Malek Ahmed

Malek Ahmed Politician & Human Rights Activist

03/05/2025

সহযাত্রীদের কষ্ট বিবেচনায় নিয়ে বাংলাদেশ বিমানের প্রস্তাব নাকচ করে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারের পাঠানো এক বার্তায় বলা হয়েছে, আগামী ৪ মে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হিথ্রো বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা। ফ্লাইটটি লন্ডন থেকে ছেড়ে সিলেট হয়ে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার কথা।

বিমান কর্তৃপক্ষ তথা বাংলাদেশ সরকার অসুস্থ খালেদা জিয়ার শারীরিক বিষয়টি বিবেচনায় রেখে লন্ডন-সিলেট-ঢাকা’র পরিবর্তে ওই ফ্লাইটটি লন্ডন-ঢাকা-সিলেট করার প্রস্তাব দেয়। এই প্রস্তাব খালেদা জিয়ার কাছে পৌঁছালে বিমানের অন্যান্য সহযাত্রীদের কষ্টের কথা বিবেচনা করে তিনি প্রস্তাবটি নাকচ করে দেন।

প্রেস উইং থেকে আরও জানানো হয়, লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে ৪ মে রওয়ানা দিয়ে আগামী ৫ মে সোমবার দেশে পৌঁছাবেন।

ফ্যাসিস্ট হাসিনার দোষরদের আমলে দায়ের করা মিথ্যা মামলায় বার বার কারা নির্যাতিত বিপ্লবী ছাত্রনেতাজননেতা এম ইলিয়াস আলীর হাত...
30/04/2025

ফ্যাসিস্ট হাসিনার দোষরদের আমলে দায়ের করা মিথ্যা মামলায় বার বার কারা নির্যাতিত বিপ্লবী ছাত্রনেতা
জননেতা এম ইলিয়াস আলীর হাতেগড়া শহীদ জিয়ার আদর্শের লড়াকু সৈনিক,তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক, মেধাবী শিক্ষার্থী Sabbir Ahmed কে পুনরায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ও নিঃশর্ত মুক্তি চাই।

24/03/2025
10/02/2025
09/02/2025
06/02/2025

এবার দেশের প্রধান হবে দেশ প্রেমিক 🇧🇩
💰💵 টাকা প্রেমিক নয়

.আন্দোলন দমানোর জন্য গুলির ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে।-অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
05/02/2025

.
আন্দোলন দমানোর জন্য গুলির ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে।

-অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

05/02/2025

ধানমন্ডি ৩২ ভেঙ্গে ঘুরিয়ে দেওয়া হোক ! বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের সব চিহ্ন মুছে দেওয়া হোক ॥

পুলিশকে এভাবে পেটানোর নির্দেশদাতা কে? এবার আমরা জানতে চাই! এই বর্বরতার দায় কে নিচ্ছে, তা বলতে হবে! হাত কি 'মাদরাসা' শিক্...
27/01/2025

পুলিশকে এভাবে পেটানোর নির্দেশদাতা কে? এবার আমরা জানতে চাই! এই বর্বরতার দায় কে নিচ্ছে, তা বলতে হবে! হাত কি 'মাদরাসা' শিক্ষক শুনে বেশি জলে উঠেছিলো সেই ফ্যাসিবাহিনীর?

এই ছবি দুটোই সমকালীন। বামপাশেরটা নাহিদ ইসলামের আর ডানপাশেরটা ছাত্রদলের সাজ্জাদ হোসাইন চৌধুরীর। নিপীড়ক একই। এই হায়েনাদের ...
24/01/2025

এই ছবি দুটোই সমকালীন। বামপাশেরটা নাহিদ ইসলামের আর ডানপাশেরটা ছাত্রদলের সাজ্জাদ হোসাইন চৌধুরীর। নিপীড়ক একই।

এই হায়েনাদের অত্যাচারে নিষ্পেষিত হয়েছে প্রত্যেকেই। কেউ আগে কেউবা পরে। কেউ অল্প কদিন কেউ বছরের পর বছর ধরে...

সুতরাং কারো অবদানরেই সাইড করে ফেলার প্রবণতা এইটা নিজের পায়ে নিজে কুড়াল মারার সমতুল্য। আজকে আমি আপনাকে বাদ দিব, কালকে আপনি আমাকে বাদ দিবেন। আজকে আমি আপনারে ল্যাং দিবো, কালকে আপনি আমারে ল্যাং মারবেন। এই সুযোগে লাভবান হবে যে পিটাইসে সে। ©

Address


Telephone

+447459803815

Website

Alerts

Be the first to know and let us send you an email when Malek Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share