27/03/2025
মদীনায় নূর নবী জাগে সব প্রহরে আসেন আখেরী নবী শোর তাই শহরে আল্লাহর রহমত বুকে যায় মমতা শিখে নেয় সব লোক তার কাছে সমতা খোদার কালাম শিখে নেই যার তুল্য বুঝে হক ইনসাফ বিচারের মূল্য তৌহিদী শিক্ষায় সকলের মনসাফ ভাই ভাই মুসলিম হয়ে যায় নিষ্পাপ পায় তারা মহাবল মুমিনের জামাতে পাপ কাজে শয়তান পারে না তো নামাতে