The Half Moon Night

The Half Moon Night “Do what you need to do and enjoy life as it happens.”

06/12/2025

অতীতের সব কষ্ট গুলো,
লাগব হয়ে যাক মৃদু বাতাসে ।
সন্ধ্যা নামূক তাঁরা ভরা আকাশের বুকে ।
সকালটা যেন শুরু হয়,
রৌদ্রের ঝলমল, প্রানবন্ধ হৃদয়ে !

স্বপ্ন গুলো আবদ্ধ রাখা বুকের গহীনে ! উজাড় করে বিলিয়ে দিব ভাবছি মনে মনে !সকাল, সন্ধ্যা আর রাত্রি যখন গভীর হবে ! বেলা শেষে...
19/12/2024

স্বপ্ন গুলো আবদ্ধ রাখা বুকের গহীনে !
উজাড় করে বিলিয়ে দিব ভাবছি মনে মনে !
সকাল, সন্ধ্যা আর রাত্রি যখন গভীর হবে !
বেলা শেষে সন্ধ্যা হলে, মাতব আবার নতুন করে !
মনটা যে আমার আজ বিষণ ফাখা !
এই সাজ সকালের কোলাহলে !

The Half Moon Night
07/12/2024

The Half Moon Night

11/10/2024

তুমি যখন প্রশ্ন করো
আমি কি তোমায় ভালোবাসি ?
অন্ধকারে লুকিয়ে মুখ
আমি নিজের মনেই হাসি।
উত্তরে কি বলবো বলো
বিশ্বকোষেও হয়তো নাই।
উথাল পাথাল খুঁজে মরি
কোথায় কি যোগ্য শব্দ পাই !
এতোদিনেও বোঝেনি যে
আজ বোঝাবো কোন ভরসায় !
না বলা সেই ছোট্ট কথা
বলিনি কি কোনো ভাষায় ?
সেই কথা তো জানে ভালো
শিশির ভেজা ভোরের ফুল।
তুমি যখন প্রশ্ন করো
আমি করি অধিক ভুল।

06/10/2024

আমাতে তুমি ভষ্ম হও
লম্বা ঘুমের পরে
চাহনি আমার পেরেক ঠুকবে
মণিকোঠার ঘরে
নেশাতুর হবে বারেবারে
সময় দেবে না হিসেব
যতই শেখো ক্যালকুলাস
হৃদয়ে গুনবে রেশ
সুতোর এখন ওড়ার পালা
ফুরেফুরে আঁকিবুকি
টানলে কিন্তু পার পাবেনা
এই বুকটায় আমি থাকি
কাছে যত আসা যায়
ততধিক প্রবেশ রাখো

30/08/2024

ভাবি আবার সেই দুচোঁখ ভরে সন্ধ্যা নামবে !
কোলাহল থামবে পাখিদের কলকাকলিতে !
প্রশান্তি ছুঁইয়ে দিবে নির্জন নিশিতে !

আজ আমি দিতে রাজি হাজার বছরের পথ পারি। পড়ন্ত বিকেল শেষে শুধু তোমায় পাবো জানি। 🥰
27/08/2024

আজ আমি দিতে রাজি হাজার বছরের পথ পারি।
পড়ন্ত বিকেল শেষে শুধু তোমায় পাবো জানি। 🥰

14/08/2024

কখনো আর ফিরে পাবোনা সেই হারিয়ে যাওয়া স্মৃতি।
দিলাম যে আজ উজাড় করে সব চোখের জলে ভাসি।
জমাট বাধা সব চাপা কষ্ট দেখাতে আছে মানা।
তাইতো সব ফুঁ দিয়ে শুন্যে দিয়েছি হানা !
(A.H)

আমি আজ নির্বাক, লজ্জিত এবং শঙ্কিত ! আমি আজ নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিনা এই বাংলায় নর পশু নামক প্রাণীদের ভয়ানক জুলুম...
18/07/2024

আমি আজ নির্বাক, লজ্জিত এবং শঙ্কিত ! আমি আজ নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিনা এই বাংলায় নর পশু নামক প্রাণীদের ভয়ানক জুলুমের চিত্র ! নব্য ফিরাউনের পতনের অপেক্ষায় রইলাম।

অচিরেই জুলুমের অবসান হোক, শান্তি ফিরে আসুক জালিমের পতনে।

Everything is nice to see it from far away!
15/07/2024

Everything is nice to see it from far away!

28/06/2024

সময়ের সাথে সব কিছু হারিয়ে যায় অরণ্যে!
ফিরে পেতে তা ব্যাকুল চেষ্টা শুধু বুননে!
আমি দেখে যাই সব নীরব অবুঝ নয়নে!
বেঁচে থাকতে একটু শোকের ও মাতনে!
চারিদিকে এ যেন এক বিকট শব্দে হাহাকার!
সব শুনে না শুনা ও এক বিরাট বড় দায়!
সেই দায় থেকেই আজ আমার বড্ড হাসি পায়!
যে হাসিতে আমি আজ অসীম মুগ্ধ!
সেটা যেন আর কেউ না পায়!

Address

Worth Matravers

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Half Moon Night posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Half Moon Night:

Share