08/01/2025
আসলে এদের লক্ষ্য কী?
গেল ১০০ দিনেই নিশ্চয় ধরতে পেরেছেন বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় থাকা ব্যক্তি এবং গোষ্টি কতটা আন্তরিক এবং সৎ। কী তাদের লক্ষ্য? কী করতে চায় তারা?
এদের লক্ষ্য যেনতেন-ভাবে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখা। এর জন্য যতভাবে সম্ভব জাতিতে বিভ্রান্ত করা। কখন বৈষম্যবিরোধী বলে, কখনো মেধার নামে, কখনো ধর্মের নামে, কখনো বা মতবাদের নামে। এদের 'ইনক্লুসিভ সোসাইটি' বলেন কিংবা 'পালনবাদ' আমজনতার জন্য স্রেফ বয়ানে আর পোস্টারে গোঁজামিল দিয়ে অন্তঃসারশূন্য 'মাকাল ফল'।
এখন দেখেন আপনারা যা ভালো বুঝেন।