UK Bangla Live News

UK Bangla Live News UK Bangla Live News is a Popular UK and Bangladesh based news and current affairs platform.
(2)

UK Bangla Live is a social media channel broadcasting current news and affairs, promoting the rich culture, heritage, and success stories of both the UK and Bangladesh.তথ্যবহুল কনটেন্ট, বাংলা ভাষার বৈশ্বিক প্রচার ও ঐক্য বৃদ্ধি করা আমাদের অন্যতম লক্ষ্য।

সরকারি কর্মচারীরা বলছেন, কিছু মানুষ বারবার পরীক্ষা ফেল করেও বেনিফিট পাচ্ছে। প্রায় ১০ লাখ কর্মক্ষম ব্রিটিশ নাগরিক বেকার ভ...
21/08/2025

সরকারি কর্মচারীরা বলছেন, কিছু মানুষ বারবার পরীক্ষা ফেল করেও বেনিফিট পাচ্ছে। প্রায় ১০ লাখ কর্মক্ষম ব্রিটিশ নাগরিক বেকার ভাতা পাচ্ছেন। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, সিস্টেমের ফাঁকফোকর ব্যবহার না করা উচিত, যাতে প্রকৃত দরিদ্ররা সুবিধা পায়।

এ-লেভেল ও লেভেল থ্রি রেজাল্টে ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষার্থীরা জাতীয় গড়ের চেয়ে অনেক ভালো করেছে। ৭৩.৪% শিক্ষার্থী এ থেকে সি...
21/08/2025

এ-লেভেল ও লেভেল থ্রি রেজাল্টে ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষার্থীরা জাতীয় গড়ের চেয়ে অনেক ভালো করেছে। ৭৩.৪% শিক্ষার্থী এ থেকে সি গ্রেড পেয়েছে। ইউনিভার্সিটি ভর্তি এবং অ্যাপ্রেন্টিসশিপে কয়েকজন শীর্ষ ফল করেছে। কাউন্সিলের ইয়াং ওয়ার্কপাথ সার্ভিস পরামর্শ দিচ্ছে যারা পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছে।

শিক্ষা সচিব ব্রিজিট ফিলিপসন বলেছেন, ইংল্যান্ডে সাদা ওয়ার্কিং ক্লাসের আটজনের মধ্যে সাতজন ইংরেজি ও গণিতে ভালো করতে পারছে ন...
21/08/2025

শিক্ষা সচিব ব্রিজিট ফিলিপসন বলেছেন, ইংল্যান্ডে সাদা ওয়ার্কিং ক্লাসের আটজনের মধ্যে সাতজন ইংরেজি ও গণিতে ভালো করতে পারছে না। এটি শুধু তাদের ভবিষ্যত নয়, দেশের উৎপাদনশীলতাকেও পিছিয়ে দিচ্ছে। স্কুলে উপস্থিতি বাড়ানো এবং পরিবারকে সহায়তা দিয়ে সমস্যা সমাধান করার পরিকল্পনা করছে সরকার।

20/08/2025

ব্রিটেনে বাংলাদেশি সবজি বাগান।

ইংল্যান্ডে ট্রেনের ভাড়া আগামী বছর ৫.৮% বাড়তে পারে। এটি বেশি আশা করা হচ্ছিল না, তাই যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।...
20/08/2025

ইংল্যান্ডে ট্রেনের ভাড়া আগামী বছর ৫.৮% বাড়তে পারে। এটি বেশি আশা করা হচ্ছিল না, তাই যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
ট্রেন ভাড়ার নিয়ন্ত্রিত দাম সাধারণত জুলাই মাসের মুদ্রাস্ফীতি সূচকের উপর নির্ভর করে। এবার তা কিছুটা বেশি এসেছে, ফলে ভাড়া বাড়ার সম্ভাবনা বেড়েছে।
যদি ৫.৮% বাড়ানো হয়, তাহলে উদাহরণস্বরূপ, গ্লস্টার থেকে বার্মিংহাম পর্যন্ত বার্ষিক সিজন টিকিটের খরচ £৩১২ বাড়বে। লন্ডনে ওয়োকিং থেকে বার্ষিক টিকিটের খরচও £২৪৭ বাড়তে পারে।

নতুন পরিসংখ্যান অনুযায়ী, সাধারণ ভাড়াটিয়ারা আয়ের প্রায় ৩৬% বাসায় খরচ করছেন। এক বছর আগে এই হার ছিল ৩৪%।লন্ডন সবচেয়ে...
20/08/2025

নতুন পরিসংখ্যান অনুযায়ী, সাধারণ ভাড়াটিয়ারা আয়ের প্রায় ৩৬% বাসায় খরচ করছেন। এক বছর আগে এই হার ছিল ৩৪%।

লন্ডন সবচেয়ে ব্যয়বহুল শহর। এখানে গড় ভাড়া £১,৯৫৭, যা আয়ের ৪১%–এর বেশি। সবচেয়ে বেশি কেনসিংটন অ্যান্ড চেলসিতে আয়ের ৭৪% ভাড়ায় চলে। লন্ডনের বাইরে ব্রিস্টল, ব্রাইটন ও অন্যান্য শহরও অনেক ব্যয়বহুল।

এটি মুসলিমদের ভয় দেখানোর চেষ্টা। বুধবার এক সংহতি ও প্রার্থনার সমাবেশ হবে। অক্সফোর্ডের একটি মসজিদের সামনে শূকরের মাংস ও ই...
20/08/2025

এটি মুসলিমদের ভয় দেখানোর চেষ্টা। বুধবার এক সংহতি ও প্রার্থনার সমাবেশ হবে। অক্সফোর্ডের একটি মসজিদের সামনে শূকরের মাংস ও ইসরায়েলের পতাকা রাখা হয়েছে। পুলিশ এটি হেইট ক্রাইম হিসেবে তদন্ত করছে।
ঘটনার পর ইমাম ও স্বেচ্ছাসেবক মসজিদ পরিষ্কার করেছেন। পুলিশ এলাকায় টহল দিচ্ছে।
অক্সফোর্ডের সমাজ বলছে, এটা শুধু মুসলিমদের নয়, পুরো সম্প্রদায়ের ওপর আঘাত, তাই সবাই মিলে ঘৃণার বিরুদ্ধে দাঁড়াবে।

ব্রিটেনে যখন বাড়ির দাম আকাশছোঁয়া, তখন ল্যাঙ্কাশায়ারের বার্নলি হয়ে উঠেছে সবচেয়ে সস্তা শহর। এখানে এক শয্যার বাড়ি পাওয়া যাচ...
20/08/2025

ব্রিটেনে যখন বাড়ির দাম আকাশছোঁয়া, তখন ল্যাঙ্কাশায়ারের বার্নলি হয়ে উঠেছে সবচেয়ে সস্তা শহর। এখানে এক শয্যার বাড়ি পাওয়া যাচ্ছে মাত্র ২৫ হাজার পাউন্ডে—যা লন্ডন বা বড় শহরের তুলনায় অবিশ্বাস্য কম।

পরিসংখ্যান বলছে, বার্নলিতে গড় বাড়ির দাম এক লাখ ২১ হাজার পাউন্ড, যা দেশের গড় দামের অর্ধেকেরও কম। ভাড়াটিয়ারা মাসে গড়ে ছয় শত পাউন্ডের মতো ভাড়া দেন। তাই অনেকে বলছেন—এখানে ভাড়ার চেয়ে বাড়ি কেনা বেশি লাভজনক।

ইংল্যান্ডের বিভিন্ন কাউন্সিল এখন আশ্রয়প্রার্থী রাখার হোটেল ব্যবহারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছে। এর আগে এসেক্সের এপিং ফর...
20/08/2025

ইংল্যান্ডের বিভিন্ন কাউন্সিল এখন আশ্রয়প্রার্থী রাখার হোটেল ব্যবহারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছে। এর আগে এসেক্সের এপিং ফরেস্ট ডিস্ট্রিক্ট কাউন্সিল আদালত থেকে একটি গুরুত্বপূর্ণ ইনজাংশন পায়, যাতে দ্য বেল হোটেল–এ আশ্রয়প্রার্থী রাখা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

রায় অনুযায়ী, ১২ সেপ্টেম্বর বিকাল ৪টার মধ্যে আশ্রয়প্রার্থীদের হোটেল ছাড়তে হবে।

মূলত খাবারের দাম, পেট্রোল আর বিমান ভাড়া বেড়ে গেছে। বিশেষ করে গরুর মাংস, কফি, চকলেট আর কমলার রসের দাম বেশি বেড়েছে। ইউরোপে...
20/08/2025

মূলত খাবারের দাম, পেট্রোল আর বিমান ভাড়া বেড়ে গেছে। বিশেষ করে গরুর মাংস, কফি, চকলেট আর কমলার রসের দাম বেশি বেড়েছে। ইউরোপে খরার কারণে ফল-সবজির দামও বাড়ছে।

এ অবস্থায় ব্যাংক অব ইংল্যান্ড হয়তো এখনই সুদের হার কমাবে না। আবার, জুলাইয়ের হিসাব অনুযায়ী আগামী বছর ট্রেনের টিকিটও প্রায় ৬ শতাংশ বাড়তে পারে।

20/08/2025

Bengali family seriously injured in tragic road accident in Poplar

অক্সফোর্ড মসজিদের প্রবেশদ্বারে শু/রের টুকরো ও ইস/রায়েলের পতাকা।।২০২৫ সালের ১৯ আগস্ট (মঙ্গলবার), বুধ‌বার দিবাগত রাত ঠিক ...
19/08/2025

অক্সফোর্ড মসজিদের প্রবেশদ্বারে শু/রের টুকরো ও
ইস/রায়েলের পতাকা।।

২০২৫ সালের ১৯ আগস্ট (মঙ্গলবার), বুধ‌বার দিবাগত রাত ঠিক ১:৪০-এর কিছু আগে অক্সফোর্ডের ম্যানজিল ওয়ে-তে অবস্থিত সেন্ট্রাল অক্সফোর্ড মসজিদের প্রবেশদ্বারে শু/রের মাংসের টুকরো এবং একটি ইস/রায়েলের পতাকা ফেলা হয়।

থেমস ভ্যালি পুলিশ-এর চীফ সুপারিন্টেনডেন্ট বেন ক্লার্ক এই ঘটনা “মসজিদের ব্যবহারকারীদেরকে আপসেট ও অপমানের উদ্দেশ্যে” করা প্ররোচনামূলক (provocative) এক কাজ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান এ ধরনের আচরণ আমাদের সমাজে নষ্ট এবং অশান্তি আনবে এবং এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

— মসজিদ সম্প্রদায়ের নিরাপত্তা ও প্রচেষ্টা
মসজিদ কর্তৃপক্ষ ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ যোগাযোগ বজায় রেখেছে এবং যারা এ ঘটনায় চাপাগ্রস্ত, তাদের সহায়তাও নিশ্চিত করা হচ্ছে। মসজিদ এখনো খোলা রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

— পুলিশের তথ্য সহায়তা অনুরোধ
যে কেউ এ ঘটনায় তথ্য জানেন, তিনি ১০১ নম্বর ডায়ালে কল করতে পারেন অথবা অনলাইন রিপোর্ট করতে পারেন। পুলিশের রেফারেন্স নম্বর: ৪৩২৫০৪২৩১৩৮।

Address

53A Mile End Road, Bethnal Green
London
E14TT

Alerts

Be the first to know and let us send you an email when UK Bangla Live News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to UK Bangla Live News:

Share