Aami Oni

Aami Oni Eat-Explore-Sleep

এই ময়েশ্চারাইজার টা কেউ চিনেন কিনা জানিনা।আমিও চিনতাম না। প্ল্যান্ট বেইজড দেখে নিলাম।& I am lovingggggg it gurlssssss......
07/12/2025

এই ময়েশ্চারাইজার টা কেউ চিনেন কিনা জানিনা।
আমিও চিনতাম না।
প্ল্যান্ট বেইজড দেখে নিলাম।
& I am lovingggggg it gurlssssss....
একদম চুম্মা একটা ময়েশ্চারাইজার।
মনে করো যখন এপ্লাই করবা মনে হবে একটু গ্রিজি। মন টা খচখচ করবে। ঠিক ৫সেকেন্ডের মধ্যে ম্যাজিক।স্কিন একদম ময়েশ্চারাইজড আর কোন গ্রিজি ভাব নাই।
উফফ এত্তো মজার একটা ময়েশ্চারাইজার ❤️❤️❤️❤️

এটা অয়েলি,সেনসিটিভ, একনে প্রোণ সব ধরনের স্কিনে স্যুট করবে।
কোন ব্রেকআউট আর গ্রিজিভাব হবে না এই ময়েশ্চারাইজারে।

✨ Product Review: L'Oréal Elvive Grow Strong Hair Growth Booster Serum ✨একদম পুরোপুরি শেষ করে রিভিউ টা লিখতেছি। টিকটিক খ...
06/12/2025

✨ Product Review: L'Oréal Elvive Grow Strong Hair Growth Booster Serum ✨

একদম পুরোপুরি শেষ করে রিভিউ টা লিখতেছি।

টিকটিক খুললেই দেখা যায় বিদেশি ইনফ্লুয়েন্সার রা এটার রিভিউ করতেছে। ওদের দেখেই কিনছিলাম। মূলত আমি সেইম লাইনের শ্যাম্পু,কন্ডিশনারের সাথে এটা ইউজ করতেছি।
প্রায় কিছুদিন ব্যবহার করার পরেই চোখে পড়ার মতো পরিবর্তন হলো—চুল পড়া অনেকটাই কমে গেছে। আগের মতো বালিশ, চিরুনি বা শাওয়ারে চুল পড়ে থাকতে দেখা যায় না। চুল এখন আগের থেকে স্ট্রং,অন্নেক সিল্কি আর হেলদি ফিল হয়।

এটার টেক্সচার হালকা।
তেলতেলে না, স্টিকি না, আর স্ক্যাল্পে ইচিং বা ব্রেকআউটও করে না। ইউজ করার পর চুল ভারি লাগে না এবং খুব সহজে অ্যাবজর্ভ হয়ে যায়।
মানে এক কথায় এটা ইউজ করার পর মনে হবে না চুলে তেল দিয়েছেন। বরং শাইন দিবে আরো।

💚 আমার কাছে ভালো লেগেছে যেগুলো:
✔️ Hair fall visibly reduced
✔️ Lightweight & non-sticky
✔️ Scalp-friendly
✔️ Smells refreshing
✔️ Regular use করলে overall hair texture improve করে

💛 যাদের জন্য পারফেক্ট:
🔹 যাদের চুল ভেঙে পড়ে
🔹 যাদের স্ক্যাল্প week
🔹 যাদের চুল পাতলা হচ্ছে
🔹 যারা লাইটওয়েট গ্রোথ বুস্টার খুঁজছেন

📌 Rating: ⭐⭐⭐⭐⭐ (5/5)
→ Honestly, my hair needed this!

13/11/2025

যারা জিজ্ঞেস করে বিদেশে আমি কি করি সারাদিন।
এই যে জবাব :

゚viralfbreelsfypシ゚viral

Slow Sunday & Grocery for next week 🛒
09/11/2025

Slow Sunday & Grocery for next week 🛒

08/11/2025

ব্ল্যাক ফ্রাইডে সেলে বেশ কিছু ভাইরাল প্রোডাক্ট কিনছি। একটা অনেক এক্সপেন্সিভ হেয়ার কেয়ার সেট কিনছি হাফ প্রাইসে।
ভিডিও টা বড়। কষ্ট করে দেখে নাও 😚

টিনেজ থেকেই আমি তিনটা স্কিন প্রব্লেমে ভুগেছি তা ছিলো ইনগ্রোন হেয়ার,বাম্পি আন্ডারয়ার্ম একনে আর ব্যাক একনে। এগুলোর অনেক দা...
08/11/2025

টিনেজ থেকেই আমি তিনটা স্কিন প্রব্লেমে ভুগেছি তা ছিলো
ইনগ্রোন হেয়ার,বাম্পি আন্ডারয়ার্ম একনে আর ব্যাক একনে।
এগুলোর অনেক দাগও ছিলো। ময়েশ্চারাইজ করতাম কিন্তু কখনো সেভাবে যত্ন নেই নি।

এরপর বডি স্ক্রাব ইউজ করে বেশ উপকার পেয়েছি। আর সবচেয়ে বেশি উপকার পেয়েছি Ordinary Glycolic Acid Toner দিয়ে।

এটা একটা অলরাউন্ডার প্রোডাক্ট আমরা সবাই ই আজকাল জানি। তবে আমার এক্সপেরিয়েন্স জানাচ্ছি।
এই প্রোডাক্ট আমি সবচেয়ে বেশি ইউজ করছি আন্ডারআর্ম ও তার চারপাশে,হাঁটুতে,কনুই এ আর পিঠে।
স্কিন তো ব্রাইট করেই। সেই সাথে এই একনে,ইনগ্রোন হেয়ার,কালো ছোপ সবই দূর করে।

এই যায়গা গুলো ভালো করে ক্লিন করে শুকিয়ে তারপর কটন প্যাডে টোনার নিয়ে এপ্লাই করবেন। তখুনি দেখবেন কটন প্যাডে অনেক ময়লা উঠে আসবে।
টোনার এপ্লাই এর পরে অবশ্যই খুব ভালো একটা ময়েশ্চারাইজার ইউজ করবেন।
এটা প্রতিদিন ইউজ করার দরকার নেই। সপ্তাহে তিন-চারদিন ইউজ করলেই দেখবেন দুই তিন সপ্তাহে রেজাল্ট পাচ্ছেন ❤️

বাংলাদেশের শুক্রবার খুব মিস করি।এই দিন টা শুরু হয় বাসায় আম্মুর ডাকে উঠে নাস্তা করা। বাসায় বাসায় মাংস,পোলাও, বিরিয়ানির ঘ্...
07/11/2025

বাংলাদেশের শুক্রবার খুব মিস করি।
এই দিন টা শুরু হয় বাসায় আম্মুর ডাকে উঠে নাস্তা করা। বাসায় বাসায় মাংস,পোলাও, বিরিয়ানির ঘ্রাণ। দুপুরে নামাজের পর সবাই একসাথে খাওয়া।
বিকেলে বন্ধুদের সাথে বের হওয়া অথবা অনলাইনে না হওয়া আড্ডা গুলো কমপ্লিট করা।

আর রাতে ছুটির দিন শেষ হয়ে গেলো মন খারাপ করা। এই দূর বিদেশে আসলে আমাদের উইকেন্ড বলে তেমন কিছু নেই। যেদিন ছুটি সেদিনই উইকেন্ড।

আমাদের উইকেন্ডে আম্মুর হাতের মজার রান্না খাওয়া নেই। আমরা নিজেরাই রান্না করি বা বাইরে খাই।
আড্ডা দেয়ার বন্ধু নেই।

একটু বেশি করে ঘুমিয়ে শেষ হয়ে যায় পরদেশী সপ্তাহান্ত।।

সবাইকে সপ্তাহান্তের শুভেচ্ছা 🌸

সেই ২০১৮ সালের কথা। হটাৎ একদিন শুনলাম শিমুলবাগান যাচ্ছি। ভাইয়া বললো একটা শাড়ি নিস। নিলাম। সারারাত বাসে জার্নি করে। সকাল ...
02/11/2025

সেই ২০১৮ সালের কথা। হটাৎ একদিন শুনলাম শিমুলবাগান যাচ্ছি। ভাইয়া বললো একটা শাড়ি নিস। নিলাম। সারারাত বাসে জার্নি করে। সকাল সকাল ভাড়ার বাইকে করে যাদুকাটা নদী পৌঁছালাম। সুন্দর সেই নদী টা পাড় হয়ে কেবল হাঁটছি আর হাঁটছি। একদম অজপাড়াগাঁ ছিলো যায়গা টা। মাটির ঘর। হটাৎ ভাইয়া বললো শাড়ি টা পরতে হবে তোর। কই পরবো ভেবে ভেবে এক বাড়িতে ঢুকে তাদের বললাম আপনাদের বাসায় একটু জামা টা চেঞ্জ করে শাড়ি পরা যাবে??? খুব বয়স্ক এক বৃদ্ধা একটা ঘরে নিয়ে গেলেন। কি যে অন্ধকার। নিজেকেই নিজে দেখতে পাই না। হাঁতড়ে হাঁতড়ে ব্যাগ থেকে শাড়ি বের করলাম। কোন রকম সেফটিপিন, কারো হেল্প ছাড়া ঘুটঘুটে অন্ধকারে শাড়ি পরলাম। এর আগে কোনদিন কারো হেল্প ছাড়া শাড়ি পরি নি। এরপর আবার ব্যাকপ্যাক টা কাঁধে নিয়ে হাঁটছি আর ভাইয়া ছবি তুলতেছে আমাদের দুজনের। কখনো এই গাছের নিচে,কখনো একটা ভাংগা সাইকেলে তুলে দিয়ে।
এভাবে হেঁটে হেঁটে প্রায় দুই আড়াই ঘন্টা পর শিমুল বাগান পৌঁছালাম। কি যে বিচ্ছিরি রোদ ছিলো সেদিন। বাম পাশের এই ছবিটাই শিমুল বাগানে তোলা প্রথম ছবি ছিলো। তাও ক্যান্ডিড । আমি হেঁটে হেঁটে বিজয়নের কাছে যাচ্ছিলাম। শাড়ি কখন উঠে গেছে দেখি নি। ভাইয়া একটা ছবি তুললো। এই ছবি টা যে পরে কতো হাজার হাজার শেয়ার আর মানুষের প্রোফাইলে ছিলো আমার হিসাবেও নাই।

অনেক অনেক কমেন্ট। সবচেয়ে কমন কমেন্ট এ্যাহ, ধাড়ি পরতে পারে না। পেছনে লেগিংস দেখা যায়। রূপা এতো খাটো কেন?
তবে আজো একটা কমেন্ট আমার কানে টাশ টাশ বাজে। একজন খুব বয়স্ক মহিলা কমেন্ট করেছিলেন। হিমুর পাশে রূপা কে মানায় নি। আরো সুশ্রী কাউকে নেয়া উচিত ছিলো।

এখন ২০২৫ সাল। উনি কোথায় আছেন জানিনা। তবে সেই হিমু রূপা এখনো একসাথেই আছে। সম্পর্কে নতুন ধাঁপে পা দিয়েছে। রূপা এখনো ভালো মতো শাড়ি পরতে পারেনা। দেখতেও আগের মতোই আছে।
পার্থক্য কেবল তারা এখন হিমু রূপা থেকে স্বামী স্ত্রী হয়েছে।

দোয়া করবেন আমাদের জন্য আপনারা। যারা এর আগে বাম পাশের এই ছবি দেখেছেন আগে তারাও জানাবেন ❤️

Who got a blind box Labubu???-Meeeee
30/10/2025

Who got a blind box Labubu???
-Meeeee

চুল ধুয়ে একদিনও না যেতেই কি আপনাদের স্ক্যাল্প তেলতেলে হয়ে যায়?খুশকি, চুলকানি, ভারী চুল—সব যেন একসাথে হাজির?তাহলে বুঝে নি...
25/10/2025

চুল ধুয়ে একদিনও না যেতেই কি আপনাদের স্ক্যাল্প তেলতেলে হয়ে যায়?

খুশকি, চুলকানি, ভারী চুল—সব যেন একসাথে হাজির?
তাহলে বুঝে নিন, আপনার স্ক্যাল্পটা ওয়েলি টাইপের।

🧠 ওয়েলি স্ক্যাল্প মানেই:
অতিরিক্ত তেল + ঘাম + মৃত কোষ = খুশকির আদর্শ পরিবেশ।
এই কম্বিনেশনেই জন্ম নেয় স্ক্যাল্পের ফাঙ্গাস, চুলকানি আর dull চুল।

নিয়মিত কেয়ার ছাড়া এর সমাধান সম্ভব না।
বেসিক কিছু টিপস দিচ্ছি যেটা আমি ফলো করি।

✨ সপ্তাহে ২–৩ বার হালকা স্ক্যাল্প ক্লিনসার বা স্ক্যাল্প স্ক্রাব ব্যবহার করুন।
✨ তেল লাগান, কিন্তু ৩০ মিনিটের বেশি রাখবেন না।
✨ বালিশের কাভার ও চিরুনি পরিষ্কার রাখুন।
✨ আর মানসিক চাপ কমান—স্ট্রেসও স্ক্যাল্পের ভারসাম্য নষ্ট করে। 😌

আর একটা শ্যাম্পুর কথা বলবো। এই শ্যাম্পুর অন্য আরেকটা ভ্যারিয়েন্ট আমি, আমার ফ্যামির সবাই গত এক বছর ধরে ইউজ করতেছি। এবং আমার পরিচিতি ফ্রেন্ড অনেককেই দিছি।
🧴 Neutrogena T-Gel Shampoo for Oily Scalp

এই শ্যাম্পুতে আছে —
1% Salicylic Acid:
এটা এক ধরনের Beta Hydroxy Acid (BHA) যা স্ক্যাল্পের গভীর থেকে মৃত কোষ ও তেল জমাট ভেঙে দেয়।
এতে স্ক্যাল্প শ্বাস নিতে পারে, হেয়ার ফলিকল unclog হয়, আর খুশকি কমে।

0.6% Piroctone Olamine:
এটা অ্যান্টিফাঙ্গাল উপাদান, যা খুশকি সৃষ্টিকারী Malassezia ফাঙ্গাসকে নিয়ন্ত্রণ করে।
ফলে চুলকানি ও ফ্লেক্স দুই-ই কমে যায় — স্ক্যাল্প হয় ফ্রেশ ও আরামদায়ক। 🌸

এতে করে আপনার স্ক্যাল্প পরিষ্কার হবে, চুল হালকা লাগবে আর খুশকিও চলে যাবে।

Address

Wales

Alerts

Be the first to know and let us send you an email when Aami Oni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aami Oni:

Share