্ঘটনায় আহতদের সহায় হোন। তিনি শহীদদের শান্তি দিন এবং যারা তাদের ধরে রাখার জন্য পিছনে থেকেছিলেন তাদের শক্তি দিন।

আমীন।

ভিডিওটা একবার দেখলাম, দ্বিতীয়বার দেখার সাহস নাই🥲মানুষ আর মানুষ রইলো কই🥹
11/07/2025

ভিডিওটা একবার দেখলাম, দ্বিতীয়বার দেখার সাহস নাই🥲মানুষ আর মানুষ রইলো কই🥹

আজহারুল ইসলাম সৌরভ। অসুস্থ মেয়েকে হসপিটালে রেখে জুলাইয়ের বিপ্লবে অংশ নেন। তারপর, এই দৃশ্য!
06/07/2025

আজহারুল ইসলাম সৌরভ। অসুস্থ মেয়েকে হসপিটালে রেখে জুলাইয়ের বিপ্লবে অংশ নেন। তারপর, এই দৃশ্য!

29/06/2025

জাস্ট ইমাজিন! আপনার পরিবারের কোনো মেয়ে কেউ মুরাদনগর এর সেম ঘটনার স্বীকার হয়েছে ?

ফেসবুকের সবাই সেই নগ্ন ভিডিও টা সহ শেয়ার করে দুই চারটা প্রতিবাদী কথা লিখছে। ভালো লাগতো?

-অবশ্যই না !

তাহলে এই কাজটা এখন ভালো লাগছে কেন? নিজেকে প্রশ্ন করুন। নিজের বিবেক খাটান।

ধর্ষনের বিচার চাওয়ার জন্যে ধর্ষনের ভিডিও শেয়ার করা সুস্থ মানুষের কাজ না।

- Emon

Collected

03/05/2025

সহযাত্রীদের কষ্ট বিবেচনায় নিয়ে বাংলাদেশ বিমানের প্রস্তাব নাকচ করে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারের পাঠানো এক বার্তায় বলা হয়েছে, আগামী ৪ মে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হিথ্রো বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা। ফ্লাইটটি লন্ডন থেকে ছেড়ে সিলেট হয়ে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার কথা।

বিমান কর্তৃপক্ষ তথা বাংলাদেশ সরকার অসুস্থ খালেদা জিয়ার শারীরিক বিষয়টি বিবেচনায় রেখে লন্ডন-সিলেট-ঢাকা’র পরিবর্তে ওই ফ্লাইটটি লন্ডন-ঢাকা-সিলেট করার প্রস্তাব দেয়। এই প্রস্তাব খালেদা জিয়ার কাছে পৌঁছালে বিমানের অন্যান্য সহযাত্রীদের কষ্টের কথা বিবেচনা করে তিনি প্রস্তাবটি নাকচ করে দেন।

প্রেস উইং থেকে আরও জানানো হয়, লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে ৪ মে রওয়ানা দিয়ে আগামী ৫ মে সোমবার দেশে পৌঁছাবেন।

We strongly condemn and protest the re-arrest of revolutionary student leader Sabbir Ahmed, a fighter of Shaheed Zia's i...
30/04/2025

We strongly condemn and protest the re-arrest of revolutionary student leader Sabbir Ahmed, a fighter of Shaheed Zia's ideology, created by public leader M. Elias Ali, senior joint convener of Tajpur Degree College Chhatra Dal, and talented student, who has been repeatedly imprisoned in false cases filed during the tenure of fascist Hasina's culprits, and demand his unconditional release.

24/03/2025
10/02/2025
09/02/2025
06/02/2025

এবার দেশের প্রধান হবে দেশ প্রেমিক 🇧🇩
💰💵 টাকা প্রেমিক নয়

Address


Telephone

+447459803815

Website

Alerts

Be the first to know and let us send you an email when Malek Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share