Physician's Diary

Physician's Diary Community page for MBBS and BDS degree holders and aspirants
Join group https://is.gd/LnN9Ku

[This is the Original Physician's Diary Page.

Don't fall into a trap]

এবার মেডিকেলে প্রথম হওয়া শান্তর ৩টি কথা আমার খুব ভালো লেগেছে।১.ভর্তি পরীক্ষার প্রস্তুতির অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অক্টোব...
14/12/2025

এবার মেডিকেলে প্রথম হওয়া শান্তর ৩টি কথা আমার খুব ভালো লেগেছে।
১.

ভর্তি পরীক্ষার প্রস্তুতির অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অক্টোবরে সে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় ১০-১২ দিন পড়াশোনার বাইরে ছিলো। প্রথমে কিছুটা হতাশ হলেও সে দ্রুতই মানসিক শক্তি ফিরে পান।
এ বিষয়ে শান্ত বলে, প্রথম দিক দিয়ে একটু ডিপ্রেসড হলেও পরে ভাবলাম, আল্লাহ যেহেতু দিছে তাইলে হয়তো আমার এটার মধ্যে কোনো কল্যাণ নিহিত আছে। আমি চিন্তা করলাম, এই ১০ দিন আমি যা পড়বো তা তো মেডিকেলে নাও আসতে পারে।

২.

সে সকালে পড়া স্টুডেন্ট। সে ভোর ৫টা থেকে ৮টা-৯টা পর্যন্ত বেশি পড়তো।

৩.

মোবাইল আসক্তি নিয়ন্ত্রণে সে তার ফোনটি বাসার এক আন্টির কাছে জমা রেখেছিলো এবং কেবল জরুরি ক্লাসের প্রয়োজনে তা ব্যবহার করতো।

14/12/2025

২০১৬ সালে 64.5 পেয়ে সরকারি মেডিকেলে চান্স হয়েছে আর ২০২৫ সালে এসে 64.5 পেয়ে র‍্যাংক হয় ১৭ হাজার । কাট মার্ক ৭৪.২৫ ।।
ছাত্ররা অনেক মেধাবী হয়ে গেছে ?
উত্তর হলো নাঃ অথোরিটি অথর্ব হয়ে গেছে , প্রশ্ন করতাছে পানির মত সহজ ।
ধরেন বুয়েটের পরীক্ষায় কি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি না নিয়ে কেউ চান্স পেতে পারবে ? মেডিকেলে প্রস্তুতি নিছে বুয়েট এক্সামে ঘুরতে গেছে সে চান্স পাবে ?

কল্পনা করা যায় ?

কিন্তু মেডিকেলে এটা কল্পনা করা যায় । খুশিতে,ঠেলায় ঘুরতে গিয়ে অনেক ইঞ্জিনিয়ারিং এসপিরেন্ট চান্স পেয়ে যায় । কারণ মেডিকেলের বায়োলজি-রসায়ন-ফিজিক্স প্রশ্ন করা হচ্ছে এখন HSC থেকেও সহজ । সহজ প্রশ্ন দিয়ে শিক্ষার্থীদের টাফনেস কোনদিন জাজ করা যায় না । কিন্তু প্রাইভেটের বিজনেস চাঙ্গা করা যায় ।

কারণ যত বেশি পাশ ,প্রাইভেটে ভর্তির চাহিদা তত বেশি -প্রাইভেটের বিজনেস তত রমরমা ।

বুয়েট যদি দেশের সব ইঞ্জিনিয়ারিং বেসরকারি ইন্সটিটিউটের ভর্তির বর্গা নিতো তাইলে বুয়েট-চুয়েট মান রক্ষা করে প্রশ্ন করতে পারত না কারণ মাথায় থাকত যে প্রাইভেটের জন্য পাশ করাতে হবে ।

সরকারি মেডিকেল ও প্রাইভেট মেডিকেলের এক্সাম যতদিন না আলাদাভাবে নেওয়া হবে ততদিন এই লুল মার্কা প্রশ্ন হতে থাকবে ।

যারা চান্স পেয়েছে তারা অবশ্যই মেধাবী ,তাদের মেধা নিয়ে আমার একফোঁটা প্রশ্ন নাই কিন্তু আমি এই লুল মার্কা প্রশ্নে এক্সামকে সমর্থন করি না । এই লুল প্রশ্নে কিছু বাচ্চা এমন ডুকে যায় যাদের নিজের ইচ্ছা নাই বা মেডিকেলে পড়ার ক্যালিবার নাই তারা যে কি পরিমাণ ৫ টা বছর সাফার করে তা বলার বাইরে । বিভিন্ন মেডিকেলে এখন স্যার ম্যামরা অবাক হয় এ কিভাবে মেডিকেলে চান্স পেলো । পোলাপান নিজেঁকে ভাবে Imposter ।

অনেকে ভাবে আমি হয়ত প্রাইভেট মেডিকেল পছন্দ করি না ,প্রাইভেট মেডিকেল থেকে MRCP-USMLE ক্র্যাক করা বহু মানুষ আছে । আমি জাস্ট এই লেভেলের কোয়ালিটিহীন মেডিকেল এক্সামের প্রশ্ন অপছন্দ করি ।

ইন্টেরিম আসার পর ডিজি হেলথে সুনামধন্য শিক্ষক যাওয়ার পর ভাবছি যে মেডিকেল এক্সামের লুলনেস কমবে । কিন্তু কমার জায়গায় উল্টা বাড়ছে ।

লুল মার্কা প্রশ্ন ।। মানহীন প্রশ্ন ।। উল্টাপাল্টা উত্তর নেওয়া ।। চলছে এবং চলবে ।

- সাদিকুর রহমান সাদাব

14/12/2025

সামনের বছর সেকেন্ড টাইম থাকবে কিনা,থাকলে ৩ কাটা যাবে কিনা অনেকে জিজ্ঞাস করছো এখনই।সেকেন্ড টাইম থাকবেই ,মার্ক কত কাটা যাবে তা uncertain। যদি এমন হত এবার অনেক সেকেন্ড টাইম চান্স পেয়ে গেছে তাইলে হয়ত আবার ভাবত যেমনটা ২০১৬ তে হয়েছিলো ৭০% এর উপর সেকেন্ড টাইম চান্স পাওয়ায় ৫ করে কাটার সিদ্ধান্ত হয় (most likely)। এবার প্রশ্ন যেহেতু সহজ হইছে সেকেন্ড টাইম অনেক বেশি চান্স হবে না আমার ধারণা আগের মতই ১০০০-১৫০০ চান্স পাবে।

আর বর্তমানে যেই অথোরেটি DG হেলথ চালাচ্ছে তারাই most likely নতুন সরকার আসলেও থাকবে বলে আমার ধারণা সো ৩ কাটা বহাল থাকবে বলে আমার এনালাইসিস বলে। কিন্তু বাংলাদেশ সকল সম্ভবনার দেশ এটা মাথায় রাইখো।

এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা।আজকে চান্স মিসের পর দয়া করে সেকেন্ড টাইম কোর্স নিয়ে লাফাইয়ো না।অনেকে দেখবা আজকে রাতেই কোর্স লঞ্চ করে দিবে।দয়া করে তাদের ফাদে পইরো না।

২০ তারিখ ঢাবি,তারপর এগ্রি আছে,মাঝে জাবি-রাবি-চবি আছে সেই এক্সামগুলা দেও। কোথাও একটা সিট নিশ্চিতের চেষ্টা করো তারপর সেকেন্ড টাইম। কোথাও সিট নিশ্চিত না করে সেকেন্ড টাইম দেওয়া মূর্খতা। ন্যাশনালে হলেও ভর্তি হয়ে মেডিসেকেন্ড টাইম দেওয়া উচিত। কারণ কোথায় চান্স পেলা না তারপর সেকেন্ড টাইমও হলো না তখন বিপদে পড়বা।

আজ অনেক হাতিঘোড়া মনে হবে চান্স মিসের পর যে আমি ফাটাইয়া দিমু,সেকেন্ড টাইম দিয়া রেকর্ড করে 1st হমু কিন্তু বাস্তবতা হলো সেকেন্ড টাইম অনেক লং-টায়ারিং-ডিপ্রেসিং জার্নি।এই জার্নি বেহুদা অনলাইনে কিছু অনৈতিক কোর্স বিক্রেতাদের ফাদে পড়ে too early শুরু কইরো না।বুঝে শুনে মাথা ঠান্ডা করে শুরু করো,এগ্রির আগে তো কোনভাবেই না।

আর দোয়া করো আল্লাহ এর কাছে যেন উনি তোমার জন্য সব সহজ করে দেয়।

ডা.সাদাব ভাইয়া

এক টর্চেই আশা-হতাশা - pupils dilated মানে কি?ওসমান হাদির ইঞ্জুরির পরপর অনেক ডাক্তার দুইটা জিনিসেই আশঙ্কা করেছিল এটা গুরু...
14/12/2025

এক টর্চেই আশা-হতাশা - pupils dilated মানে কি?

ওসমান হাদির ইঞ্জুরির পরপর অনেক ডাক্তার দুইটা জিনিসেই আশঙ্কা করেছিল এটা গুরুতর - ১। GCS 3 - মানে সে একেবারেই বেহুঁশ - ব্যাথায় ও তার কোন রেস্পন্স নাই ও ২। pupils fixed and dilated - মানে চোখের পুতলি/তারা (কাল অংশটা) সাইজে বড় হয়ে আছে এবং লাইট দিলেও সেটা বদলাচ্ছেনা। এটা খুব কনসার্নিং সাইন। যে কোন ব্রেইন ইঞ্জুরিতে প্রাথমিক এসেসমেন্টের একটা এই পিউপিল চেক।

ছবিতে এটা একটা টর্চ। টর্চের সাইডে পিউপিলের বিভিন্ন সাইজ দেয়া আছে সহজে সাইজ কম্পেয়ার করার জম্যে। সাধারনত আমাদের পিউপিল সাইজ আলোর সাথে বড়-ছোট হয় - অন্ধকার রুমে বড় হয় আলো ঢুকানোর জন্যে, আর আলোকিত জায়গায় ছোট হয়ে আছে। একারনে হঠাৎ অন্ধকার থেকে আলোতে গেলে চোখ ঝলসে যায় কারক পিউপিল অনেক বড় থাকে। খানিকটা পর পিউপিল সাইজ এডজাস্টেড হয়ে যায় আর আবার ঠিকঠাক দেখতে পারি।

ওসমান হাদির অপারেশানের আগে পিউপিল সাইজ ছিল ডান দিকের বড় সাইজ গুলোর একটা। বড় থাকার চেয়েও বেশি সমস্যা হচ্ছে যে যখন ডাক্তাররা টর্চ দিয়ে আলো দেয়, তখন ও এটা স্বাভাবিকভাবে ছোট হয়না। বড়ই হয়ে থাকে। এর মানে আলো লাগার পর, ব্রেইনস্টেম কাজ করে যে নিজে নিজে পিউপিলটা ছোট হবে, এই ফাংশান তার ব্রেইনের ওই মুহুর্তে ছিলনা।

গতকালের বিবৃতিতে এটা নিয়ে কোন আপডেট দেন নাই বিশেষজ্ঞরা, এর মানে তার চোখ এখনো লাইটে রিয়েক্ট করছেনা। লাইট রিয়েকশান যদি ফিরে আসে এটা প্রথম সাইন যে কিছুটা আসা আছে।

কিন্তু এখনো পর্যন্ত খুব বেশি আশা দেয়ার মত কোন খবর আসেনি আমাদের কাছে। দুয়া ছাড়া আসলে কিছুই দেখার নাই।

- Dr. Raiiq Ridwan

13/12/2025

জনাব শরীফ মোঃ ওসমান হাদীর চিকিৎসকদের বোর্ড মিটিং এর সদস্যবৃন্দের নাম এবং শারীরিক কন্ডিশনের আপডেট!আমরা দোয়া করতে যেন না ভুলি।

প্রাইমারী কনসালটেন্ট : *ডা: আলিউজ্জামান।*
আই সি ইউ কনসালটেন্ট : *ডা: জাফর ইকবাল*

মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড মেম্বারস-
১. ডা: সেলিম মোহাম্মদ জাহাংগীর-সিনিয়র কনসালটেন্ট, নিউরো এনাস্থেসিয়া ও আই সি ইউ।
2. ডা: জিল্লুর রহমান -সিনিয়র কনসালটেন্ট, নিউওরোসার্জারী
৩. ডা: এ কিউ এম রেজা- সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি
৪. ডা: মাসুম কামাল খান- সিনিয়র কনসালটেন্ট, নেফ্রলজী
5. ডা: জিয়াউল হক-সিনিয়র কনসালটেন্ট- রেসপিরেরেটরী মেডিসিন
6. ডা: খন্দকার মাহবুবুর রহমান, সিনিয়র কনসালটেন্ট- নিউওরোমেডিসিন
7. ডা: এস এম হাসান শাহরিয়ার, সিনিয়র কনসালটেন্ট - নিউওরোমেডিসিন।
8. ডা: জুলফিকার হায়দার- সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওথোরাসিক সার্জন।
9. ডা: শাহিনুর রহমান- সিনিয়র কনসালটেন্ট, বক্ষব্যাধী সার্জন।
10. ডা: আতিয়ার রহমান - সিনিয়র কনসালটেন্ট- অর্থোপেডিক্স।
11. ডা: একরাম উদ দ্দৌলা- সিনিয়র কনসালটেন্ট- নাক কান ও গলা
12. ডা: কাজী স্মিতা হক- কনসালটেন্ট, হেমাটোলজী
১৩. সার্বিক তত্বাবধান- ডা: আরিফ মাহমুদ, ডি এম এস- এভারকেয়ার হাসপাতাল ঢাকা।

জনাব ওসমান হাদীকে গতকাল (১২/১২/২০২৫) ঢাকা মেডিকেল কলেজ থেকে অপারেশনের পরে এভারকেয়ার হাসপাতাল ঢাকার ক্রিটিকাল কেয়ার ইউনিট স্থানান্তর করা হয় অপারেশন পরবর্তী চিকিৎসা এর জন্য।

অবজারভেশন ও সিন্ধান্ত সমুহ-
১. ব্রেনে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু অপারেশন সম্পন্ন হয়েছে সেহেতু এখন কনজার্ভেটিভ ভাবেই ম্যানেজ করতে হবে। ব্রেন প্রটেকশন প্রটোকল ফলো করে অন্যান্য সমস্থ সাপোর্ট চালিয়ে যেতে হবে। যদি একটু স্টাবল হয় তাহলে ব্রেনের রিপিট সিটি স্ক্যান করানো যেতে পারে।
2. ফুসফুসে ইনজুরি আছে ও চেস্ট ড্রেইন টিউবে যেহেতু অল্প ব্লাড আসছে সেহেতু সেটা কন্টিনিউ করতে হবে। "ফুসফুসে সংক্রমণ" ও "এ আর ডি এস" যাতে ডেভলপ না করে সেদিকে খেয়াল রেখে ভেন্টিলেটর সাপোর্ট চালায়া যেতে হবে।
3. কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে, সেটাকে ধরে রাখার জন্য ফ্লুইড ব্যালেন্স যেভাবে ঠিক রাখা হচ্ছে সেভাবেই কন্টিনিউ করতে হবে।
4. শরীরে রক্ত জমাট বাধা ও রক্ত ক্ষরন হওয়ার মদ্ধ্যে যে অসামঞ্জস্যতা দেখা দিয়েছিলো (ডি আই সি) সেটা অনেকটাই ঠিক হয়ে আসছে। এটাকে সার্বক্ষণিক মনিটরিং করে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রানফিউস করতে হবে।

5. ব্রেন স্টেমে ইঞ্জুরির কারনে ব্লাড প্রেশার ও হার্ট বিট উঠানামা করছে। ব্লাড প্রেশারের জন্য সাপোর্ট যেভাবে দেয়া আছে সেটা সেভাবেই চলবে। যদি হার্ট রেট কমে যায় তাহলে টেম্পোরারি পেস মেকার লাগানোর জন্য টিম সার্বক্ষণিক রেডি আছে, সেটা লাগানো হবে।

৬. ঢাকা মেডিকেল কলেজ এর ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে, রেডিওলজি, আই সি ইউ, এনাসথেসিয়া, সমস্থ ইউরো সার্জারীসহ ও অন্যান্য সমস্থ ডিসিপ্লিনের চিকিৎসক গন ও সাপোর্টিভ স্টাফ গন যে হিরোইক কাজ করেছেন তার জন্য এই মেডিকেল বোর্ড সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছেন।

৭. বর্তমানে তার সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশংকা জনক।

৮. মেডিক্যাল বোর্ড এই সামারীটা রোগীর ভাই ও তার আপনজনকে ব্যক্ষা করে দিয়েছেন। তারা চাইলে মিডিয়ার মাধ্যমে তার আপডেট দেশ-বাসীকে জানাতে পারেন। মেডিকেল টিমের পক্ষ থেকে আমাদের সকলের প্রিয় শরীফ ওসমান হাদীর জন্য বিনীতভাবে দোয়ার অনুরোধ জানানো হচ্ছে।

৯. অযথা কেউ হাসপাতালে এসে ভীর করবেন না। কোন ভিজিটির এখানে এলাউড না।

১০. আমরা আপনাদের কাছে অনুরোধ করছি কোন অনুমান বা ভুল তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখুন। রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় সকলে সহযোগিতা করুন।

১১. আমাদের মেডিকেল টিম সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য মেডিকেল বোর্ড ও তার পরিবারের পক্ষ থেকে সবাইকে দোয়া করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।

ধন্যবাদ।
ডা: মো: জাফর ইকবাল
সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর
আই সি ইউ এন্ড এইচ ডি ইউ।
এভারকেয়ার হাসপাতাল ঢাকা।

আমরা সবাই ভারতীয় ডাক্তার  দেবী শেঠীকে চিনলেও বাংলাদের একজন সুনামধন্য  ডাক্তার অধ্যাপক নুরুন্নাহার ফাতেমা মেডামকে  চিনি ...
13/12/2025

আমরা সবাই ভারতীয় ডাক্তার দেবী শেঠীকে চিনলেও বাংলাদের একজন সুনামধন্য ডাক্তার অধ্যাপক নুরুন্নাহার ফাতেমা মেডামকে চিনি না। ডাঃ দেবিশেঠী কে আমরা প্রোমোট করি কিন্তু ফাতেমা মেডামকে করি না?

ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. নুরুন্নাহার ফাতেমা মেডাম সিলেট বিভাগের মৌলভী বাজার জেলার বড়লেখায় জন্ম গ্রহন করেন, তিনি সিলেট তথা সারা বাংলাদেশের গৌরব, বাংলাদেশের প্রথম পেডিয়েট্রিক কার্ডিওলজিস্ট তিনি
৭ হাজার শিশুর হার্টের জন্মগত রোগের (যেমন হার্টের ভেতর ছিদ্র) অপারেশন ( ইন্তটারভেনশন)ও অনান্য ইমার্জেন্সি ইন্টারভেনশন করেছেন।
২০১৯ সালে স্বাধীনতা পদক অর্জন করেন।

আমরা ভারতের দেবি শেঠী কে চিনলেও ঘরের মানুষ ছিনিনা, আসুন আমরা সবাই আমাদের নিজেদের ঘরের মানুষকে বিশ্বের কাছে পরিচিত করে দেই।

Dr. Nurun Nahar Fatema Begum is a Pediatrics Cardiologist doctor in Dhaka. Her qualification is MBBS, FCPS (PED), FRCP (EDIN), FACC (USA), FSCAI (USA).

[Medical Jacket at sutonu.shop/serving]

একজন ডাক্তারের হৃদয় কত শক্ত হতে পারে? উনার চেহারাটা কী মনে পড়ে?  ওসমান হাদীর মাথার খুলি খুলে মস্তিষ্কের ভেতর জমে থাকা ...
12/12/2025

একজন ডাক্তারের হৃদয় কত শক্ত হতে পারে?
উনার চেহারাটা কী মনে পড়ে?

ওসমান হাদীর মাথার খুলি খুলে মস্তিষ্কের ভেতর জমে থাকা রক্ত অপসারণ এবং ব্রেইন থেকে বুলেটের অংশ বের করার সেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দীর্ঘ অপারেশনের নেতৃত্ব দিয়েছেন ডা. মো. জাহিদ রায়হান।

তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান। একই সঙ্গে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত একজন মানুষ এবং বিএনপি-সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাবের কার্যকরী পরিষদের সদস্য।

অনেকেরই মনে থাকার কথা, মাসখানেক আগে এনসিপি-ঘনিষ্ঠ কিছু চিকিৎসক ‘ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠান আয়োজন করে। সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল দেশের এই প্রখ্যাত নিউরোসার্জনকে। কিন্তু সেখানে নাসিরসহ কয়েকজন রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করে পরিস্থিতি অযথা উত্তপ্ত করার চেষ্টা করে।

একটি পেশাগত ফোরামে দাঁড়িয়ে একজন সিনিয়র চিকিৎসককে রাজনৈতিক উসকানিতে জড়ানোর সেই চেষ্টা তিনি অসম্ভব ধৈর্য আর পরিমিত ভাষায় সামলান। খুব শান্তভাবে তিনি তখন শুধু এটুকুই বলেন—আমরা যে ফোরামে এসেছি, তার বিষয় নিয়েই আলোচনা হওয়া উচিত। আমি চাইলে এখান থেকেই আপনাদের রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করতে পারতাম, কিন্তু সেটা এই জায়গার জন্য উপযুক্ত নয়। অথচ আপনারা সেটাই করছেন।

আজ সেই মানুষটিই, তাঁর পুরো টিম নিয়ে, হাদীর মতো একটি ভয়াবহভাবে গুলিবিদ্ধ রোগীর জীবন বাঁচাতে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে অপারেশন করেছেন। কাজটা ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ, সামান্য ভুল মানেই অপূরণীয় ক্ষতি। কিন্তু তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় অপারেশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং হাদীর মস্তিষ্ক থেকে বুলেটের অংশ অপসারণ করা সম্ভব হয়েছে।

অপারেশন শেষে যখন তিনি মিডিয়ার সামনে কথা বলেন, তখন তাঁর মুখের ভাষা আর চোখের ভাষা এক ছিল না। মুখে কথা বলছিলেন, কিন্তু চোখে-মুখে ছিল গভীর বেদনা আর চাপা কান্না। গলা শক্ত করে কথা বলছিলেন, যেন শব্দগুলো ভেতর থেকে আসতেই কষ্ট হচ্ছিল। শেষে সবার কাছে শুধু দোয়া চেয়েছেন।

এখন সবকিছুই একমাত্র সৃষ্টিকর্তার ইচ্ছার ওপর। আল্লাহর বিশেষ রহমতেই হয়তো হাদী আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।

- মাহির শাহরিয়ার

https://sutonu.shop/product/serving-heart/

12/12/2025

ঢামেকে অপারেশন করা ডাক্তারের বর্ণনায় #ওসমান_হাদীর প্রকৃত অবস্থাঃ

ওভারঅল কন্ডিশন খুবই খারাপ, ক্রিটিক‍্যাল বলতে যেটা বুঝায় সেই অবস্থায় আছেন।

হাদীর ভাই সাথে ছিল, সে ডাক্তারদের বলছে আমরা জানি বেঁচে নেই তারপরও আপনারা চেষ্টা করুন।

এরপর অপারেশন শুরু করে

মুলত বু/লেট কানের নিচ দিয়ে ঢুকে অপরদিক দিয়ে হাড় ভে/ঙে বেরিয়ে গেছে, বু/লেটের কিছু ফেগমেন্ট রয়ে গেছে এবং সেটা একেবারে ব্রে/ণের সেন্টার পয়েন্টে।

সেক্ষেত্রে চিকিতসা হচ্ছে, খু/লি বের করে ম/গজ থেকে র/ক্ত বের করে দেয়া যাতে ব্রেণের উপর চাপ কমে। এটাই করা হয়েছে, এখন তার সর্বোচ্চ আইসিইও দরকার। সে জন‍্য এভারকেয়ারে পাঠানো হয়েছে।

এর মধ‍্যে দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে, অপারেশনের পরেও নাক ও মুখ দিয়ে র/ক্ত বের হইছে।

ওভারঅল মন্তব‍্য হচ্ছেঃ
আমরা প‍্যাশেন্টের ব‍্যপারে কোন আশাই দিব না, তবে বেঁচে আছেন এটা বলা যায়।

(ঢাকা মেডিক‍্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান যিনি অপারেশনের সাথে ছিলেন তিনি বিবিসি বাংলাকে এইসব তথ‍্য দিয়েছেন।)

https://www.facebook.com/share/v/16XqrMb9oC/

মীর্জা আব্বাসের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই ওসমান হাদীকে বলি দেওয়ার চেষ্টা হচ্ছে।এর বাইরে জামাত শিবিরের যে...
12/12/2025

মীর্জা আব্বাসের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই ওসমান হাদীকে বলি দেওয়ার চেষ্টা হচ্ছে।

এর বাইরে জামাত শিবিরের যে বা যারা যাই ই বলুক, তাদের অবিশ্বাস করুণ। জায়োনবাদী জামাতি মোনাফেকদের জন্য নিশ্চই সর্বোচ্চ শাস্তি বরাদ্ধ রয়েছে।

বি:দ্র: মীর্জা আব্বাস শত খারাপ কাজ করতেই পারে। কিন্তু নির্বাচনের আগে হাদীর মত উপযুক্ত প্রতিপক্ষকে হত্যা চেষ্টার মত অপরিপক্ক কাজ তার দ্বারা করা কোনভাবেই সম্ভব না।

হত্যা চেষ্টার দশ মিনিটের মাথায় সাদিক কাইয়ুমের পোস্ট, এই বার্তায় দেয়।

- মাশকুর রাতুল

12/12/2025

যা জানা গেল ওসমান হাদির চিকিৎসা নিয়ে - ১০ পয়েন্টে সার্মর্ম

১। রিক্সায় থাকা কালে পাশ দিয়ে মোটরসাইকেলে বসা এক জনের গুলিবিদ্ধ হয়। গুলির ট্র‍্যাজেক্টরি (trajectory) এমন ছিল যে যদিও কানের পাশে লেগেছিল, এটা মাথায় ও আঘাত করেছিল যেহেতু উপরের দিকে নিসানা (কারন রিক্সা উঁচু মোটোর তুলনায়)

২৷ এটা ব্রেইনে আঘাত করেছে এটার মেইন লক্ষন ছিল যে খুব এক্সেস ব্লাড লস না হয়েও (ভিডিওতে যা দেখলাম) সে বেহুঁশ হয়ে যায়৷ গুলিতে মারাত্মক ব্যাথা হওয়ার কথা, এই ব্যাথায় ও রেস্পন্স নাই মানে তখনই তার GCS 3 হয়ে যাহ। অনেকে এটাকে ব্রেইন ডেথ বলে দিচ্ছিল কিন্তু এটা ঠিক না - একিউট ব্রেইন ইঞ্জুরিতে মাঝে মাঝে GCS 3 হয়, pupils dilated হতে পারে। এটা বরং একটা সাইন যে ব্রেইনে আঘাত হয়েছে এবং ভিতরে প্রেশার বেড়ে গিয়েছে- হয়ত বুলেটের কারনে অথবা ব্লিডিং এর কারনে।

৩। সিটি স্ক্যানের ছবি সব দিকে ছড়িয়ে পড়ে। এখানে সাইডের টেম্পোরাল লোব (যেটা কথা বলা, বুঝা, স্মৃতিশক্তি এগুলার কাজ করে) এই অংশে ইঞ্জুরি দেখায় যায়। অপরদিকে অনেক ফ্র‍্যাগমেন্ট দেখা যায় ব্রেইনস্টেমে (যেটা শরিরের নিশ্বাস নেয়া, হার্ট চালানো সহ গুরুত্বপুর্ন অনেক কাজ করে)। ফ্র‍্যাগমেন্ট গুলো দেখে প্রথমে মনে করেছিল অনেকে (আমিও) যে বুলেট হয়ত ব্রেইনস্টেমে। অপারেশানের পর বুঝা গেল এগুলা হাড্ডি গুরা হওয়া ও বুলেটের ফ্র‍্যাগমেন্ট হতে পারে কিন্তু বুলেট মাথায় নাই

৪। অপারেশানের মেইন কাজ এই সময় হলো যে ডিকমপ্রেস করে প্রেশার কমানো। এটা করতে তার মাথার সাইডের একটা হাড় তুলে নেয়া হয়েছে (hemocraniectomy) যাতে প্রেশার রিলিজ করার জায়গা থাকে। তাছাড়া ব্লিডিং ও কন্ট্রোলে এনেছে বলে উল্লেখ করেছে সার্জানরা। প্রেশার কমালে ব্রেইনস্টেম, টেম্পরাল লোব এগুলা রিকাভার করার জায়গা তৈরি হয়।

৫। ব্রেইনস্টেম যেহেতু নিশ্বাস কন্ট্রোল করে ও হার্ট কন্ট্রোল করে তাই একটা গুরুত্বপুর্ন ব্যাপার হলো দেখা যে সে নিজে নিজে নিশ্বাস নিতে পারছে কিনা। এনেস্থেটিস্ট (বা আমেরিকান ভাষায় এনেস্থিসিওলজিস্ট) এই ক্ষেত্রে উল্লেখ করেছে যে তার নিজ থেকে নিশ্বাস নেয়ার এফোর্ট দেখেছে, তার মানে ভেন্টিলেটার ছাড়াও তার নিশ্বাস নেয়ার ক্যাপাবিলিটি আছে - এটা প্রাথমিকভাবে বলা যায়।

৬। কিন্তু এখানে আরো অনেক কিছুই মনে রাখতে হবে। ব্রেইনের এমন সিরিয়াস জায়গায় ইঞ্জুরি থেকে বেঁচে আসার চান্স কম। তার উপর কোন ডিস্যাবিলিটি ছাড়া ফিরে আসা একেবারেই বিরল। কিন্তু আমরা দোয়া অবশ্যই করতে পারি। সাধারনত প্রথমে এই damage control surgery করার পর ৪৮-৭২ ঘন্টা ইন্টেন্সিভ কেয়ারে রাখা হয়, মাঝে মাঝেই তার কনশাস লেভেল টেস্ট করা হয় এবং এক পর্যায়ে গিয়ে তার ব্রেইনস্টেম রিফ্লেক্স টেস্ট করে দেখে যে ব্রেইনস্টেম কাজ করছে কিনা। তার আগ পর্যন্ত কেউ ব্রেইন ডেথ বললে এটা ভুল হবে।

৭। ব্রেইন ছাড়াও এমন নোংরা বুলেট ও অপারেশান, আইসিইউ, হাসপাতাল সংক্রান্ত ইনফেকশান বওয়ার ঝুঁকিও থাকে - উন্নত দেশেই হয়, বাংলাদেশে তো বলাই বাহুল্য।

৮। দুপুরে দ্রুততম সময়ে তাকে হাসপাতালে নেয়া হয়। এক পর্যায়ে তার পালস চলে যায় (কার্ডিয়াক আরেস্ট যার মানে হার্ট কাজ করা বন্ধ করে দেয়)। এর পর তাকে সিপিআর ও দেয়া লেগেছে বলে শুনেছি। দ্রুততম সময়ে তাকে ইন্টিউবেট (শ্বাসনালিতে নল দিয়ে) করে ভেন্টিলেটারে দাওয়া হয়। একবার এমন কার্ডিয়াক এরেস্ট হলে ফিরিয়ে আনার চান্স আরো কমে যায়। তাছাড়া তার লাংসেও একটা ইঞ্জুরি হয়েছে বলে উল্লেখ করা হয়ে যার কারনে তাকে চেস্ট টিউব দেয়া হয় - এটা ফুসফুসের বাইরে ব্লাড বা বাতাস আটকে থাকলে সেটা বের করার জন্যে দেয়া হয়। দেয়াতে ফুসফুস কল্যাপ্স করলে আবার ভরার সুযোগ পায়।

৯। কিন্তু তাও, দোয়া বলতে আমাদের শেষ এক অস্ত্র সব সময়ই থাকে। আগামি ৪৮-৭২ ঘন্টা খুবি ক্রুশাল। এই সময় অনেক কিছুই হতে পারে। ডাক্তাররাও এ নিয়ে নিশ্চই নিয়মিত আপডেট দিবে।

১০। বিদেশ যাওয়া প্রসঙ্গ অনেকে তুলেছেন। যদি দেখা যায় ৭২ ঘন্টার পর যে ব্রেইনস্টেম ফাংশান আছে, নিজে নিজে নিশ্বাস কন্ট্রোল করতে পারছে ও তার মিনিমাম কনশান লেভেল আছে, তাহলে স্ট্যাবল হলে বিদেশ নাওয়ার কথা চিন্তা করা যেতে পারে রিহ্যাবিলিটেশানের জন্যে। এই আনস্টেবল অবস্থায় মুভ করা অনেক রিস্কি।

পাবলিকল এভেইলেবল ইনফরমেশান এর উপর ভিত্তি করে লিখা হয়েছে সর্বসাধারনের কাছে মেডিকেলিয় ভাষা বুঝানোর জন্যে। ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

- Dr. Raiiq Ridwan

12/12/2025

হাদীর সর্বশেষ আপডেট!

১. মস্তিষ্কের অপারেশন সম্পন্ন (Lt. Decompressive craniectomy)।মাথার ভেতরে গুলি ছিল না।গুলি আগেই একদিক থেকে ঢুকে আরেকদিক থেকে বের হয়ে গেছে।CT Scan এ যেটা দেখা যাচ্ছিল সেটা বুলেট যেদিক থেকে ঢুকেছে সেটার ভাঙা হাড়ের অংশ বিশেষ।সেগুলো বের করা হয়েছে।খুলির একটা অংশ কেটে রাখা হয়েছে।মস্তিস্কের চাপ কমানোর জন্য।

২. চেস্ট ইঞ্জুরির জন্য Chest Drain Tube দেওয়া আছে।

৩. ডান পায়ে Lacerated wound ছিল।সেটার জন্য Surgical toileting সাথে প্লাস্টার করা হয়েছে।

৪. হাদীকে Ever Care এ নিয়ে যাওয়া হচ্ছে।

৫. মাল্টিপল (নট সিংগেল) গান শটের মাধ্যমে Massive injury হয়েছে। Brain, Chest, leg injured. Metabolic disorder evaluate করা হচ্ছে।

- Abdus Salam

কী বাঙ্গু? কখনো যাদের ক্ষমতায় দেখেন নাই তাদের এবার ক্ষমতায় আনার খুব শখ না?ঠিকাসে, আনেন মন চাইলে।ফ্যাসিজম কারে বলে কত প্র...
10/12/2025

কী বাঙ্গু? কখনো যাদের ক্ষমতায় দেখেন নাই তাদের এবার ক্ষমতায় আনার খুব শখ না?

ঠিকাসে, আনেন মন চাইলে।

ফ্যাসিজম কারে বলে কত প্রকার শিখায় দিবে একদম। হাসিনার চেয়েও ভয়ংকর ফ্যাসিস্ট এরা!

- Arka

Address

Dhaka Medical College
Saint George's
1000

Website

https://campus.engineersdiarybd.com/category/medical/, https://shop.zatiqeasy.com/16911

Alerts

Be the first to know and let us send you an email when Physician's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share