25/10/2025
চুল ধুয়ে একদিনও না যেতেই কি আপনাদের স্ক্যাল্প তেলতেলে হয়ে যায়?
খুশকি, চুলকানি, ভারী চুল—সব যেন একসাথে হাজির?
তাহলে বুঝে নিন, আপনার স্ক্যাল্পটা ওয়েলি টাইপের।
🧠 ওয়েলি স্ক্যাল্প মানেই:
অতিরিক্ত তেল + ঘাম + মৃত কোষ = খুশকির আদর্শ পরিবেশ।
এই কম্বিনেশনেই জন্ম নেয় স্ক্যাল্পের ফাঙ্গাস, চুলকানি আর dull চুল।
নিয়মিত কেয়ার ছাড়া এর সমাধান সম্ভব না।
বেসিক কিছু টিপস দিচ্ছি যেটা আমি ফলো করি।
✨ সপ্তাহে ২–৩ বার হালকা স্ক্যাল্প ক্লিনসার বা স্ক্যাল্প স্ক্রাব ব্যবহার করুন।
✨ তেল লাগান, কিন্তু ৩০ মিনিটের বেশি রাখবেন না।
✨ বালিশের কাভার ও চিরুনি পরিষ্কার রাখুন।
✨ আর মানসিক চাপ কমান—স্ট্রেসও স্ক্যাল্পের ভারসাম্য নষ্ট করে। 😌
আর একটা শ্যাম্পুর কথা বলবো। এই শ্যাম্পুর অন্য আরেকটা ভ্যারিয়েন্ট আমি, আমার ফ্যামির সবাই গত এক বছর ধরে ইউজ করতেছি। এবং আমার পরিচিতি ফ্রেন্ড অনেককেই দিছি।
🧴 Neutrogena T-Gel Shampoo for Oily Scalp
এই শ্যাম্পুতে আছে —
1% Salicylic Acid:
এটা এক ধরনের Beta Hydroxy Acid (BHA) যা স্ক্যাল্পের গভীর থেকে মৃত কোষ ও তেল জমাট ভেঙে দেয়।
এতে স্ক্যাল্প শ্বাস নিতে পারে, হেয়ার ফলিকল unclog হয়, আর খুশকি কমে।
0.6% Piroctone Olamine:
এটা অ্যান্টিফাঙ্গাল উপাদান, যা খুশকি সৃষ্টিকারী Malassezia ফাঙ্গাসকে নিয়ন্ত্রণ করে।
ফলে চুলকানি ও ফ্লেক্স দুই-ই কমে যায় — স্ক্যাল্প হয় ফ্রেশ ও আরামদায়ক। 🌸
এতে করে আপনার স্ক্যাল্প পরিষ্কার হবে, চুল হালকা লাগবে আর খুশকিও চলে যাবে।