
07/10/2025
ঢামেক শিক্ষার্থী নন্দিনীর অস্বাভাবিক মৃত্যুর যথাযথ তদন্তের দাবি সহপাঠীদের
----
গত ৫ অক্টোবর কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ঢাকা মেডিকেল কলেজের ২০২৪-২৫ সেশনের (কে-৮২) মেধাবী শিক্ষার্থী নন্দিনী রানী সরকার। নন্দিনীর মৃত্যুর পর তার নানা ও মামা বিভিন্ন গণমাধ্যমে বলেন , পূজায় মামা বাড়িতে ঘুরতে গিয়ে বন্ধুদের সঙ্গে মদ্যপানের পর নন্দিনী অসুস্থ হয়ে যায়। পরবর্তীতে ঝিনাইদহ থেকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তবে তাদের এ বক্তব্য মেনে নিতে পারছেন না নন্দিনীর সহপাঠীরা। তাদের মতে, অত্যন্ত ভালো ও নীতিবান নন্দিনীর এমন মৃত্যু বিশ্বাসযোগ্য নয়।
ঢাকা মেডিকেল কলেজের কে-৮২ ব্যাচের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে-
"আমাদের কে-৮২ ব্যাচের সদা হাস্যোজ্জ্বল ও মেধাবী সহপাঠী নন্দিনী রাণী সরকারকে আমরা হারিয়েছি। নন্দিনীর আকস্মিক মৃত্যুতে আমরা সবাই শোকাহত। তার এই অকালপ্রয়াণ আমাদের মেনে নিতে কষ্ট হচ্ছে, তবে তার মৃত্যু সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন ও গুজব নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন ও হতবাক। বর্তমান পরিস্থিতিতে তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, তা কোনোভাবেই আলোর মুখ দেখছে না।
আমাদের যে সংশয়ের জায়গা তৈরি হয়েছে:-
(১) গণমাধ্যমে তার মৃত্যুর কারণ হিসেবে মদ্যপানকে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে তার সঙ্গীদের কোনো তথ্য সামনে আসছে না, যা সন্দেহের জায়গা তৈরি করে।
২) যদি এ্যালকোহল পানে মারা গিয়ে থাকে, তাহলে এ্যালকোহলের সোর্স কে? ঢাকা মেডিকেলের ফার্স্ট ইয়ারের একজন শিক্ষার্থী, যাকে আমরা চিনি একজন অত্যন্ত ভালো নীতিবোধ সম্পন্ন মানুষ হিসেবে, যে জীবনসংগ্রাম করে নিজ পরিবারের অবস্থা পরিবর্তন করতে চেয়েছিল, সে হঠাৎ স্বেচ্ছায় এই কাজ করবে এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।
৩) তার পরিবারের সদস্যগণ কর্তৃক কোনো জোরালো সুষ্ঠু তদন্তের আহ্বানের প্রতি অনীহা পরিস্থিতিকে ঘোলাটে করছে। বলে আমরা মনে করি।
৪) নন্দিনী চান্স পাওয়ার পর থেকে স্থানীয় নেতৃবৃন্দ তার পুরো পরিবারের টেক কেয়ার করে আসছিল, এই ঘটনার পর তার পরিবার স্থানীয় নেতৃবৃন্দকে উল্টো মামলা করার হুমকি দৃষ্টিকটু।
৫) বিভিন্ন মাধ্যম থেকে এটা শুনতে পাওয়া যাচ্ছে যে, তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। এটার সত্যতা উদঘাটন হওয়া দরকার। নন্দিনীর মৃত্যুর পূর্ববর্তী দুই দিনে তার অবস্থান সম্পর্কে কখনো মামাবাড়ি আবার কখনো চাচারবাড়ি বলে বিভ্রান্ত করা হচ্ছে, যা পরিস্থিতিকে প্রতিকূলে নিয়ে যাচ্ছে।
তার পরিবারের বিভিন্ন সদস্যের ভিন্নমত ও চিকিৎসাসংক্রান্ত নিরপেক্ষ তথ্য না আসা পর্যন্ত অপ্রমাণিত বা বিকৃত খবর প্রচার করা উচিত নয়। যথাযথ ডাক্তারি প্রতিবেদন ও প্রশাসনিক তদন্তের বাইরে কোনো কিছু প্রচার না করার জন্য আমরা সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি। প্রয়োজনে তার ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করার দাবী জানাচ্ছি। আমরা তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানাচ্ছি। এই ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ সমাধান না হওয়া পর্যন্ত আমরা থামব না।
justice_for_Nondiny
-কে-৮২ ব্যাচের সকল শিক্ষার্থী"
ঢাকা মেডিকেল কলেজ