
08/04/2025
🚨 লিথুয়ানিয়া সীমান্তে ১২ জন অভিবাসীকে শনাক্ত করা হয়েছে!
পোল্যান্ড এবং লিথুনিয়া সীমান্তে এই লোকগুলিকে ধরা হয়েছে তারা অবৈধভাবে পোল্যান্ডে ঢুকতে চেয়েছিল গতকাল রাতে গাড়ি চেক করে এবং গাড়ির ভিতর থেকে এদেরকে সনাক্ত করে।
ইউরোপের প্রতিটা দেশেই এখন ভালোভাবে চেকিং হচ্ছে ডকুমেন্ট ছাড়া কেউ একদেশ থেকে অন্য দেশে যাবেন না।
#বর্ডারগার্ড #অবৈধ #পোডলাসি #সীমান্ত #নিরাপত্তা #পোল্যান্ড #অভিবাসী #এসজি #রুটকাতার্টাক #বুদজিস্কো #ইউরোপ #পোল্যান্ডসীমান্ত #সীমান্তনিয়ন্ত্রণ