Rj rafi 007

Rj rafi 007 আমার পেজে আপনাকে স্বাগতম।
আপনাদের সাপোর্ট এ আমি এগিয়ে যাবো বহুদূর। সফলতা অর্জন করবো সকল বাধা অতিক্রম করে।

মে ফ্লাওয়ার। শুধু বছরে একবার ফুটে      #ফূল
14/05/2025

মে ফ্লাওয়ার।
শুধু বছরে একবার ফুটে #ফূল

১১ নাম্বার সেক্টর জমজমের মোড়ের আশেপাশে যারা থাকেন বা জমজমের মোড় দিয়ে যারা সকালবেলা অফিসে যাতায়াত করেন, তাদের কাছে সবি...
15/04/2025

১১ নাম্বার সেক্টর জমজমের মোড়ের আশেপাশে যারা থাকেন বা জমজমের মোড় দিয়ে যারা সকালবেলা অফিসে যাতায়াত করেন, তাদের কাছে সবিনয় অনুরোধ করছি। কম টাকায় হোমমেড নাস্তা করতে চাইলে এখানে চলে আসবেন। একজন ভদ্রমহিলা এখানে নাস্তা বিক্রি শুরু করেছেন। এই ভদ্রমহিলা হয়তো অভাবগ্রস্ত হয়ে ক্ষুদ্র মূলধন নিয়ে রাস্তায় ব্যাবসা করতে নেমেছেন। আপনাদের সহযোগিতায় ওনার জন্য আগামী দিনের পথ চলা সহজ করে দিবে

Free free Palestine 🇵🇸🇵🇸
15/04/2025

Free free Palestine 🇵🇸🇵🇸

স্বীকৃতি পেলে উৎসাহ বাড়ে!সম্মান পেলে শক্তি বাড়ে!নিশ্চয়তা পেলে সাহস বাড়ে!প্রতিশ্রুতি পেলে গতি বাড়ে #বাংলাদেশ             ...
29/03/2025

স্বীকৃতি পেলে উৎসাহ বাড়ে!
সম্মান পেলে শক্তি বাড়ে!
নিশ্চয়তা পেলে সাহস বাড়ে!
প্রতিশ্রুতি পেলে গতি বাড়ে

#বাংলাদেশ

ব্যাংকে রাখলে টাকা ফেরত পাওয়া যাবেনা চিন্তা করে ভদ্রলোক তার সঞ্চিত ৪০ লাখ টাকা হাড়ির ভেতর রেখে মাটি চাপা দিয়ে রেখেছিলেন।...
05/03/2025

ব্যাংকে রাখলে টাকা ফেরত পাওয়া যাবেনা চিন্তা করে ভদ্রলোক তার সঞ্চিত ৪০ লাখ টাকা হাড়ির ভেতর রেখে মাটি চাপা দিয়ে রেখেছিলেন। ৩ মাস পর বের করে দেখেন এই অবস্থা! উইপোকা খেয়ে দিছে। গতকাল ব্যাংকে নিয়ে এসেছিল চেঞ্জ করার জন্য

সুপারি দিছি জর্দা দিছি সাথে চুন দিলাম সামান্য । ১টা পান বানাইলাম আমার জন্য 😋
26/02/2025

সুপারি দিছি জর্দা দিছি সাথে চুন দিলাম সামান্য ।
১টা পান বানাইলাম আমার জন্য 😋

20/02/2025

না আমি ছাত্রলীগ, না আমি ছাত্রদল, না আমি শিবির; আমি শুধুই আমার বিবির🙂

এই পৃথিবীতে সত্যিকারের মেধাবীরা অহেতুক আলোচনার কেন্দ্রবিন্দু হন না। তাঁরা নিজেদের কর্মের মাধ্যমে ইতিহাস গড়েন, কিন্তু নিজ...
19/02/2025

এই পৃথিবীতে সত্যিকারের মেধাবীরা অহেতুক আলোচনার কেন্দ্রবিন্দু হন না। তাঁরা নিজেদের কর্মের মাধ্যমে ইতিহাস গড়েন, কিন্তু নিজেরা প্রচারের জন্য হাঁসফাঁস করেন না। যে জিনিসের প্রকৃত মূল্য রয়েছে, তার বিজ্ঞাপন লাগে না—স্বর্ণ, হীরা কিংবা অনন্য মেধার মতো। ঠিক তেমনই একজন মানুষ ড. মুহাম্মদ ইউনুস।

ড. ইউনুস কখনও অপ্রয়োজনীয় কথা বলেন না, মিডিয়ার সামনে অহেতুক উপস্থিত হন না, কিংবা নিজের কীর্তির ঢোল পেটান না। তিনি যা বলেন, তাতে গভীরতা থাকে, ভবিষ্যতের দিকনির্দেশনা থাকে। তাঁর প্রতিটি শব্দই পরিমিত, প্রতিটি চিন্তাই সুস্পষ্ট।

তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে ব্যক্তিগত ফায়দা লুটতে যান না। চেতনাকে বিকৃত করেন না, অসম্মানও করেন না। ইতিহাসকে তিনি নিরপেক্ষ চোখে দেখেন এবং সেটির যথাযথ মর্যাদা দিতে জানেন। তিনি কাউকে ভয় দেখিয়ে নিজের অবস্থান মজবুত করার চেষ্টা করেন না, প্রতিশোধপরায়ণ নন, অহংকারী নন।

ড. ইউনুস কারও অতিরিক্ত প্রশংসা করেন না, আবার কাউকে ঘৃণা করতেও শেখান না। তিনি কোনো দলের, কোনো ধর্মের নামে ব্যঙ্গ-বিদ্রুপ করেন না। কোনো বড় কাজ করলেও তার প্রচার নিয়ে ব্যস্ত থাকেন না। বরং তিনি ভবিষ্যতের কথা বলেন, স্বপ্ন দেখান, তরুণদের এগিয়ে যাওয়ার সাহস দেন।

এই সমাজের জন্য, এই জাতির জন্য তিনি এমন কিছু করে যেতে চান যা কল্পনারও বাইরে। কিন্তু আমরা কি তাঁকে সেই সুযোগ দিচ্ছি? আমাদের কি বোঝার ক্ষমতা আছে, কোন মানুষকে আমরা হারাতে বসেছি?

ড. ইউনুস স্বপ্ন দেখান না—তিনি স্বপ্ন বাস্তবায়ন করেন। সুযোগ পেলে তিনি এমন কিছু করে যাবেন, যা আমাদের ভাবনার গণ্ডিরও বাইরে। কিন্তু সেই সুযোগ কি আমরা দেব? নাকি আমরা অমূল্য হীরার মূল্যায়ন করতে ব্যর্থ হব?

Address


Alerts

Be the first to know and let us send you an email when Rj rafi 007 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rj rafi 007:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share