Bristy Shikder

  • Home
  • Bristy Shikder

Bristy Shikder জীবনটা নিজের তাই সুখটা নিজেকেই তৈরি করতে হবে কেহ আপনাকে সুখে রাখবে এটা আশা করে কষ্ট পেয়ে লাভ নেই নিজের জন্য বাঁচুন নিজের জন্য হাসুন
(7)

টাকা এমন এক জিনিস না থাকলে বোঝা যায় জীবনটা কতো কঠিন আবার সেই টাকা ভয়েরও কারন হতে পারে আপনার পাশে থাকা সব মানুষ আপনাকে ভা...
12/07/2025

টাকা এমন এক জিনিস না থাকলে বোঝা যায় জীবনটা কতো কঠিন আবার সেই টাকা ভয়েরও কারন হতে পারে আপনার পাশে থাকা সব মানুষ আপনাকে ভালোবাসে এমনটা নাও হতে পারে কিছু মানুষ আপনার সাথে এমন ভাবে মিশবে মনে হবে আপনার খুব কাছের মানুষ সত্যিই কি তাই এরা প্রয়োজনে আপনার পা চাটবে হা তে হা মিলাবে শুধু ওই টাকার জন্য আমি দেখেছি মানুষ টাকার জন্য কতো নিচে নামতে পারে

সাদ্দাম হোসেনকে ফাঁ*সি দেওয়ার পর যখন তাঁর মরদেহ বাহিরে রাখা হল, তখন একদল মানুষ সেখানে এসে এই মানুষটার মৃতদেহের ওপরে থুতু...
29/06/2025

সাদ্দাম হোসেনকে ফাঁ*সি দেওয়ার পর যখন তাঁর মরদেহ বাহিরে রাখা হল, তখন একদল মানুষ সেখানে এসে এই মানুষটার মৃতদেহের ওপরে থুতু ছিটিয়েছিল, যারা প্রত্যেকেই ইরাকের নাগরিক; পক্ষান্তরে তার নিরাপত্তায় নিয়োজিত সেই ১২ জন আমেরিকান সেনা সদস্যের প্রত্যেকেই কেঁদেছিল ! ?

ইন্দিরা গান্ধীর পরিণতি হয়েছিল আরও করুণ । শত্রুর গুলিতে না, তার মৃ*ত্যু হয়েছিল নিজেরই দেহরক্ষীর গুলিতে ।

শেখ মুজিবুর রহমানের পিতা শেখ লুৎফর রহমানের দেহ নামাতে যে লোকটি কবরে নেমেছিল, শেখ মুজিবুর রহমানের মাতার মৃত্যুতে যে লোকটি মাটিতে শুয়ে কান্নায় গড়াগড়ি করেছিলো, শেখ কামালের বিয়ের উকিল বাপ যে মানুষটি ছিলো, ১৯৭৫ সালের ১৪ই আগস্ট দুপুরে যে লোকটি বাসা থেকে তরকারী রান্না করে নিয়ে গিয়ে শেখ মুজিবুর রহমানকে খাইয়েছিলো তারপরের দিন ১৫ই আগষ্ট শেখ মুজিবুর রহমানকে সহ স্বপরিবারে সেই লোকই খু*ন করেছিল যার নাম খন্দকার মোশতাক...

ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায়, এক একটা সাম্রাজ্যের পতন হয়েছে তাদের সব চাইতে কাছের মানুষদের হাত ধরে। সৌদি আরবের বাদশা ফয়সাল যখন তার ভাইপোকে আলিঙ্গন করার উদ্দেশ্যে দু হাত বাড়িয়ে দিলেন, প্রতিউত্তরে হঠাৎই পকেট থেকে পিস্তল বের করে পরপর তিনটা গুলি করে বসলেন ।

গোয়েন্দারা আসামী সনাক্ত করার জন্য অনেক গুলো পদ্ধতি অবলম্বন করে থাকে, তার একটি হল প্রত্যেককেই সন্দেহের দৃষ্টিতে দেখা । সব চাইতে বেশি সন্দেহ তাকে করা যাকে মনে হবে সব চাইতে কম সন্দেহজনক ।

ইতিহাস আমাদের বার বার শিখিয়ে গেছে, মানুষের জীবনের সব চাইতে বড় যে শত্রু তাকে কখনোই চেনা যায় না, সে থাকে সব থেকে কাছের বন্ধুর মত করে ।

আপনার ব্যক্তিগত জীবনেও তাই...

আপনি সব চাইতে বেশি প্রতারিত হবেন আপনার কাছের মানুষদের কাছ থেকে । আপনাকে সব চাইতে বেশি কষ্ট দেয়া মানুষের তালিকা করলে সেখানে শত্রু না, আপন মানুষদের নাম দেখতে পাবেন ।

শত্রু কখনো বিশ্বাস ঘাতক হয় না, বিশ্বাসঘাতকতা করে কেবল আপন মানুষরাই ।

22/06/2025
কথায় কথায় কথা বাড়েআমার মাথা ঘোরে,দিন শেষে সন্ধ্যা নামেদিনের আলোর দৌড় থামে...খূব অদূরে সন্ধ্যা নামেশ্রমিকের ঝড়ে পড়া ঘাম থ...
20/06/2025

কথায় কথায় কথা বাড়ে
আমার মাথা ঘোরে,
দিন শেষে সন্ধ্যা নামে
দিনের আলোর দৌড় থামে...

খূব অদূরে সন্ধ্যা নামে
শ্রমিকের ঝড়ে পড়া ঘাম থামে,
কি যায় আসে মন খারাপে
ভালোবাসায় সুখটাকে আর কেইবা হাতড়াবে....

মনের অসুখ
মন বুঝে না,
মনের দুখ
মন খুঁজে না...
নাই বা পেলাম ভালোবাসা
কিছু নাহয় অভিনয় আমিও করে গেলাম

তুই আমি আজ যোজন যোজন দূরে
মিছে মায়ার এই আমি ভবঘুরে,
এত ভাবনায় রেখে কি লাভ তোকে
দিনশেষে তো এই আমি একলাই থাকি শোকে.....

দিনশেষে সন্ধ্যা নামে
নামুক নাহয় অন্ধকার
কেইবা আর আমার......
আমিতো শুধুই আমার

ছেলেরা হলো কাঁচা মরিচের মত 😂😂      মরিচ যতোই ঝাল হোকনা কেন 😎😎          মেয়েরা সেটার আচার বানিয়ে নেয় 🤪🤪               কথ...
20/06/2025

ছেলেরা হলো কাঁচা মরিচের মত 😂😂
মরিচ যতোই ঝাল হোকনা কেন 😎😎
মেয়েরা সেটার আচার বানিয়ে নেয় 🤪🤪
কথায় কি কোন ভ্যাজাল আছে
বিঃ কাউকে উদ্দেশ করা বলা হয়নি 🥴🥴
এতো সুন্দর একটা পোষ্ট করার জন্যওতো ফলো করা উচিত 😂

শিশুটির নাম রোজা। বাবার নাম রতন, মায়ের নাম মাহি। শিশুটি রয়েল পরিবহনে ঢাকা থেকে খুলনায় চলে এসেছে। বয়স আনুমানিক তিন বছর...
20/06/2025

শিশুটির নাম রোজা। বাবার নাম রতন, মায়ের নাম মাহি। শিশুটি রয়েল পরিবহনে ঢাকা থেকে খুলনায় চলে এসেছে। বয়স আনুমানিক তিন বছর। শিশুটি বর্তমানে ভিকটিম সাপোর্ট সেন্টার সোনাডাঙ্গা থানা কম্পাউন্ড, খুলনার হেফাজতে আছে। যোগাযোগের জন্য মোবাইল নাম্বার ০১৭১২০৪১৫১০

07/06/2025

আমার পেজের বয়স ১০ বছর হয়ে গেছে my 10th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

07/12/2024

Address


Telephone

+85251069213

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bristy Shikder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bristy Shikder:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share