Sylhet 1 MP KM

Sylhet 1 MP KM আগামীর সিলেট ১ আসনের এমপি পদপ্রার্থী গণমানুষের নেতা
খন্দকার মুক্তাদির ✌️
(1)

02/11/2025
02/11/2025
25/10/2025
সিলেট-১ আসনের আপামর জনতার নেতা খন্দকার আব্দুল মুক্তাদির ভাইসিলেটের রাজনীতির ইতিহাসে খন্দকার আব্দুল মুক্তাদির ভাই এমন এক ...
24/10/2025

সিলেট-১ আসনের আপামর জনতার নেতা খন্দকার আব্দুল মুক্তাদির ভাই

সিলেটের রাজনীতির ইতিহাসে খন্দকার আব্দুল মুক্তাদির ভাই এমন এক নাম, যিনি শুধু একজন রাজনীতিবিদ নন—তিনি আপামর জনতার হৃদয়ের মানুষ। সিলেট-১ আসনের মানুষের সুখ-দুঃখে, আনন্দ-বেদনায় তিনি সবসময় ছিলেন পাশে। সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে তাঁর দৃঢ় অবস্থান, সাহসী নেতৃত্ব এবং নিরলস পরিশ্রম তাঁকে আলাদা মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।

খন্দকার আব্দুল মুক্তাদির ভাই বিশ্বাস করেন—রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয়, বরং মানুষের সেবা করা, সমাজের উন্নয়ন ঘটানো এবং সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো। তাই তিনি নিজের জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছেন মানুষের কল্যাণে। দরিদ্র কৃষক থেকে শুরু করে প্রান্তিক শ্রমজীবী মানুষ—সবাই তাঁর আপনজন।

তিনি সবসময় বলেন, “জনগণই আমার শক্তি, জনগণই আমার ভরসা।” এই বিশ্বাস থেকেই তিনি সিলেটের মাটিতে গড়ে তুলেছেন এক অনন্য রাজনৈতিক ধারা—যেখানে দল, মত, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে উঠে সবাই মিলে কাজ করে একটি সুন্দর, সমৃদ্ধ, ন্যায়ের সমাজ গঠনের জন্য।

সিলেটের রাজনীতিতে খন্দকার আব্দুল মুক্তাদির ভাই হচ্ছেন এক আলোকবর্তিকা, যিনি তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেন দেশপ্রেম, আদর্শ ও সততার পথে চলতে। তাঁর সংগ্রামী জীবন, ত্যাগ, এবং মানুষের প্রতি গভীর মমত্ববোধ তাঁকে জনতার নেতা হিসেবে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

সত্যি বলতে, তিনি শুধু সিলেট-১ আসনের নেতা নন, বরং পুরো সিলেটবাসীর গর্ব ও আশার প্রতীক—একজন প্রকৃত জননেতা, যাঁকে মানুষ ভালোবাসে, বিশ্বাস করে, আর অনুসরণ করে হৃদয়ের গভীর থেকে।

এডমিন পোস্ট

23/10/2025

জামায়াত নেতা চাচার কাছে ভোট চাইতে গিয়েছিলেন 🤭মুরব্বি Rocked,
ধানের শীষ মিশে আছে গ্রাম বাংলার মানুষের মাঝে🌾 #ধানেরশীষেভোটদিন #ছাত্রদল #যুবদল

আজ পবিত্র জুম্মার নামাজ আম্বরখানা জামে মসজিদে নামাজ আদায়ের মধ্য দিয়ে বিমানবন্দর থানা বিএনপির নেতৃবৃন্দের উদ্যোগে বিএনপি ...
17/10/2025

আজ পবিত্র জুম্মার নামাজ আম্বরখানা জামে মসজিদে নামাজ আদায়ের মধ্য দিয়ে বিমানবন্দর থানা বিএনপির নেতৃবৃন্দের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ও সিলেট- ১আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব: খন্দকার আব্দুল মুক্তাদির এর লিফলেট বিতরণ করা হয়।

নগরীর ৩১নং ওয়ার্ডের মীরের চক কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ শেষে  মুসল্লীদের সাথে কুশল বিনিময়।
03/10/2025

নগরীর ৩১নং ওয়ার্ডের মীরের চক কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ শেষে মুসল্লীদের সাথে কুশল বিনিময়।

Sylhet 1 MP KM  Follow 👈
02/10/2025

Sylhet 1 MP KM Follow 👈

02/10/2025

মিঠুনের বাড়িতে দিদিদের সাথে।

02/10/2025
সিলেট সদর উপজেলার তেলিহাটি বাগান, মালনিছড়া বাগান, লাক্কাতুড়া বাগান এবং সিলেট সিটি কর্পোরেশনের চৌকিদেখী, কালিবাড়ি, আম্বরখ...
02/10/2025

সিলেট সদর উপজেলার তেলিহাটি বাগান, মালনিছড়া বাগান, লাক্কাতুড়া বাগান এবং সিলেট সিটি কর্পোরেশনের চৌকিদেখী, কালিবাড়ি, আম্বরখানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শনে।

Address

Uk Tau

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet 1 MP KM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share