Azmal on Strike

Azmal on Strike I live where cricket meets data. Here to share insights, stats, and smart takes!

টেস্ট ইতিহাসে ক্যাপ্টেন্সি করেছেন ৩৬৪ জন।তাদের মধ্যে দশটির বেশি টেস্ট ক্যাপ্টেন্সি করেছেন ১৬২ জন।এ ১৬২ জনের মধ্যে কোনো ম...
27/11/2025

টেস্ট ইতিহাসে ক্যাপ্টেন্সি করেছেন ৩৬৪ জন।

তাদের মধ্যে দশটির বেশি টেস্ট ক্যাপ্টেন্সি করেছেন ১৬২ জন।

এ ১৬২ জনের মধ্যে কোনো ম্যাচ হারেননি মাত্র একজন ক্যাপ্টেন। তিনি টেম্বা বাভুমা। বাভুমা এখন পর্যন্ত ১২ টেস্ট ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন যেখানে জিতেছেন ১১ ম্যাচে, একটি হয়েছে ড্র।

যদি দশ টেস্ট ক্যাপ্টেন্সি করা ক্রিকেটারদের বিবেচনায় আনা হয় তাহলে আরো একজন অপরাজিত ক্যাপ্টেন পাওয়া যায়। তিনি অস্ট্রেলিয়ার ওয়ারউইক আর্মস্ট্রং। এ ক্রিকেটার ১০ টেস্ট ক্যাপ্টেন্সি করেছে, জিতেছেন ৮ ম্যাচে। ২ ম্যাচ হয়েছে ড্র।

নিউজিল্যান্ডের সাথে সেঞ্চুরির পর শাই হোপের এখন আন্তর্জাতিক সেঞ্চুরি আছে ১৩ দেশের বিপক্ষে যা ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ। শু...
19/11/2025

নিউজিল্যান্ডের সাথে সেঞ্চুরির পর শাই হোপের এখন আন্তর্জাতিক সেঞ্চুরি আছে ১৩ দেশের বিপক্ষে যা ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ।

শুধু তাই নয়, হোপ এখন একমাত্র ব্যাটসম্যান যার ওয়ানডেতে প্রত্যেক পূর্ণ সদস্যের বিপক্ষে সেঞ্চুরি রয়েছে।

২০২৪ সালে একটি টেস্ট উইকেটের জন্য নাহিদ রানা করতেন গড়ে ৮ ওভার।  কিন্তু এই বছরে নাহিদ ৬২ ওভারে নিয়েছেন মাত্র ৪ উইকেট। অর্...
10/11/2025

২০২৪ সালে একটি টেস্ট উইকেটের জন্য নাহিদ রানা করতেন গড়ে ৮ ওভার। কিন্তু এই বছরে নাহিদ ৬২ ওভারে নিয়েছেন মাত্র ৪ উইকেট। অর্থাৎ, গড়ে সাড়ে ১৫ ওভারে নাহিদ এক উইকেট পাচ্ছেন।

ওয়ানডে আর টি-২০ তে ডেব্যু হওয়ার পর থেকেই নাহিদ মলিন। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লেংথ ম্যানেজমেনন্টে।

বাংলাদেশের টেস্টের জন্য এমন একজন গতিসম্পন্ন স্ট্রাইক বোলারের রিদমে থাকা অত্যন্ত জরুরী৷ শন টেইটের মতো একজন লিথেল পেসার যখন কোচ, আশা করি উনি নাহিদের লেংথ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবেন।

তসলিমা নাসরিন একবার ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলীকে টুইটারে তার বেশভূষা নিয়ে আক্রমণ করেন এবং বরাবরের মতো নিজের নিম্ন মান...
08/11/2025

তসলিমা নাসরিন একবার ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলীকে টুইটারে তার বেশভূষা নিয়ে আক্রমণ করেন এবং বরাবরের মতো নিজের নিম্ন মানসিকতার পরিচয় দেন।

মঈন লম্বা দাঁড়ি রাখেন, ইসলাম মানার চেষ্টা করেন। ইসলামকে হেয় করে স্বার্থ হাসিল করতে চায় এমন লোক তো দুনিয়াতে অভাব নাই। তো মঈনদের জন্য নির্বিঘ্নে দাঁড়ি রাখা, খেলাটা বেশ কঠিন। তার টিমমেটরা সেটা বুঝে এবং সব সময় মঈনের পথটা সহজ করার চেষ্টা করে।

তসলিমা যখন এই নোংরামিটা করল সাথে সাথে মঈনের টিমমেটরা তসলিমাকেকে ধুয়ে দিল। জোফরা আর্চার রিপ্লাই দিলেন, "আপনি কি সুস্থ? আমার মনে হয় না আপনি সুস্থ?"। বাকি ইংলিশ ক্রিকেটাররাও তাকে একহাত নিল।

তো মঈন-আদিল-সাকিব মাহমুদদের মুসলিম হওয়ার কারণে যে পরিমাণ বিপত্তি, বিদ্রুপ ফেইস করতে হয়- তার চেয়ে বেশি বাধা ফেইস করতে হয় উপমহাদেশের নারী ক্রিকেটারদের, নারী হওয়ার কারণে।

বাংলাদেশের নারী দলের সাবেক ক্যাপ্টেন জাহানারা এমন গুরুতর একটা অভিযোগ আনার পর তেমন কাউকে সোচ্চার হইতে দেখলাম না। মেইল ক্রিকেটার বাদ দেই, যারা উইমেন ক্রিকেটার তাদেরও তেমন উচ্চবাচ্য নাই।

অন্যতম সম্ভাব্য কারণ এই যে অভিযুক্ত লোকটা বিসিবির ভেতরে থেকে এসব করেছে এবং বিসিবির অনেকের নাম এখানে এসে যাবে। আপনার অভিযুক্তের বিপক্ষে স্টেটমেন্ট দেওয়ার দরকার নাই, অন্তত এই সেনসিটিভ ইস্যুটার প্রপার তদন্ত চেয়ে তো একটা পোস্ট করতে পারেন, আওয়াজ তুলতে পারেন।

আপনি বিসিবিকে ভয় পাচ্ছেন? এত ছোট আত্মা নিয়ে আর যাই হোক, স্পোর্টসপার্সন হওয়া যায় না।

আপনারা কি বুঝতেছেন যদি এ ঘটনার সুষ্ঠ তদন্ত না হয়, তাহলে পটেনশিয়াল অফে-ন্ডাররা কত সাহসী হবে? আপনাদের জীবন যে সামনে হে-ল হয়ে যাবে- এই সিম্পল ব্যাপারটা টের পাচ্ছেন না?

আরো একটা কারণ হচ্ছে আপনি ঘটনাটা গায়েই মাখান নাই। কারণ ঘটনাটা আপনাদের টিমমেটের সাথে হয়েছে, আপনাদের সাথে না। আর এই কারণেই আপনারা আজীবন লোকাল মিডিয়ার "অভাবী ঘর থেকে উঠে আসা অমুক" হেডলাইনে আটকে থাকবেন, বিশ্ব মিডিয়াতে "বাংলাদেশের বিশ্বজয়" হেডলাইনটায় যেতে পারবেন না। টিম নিয়ে আপনার কোনো মাথাব্যথাই নাই, আপনার চিন্তা কয়টা টাকা-পয়সা গুছাইতে পারা নিয়ে।

আপনার ধারণা, নিজের চলা-ফেরার টাকা হয়ে গিয়েছে, স্বাবলম্বী হয়েছেন। বেতনও বাড়ছে। অযথা ঝামেলা না টেনে কয়েকটা বছর খেলে রিটায়ার করে ফেলাটাই নিরাপদ। এখন এসব নিয়ে আওয়াজ তুলে কারো চক্ষুশূল হওয়ার মানে নাই।

কিন্তু এরপরের ভিক্টিম যে আপনি না- তার গ্যারান্টি নাই।

একই ঘটনা জুলাইয়েও হয়েছিল। প্রতিদিন পাখির মতো মানুষ মেরে ফেলা হচ্ছে তা নিয়ে আপনাদের কারো বোল্ড অবস্থান ছিল না। যে তরুণরা আপনাদের নিয়ে এত মাতামাতি করে, তাদের জন্য আপনাদের একটু মায়া-দয়াও হয় নাই। "আপা টিকে গেলে ক্যারিয়ার শেষ"- এই ভয়ের কাছে হেরে গিয়েছিল আপনাদের বিবেক।

এত ছোট কলিজা নিয়ে আসলেই আপনাদের পক্ষে দুনিয়া জয় করা সম্ভব না, সরি।

-আজমল তানজীম

A significant drop in Hridoy's batting strike in both formats.
25/10/2025

A significant drop in Hridoy's batting strike in both formats.

Saif-Soumya delivered a wonderful start, posting 176 in the opening stand, which is the second highest for Bangladesh in...
23/10/2025

Saif-Soumya delivered a wonderful start, posting 176 in the opening stand, which is the second highest for Bangladesh in ODI in the opening.

For the first time in 17 years, Kohli fell for back-to-back ducks in ODI!
23/10/2025

For the first time in 17 years, Kohli fell for back-to-back ducks in ODI!

বাংলাদেশ শুধু জিতেইনি, বেশ দাপটের সাথেই জিতেছে। একদম ম্যাচের প্রথম ওভারেই পাকিস্তান থেকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এরপর এ...
02/10/2025

বাংলাদেশ শুধু জিতেইনি, বেশ দাপটের সাথেই জিতেছে। একদম ম্যাচের প্রথম ওভারেই পাকিস্তান থেকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এরপর এক সেকেন্ডের জন্যও পাকিস্তানকে মনে হয়নি ম্যাচের ড্রাইভিং সিটে।

নিজেদের প্রথম বিশ্বকাপেও বাংলাদেশ জিতেছিল পাকিস্তানের সাথে। তবে শুধু পাকিস্তানের সাথেই। সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজকে হারানোর।

এবার সেই সুযোগগুলো পেলে কাজে লাগাক! শ্রীলঙ্কার কন্ডিশনও আমাদের ফেভারেই আছে। বাস্তবতা মাথায় রেখে বললে, আর একটা জয় পেলেই এ বিশ্বকাপটা বাংলাদেশের জন্য হবে মনে রাখার মতো।

স্বর্ণার এ ছবির মতো বাকি বিশ্বকাপটা যাকও-হাসতে হাসতে, উড়তে উড়তে।

অভিষেক শর্মা হার্ড হিটার, ডেস্ট্রাক্টিভ। একটু দেখে আসি কতটা ডেস্ট্রাক্টিভ- ১। আন্তর্জাতিক টি-২০ তে ওপেনিংয়ে নেমে ২১ ইনিং...
01/10/2025

অভিষেক শর্মা হার্ড হিটার, ডেস্ট্রাক্টিভ। একটু দেখে আসি কতটা ডেস্ট্রাক্টিভ-

১। আন্তর্জাতিক টি-২০ তে ওপেনিংয়ে নেমে ২১ ইনিংসে মেরেছেন ৫৯ ছক্কা। গড়ে প্রতি ইনিংসে ছক্কার সংখ্যা ২.৮।

আইসিসির ফুল মেম্বারদের মধ্যে যারা ওপেনিংয়ে ৫০ ছক্কা মেরেছেন তাদের মধ্যে অভিষেকেরটাই সর্বোচ্চ।

২। আন্তর্জাতিক টি-২০ তে ২৫০ বল খেলা ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট তার, ১৯৬.০৭। আরো টানা ১৩৩ বল ডট খেললেও তার স্ট্রাইক রেট দেড়শ'র নিচে নামবে না।

অভিষেক কতটা এগিয়ে তা আরেকটু বুঝাই। কমপক্ষে ২৫০ বল খেলার শর্ত ধরে অস্ট্রেলিয়ার সেরা স্ট্রাইক রেটের অধিকারী টিম ডেভিড (১৬৮.৭১), ইংল্যান্ডের ক্ষেত্রে ফিল সল্ট (১৬৯.৬২), ওয়েস্ট ইন্ডিজের জন্য আন্দ্রে রাসেল (১৬৩.৭৯) আর নিউজিল্যান্ডের জন্য ফিন অ্যালেন (১৬৩.২৭)।

মনে করিয়ে দেই, অভিষেকেরটা ১৯৬.০৭!

৩। টি-২০ ডেব্যুর দিন ০ রানে আউট হয়েছিলেন। সেই ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচের পর তার ক্যারিয়ার স্ট্রাইক রেট ১৬০ এর নিচে নামেনি!

বয়স মাত্র ২৪। যদি এই হিটিং এবিলিটি নিয়ে ধারাবাহিক থাকতে পারেন, কল্পনা করুন কোথায় গিয়ে পৌঁছাবে তার ক্যারিয়ার!

১৫ ইনিংস পর আন্তর্জাতিক টি-২০ তে ফিফটি, এ বছরের প্রথম। এ ইনিংসের আগে ১৫ ইনিংসে রান ছিল ২৯৪। স্ট্রাইক রেট মাত্র ১০৯.৭। গড়...
20/09/2025

১৫ ইনিংস পর আন্তর্জাতিক টি-২০ তে ফিফটি, এ বছরের প্রথম।

এ ইনিংসের আগে ১৫ ইনিংসে রান ছিল ২৯৪। স্ট্রাইক রেট মাত্র ১০৯.৭। গড় ২২ এর ঘরে।

অথচ ঠিক আগের বছর আন্তর্জাতিক টি-২০ তে হৃদয়ের গড় ছিল ত্রিশের ওপর, স্ট্রাইক রেট ১৩০।

হৃদয়ের মতো রানিং বিটুইন দ্যা উইকেট, ছক্কা হাঁকানোর এবিলিটি- বাংলাদেশের কম ব্যাটসম্যানেরই আছে।

আজকের ৫৮ রানের মাঝে ৩৬ নিলেন অফ সাইডে আর ২২ লেগ সাইড থেকে। তার স্ট্রং জোন মিড উইকেট থেকে ১৪ তোলার পাশাপাশি কাভার থেকে আদায় করলেন ১৯ আর পয়েন্ট-থার্ড ম্যান মিলিয়ে ১৬।

এমন ব্যাটিং করলে আশা করা যায় এই ইনিংস দিয়েই ব্যাডপ্যাচটার ইতি টানবেন হৃদয়।

Will the bowlers' domination end with the end of the Gamini era in T20Is at Mirpur?    Note: Only 1 T20I match was held ...
14/08/2025

Will the bowlers' domination end with the end of the Gamini era in T20Is at Mirpur?

Note: Only 1 T20I match was held in 2012 and 2013.

৫ ম্যাচের সিরিজের সবকটি খেললেন। অ্যাকুরেসি, কন্ট্রোল সব মিলিয়ে বোলিং মেশিনের মতো বল করে গেলেন তিনি।২৩ উইকেট নিয়ে সিরিজের...
04/08/2025

৫ ম্যাচের সিরিজের সবকটি খেললেন। অ্যাকুরেসি, কন্ট্রোল সব মিলিয়ে বোলিং মেশিনের মতো বল করে গেলেন তিনি।

২৩ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেট টেকার, সাথে ফাইফার আছে দুইটা।

মোহাম্মদ সিরাজের মতো এমন ডেডিকেটেড আর হার্ডওয়ার্কিং একজন পেসারকে পাওয়া যেকোনো টেস্ট দলের জন্য ভাগ্যের বিষয়।

Cím

Debrecen

Weboldal

Értesítések

Ha szeretnél elsőként tudomást szerezni Azmal on Strike új bejegyzéseiről és akcióiról, kérjük, engedélyezd, hogy e-mailen keresztül értesítsünk. E-mail címed máshol nem kerül felhasználásra, valamint bármikor leiratkozhatsz levelezési listánkról.

Megosztás