Azmal on Strike

Azmal on Strike Azmal on Strike, Digitális tartalomkészítő, Debrecen elérhetőségei, térképes helyadatai és útbaigazítási információi, kapcsolatfelvételi űrlapja, nyitvatartási ideje, szolgáltatásai, értékelései, fényképei, videói és közleményei.

A significant drop in Hridoy's batting strike in both formats.
25/10/2025

A significant drop in Hridoy's batting strike in both formats.

Saif-Soumya delivered a wonderful start, posting 176 in the opening stand, which is the second highest for Bangladesh in...
23/10/2025

Saif-Soumya delivered a wonderful start, posting 176 in the opening stand, which is the second highest for Bangladesh in ODI in the opening.

For the first time in 17 years, Kohli fell for back-to-back ducks in ODI!
23/10/2025

For the first time in 17 years, Kohli fell for back-to-back ducks in ODI!

বাংলাদেশ শুধু জিতেইনি, বেশ দাপটের সাথেই জিতেছে। একদম ম্যাচের প্রথম ওভারেই পাকিস্তান থেকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এরপর এ...
02/10/2025

বাংলাদেশ শুধু জিতেইনি, বেশ দাপটের সাথেই জিতেছে। একদম ম্যাচের প্রথম ওভারেই পাকিস্তান থেকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এরপর এক সেকেন্ডের জন্যও পাকিস্তানকে মনে হয়নি ম্যাচের ড্রাইভিং সিটে।

নিজেদের প্রথম বিশ্বকাপেও বাংলাদেশ জিতেছিল পাকিস্তানের সাথে। তবে শুধু পাকিস্তানের সাথেই। সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজকে হারানোর।

এবার সেই সুযোগগুলো পেলে কাজে লাগাক! শ্রীলঙ্কার কন্ডিশনও আমাদের ফেভারেই আছে। বাস্তবতা মাথায় রেখে বললে, আর একটা জয় পেলেই এ বিশ্বকাপটা বাংলাদেশের জন্য হবে মনে রাখার মতো।

স্বর্ণার এ ছবির মতো বাকি বিশ্বকাপটা যাকও-হাসতে হাসতে, উড়তে উড়তে।

অভিষেক শর্মা হার্ড হিটার, ডেস্ট্রাক্টিভ। একটু দেখে আসি কতটা ডেস্ট্রাক্টিভ- ১। আন্তর্জাতিক টি-২০ তে ওপেনিংয়ে নেমে ২১ ইনিং...
01/10/2025

অভিষেক শর্মা হার্ড হিটার, ডেস্ট্রাক্টিভ। একটু দেখে আসি কতটা ডেস্ট্রাক্টিভ-

১। আন্তর্জাতিক টি-২০ তে ওপেনিংয়ে নেমে ২১ ইনিংসে মেরেছেন ৫৯ ছক্কা। গড়ে প্রতি ইনিংসে ছক্কার সংখ্যা ২.৮।

আইসিসির ফুল মেম্বারদের মধ্যে যারা ওপেনিংয়ে ৫০ ছক্কা মেরেছেন তাদের মধ্যে অভিষেকেরটাই সর্বোচ্চ।

২। আন্তর্জাতিক টি-২০ তে ২৫০ বল খেলা ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট তার, ১৯৬.০৭। আরো টানা ১৩৩ বল ডট খেললেও তার স্ট্রাইক রেট দেড়শ'র নিচে নামবে না।

অভিষেক কতটা এগিয়ে তা আরেকটু বুঝাই। কমপক্ষে ২৫০ বল খেলার শর্ত ধরে অস্ট্রেলিয়ার সেরা স্ট্রাইক রেটের অধিকারী টিম ডেভিড (১৬৮.৭১), ইংল্যান্ডের ক্ষেত্রে ফিল সল্ট (১৬৯.৬২), ওয়েস্ট ইন্ডিজের জন্য আন্দ্রে রাসেল (১৬৩.৭৯) আর নিউজিল্যান্ডের জন্য ফিন অ্যালেন (১৬৩.২৭)।

মনে করিয়ে দেই, অভিষেকেরটা ১৯৬.০৭!

৩। টি-২০ ডেব্যুর দিন ০ রানে আউট হয়েছিলেন। সেই ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচের পর তার ক্যারিয়ার স্ট্রাইক রেট ১৬০ এর নিচে নামেনি!

বয়স মাত্র ২৪। যদি এই হিটিং এবিলিটি নিয়ে ধারাবাহিক থাকতে পারেন, কল্পনা করুন কোথায় গিয়ে পৌঁছাবে তার ক্যারিয়ার!

১৫ ইনিংস পর আন্তর্জাতিক টি-২০ তে ফিফটি, এ বছরের প্রথম। এ ইনিংসের আগে ১৫ ইনিংসে রান ছিল ২৯৪। স্ট্রাইক রেট মাত্র ১০৯.৭। গড়...
20/09/2025

১৫ ইনিংস পর আন্তর্জাতিক টি-২০ তে ফিফটি, এ বছরের প্রথম।

এ ইনিংসের আগে ১৫ ইনিংসে রান ছিল ২৯৪। স্ট্রাইক রেট মাত্র ১০৯.৭। গড় ২২ এর ঘরে।

অথচ ঠিক আগের বছর আন্তর্জাতিক টি-২০ তে হৃদয়ের গড় ছিল ত্রিশের ওপর, স্ট্রাইক রেট ১৩০।

হৃদয়ের মতো রানিং বিটুইন দ্যা উইকেট, ছক্কা হাঁকানোর এবিলিটি- বাংলাদেশের কম ব্যাটসম্যানেরই আছে।

আজকের ৫৮ রানের মাঝে ৩৬ নিলেন অফ সাইডে আর ২২ লেগ সাইড থেকে। তার স্ট্রং জোন মিড উইকেট থেকে ১৪ তোলার পাশাপাশি কাভার থেকে আদায় করলেন ১৯ আর পয়েন্ট-থার্ড ম্যান মিলিয়ে ১৬।

এমন ব্যাটিং করলে আশা করা যায় এই ইনিংস দিয়েই ব্যাডপ্যাচটার ইতি টানবেন হৃদয়।

Will the bowlers' domination end with the end of the Gamini era in T20Is at Mirpur?    Note: Only 1 T20I match was held ...
14/08/2025

Will the bowlers' domination end with the end of the Gamini era in T20Is at Mirpur?

Note: Only 1 T20I match was held in 2012 and 2013.

৫ ম্যাচের সিরিজের সবকটি খেললেন। অ্যাকুরেসি, কন্ট্রোল সব মিলিয়ে বোলিং মেশিনের মতো বল করে গেলেন তিনি।২৩ উইকেট নিয়ে সিরিজের...
04/08/2025

৫ ম্যাচের সিরিজের সবকটি খেললেন। অ্যাকুরেসি, কন্ট্রোল সব মিলিয়ে বোলিং মেশিনের মতো বল করে গেলেন তিনি।

২৩ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেট টেকার, সাথে ফাইফার আছে দুইটা।

মোহাম্মদ সিরাজের মতো এমন ডেডিকেটেড আর হার্ডওয়ার্কিং একজন পেসারকে পাওয়া যেকোনো টেস্ট দলের জন্য ভাগ্যের বিষয়।

Bangladesh has hit 100 sixes in T20I in only 12 matches in this year which is highest among all teams so far. They are h...
28/07/2025

Bangladesh has hit 100 sixes in T20I in only 12 matches in this year which is highest among all teams so far. They are hitting 8.33 sixes per match!

Only 2nd time in the history, Bangladesh has touched this milestone. Can they surpass their previous record of hitting 122 sixes?

Not even a month ago, Diogo Jota won the UEFA Nations league. A few days ago, he tied the knot. Unfortunately, he did no...
03/07/2025

Not even a month ago, Diogo Jota won the UEFA Nations league. A few days ago, he tied the knot. Unfortunately, he did not get the chance to enjoy the happiness for a while.

A great loss for football!

বাংলাদেশ নারী ফুটবলের অর্জনটা আসলে কত বড়?যে টুর্নামেন্টে বাংলাদেশ কোয়ালিফাই করেছে তা বাংলাদেশের নারী-পুরুষ ফুটবলের ইতিহা...
02/07/2025

বাংলাদেশ নারী ফুটবলের অর্জনটা আসলে কত বড়?

যে টুর্নামেন্টে বাংলাদেশ কোয়ালিফাই করেছে তা বাংলাদেশের নারী-পুরুষ ফুটবলের ইতিহাস মিলিয়ে দ্বিতীয়বার। এর আগে পুরুষ দল এশিয়ান কাপ খেলেছিল ১৯৮০ সালে, সেটাই প্রথম এবং এখন পর্যন্ত তাদের জন্য শেষ।

১২ দলের এ টুর্নামেন্টে অলরেডি কোয়ালিফাই করা দলগুলো হলো দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, জাপান, চীন।

এ টুর্নামেন্টের প্রথম ছয়ে থাকতে পারলে বাংলাদেশ বিশ্বকাপে! ইমাজিন, বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে। যেই স্বপ্ন আমাদের বহু বহু বছরের।

যদি প্রথম আটে থাকতে পারে তাহলেও টিকে থাকবে বিশ্বকাপের স্বপ্ন।

আসেন, সময়টা ঠিক জায়গায় দেই। যাদের নিবেদন নেই, তাদের পেছনে যতটা সময় দিয়ে হা-হুতাশ করি, তার কিছু ভাগ এই মেয়েদের জন্যও দেই।

১২ ওভার ১ বলে ১১৬ রান করলেই টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে দল। সুপার এইটে যাওয়ার পর প্রথম দুই ম্যাচ হেরে যাওয়া দলের জন্য ...
25/06/2025

১২ ওভার ১ বলে ১১৬ রান করলেই টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে দল। সুপার এইটে যাওয়ার পর প্রথম দুই ম্যাচ হেরে যাওয়া দলের জন্য এর চেয়ে ভালো সুযোগ কি হতে পারে?

কিন্তু সেই ম্যাচে মিনিমাম কোনো ইন্টেন্ট দেখালেন না কেউ! ভোর বেলা টিভি সেটের সামনে বসে থাকা শত শত মানুষকে যেন তুচ্ছ করল শান্ত অ্যান্ড কোং।

বিশেষ করে রিয়াদের ৯ বলে ৬ আর সৌম্যর ১০ বলে ১০ যেন সাপোর্টারদের সাথে ছিল তামাশা। রিয়াদ তো রীতিমোত দেখেশুনে ডিফেন্স করছিলেন।

এবং ম্যাচটা শেষ পর্যন্ত হেরেই গিয়েছিল বাংলাদেশ। সংবাদ সম্মেলনে শান্ত শোনালেন সেই অমর বাণী, সেমি-ফাইনাল নয়, বাংলাদেশ ভাবছিল শুধু ম্যাচটা জেতার কথা।

সাপোর্টারদের সাথে এমন কাজ কি প্রতারণার চেয়ে কম? আপনি আশা নিয়ে আছেন, আপনার দল ভালো খেলবে, সেমিতে যাবে। অথচ সেটা তারা চাচ্ছেই না! পারা বা না পারা ভিন্ন বিষয়, দলটার ইচ্ছাই নাই সেমিতে খেলার।

২০১৪ সালে হংকং, আফগানিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। ঐ বছর টানা হারতে থাকা দলটাকেও এখনকার চাইতে বেশি সাপোর্ট করত মানুষজন।

নিজের দেশ না হওয়া সত্ত্বেও, হাজার হাজার মাইল দূরের আর্জেন্টিনাকে বছরের পর বছর ট্রফি না জিতলেও এ দেশে তাদের ভালোবাসার অভাব পড়ে নাই।

অথচ যে দেশটায় ক্রিকেট ছিল অক্সিজেনের মতো, সেখানে আজকে ক্রিকেটে ভাটা। ফ্রি টিকিট দিলেও স্টেডিয়াম ভরবে কিনা তা নিয়ে সন্দেহ আছে।

যে দলটা নিজেই চায় না জিততে, আপনি কীভাবে তার জয়ের জন্য চিয়ার করবেন, প্রার্থনায় বসবেন? সাপোর্ট মানুষ তখনই করে যখন লক্ষ্য একই থাকে।

এই নেগেটিভ ক্রিকেটটা আজও চলমান। সর্বশেষ গল টেস্টেই জয়ের জন্য মিনিমাম ইন্টেন্ট না দেখিয়ে, ড্র করার লক্ষ্য নিয়ে খেলে গেল।

আফগানিস্তানের বিপক্ষে সেই টি-২০ ম্যাচ দিয়ে এক অন্ধকার গলিতে হাঁটা শুরুর এক বছর হলো আজ।

Cím

Debrecen

Weboldal

Értesítések

Ha szeretnél elsőként tudomást szerezni Azmal on Strike új bejegyzéseiről és akcióiról, kérjük, engedélyezd, hogy e-mailen keresztül értesítsünk. E-mail címed máshol nem kerül felhasználásra, valamint bármikor leiratkozhatsz levelezési listánkról.

Megosztás